
ফিনল্যান্ড
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
৩০০০ বাল্টিক অঞ্চলের মানুষেরা ফিনল্যান্ড আসতে শুরু করলেন।
২৩০০ ফিনল্যান্ডে* কৃষিকার্যের প্রবর্তন।
* ফিনরা নিজেদের দেশকে বলেন সুয়োমি, অর্থ: জলাভূমির দেশ। বর্তমানে অবশ্য ফিনল্যান্ড নামটিই ব্যবহৃত হয়। এই লেখায় ফিনল্যান্ড বলতে দেশটিকে বোঝাবে, ফিন বলতে দেশটির অধিবাসীদেরকে বোঝাবে, আর ফিনিশ বলতে বোঝাবে ফিনদের ভাষা আর ফিনল্যান্ড-সম্পর্কীয়-কিছু।
১৫০০ ফিনল্যান্ডে ব্রোঞ্জ যুগের সূচনা।
৫০০ ফিনল্যান্ডে লৌহ যুগের সূচনা।
সাল
১-১০০ দক্ষিণ ফিনল্যান্ডের গোষ্ঠীগুলো এ সময় এস্তোনিয়া আর সুইডেনের ভাইকিংদের সাথে ব্যবসা করছে।
৯৮ রোমক ঐতিহাসিক ট্যাসিটাস ইওরোপের দূর উত্তরে বসবাসকারী ফেনি নামের একটি গোষ্ঠীর কথা লিখলেন।
৮০০-১১০০ ফিনল্যান্ডে ভাইকিং যুগ।
১১৫৫ ফিনদের ওপর সুইডিশদের আধিপত্য বিস্তারের সূচনা হল। সুইডেনের রাজা নবম এরিক বিশপ হেনরি নামের এক ইংরেজ ধর্মযাজককে ফিনল্যান্ডে একটি ক্রুসেডে তার সহচর হওয়ার হুকুম দিলেন। পরের বছর খুন হয়ে যান বিশপ হেনরি।*
* তাঁকে ফিনল্যান্ডের প্যাট্রন সেইন্ট বিবেচনা করা হয়।
১২৪০ ফিনল্যান্ডে সুইডিশদের প্রথম ক্রুসেড।
১২৪৪ ফিনল্যান্ডে সুইডিশদের দ্বিতীয় ক্রুসেড।
১২৯৩ ফিনল্যান্ডে সুইডিশদের তৃতীয় ক্রুসেড।
১৩০০ তুর্কু ক্যাথেড্রালের নির্মাণ কাজ সম্পন্ন হল।
১৩০৯ তুর্কু শহর প্রতিষ্ঠিত।
১৩২৩ পাহকিনাসারির শান্তি চুক্তি। ফিনল্যান্ড আর রাশিয়ার মধ্যবর্তী সীমান্ত নির্ধারিত হল। বর্তমান ফিনল্যান্ডের অধিকাংশ অঞ্চল সুইডিশ নিয়ন্ত্রণে আসল।
১৫১০ জার্মানিতে মার্টিন লুথারের সহপাঠী হলেন জনৈক ফিন মিকাইল এগ্রিকোলা।
১৫৪৩ ফিনিশ ভাষার প্রথম ব্যাকরণ পুস্তকটি লিখলেন মিকাইল এগ্রিকোলা।
১৫৪৮ ফিনিশ ভাষায় নয়া পুস্তক তর্জমা করলেন মিকাইল এগ্রিকোলা।
১৫৫০ হেলসিংকি শহর প্রতিষ্ঠিত।
১৫০১-১৬০০ ফিনল্যান্ডে প্রথমবারের মত রোমা সম্প্রদায়ের মানুষদের আগমন।
১৬৯৬ এক ভয়াবহ দুর্ভিক্ষে এক-তৃতীয়াংশ ফিনের মৃত্যু হল।
১৭১৪-২২ ফিনল্যান্ডে রুশ দখলদারিত্ব।
১৭২১ সুইডিশ নিয়ন্ত্রণাধীন ফিনিশ ভূখণ্ডগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে গেল।
১৮০৮ রাশিয়া আর সুইডেনের মধ্যে ফিনিশ যুদ্ধের সূচনা।
১৮০৯ হামিনা চুক্তি, ফিনিশ যুদ্ধের অবসান। ফিনল্যান্ডে কয়েক শতাব্দীর সুইডিশ শাসনের সমাপ্তি। রুশরা প্রতিষ্ঠা করল গ্র্যান্ড ডাচি অফ ফিনল্যান্ড।*
* এ পর্যায়ে ফিনরা যথেষ্ট পরিমাণে স্বায়ত্তশাসন বজায় রাখতে সক্ষম হয়েছিল। খাতায়কলমে রুশ সাম্রাজ্যের অন্তর্গত হলেও তাদের নিজস্ব ধর্মাচার আর আইনী প্রথা টিকে থাকল। রুশ সেনাবাহিনীতে বাধ্যতামূলক সেবাপ্রদানের দায়ভার থেকেও তাদের অব্যাহতি দেয়া হল।
১৮১২ রুশরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সরিয়ে আনল।
১৮২৮ তুর্কু বিশ্ববিদ্যালয়কে হেলসিংকিতে সরিয়ে আনা হল যা কালক্রমে ফিন জাতীয়তাবাদের কেন্দ্র হয়ে উঠবে।
১৮৬৪-১৯১৪ এ সময় তিন লক্ষাধিক ফিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় অভিবাসিত হলেন।
১৮৬৫ পাম্প মিল হিসেবে নোকিয়া কোম্পানির যাত্রা শুরু।
১৮৯৯ জার দ্বিতীয় নিকোলাস ফিনদের রুশীকরণের নীতি চালু করলেন। ফিনীয় পুরুষদের জন্য রুশ সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হল, ফিনদের ওপর রুশ ভাষা চাপিয়ে দেয়া হল। ফিনল্যান্ড জুড়ে প্রতিবাদ ও নাগরিক অবাধ্যতা আন্দোলন দেখা দিল।
১৯০৬ ফিনল্যান্ডে সংসদ আইন পাশ করার মধ্যে দিয়ে এদুসকুন্তা নামের জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হল। দেশটির নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার এবং নারীদের সরকারি পদাধিকারী হওয়ার অধিকার প্রদান করা হল। এটা ছিল ইওরোপীয় নারীদের জন্য এক বিরাট অগ্রগতি।
১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯১৭ রুশ বিপ্লব।
অক্টোবর বলশেভিকদের রাষ্ট্রক্ষমতা দখল।
ডিসেম্বর ফিনরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করল।
১৯১৮ জানুয়ারি-মে ফিনল্যান্ডে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এতে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। জেনারেল কার্ল গুস্তাভ এমিল ম্যানারহেইম রেড গার্ডদের একটা বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন।
১৯১৯ ফিনল্যান্ড একটি নতুন সংবিধান প্রণয়ন করল, যা ২০০০ সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। এই সংবিধানে দেশটি নিজেকে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করল। প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন কার্লো স্টালবার্গ।
১৯২০ তার্তু চুক্তি, ফিনল্যান্ড ও সোভিয়েত রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হল। লীগ অফ নেশনসে যোগ দিল ফিনল্যান্ড।
১৯২৯-৩২ লাপুয়া আন্দোলনের উত্থান ও পতন।
১৯৩২ সোভিয়েত ইউনিয়নের সাথে দশ বছরের জন্য অনাগ্রাসন চুক্তি সই করল ফিনল্যান্ড।
১৯৩৭ সমাজ গণতন্ত্রী দল আর কৃষি লীগ মিলে গঠন করল লাল মৃত্তিকা জোট।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিনল্যান্ড নিরপেক্ষতা নীতি ঘোষণা করল।
নভেম্বর ৩০ ফিনল্যান্ডে আগ্রাসন চালাল সোভিয়েত ইউনিয়ন। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফিনিশ লেখক এফ. ই. সিল্লানপা।
১৯৩৯-৪০ ফিনিশ-সোভিয়েত শীতকালীন যুদ্ধ।
১৯৪০ মার্চ মস্কো চুক্তির মধ্য দিয়ে শীতকালীন যুদ্ধের অবসান, ফিনল্যান্ডের ১০ শতাংশ ভূখণ্ড সোভিয়েত ইউনিয়নের হাতে চলে গেল।
১৯৪০ নাৎসি জার্মানির সাথে ফিনল্যান্ডের সহযোগিতা চুক্তি সই।
১৯৪১ নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নে হামলা চালালে জুন মাসের ২৬ তারিখে ফিনল্যান্ড তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করার উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল।
১৯৪১-৪৪ ফিনিশ-সোভিয়েত যুদ্ধ।
১৯৪৪ সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন আর ফিনল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি সই। ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে আরো জমি ও বিরাটাকারে ক্ষতিপূরণ দিতে রাজি হল। নাৎসি জার্মানির সাথে ল্যাপল্যান্ড যুদ্ধে লিপ্ত হল ফিনল্যান্ড।
১৯৪৪-৪৫ ল্যাপল্যান্ড যুদ্ধ।
১৯৪৫ নাৎসি জার্মানির বিরুদ্ধে ল্যাপল্যান্ড যুদ্ধে ফিনদের জয়লাভ। রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন এ. আই. ভির্তানেন।
১৯৪৫-৪৮ মধ্য-বাম জোট সরকার।
১৯৪৬ সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী, সহযোগিতা, ও পারস্পরিক সহায়তা চুক্তি সাক্ষর করল ফিনল্যান্ড।
১৯৪৬-৫৬ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে জে. কে. পাসিকিভির শাসনকাল।
১৯৪৯ গঠিত হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।*
* ন্যাটোর আনুষ্ঠানিক ভাষা দুইটি: ইংরেজি আর ফরাসি। ফরাসিতে সংগঠনটির নাম Organisation du Traité de l’Atlantique Nord. সংক্ষিপ্ত রূপ OTAN.
১৯৫০ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন উরহো কেক্কোনেন। তিনি সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে বন্ধুত্বপূর্ণ নিরপেক্ষতার নীতি গ্রহণ করলেন।
১৯৫২ ফিনল্যান্ডের সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধ ক্ষতিপূরণ দেয়া শেষ হল। হেলসিংকিতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজিত হল।
১৯৫৫ জাতিসংঘ ও নর্ডিক কাউন্সিলে যোগ দিল ফিনল্যান্ড।
১৯৫৬-৮১ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে উরহো কেক্কোনেনের শাসনকাল।
১৯৫৮ আগস্ট-ডিসেম্বর ফিনিশ-সোভিয়েত নৈশ ফ্রস্ট সংকট।
১৯৬১ অক্টোবর-নভেম্বর ফিনিশ-সোভিয়েত মুদ্রা সংকট।
১৯৬৬-৮২ মধ্য-বাম জোট সরকার।
১৯৭২-৮৭ এ সময় তিনবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কালেভি সোরসা। তিনি ছিলেন দেশটির সমাজ গণতন্ত্রী দলের নেতা। তাঁর শাসনামলে ফিনল্যান্ড একটি কল্যানমূলক রাষ্ট্রে পরিণত হয়।
১৯৭৩ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (ইইসি) আর কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্সের (কমিকন) সাথে বাণিজ্য চুক্তি সই করল ফিনল্যান্ড।
১৯৭৫ হেলসিংকিং চুক্তি, যুদ্ধোত্তর দুনিয়ায় পশ্চিমা ব্লক আর সোভিয়েত ব্লকের দূরত্ব কমিয়ে আনতে ৩৫টি দেশের মধ্যে সাক্ষরিত হল।
১৯৮২-৯৪ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে মাউনো কোইভিস্তোর শাসনকাল।
১৯৮৭-৯১ সমাজ গণতন্ত্রী ও রক্ষণশীলদের নীল-লাল জোট সরকার।
১৯৯০-৯৪ ফিনিশ অর্থনীতির মন্দার বছরসমূহ।
১৯৯১ হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের লিনাস তরভাল্ডস লিনাক্স অপারেটিং সিস্টেম চালু করলেন।
১৯৯১-৯৫ রক্ষণশীল ও মধ্যপন্থীদের জোট সরকার।
১৯৯২ সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ায় রাশিয়ার সাথে থাকা মৈত্রী, সহযোগিতা, ও পারস্পরিক সহায়তা চুক্তি বাতিল করল ফিনল্যান্ড। ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য আবেদন জানাল দেশটি।
১৯৯৪-২০০০ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে মার্তি আহতিসারির শাসনকাল।
১৯৯৫ ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভ করল ফিনল্যান্ড।
১৯৯৫-২০০৩ রংধনু জোট সরকার।
১৯৯৯ পাভো লিপ্পোনেনের নেতৃত্বে ক্ষমতায় ফিরল সমাজ গণতন্ত্রীরা।
২০০০ ফিনল্যান্ডের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন তারজা হালোনেন। দেশটি একটি নতুন সংবিধান প্রণয়ন করল।
২০০২ ফিনরা ফিনিশ মার্ককে ইওরো দ্বারা প্রতিস্থাপিত করল।
২০০৩ ক্ষমতায় প্রত্যাবর্তন করল লাল মৃত্তিকা জোট।
২০০৫ এ বছর পরিচালিত এক গবেষণায় জানা গেল, ১৫ থেকে ৬৪ বছর বয়সী ফিনদের মৃত্যুর প্রধান কারণ মদ্যপান করা।
২০০৬ ইওরোভিশন সংগীত প্রতিযোগিতায় জিতল ফিনিক রক ব্যান্ড লর্ডি।
২০০৭ এ বছর নাগাদ ৯৬% ফিন ইন্টারনেট ব্যবহার করছেন।
২০০৮ ফিনল্যান্ডের সংসদ লিসবন চুক্তির পক্ষে অনুমোদন দিল। ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মার্তি আহতিসারি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন।
২০১০ দুনিয়ার প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড তার সকল নাগরিককে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার আইনী অধিকার প্রদান করল।
২০১৬ বাল্টিক সাগর অঞ্চলে রুশদের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিচলিত ফিনরা মার্কিনীদের সাথে আরো ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটা চুক্তি সই করল।
২০২১ ফিনল্যান্ডের সবচে উত্তরের আর্কটিক ল্যাপল্যান্ড অঞ্চল এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল।
২০২২ ফেব্রুয়ারি ২৪ রাশিয়া ইউক্রেনে হামলা চালাল, ইউক্রেন যুদ্ধের সূচনা। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করল।
২০২৩ এপ্রিল ৪ ন্যাটোর সদস্যপদ লাভ করল ফিনল্যান্ড।
তথ্যসূত্র
AP. 2021. “Finland’s Arctic Lapland area swelters in record heatwave.” AP, July 6.
https://apnews.com/article/arctic-europe-finland-environment-and-nature-science-709fc77ba0328be657532bf1650044a0
BBC. 2022. “Finland profile – Timeline.” BBC, December 2.
https://www.bbc.com/news/world-europe-17292092
European Union. n.d. “Finland – EU Country Profile | European Union.” Accessed February 23, 2025.
https://www.bbc.com/news/world-europe-17288360
Lavery, Jason. 2006. The History of Finland. Westport, Connecticut: Greenwood Press.
Phillips, Douglas A.. 2008. Finland. New York: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি
লেখাগুলো খুব সুন্দর লাগছে। এটাও পড়বো।
সাইটের প্রথম মন্তব্যকারী হওয়ায় তোমাকে অভিনন্দন জানাই।