
বেলজিয়াম
Featured Image: বিশ্ব মানচিত্র ব্লগ.

পূর্বসাল
৩০০০-১৫০০ এ সময় বর্তমান বেলজিয়ামের লিয়েজে অঞ্চলে নব্যপ্রস্তরযুগের ডলমেন ও প্যাসেজ কবরগুলো নির্মিত হচ্ছে।
৭৫ রোমক বাহিনীগুলো কেল্টিক বেলজিয়া গোষ্ঠীকে বশে আনল; এমন একটি অঞ্চলে, যার নাম তারা রাখল গ্যালিয়া বেলজিকা।
৬ পূর্বসাল – ৩০ সাল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম নেয়া খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র জেসাস ক্রাইস্টের জীবনকাল।
সাল
৪০০ জার্মানিক গোষ্ঠী ফ্রাঙ্করা গ্যালিয়া বেলজিকায় হামলা চালাল।
৭৬৮-৮১৪ ফ্রাঙ্ক গোষ্ঠীর রাজা শার্লামেইনের শাসন, রাজধানী আচেনয়ে।*
* বর্তমান জার্মানির অংশ।
৮০০ পোপ তৃতীয় লিও শার্লামেইনের মাথায় পরিয়ে দিলেন পবিত্র রোমক সাম্রাজ্যের মুকুট।
৮০০-১৮০৬ পবিত্র রোমক সাম্রাজ্য।*
* লাতিনে এর আনুষ্ঠানিক নাম ছিল Sacrum Imperium Romanum Nationis Germanicae আর জর্মনে Heiliges Römisches Reich Deutscher Nation।
১০০০-১২০০ এ সময় ইওরোপের দ্বিতীয় বৃহত্তম নগরী ছিল ঘেন্ট, সেই সময় পরিচিত ছিল গন্ট নামে।
১৩৬৩-১৪৭৭ বেলজিয়ামের লো কান্ট্রিগুলো বার্গ্যাণ্ডির ফরাসি ডিউকদের হাতে চলে গেল।*
* ফলে, ফ্রান্স আর ইংল্যান্ডের শতবর্ষের যুদ্ধে (১৩৩৭-১৪৫৩ সাল) জড়িয়ে যায় বেলজিয়াম।
১৪৭৭ ন্যান্সির যুদ্ধে খুন হলেন শার্ল দ্য বাল্ড, এর ফলে বেলজিয়ামের লো কান্ট্রিগুলোর নিয়ন্ত্রণ হাপসবুর্গদের হাতে চলে গেল।
১৫০৪-১৭০০ আজকের বেলজিয়াম এ সময় দ্য স্প্যানিশ নেদারল্যান্ডস নামে পরিচিত ছিল।
১৭৯৪ বিপ্লবী ফ্রান্সের সেনাবাহিনী বেলজিয়াম দখল করে নিল।
১৮৩০ বেলজীয় বিপ্লব, নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল বেলজিয়াম।
১৮৩১ সাক্সে-কোবুর্গের লিওপোল্ডকে বেলজিয়ামের রাজমুকুট পরানো হল।
১৮৭৫ নিজের ব্যক্তিগত এস্টেট হিসেবে কঙ্গো ফ্রি স্টেট প্রতিষ্ঠা করলেন বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড।
১৮৮৪-৮৫ বার্লিন সম্মেলন। ইওরোপীয় শক্তিগুলো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নিল। কঙ্গো নদী অববাহিকা রাজা লিওপোল্ডকে দেয়া হল।
১৮৮৫-১৯০৮ কঙ্গো ফ্রি স্টেট।*
* (Hochschild 1998) এর হিসেবে, রাজা লিওপিল্ডের এই ব্যক্তিগত এস্টেটে ১ কোটি কঙ্গোবাসীর মৃত্যু হয়।
১৮৯৫-৯৯ এডমুন্ড মোরেল নামের ব্রিটিশ খালাসি কঙ্গোয় বেলজীয়দের অন্যায় নিয়ে তদন্ত করা শুরু করলেন।
১৯০৪ মোরেল প্রতিবেদন।
১৯০৮ রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গো ফ্রি স্টেটের মালিকানা বেলজীয় সরকারের হাতে তুলে দিলেন।
১৯০৯ রাজা দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যু।
১৯১৪ জার্মানির বেলজিয়াম আক্রমণ।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯২৭ বৃহৎ বিস্ফোরণ তত্ত্ব প্রদান করলেন জর্জ লেমাত্রে।
১৯৩০ ওলন্দাজ ভাষাকে ফ্ল্যান্ডার্সের একমাত্র দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দিল বেলজিয়াম সরকার।
১৯৩৯-৪৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪৮ বেলজিয়াম আর নেদারল্যান্ডসের সাথে একটি অর্থনৈতিক ইউনিয়ন গঠন করল লুক্সেমবার্গ। দেশ তিনটি একসাথে বেনেলাক্স দেশসমূহ নামে পরিচিত।
১৯৪৯ গঠিত হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।* অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বেলজিয়াম।
* ন্যাটোর আনুষ্ঠানিক ভাষা দুইটি: ইংরেজি আর ফরাসি। ফরাসিতে সংগঠনটির নাম Organisation du Traité de l’Atlantique Nord. সংক্ষিপ্ত রূপ OTAN.
১৯৫১ বেলজিয়ামের রাজা হলেন প্রথম বাউডুইন।
১৯৫৮ জানুয়ারি ১ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ে (ইইসি) যোগ দিল বেলজিয়াম।
১৯৬০ বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতালাভ করল বেলজিয়ান কঙ্গো।
১৯৬২ বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতালাভ করল রুয়ান্ডা-উরুন্ডি।*
* বর্তমানে রুয়ান্ডা ও বুরুন্ডি।
১৯৬৭ ন্যাটো আর শেপের* সদরদপ্তর বেলজিয়ামে স্থানান্তরিত হল।
* Supreme Headquarters Allied Powers Europe (SHAPE).
১৯৯২ ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়ক ম্যাসট্রিচ চুক্তি অণুসমর্থন করল বেলজিয়াম।
১৯৯৩ বেলজিয়ামের সংসদে সাংবিধানিক সংশোধনী ও নতুন ফেডারেলাইজেশনের প্রস্তাব পাশ। রাজা বডুইনের মৃত্যু। নতুন রাজা হলেন দ্বিতীয় আলবার্ট।
১৯৯৫ মার্চ ২৬ শেনজেন জোনে যোগ দিল বেলজিয়াম।
১৯৯৮ অ্যাডাম হশচাইল্ড, কিং লিওপোল্ড’স ঘোস্ট: আ স্টোরি অফ গ্রিড, টেরর, অ্যান্ড হিরোইজম ইন কলোনিয়াল আফ্রিকা।
১৯৯৯ জানুয়ারি ১ ইওরোজোনে যোগ দিল বেলজিয়াম।
১৯৯৯-২০০৭ লিবারেল ও সোশালিস্টদের পরপর দুটি রক্তবেগুনী জোট সরকারের নেতৃত্ব দিলেন Vlaamse Liberalen en Democraten (VLD) দলের গাই ভারহফস্টাড।
২০০২ বেলজিয়ান ফ্রাঙ্ক ইওরো দ্বারা প্রতিস্থাপিত হল।
২০১৩ জুলাই পুত্র ফিলিপের জন্য সিংহাসন ছাড়লেন রাজা দ্বিতীয় আলবার্ট।
২০১৫ জানুয়ারি পুলিশের গুলিতে দুইজন সন্দেহভাজন সশস্ত্র ইসলামপন্থী নিহত।
নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলা। ব্রাসেলসে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হল।
২০১৬ মার্চ আগের বছরের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন সংগঠক সালাহ আবদেসলাম ব্রাসেলসে গ্রেপ্তার হলেন। চারদিন পর আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীরা জাভেনতেম বিমানবন্দর আর মালবিক মেট্রো স্টেশনে হামলা চালান। ৩৫ জন খুন হলেন, ৩০০রও অধিক আহত।
২০১৯ মার্তেন ভ্যান গিন্ডাররাষটের, দ্য এভরিডে ন্যাশনালিজম অফ ওয়ার্কার্স: আ সোশাল হিস্ট্রি অফ মডার্ন বেলজিয়াম।
২০২০ অক্টোবর লিবারেল ফ্লেমিশ আলেকজান্দার দে ক্রু একটি সাতদলীয় জোট সরকার গঠন করলেন।
২০২৩ ব্রাসেলসের এক আদালত ৭ বছর আগের আত্মঘাতী বোমা হামলাগুলোর ঘটনায় ৬ ব্যক্তিকে সন্ত্রাসী হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করল।
গাই ভ্যানথেমশচে ও রজার দে পিউতের, আ কনসাইজ হিস্ট্রি অফ বেলজিয়াম।
তথ্যসূত্র
BBC. 2022. “Belgium profile – Timeline.” BBC, December 13.
https://www.bbc.com/news/world-europe-17209277
European Union. n.d. “Belgium – EU Country Profile | European Union.” Accessed March 1, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/belgium_en
Hochschild, Adam. 1998. King Leopold’s Ghost: A Story of Greed, Terror, and Heroism in Colonial Africa. London: Pan Macmillan.
Wingfield, George. 2008. Belgium. New York: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি