টোগো

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৮৮৪ জার্মানরা টোগোতে তাদের টোগোল্যান্ড প্রটেক্টরেট প্রতিষ্ঠা করল।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৪ ইঙ্গ-ফরাসি বাহিনী গঠন করল জার্মান টোগোল্যান্ড।

১৯১৬ টোগোল্যান্ডকে ব্রিটিশ ও ফরাসি অঞ্চলে ভাগ করা হল। যার ফলে জন্ম নিল ব্রিটিশ টোগোল্যান্ড ও ফরাসি টোগোল্যান্ড।

১৯২২ লীগ অফ নেশনস টোগোল্যান্ডের পার্টিশনকে স্বীকৃতি দিল। ব্রিটিশদের ব্রিটিশ টোগোল্যান্ডের ম্যান্ডেট প্রদান করা হল। ফরাসিদের প্রদান করা হল ফরাসি টোগোল্যান্ডের ম্যান্ডেট।

১৯৫৭ ঘানার অংশ হিসেবে স্বর্ণ উপকূলে যোগ দেয়ার পক্ষে ভোট দিল ব্রিটিশ টোগোল্যান্ড।

১৯৫৯ ফরাসি ইউনিয়নের মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হল ফরাসি টোগোল্যান্ড।

১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল টোগো। দেশটিতে একটি প্রজাতন্ত্র গঠন করা হল।

১৯৬১ বিতর্কিত নির্বাচনে জিতে প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন সিলভিনাস অলিম্পিও। বিরোধী দলগুলোকে বিলুপ্ত করে দেয়া হল। টোগো একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হল।

১৯৬৭ ক্ষমতা দখল করলেন গ্নাসিংবে এয়াদেমা। সকল রাজনৈতিক দল বিলুপ্ত করা হল।

১৯৯২ একটি নয়া সংবিধান অনুমোদন লাভ করল।

২০০৫ প্রেসিডেন্ট এয়াদেমার মৃত্যু।

২০২২ ব্রিটিশ সাধারণতন্ত্রে যোগ দিল টোগো ও গ্যাবন।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. 2023. “Togo country profile.” BBC, April 28, 2023.
https://www.bbc.com/news/world-africa-14106781

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *