আইভরি কোস্ট

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৮৪২ আইভরি কোস্টের উপকূলীয় অঞ্চলে প্রটেক্টরেট বানাল ফ্রান্স।

১৮৯৩ একটি ফরাসি উপনিবেশে পরিণত হল আইভরি কোস্ট।

১৯০৪ আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার ফরাসি ফেডারেশনের অংশ হয়ে গেল।

১৯৫৮ ফরাসি সম্প্রদায়ের মধ্যে একটি প্রজাতন্ত্রে পরিণত হল আইভরি কোস্ট।

১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল আইভরি কোস্ট।

১৯৬০-৯৩ প্রেসিডেন্ট হিসেবে ফেলিক্স হুফোয়েত-বোইগনির শাসনকাল।

১৯৯৩ ফেলিক্স হুফোয়েত-বোইগনির মৃত্যুতে প্রেসিডেন্ট হলেন হেনরি কোনান বেদি।

১৯৯৯ ডিসেম্বর এক সামরিক ক্যুদেতায় উৎখাত হলেন প্রেসিডেন্ট বেদি, ক্ষমতায় এলেন জেনারেল রবার্ট গুয়েই।

২০১৪ এপ্রিল আইভরি কোস্টের হীরক বাণিজ্যের ওপর থাকা অবরোধ তুলে নিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

২০১৬ মার্চ আবিদজানের নিকটে আল কায়েদার হামলায় ১৮ জনের মৃত্যু।

২০২০ নভেম্বর বিতর্কিত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন আলাসানে অউয়াতাররা। তৃতীয় মেয়াদের জন্য। দেশটির বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করে।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. “Ivory Coast profile – Timeline.” BBC, January 15, 2019.
https://www.bbc.com/news/world-africa-13287585

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *