
ভ্যাটিকান সিটি
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
৬ পূর্বসাল – ৩০ সাল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম নেয়া খ্রিস্টধর্মের* প্রাণকেন্দ্র জেসাস ক্রাইস্টের** জীবনকাল।
* খ্রিস্টধর্ম সম্পর্কে সংক্ষেপে জানতে দেখুন, (Brown & Anatolias 2009) ও (Brown 2009).
** ইবরানি জেশুয়া মেসিয়ার গ্রিক অনুবাদ ইউসুস খ্রিস্তোস; ইউসুস খ্রিস্তোসের ইংরেজি অনুবাদ জেসাস ক্রাইস্ট। জেসাস ক্রাইস্টের অনুসারীরা খ্রিস্টান নামে পরিচিত। বাংলায় খ্রিস্টান শব্দটি গ্রিক ভাষার খ্রিস্তোস (Χριστός) থেকে এসেছে, এর সোজাসাপটা অর্থ “ত্রাতা।”
সাল
২০ জেসাস ক্রাইস্টের সরাসরি শিষ্যদের একজন সেইন্ট পল এসময় একজন কিশোর যাঁর পিতা ছিলেন একজন গ্রিকভাষী ইহুদি ও রোমক সাম্রাজ্যের একজন নাগরিক।
২৯ এ সময় রোমক ফিলিস্তিনের গালিলি প্রদেশে প্রচারকার্য চালাচ্ছেন ও অসুস্থদেরকে সুস্থ করছেন জেসাস ক্রাইস্ট।
৩০/৩৩ রোমক সম্রাট টাইবেরিয়াসের রাজত্বে প্রোকিউরেটর পন্টিয়াস পাইলেটের অধীনে জেসাস ক্রাইস্টকে রোমক ফিলিস্তিনের জেরুসালেমের গলগথায় ক্রুশবিদ্ধ করা হল।*
* রোমক সাম্রাজ্যে নিচুশ্রেণির অপরাধীদেরকে ক্রুশবিদ্ধ করা হত। সমকালীন শাসকদের চোখে জেসাস ক্রাইস্ট তাই ছিলেন। ইতিহাস খুবই পরিহাসপ্রবণ।
জেরুসালেমের খ্রিস্টানদের ক্ষুদ্র সম্প্রদায়টির নেতা হলেন পিটার।
৩৫ রোমক ফিলিস্তিনের জেরুসালেমের নগর দেয়ালের বাইরে সেইন্ট স্টিফেনকে পাথর মেরে হত্যা করা হল।*
* খ্রিস্টধর্মের ইতিহাসের প্রথম শহিদ বিবেচিত হয়ে থাকেন।
খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালাতে দামিশকে যাওয়ার পথে এক চোখধাঁধানো আলো দেখলেন সাউল। দীক্ষিত হলেন খ্রিস্টধর্মে। পরবর্তীকালে পরিচিত হলেন সেইন্ট পল নামে।
৪৮ সেইন্ট পলের সাইপ্রাস সফর, মিশনারি কর্মকাণ্ডের শুরুয়াত।
৪৯ ঠিক হল পল জেন্টাইলদের মধ্যে প্রচারকার্য চালাবেন, পিটার আর জেমস যাবেন ইহুদিদের কাছে।
৪৯-৬৪ গ্রিস ও এশিয়া মাইনরে প্রচারকার্য চালাচ্ছেন পল।
৫০ এবছর সেইন্ট পলের পত্রগুলোর প্রথমটি পেল থিষলনিকীয়রা। এটি বাইবেলের* নব সন্ধির আদিতম রচনা। গ্রিক ভাষায় লেখা।
* ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র বইগুলোর সমষ্টি বাইবেল। খ্রিস্টানদের চোখে, ইহুদি বাইবেল হচ্ছে প্রাক্তন সন্ধি। নব সন্ধি হচ্ছে বাইবেলের খ্রিস্টীয় অংশ, তবে খ্রিস্টানরা ধর্মীয় ঐতিহ্যগত পরম্পরার জায়গা থেকে প্রাক্তন সন্ধির ঐশীত্বে বিশ্বাস করে থাকেন।
জেরুসালেম কাউন্সিল, জেসাসের জেন্টাইল (অইহুদি) অনুসারীদের জন্য ইহুদি আচার পালন করা জরুরি কিনা তা নিয়ে তীব্র বাহাস দেখা দিল।
৬০-১০০ খ্রিস্টধর্মের সুসমাচারগুলো* এসময়ই কখনো লিখিত হয়ে থাকবে।
* আদিতে সুসমাচার বলতে স্রেফ খ্রিস্টধর্মের বার্তা বোঝাত। পরবর্তীকালে, সুসমাচারের অর্থ দাঁড়ায় জেসাসের জীবনীমূলক রচনা। মার্ক, মথি, লুক ও যোহনের লেখা চারটি সুসমাচার বাইবেলের নব সন্ধির অংশ বিবেচিত।
৬০ খ্রিস্টান সম্প্রদায়ের নেতা হিসাবে রোমে আসলেন পিটার। কালক্রমে, তিনি খ্রিস্টধর্মের প্রথম পোপ বিবেচিত হবেন। পলকে বন্দী করে রোমে নিয়ে আসা হল।
৬০-৬২ রোমে দুই বছর স্বাধীনভাবে প্রচারকার্য চালালেন পল।
৬৪ এক অগ্নিকাণ্ডে রোমের অধিকাংশ এলাকা পুড়ে খাক হয়ে গেলে এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করে সন্ত পিটারসহ আরো কিছু নিরীহ মানুষকে ভ্যাটিকান পাহাড়ের ওপর ক্রুশবিদ্ধ করলেন সম্রাট নিরো।
৬৭ রোমক সম্রাট নিরো সেইন্ট পলকে মৃত্যুদণ্ড দিলেন।*
* পল রোমক সাম্রাজ্যের নাগরিক ছিলেন। তাই তাঁর শিরশ্ছেদ করা হয়। অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক শাস্তিটি পেত অভিজাত অপরাধীরা।
৬৮ এসেনরা তাঁদের পবিত্র পুঁথিগুলো রুমিদের হাত থেকে বাঁচানোর জন্য মৃত সাগরের নিকটবর্তী গুহাগুলোয় লুকিয়ে রাখল।
৭০ আনুমানিক এ সময়ই কখনো সিরিয়া বা এশিয়া মাইনরে (আনাতোলিয়া, বর্তমান তুরস্কের অধিকাংশ অঞ্চল) লিখিত হয় মার্কের সুসমাচার, যা আদিতম সুসমাচার বলে বিবেচিত।
৭৫ সম্ভবত লুক কর্তৃক লিখিত হল প্রেরিতদের কার্য, বাইবেলের নব সন্ধির অংশ বিবেচিত হয়।
৮৪ ফিলিস্তিনের সিনাগোগ থেকে নাজোরীয়দের* বহিষ্কার করা হল।
* জেসাসের ইহুদি অনুসারী। এঁরা খ্রিস্টান ছিলেন। তবে উত্তরাধিকারসূত্রে পাওয়া ইহুদি পরিচয়ও ধরে রেখেছিলেন।
৯০-৯৫ আনুমানিক এসময়ই কখনো মথি ও লুকের সুসমাচার লিখিত হয়।
১১০ আনুমানিক এসময়ই কখনো যোহনের সুসমাচার লিখিত হয়।
১১২ রোমক সম্রাট ত্রাজানের কাছে একটি চিঠি লিখলেন প্রাকৃতিক দার্শনিক (বিজ্ঞানী) প্লিনি দ্য এল্ডার। তিনি সম্রাটকে এই বলে আশ্বস্ত করলেন, যে খ্রিস্টানরা আইন মেনে চলা একটি ধর্মীয় সম্প্রদায়। সাম্রাজ্যের জন্য এরা কোন হুমকি নয়।
১৩৫-৩৯০ ফিলিস্তিন রোমক প্রদেশ ‘সিরিয়া প্যালেস্টাইনা’র অন্তর্ভুক্ত হল।
১৪০-২০০ অতীন্দ্রিয়বাদী নস্টিক আন্দোলন এসময় ব্যাপক সমৃদ্ধিলাভ করে।*
* লায়ন্সের ইরেনিয়াস, কার্থেজের তার্তুলিয়ান, আর রোমের হিপ্পোলিটাস এই আন্দোলনকে খ্রিস্টধর্মের সাথে সাংঘর্ষিক বলে সাব্যস্ত করে চ্যালেঞ্জ করেন।
১৪৪ মার্কিয়নকে গির্জা থেকে বহিষ্কার করা হল, তিনি তাঁর নিজের গির্জা প্রতিষ্ঠা করলেন।
১৫০-২০০ খ্রিস্টধর্ম গ্রহণ করে নিল ফ্রান্স।
১৬০ ফ্রিজিয়ার মন্টানাস নিজেকে নবি বলে দাবি করলেন।
১৭৭ এসময় রোমক সম্রাট মার্কাস অরেলিয়াসের হুকুমে লায়ন্সের খ্রিস্টানদের ওপর আমৃত্যু নির্যাতন চালানো হচ্ছে।
২৩২ ফোরাত নদীর দক্ষিণ-পশ্চিম তীরের সীমান্তবর্তী শহর দৌরা-ইওরোপাসের একটি বাড়ি খ্রিস্টধর্মীয় উপাসনালয় হয়ে উঠল।
২৪৫ সিজারিয়ার বাসিন্দা অরিজেন কর্তৃক সংকলিত হল হেক্সাপ্লা।*
* এতে তুলনামূলক অধ্যয়নের সুবিধার্থে প্রাক্তন সন্ধির বিভিন্ন সংস্করণকে ছয়টি কলামে বিন্যস্ত করে দেখানো হল।
২৫০ খ্রিস্টানদের ওপর নির্যাতন চালাচ্ছেন রোমক সম্রাট দেসিয়াস। রোমের খ্রিস্টানরা ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রগুলোকে কবরগৃহ হিসাবে ব্যবহার করতে আরম্ভ করল, যার দেয়ালে বাইবেলের নব সন্ধির কাহিনীগুলোর অনুসরণে আঁকা হচ্ছে নানান ম্যুরাল।
২৫৮ রোমের দেবতাদের উদ্দেশ্যে কোরবানি দিতে অস্বীকৃতি জানানোয় কার্থেজের* বিশপ সাইপ্রিয়নকে** শহিদ করা হল।
* প্রাচীন ফিনিশীয় বণিকদের তৈরি করা বাণিজ্য নগরী, যা বর্তমান তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত।
** তিনি ছিলেন এহেন আরো অসংখ্য শহিদের একজন।
২৮০ আর্মেনিয়াকে খ্রিস্টধর্মে দীক্ষিত করলেন গ্রেগরি দ্য ইলুমিনেটর।
৩০০ মিসরের মরুভূমিতে আশ্রয় নেয়া আদি খ্রিস্টান সন্ন্যাসীদের একজন সেইন্ট অ্যান্থনি এসময় ভয়ানক সব হ্যালুসিনেশনের অভিজ্ঞতা লাভ করছেন।
৩০৩ খ্রিস্টানদের ওপর অপেক্ষাকৃত পদ্ধতিগতভাবে নতুন উদ্যমে নির্যাতন চালাতে শুরু করলেন রোমক সম্রাট ডায়াক্লেশিয়ান।
৩০৫ মিসরের অ্যান্থনি কর্তৃক প্রতিষ্ঠিত হল অ্যাংকরিটিক মোনাস্টিসিজম, মার্কারিয়াস ও পাখোমিয়াস প্রতিষ্ঠা করলেন সেনোবিটিক মোনাস্টিসিজম।
৩০৬ রোমের অন্যতম সম্রাট হলেন কনস্টান্টাইন।
৩১২ মিলভিয়ান সেতুর একটি নিষ্পত্তিমূলক যুদ্ধে জিতলেন কনস্টান্টাইন। রোমে প্রবেশ করলেন। পশ্চিম সাম্রাজ্যের অধিপতি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।
৩১৩ মিলানের ফরমান, রোমক সম্রাটদ্বয় কনস্টান্টাইন ও লিসিনিয়াস খ্রিস্টানদের সহ্য করার নীতি ঘোষণা করলেন।
৩১৪ আরলেসে ৩০০ বিশপকে নেমন্তন্ন জানান হল। আলেকজান্দ্রিয়ায় বহুঈশ্বরবাদীদের সাথে খ্রিস্টানদের সংঘাত দেখা দিল।
৩২০ নীল নদের পারে মিসরের দান্দারায় পাখোমিয়াস খ্রিস্টীয় সাধুদের প্রথম সম্প্রদায়টিকে সংগঠিত করলেন।
৩২৪ সম্রাট প্রথম কনস্টান্টাইনের নির্দেশে সেইন্ট পিটারের কবরের ওপর একটা ব্যাসিলিকার নির্মাণ কাজ শুরু হল।
৩২৫ নিসিয়ার কাউন্সিল, রোমক সম্রাট কনস্টান্টাইনের তত্ত্বাবধানে খ্রিস্টানদের প্রথম নিখিল সাম্রাজ্য কাউন্সিল অনুষ্ঠিত হল। এই কাউন্সিল আরিয়াসের চিন্তাধারাকে ধর্মদ্রোহ সাব্যস্ত করল।*
* নিসিয়া বর্তমান তুরস্কে অবস্থিত, ইজনিক নামে পরিচিত। খ্রিস্টধর্মের ইতিহাসে নিসিয়ার কাউন্সিল সবিশেষ গুরুত্ব রাখে। এর আগ পর্যন্ত ধর্মটি অত্যন্ত অসংহত ছিল; এই কাউন্সিল একটি কর্তৃত্ব-ব্যবস্থার ভিত রচে তাকে সংহত করে তোলে।
৩২৬ সম্রাট কনস্টান্টাইনের মা হেলেনা জেরুসালেমে তীর্থযাত্রায় গেলেন। তিনি পবিত্র স্থানগুলোতে নির্মাণকাজের কর্মসূচি হাতে নিলেন। কালক্রমে, পবিত্র ভূমি খ্রিস্টানদের তীর্থকেন্দ্র হয়ে উঠল।
৩২৭ হেলেনা জেরুসালেমে কথিত প্রকৃত ক্রুশ আবিষ্কার করলেন।*
* যেই কাঠের ওপর জেসাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। হেলেনার এই দাবির পক্ষে কোন প্রমাণ নেই। যথেষ্ট সম্ভাবনা আছে, খ্রিস্টানদের ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, খুবই পরিকল্পিতভাবে উত্থাপন করা হয়েছিল এই দাবি।
৩৩০ প্রাচীন গ্রিক শহর বাইজান্টিয়ামে একটি নতুন খ্রিস্টান শহর নির্মাণ করলেন কনস্টান্টাইন। নাম দিলেন কনস্টান্টিনোপল।* নবগঠিত শহরটিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী করা হল।**
* বর্তমান তুরস্কের ইস্তানবুল।
** আজকে বাইজেন্টাইন সাম্রাজ্য আর পূর্ব রোমক সাম্রাজ্য পদ দুটি সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এটা মনে রাখা দরকার, পূর্ব রোমক সাম্রাজ্যের নাগরিকরা নিজেদেরকে রুমি বিবেচনা করতেন। গ্রিক ভাষায় কথা বললেও আচারব্যবহারে রুমি ছিলেন। তারা কখনোই নিজেদের মাতৃভূমিকে বাইজেন্টাইন বলেন নি। কিন্তু অতিকথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাইজেন্টাইন। শব্দটি ব্যবহারিক কারণে ইতিহাসের অংশ হয়ে গেছে। আজ আর এই ভুল শোধরানো সম্ভব নয়।
৩৩৭ মৃত্যুর অল্প কিছুদিন আগে নিকোমেডিয়ায় একজন খ্রিস্টান হিসাবে বাপ্তাইজিকৃত হলেন রোমক সম্রাট কনস্টান্টাইন।
৩৫০ ইথিওপিয়ার প্রথম খ্রিস্টান বিশপ হলেন ফ্রুমেন্টিয়াস, দেশটিতে যাঁকে দাস হিসাবে ধরে আনা হয়েছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের বদৌলতে এই সময় থেকে খ্রিস্টধর্মের অর্থোডক্স গির্জার কেন্দ্র হয়ে উঠল গ্রিস।
৩৬০ ফ্রান্সে পয়তিয়ের্সের কাছে লিগুগে পশ্চিম ইওরোপের প্রথম মঠ স্থাপন করলেন সেইন্ট মার্টিন।
৩৬১-৬৩ রোমক সম্রাট জুলিয়ানের রাজত্বকাল, যিনি ইতিহাসের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন; ফিরিয়ে আনতে চেয়েছিলেন রোমের বহুঈশ্বরবাদী ব্যবস্থা।
৩৬৩ একটি অপ্রামাণিক (ἀπόκρυφος : apocryphal) গল্প অনুসারে, তার্সুসে মরতে মরতে জেসাস ক্রাইস্টের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছিলেন জুলিয়ান দ্য অ্যাপোস্টেট।*
* তাঁর এই প্রচেষ্টা সফল হয়নি। কালক্রমে খ্রিস্টধর্ম সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। খ্রিস্টানরা তাঁকে ডাকেন জুলিয়ান দ্য অ্যাপোস্টেট।
৩৬৭ আলেকজান্দ্রিয়ার বিশপ একটি দলিল বিতরণ করলেন, যা আনুষ্ঠানিকভাবে বাইবেলের নব সন্ধির বিষয়বস্তু প্রতিষ্ঠা করল।
৩৮০ কোডেক্স সিনাইটিকাস, সম্পূর্ণ নব সন্ধির প্রথম পাণ্ডুলিপি।
৩৮৬ বেথলেথেমে থিতু হলেন সেইন্ট জেরোমি। তাঁর শিষ্যারা তাঁর নিবাসের জন্য একটি মঠ স্থাপন করলেন। কাছেই নিজেদের জন্য স্থাপন করলেন একটি কনভেন্ট।
৩৮৭-৪৯৩ সেইন্ট প্যাট্রিকের জীবনকাল।*
* আয়ারল্যান্ডের প্যাট্রন সেইন্ট বলে বিবেচিত হন।
৩৯০ ক্ষমতায় গির্জার ভাগ দাবি করলেন সেইন্ট অ্যামব্রোজ। সম্রাট থিওডোসিয়াসের সাথে দ্বন্দ্বে জড়ালেন। মিলানের এক হত্যাযজ্ঞকে কেন্দ্র করে।
৩৯৫-৬৩৬ ধর্মীয় ভিন্নমতাবলম্বীদের একটি অভয়ারণ্য হয়ে উঠল সিরিয়া।
৩৯১ আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান প্যাট্রিয়ার্ক থিওফিলাস নগরীর বহুঈশ্বরবাদীদের মন্দিরগুলো ধ্বংস করলেন।
৪০৫ বেথলেহেমে বাইবেলের লাতিন তর্জমা সমাপ্ত করলেন জেরোমি, যা পরবর্তীকে ভালগেট নামে পরিচিতি পাবে।
৪১৩ সেইন্ট অগাস্টিন লিখতে শুরু করলেন দ্য সিটি অফ গড।
৪৩০ পোপ সেলেস্টাইন কর্তৃক আয়ারল্যান্ডে প্রথম মিশনারি হিসেবে প্রেরিত হলেন প্যালাডিয়াস।
৪৩১ এফিসাসের কাউন্সিল, নেস্টোরিয়ানের ধর্মতত্ত্বকে ধর্মদ্রোহ বলে সাব্যস্ত করা হল।
৫৭০ হযরত মুহাম্মদের (সা.) জন্ম।*
* ইসলাম সম্পর্কে সংক্ষেপে জানতে দেখুন, (Gordon 2009).
৫৯০-৬২৭ বাইজেন্টাইন সম্রাট মরিসের সাহায্য নিয়ে পারস্যের শাহ হলেন দ্বিতীয় খসরু, বিনিময়ে বাইজেন্টাইনদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি করলেন।
৫৯৪ লাখমিরা খ্রিস্টধর্মে দীক্ষিত হল।
৫৯৭ বর্তমান যুক্তরাজ্যের কেন্টে সন্ত অগাস্টিনের আগমন, সাক্সনদের খ্রিস্টধর্মে দীক্ষিত করতে শুরু করলেন তিনি।
৬০১ ক্যান্টারবেরির প্রথম আর্চবিশপ নিযুক্ত হলেন সন্ত অগাস্টিন।
৬০২ রোমক সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বে ফোকাসের হাতে মরিস খুন। বাইজেন্টাইনদের সাথে সম্পাদিত শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি ভঙ্গ করে সিরিয়ায় অভিযান চালালেন দ্বিতীয় খসরু।
৬৩০ জেরুসালেমে পবিত্র ক্রুশকাঠের অংশবিশেষ পুনর্বহাল করলেন রোমক সম্রাট হেরাক্লিয়াস।
৮০০ পোপ তৃতীয় লিও শার্লামেইনের মাথায় পরিয়ে দিলেন পবিত্র রোমক সাম্রাজ্যের মুকুট।
৮৪৬ ভ্যাটিকানে আরব মুসলমান জলদস্যুদের হামলায় সেইন্ট পিটারস ব্যাসিলিকা ক্ষতিগ্রস্ত হলে পোপ চতুর্থ লিও ব্যাসিলিকা ও তৎসংলগ্ন প্রাঙ্গনকে ঘিরে একটি দেয়াল বানানোর নির্দেশ দিলেন।
৮৫২ পোপ চতুর্থ লিওয়ের নির্দেশে বানানো ৩৯ ফিট লম্বা দেয়ালের নির্মাণ কাজ শেষ হল।*
* এই দেয়াল দ্বারা ঘেরাওকৃত অংশটি লিওনাইন শহর নামে পরিচিতি পায়। যার আওতাভুক্ত ছিল বর্তমান ভ্যাটিকানের ভূখণ্ড ও বর্গো জেলা। ১৬৪০এর দশকের পোপ অষ্টম আরবানের রাজত্বকাল পর্যন্ত দেয়ালটির সম্প্রসারণ ও সংস্কার কাজ অব্যাহত থেকেছে।
১০৯৫ নভেম্বর ২৭ প্রথম ক্রুসেডের* ডাক দিলেন পোপ দ্বিতীয় আরবান। ঘোষিত উদ্দেশ্য ছিল, সেলজুক তুর্কিদের হাত থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করা।
* ক্রুসেড সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, (Asbridge 2010).
১০৯৫-১২৭০ মূলত ফ্রান্সের নেতৃত্বে সংঘটিত হল আটটি ক্রুসেড।
১০৯৯ ক্রুসেডারদের হাতে জেরুসালেমের* পতন।
* শহরটির ইহুদি ও মুসলমানদের ওপর ভয়াবহ হত্যালীলা চালানো হয়, ইহুদিরা প্রাণভয়ে সীনাগোগে আশ্রয় নিলে বাইরে থেকে তালা আটকে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারে ক্রুসেডাররা।
১১০৮ ক্রুসেডাররা সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া নিয়ে নিল।
১১০৯ ক্রুসেডাররা সিরিয়ার উপকূলীয় শহর ত্রিপোলি নিয়ে নিল।
১১১৯ সারমাদাহয়ের যুদ্ধ, ক্রুসেডার পরাস্ত করল আলেপ্পোর সেলজুকরা।
১১২৪-২৫ আলেপ্পো পুনর্দখল করতে ক্রুসেডারদের প্রচেষ্টা, ব্যর্থ হল।
১১২৮-৪৬ আতাবেক ইমাদুদ্দিন জঙ্গির নেতৃত্বে সিরিয়ায় সুন্নীদের পুনর্জাগরন।
১১৪৫ দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করলেন পোপ।
১১৪৭-৪৯ দামিশকের বাইরে দ্বিতীয় ক্রুসেডারদের পরাস্ত করলেন নুরুদ্দিন।
১১৭০ ক্যান্টারবেরি ক্যাথেড্রালে খুন হয়ে গেলেন টমাস বেকেট।*
* তাঁকে পরবর্তীকালে সেইন্ট হিসাবে কানুনীকৃত করা হয়।
১১৮৭ হাত্তিনের যুদ্ধ, জেরুসালেমের ক্রুসেডার রাজাকে পরাজিত করলেন সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডারদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধার করা হল। সিরিয়া ও লেবানন থেকে বিতাড়িত হল ক্রুসেডাররা।
১২০৪ ক্রুসেডাররা কন্সটান্টিনোপলে হামলা করে স্থানীয় গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টানদের ওপর গণহত্যা চালাল।
১২৩৫-৮১ বসনিয়ার বগোমিলদের বিরুদ্ধে ক্রুসেডের ডাক দিলেন পোপ তৃতীয় ইনোসেন্ট।
১২৬১ কন্সটান্টিনোপলকে ক্রুসেডারদের হাত থেকে উদ্ধার করা হল।
১৩০৯ পাপাসিকে আভিননে সরিয়ে আনা হল।
১৩২৪-৮৪ ইংরেজ ধর্মীয় সংস্কারক জন ওয়াইক্লিফের জীবনকাল।
১৩৪৮ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ল। সেটা হচ্ছে এরকম ইহুদিরা: সর্বত্র কূপের পানিতে বিষ মিশিয়ে দিচ্ছে, আর ব্ল্যাক ডেথ’য়ের পেছনে ‘আসল’ কারণ এটাই। এই গুজবের ফল হল মারাত্মক, প্রথমে দক্ষিণ ফ্রান্সে, পরে পুরো ইওরোপে ইহুদিদের ওপর নিধনযজ্ঞ শুরু হল।
১৩৭১ ‘মারিচা নদীর সমর’: ওসমানি তুর্কিদের হাতে সার্বদের পরাজয়।
১৩৭৭ পাপাসিকে রোমে ফিরিয়ে আনা হল।
১৩৮০-১৯১৮ বর্তমান মধ্যপ্রাচ্য ও পূর্ব ইওরোপের বেশ বড় একটা অংশ এই সময়কালে তুরস্কের ওসমানি সুলতানশাহির শাসনের অধীনস্ত ছিল।
১৩৮৯ ‘কসোভো মাঠের যুদ্ধ’: ওসমানি তুর্কিদের হাতে সার্ব অভিজাতদের পরাজয়, সার্বিয়া ওসমানি সুলতানশাহির অধীনস্ত হতে শুরু করল।
১৩৯৬ বর্তমান বুলগারিয়ার নিকোপলিসে ওসমানি তুর্কদের কাছে হেরে যায় ক্রুসেডাররা। নিকোপলিসের যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম, এই যুদ্ধের মধ্য দিয়েই ওসমানি সুলতানশাহির পশ্চিমমুখী সম্প্রসারণের শুরু। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইওরোপে সম্প্রসারিত হওয়া জারি রাখে ওসমানিরা।
১৪৪৪-১৪৫৯ বিপর্যয়কর ভার্না ক্রুসেড। স্মেদেরোভোর পতন সার্বীয় রাজতন্ত্রের দুর্যোগ ডেকে আনল। সার্বীয় গির্জাকে গ্রিক কর্তৃত্বের অধীনস্ত করা হল।
১৪৫০ পঞ্চম নিকোলাসের তত্ত্বাবধানে অ্যাপোসলিক প্রাসাদের নির্মাণ কাজ শুরু হল, যা কালক্রমে তাঁর উত্তরসূরীদের নিবাসস্থল হয়ে উঠবে।*
* তাঁর বইয়ের সংগ্রহ ভ্যাটিকান পাঠাগারের ভিত গড়ে দিয়েছে।
১৪৫৩ ফাতিহ সুলতান মেহমেতের হাতে কন্সটান্টিনোপলের পতন ঘটে, এতে এশিয়া মাইনর ও বলকানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় ওসমানি সুলতানশাহি। এসময় ওসমানি তুর্কিরা গ্রিস দখল করে নেয়।* তুর্কিদের হাতে গ্রিকদের ৪০০ বছরের পরাধীনতার শুরু।
** এর মধ্য দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে।
১৪৭০-৭৯ চতুর্থ সিক্সটাসের তত্ত্বাবধানে বিখ্যাত সিসতাইন চ্যাপেলের নির্মাণ কাজ শুরু হল।
১৪৮০ স্পেনের প্রথম গ্র্যান্ড ইনকুইজিটর হিসাবে নিয়োগ পেলেন টমাস দে তরকেমাদা, যার পূর্বপুরুষ ইহুদি থেকে খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন।
১৪৯২ রিকনকুইস্তা, আরাগনের রাজা ফার্দিনান্দ ও কাস্তিলের রানী ইজাবেলার বিবাহসূত্রে স্পেনে প্রতিষ্ঠিত হল ক্যাথলিক সাম্রাজ্য।* ডিক্রি জারি করে স্পেন থেকে ১ লক্ষ ৬০ হাজার ইহুদিকে তাড়িয়ে দেয়া হল।** ওসমানি সুলতান দ্বিতীয় বায়েজিদ স্পেন থেকে বিতাড়িত ইহুদিদের জন্য তুরস্কের দরজা খুলে দিলেন, বহু ইহুদি এসময় ওসমানি বসনিয়ায় আশ্রয় নেন।
১৫০৩ পোপ হলেন দ্বিতীয় জুলিয়াস।
১৫০৬ পোপের নিরাপত্তা বিধানের দায়িত্ব পেল সুইস গার্ড।
১৫০৮ শিল্পী মিকেলেঞ্জেলোকে সিসতাইন চ্যাপেলের দেয়ালচিত্র আঁকার দায়িত্ব দিলেন দ্বিতীয় জুলিয়াস। স্থপতি দোনাতো ব্রামান্তেকে বললেন বেলভেদেরে চত্বরের নকশা করতে। ব্রামান্তেকে আরেকটি নির্দেশ দেয়া হল, আর তা হল ১২০০ বছর পুরনো সন্ত পিটারের ব্যাসিলিকা ভেঙে তার জায়গায় একটা নতুন ব্যাসিলিকা গড়তে হবে।
১৫১৭ অক্টোবর ৩১ মার্টিন লুথার কর্তৃক খ্রিস্টধর্মের প্রোটেস্ট্যান্ট সংস্কারের সূচনা। জার্মানির ভিতেনবার্গে চার্চের দরজায় তিনি টানিয়ে দিলেন তাঁর বিখ্যাত ৯৯ থিসিস।
১৫২১ এপ্রিল ১৭-১৮ ওয়ার্মসের ডায়েটে পবিত্র রোমক সাম্রাজ্যের সম্রাট ও অন্যান্য নেতৃবর্গের সামনে লুথার তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমর্থনে বয়ান দিলেন।
১৫২৩ ৬৭ ধারা প্রকাশ করার মধ্য দিয়ে সুইজারল্যান্ডের চার্চের সংস্কার শুরু করলেন হালড্রিখ জুইংলি।
১৫২৫ বাইবেলের নব সন্ধির ইংরেজি অনুবাদ প্রকাশ করলেন উইলিয়াম টিনডেল।
১৫৩০ অগসবার্গ কনফেশন।
১৫৩১ সুইজারল্যান্ডের কাপেলে ক্যাথলিকপন্থী আর সংস্কারপন্থী খ্রিস্টান বাহিনীগুলোর মধ্যে সংঘাতে নিহত হলেন হালড্রিখ জুইংলি।
১৫৩৪ নিজেকে চার্চ অফ ইংল্যান্ডের প্রধান ঘোষণা করলেন অষ্টম হেনরি।
১৫৩৫ বাইবেলের পুরাতন সন্ধির ইংরেজি অনুবাদ প্রকাশ করলেন মাইলস কাভারডেল।
১৫৩৬-৪০ ইংল্যান্ডের মঠগুলো বন্ধ করে দিলেন অষ্টম হেনরি।
১৫৩৬ সুইজারল্যান্ডের জেনেভায় এলেন জন কালভিন। আইরিশ সংসদ কর্তৃক চার্চ অফ আয়ারল্যান্ডের প্রধান ঘোষিত হলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি।
১৫৩৮ সুইজারল্যান্ডের জেনেভা ছেড়ে গেলেন জন কালভিন।
১৫৪০ দ্য সোসাইটি অফ জেসাস (জেসুইটস) গঠনের অনুমোদন দিলেন পোপ তৃতীয় পল।
১৫৪১ দ্বিতীয়বারের মত সুইজারল্যান্ডের জেনেভায় এলেন জন কালভিন।*
জন কালভিন, ইন্সটিটিউটস অফ দ্য ক্রিশ্চান রিলিজিয়ন।*
* কালভিনের উদ্যোগে প্রোটেস্ট্যান্ট সংস্কারের ফরাসিভাষী অংশের কেন্দ্র হয়ে উঠে জেনেভা।
১৫৪৫ ট্রেন্টের কাউন্সিল।*
* ১৫৬৩ সাল পর্যন্ত অনিয়মিতভাবে আয়োজিত হতে থাকবে।
১৫৪৯ প্রবর্তিত হল প্রথম বুক অফ কমন প্রেয়ার।
১৫৫৫ অগসবুর্গের চুক্তি, পবিত্র রোমক সাম্রাজ্যে রোমক ক্যাথলিকবাদ ও লুথারানবাদকে বৈধতা দেয়া হল।
১৫৫৫-৫৮ প্রোটেস্ট্যান্টদের ওপর ভয়াবহ নির্যাতন চালালেন রানী মেরি। ধর্মদ্রোহের দায়ে ৩০০ জনকে পুড়িয়ে মারা হল। একারণে তিনি ইতিহাসে ব্লাডি মেরি হিসাবে পরিচিত।
১৫৭০ প্রথম এলিজাবেথকে গির্জা থেকে বহিষ্কার করলেন পোপ।
১৫৯০ নতুন সেইন্ট পিটারস ব্যাসিলিকার বিখ্যাত গম্বুজ নির্মাণ করা শেষ করলেন জিয়াকোমো দেলা পোর্তা।
১৬০৯-১৪ ক্যাথলিক সাম্রাজ্য স্পেন থেকে মুসলমানদের তাড়িয়ে দিল।
১৬১১ কিং জেমস বাইবেল (কেজিভি)।
১৬২৬ নতুন সেইন্ট পিটারস ব্যাসিলিকার নির্মাণ কাজ শেষ হল।*
* ১৯৮৯ সালে আইভরি কোস্টের ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ পিস অফ ইয়ামুসুকরু নির্মিত হওয়ার আগ পর্যন্ত ৫.৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ৪৫২ ফিট লম্বা নতুন সেইন্ট পিটারস ব্যাসিলিকা ছিল দুনিয়ার সবচে বড় গির্জা।
১৬৪৮ ভেস্টফালিয়ার চুক্তি, তিরিশ বছরের যুদ্ধের অবসান। জার্মান রাজ্যগুলোর ওপর প্রায় হাজার বছর ধরে বলবৎ থাকা পবিত্র রোমক সম্রাটের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেয়া হল। স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হল।
১৭৭৩ পোপ চতুর্দশ ক্লেমেন্তের সময় ভ্যাটিকানের চিত্রশালা প্রথমবারের মত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হল।
১৮৭০ ঐক্যবদ্ধ ইতালি সরকার ভ্যাটিকান সিটির দেয়ালের বাইরের সব জমির ওপর নিয়ন্ত্রণ দাবি করল। এর আগ পর্যন্ত পাপাল রাজ্যগুলা পোপরাই চালাতেন। এই নিয়ে পরের ছয় দশক রোমক ক্যাথলিক গির্জা আর ঐক্যবদ্ধ ইতালির সেকুলার সরকারের মধ্যে দ্বন্দ্বসংঘাত লেগে রইল।
১৯২৯ ল্যাটেরান চুক্তিসমূহ, গির্জা আর সেকুলার সরকারের মধ্যকার বিবাদের অবসান। চুক্তিগুলোতে ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলের পক্ষে সই করেন ফ্যাসিস্ট একনায়ক বেনিতো মুসোলিনি। এই চুক্তিগুলো ভ্যাটিকান সিটির সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি পাপাল রাজ্যগুলো হারানোর ক্ষতিপূরণ হিসেবে রোমক ক্যাথলিক গির্জাকে ৯২ মিলিয়ন ডলার প্রদান করল।
১৯৭৯ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড সফর করলেন পোপ দ্বিতীয় জন পল।
১৯৯৬ কারেন আর্মস্ট্রং, জেরুসালেম: ওয়ান সিটি থ্রি ফেইথস।
২০০৭ সৌদি আরবের রাজা আবদুল্লাহ ভ্যাটিকান সফর করলেন।
২০১০ আল মাকিন, রিপ্রেজেন্টিং দ্য এনিমি: মুসাইলামা ইন মুসলিম লিটারেচার।
২০১১ আইরিশ ক্যাথলিক গির্জায় ধর্মযাজকদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভ্যাটিকান আয়ারল্যান্ডে তার প্রতিনিধিকে ডেকে পাঠাল।
সাইমন সেবাগ মন্টেফিওরি, জেরুসালেম: আ বায়োগ্রাফি।
২০১৪ জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল ছয়জন সাবেক বসনীয় ক্রোয়াট নেতাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করল।
২০২০ মাইকেল পেট্রনি, মেসিয়াহ।
তথ্যসূত্র
বইপত্র
Asbridge, Thomas. 2010. The Crusades: The Authoritative History of the War for the Holy Land. New York: Ecco.
Brown, Stephen F.. 2009. Protestantism. 3rd ed. New York: Chelsea House.
Brown, Stephen F. and Anatolias, Khaled. 2009. Catholicism & Orthodox Christianity. 3rd ed. New York: Chelsea House.
Flinn, Frank K.. 2006. Encyclopedia of Catholicism. New York: Facts on File.
Gordon, Matthew S.. 2009. Islam. 4th ed. Chelsea House: New York.
সংবাদপত্র ও সাময়িকপত্র
Peters, Edward. “Jewish History and Gentile Memory: The Expulsion of 1492.” Jewish History 9, no. 1 (1995): 9–34. http://www.jstor.org/stable/20101210.
অন্যান্য
Oxford Reference
World History Encyclopedia
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি