
বেনিন
Featured Image: Wikipedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ
সাল
১৯৪৬ ফ্রান্সের একটি ওভারসিজ টেরিটোরিতে পরিণত হল দাহোমে।
১৯৫৮ ফ্রান্স দাহোমেকে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের মর্যাদা দিল।
১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল দাহোমে। জাতিসংঘের সদস্যপদ লাভ করল। নির্বাচনে জিতে ক্ষমতায় এল দাহোমে দে লি’উনিট পার্টি, দেশটির প্রথম প্রেসিডেন্ট হলেন হুবার্ট মাগা।
১৯৬৩ এক ক্যুদেতায় প্রেসিডেন্ট মাগাকে ক্ষমতাচ্যুত করলেন সেনাপ্রধান কর্নেল ক্রিস্তোফে সোগলো।
১৯৬৪ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সোউরোউ-মিগান আপিথি।
১৯৬৫ প্রেসিডেন্ট আপিথিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলেন সোগলো। প্রাদেশিক সরকার গঠন করা হল। ডিসেম্বরে তিনি ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৭ মেজর মরিস কুয়ানদেতের নেতৃত্বে একটি ক্যুদেতা হল। রাষ্ট্রপ্রধান হিসেবে জেনারেল সোগলোকে প্রতিস্থাপিত করলেন লেফটেন্যান্ট কর্নেল আলফোঁসে অ্যালি।
১৯৬৮ সামরিক সরকার প্রেসিডেন্ট হিসেবে ড. এমিল-ডার্লিন জিনসুর নাম প্রস্তাব করল।
১৯৬৯ প্রেসিডেন্ট জিনসুকে উৎখাত করল লেফটেন্যান্ট কর্নেল কুয়ানদেতে।
১৯৭০-৭২ প্রেসিডেন্ট মাগার শাসনকাল।
১৯৭২ মাগার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করলেন আহোমাদেগবে। ক্ষমতা গ্রহণ করলেন সমাজতন্ত্রী মেজর ম্যাথু কেরেকউ। প্রেসিডেন্ট পরিষদের সদস্যদের আটক করা হল।
১৯৭৫ নভেম্বর দাহোমের নাম বদলে গণপ্রজাতন্ত্রী বেনিন রাখা হল। মার্কসবাদী রাজনৈতিক দল জনগণের বিপ্লবী দলকে দেশের একমাত্র রাজনৈতিক দল ঘোষণা করা হল।
১৯৮০ একমাত্র প্রার্থী হিসেবে সংসদ কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কেরেকউ।
১৯৮১ প্রেসিডেন্ট পরিষদের সাবেক সদস্যদের গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেয়া হল।
১৯৮৪ প্রেসিডেন্ট ও জনকমিসারদের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হল।
১৯৮৮ দুটো অসফল ক্যুদেতা প্রচেষ্টা।
১৯৮৯ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাঠামোগত সংস্কার কর্মসূচিতে রাজি হল বেনিন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কেরেকউ। বেনিনের দরবারি মতাদর্শ মার্কসবাদ বিসর্জন দেয়া হল।
১৯৮৯-৯০ বেনিনে সরকারবিরোধী আন্দোলন। ভিন্নমতাবলম্বীদের সাথে সংলাপে বসলেন প্রেসিডেন্ট ম্যাথিউ কেরেকউ। সাংবিধানিক সংস্কার ও বহুপ্রার্থীবিশিষ্ট প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছাল।
২০০১ মার্চ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন কেরেকউ।
২০০৫ জুলাই আন্তর্জাতিক ন্যায্যতা আদালত বেনিন-নাইজার সীমান্তের অধিকাংশ বিতর্কিত দ্বীপ নাইজারের মালিকানায় দেয়ার পক্ষে রায় দিল।
২০০৬ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন স্বতন্ত্র প্রার্থী ইয়ায়ি বোনি।
এপ্রিল বেনিনসহ কয়েকটি দেশের ঋণ মকুব করল বিশ্বব্যাংক ও আফ্রিকা উন্নয়ন ব্যাংক।
২০০৯ ফেব্রুয়ারি নাইজেরিয়া-বেনিন সীমান্তের একটি শহর সেমের অফশোরে উল্লেখযোগ্য পরিমাণ তেল আবিষ্কার করার ঘোষণা দিল বেনিন।
২০১১ মার্চ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইয়ায়ি। ব্যাপক কারচুপির অভিযোগ আনলেন তাঁর প্রধান প্রতিন্দ্বন্দ্বী আদ্রিয়েন হাউঙ্গবেদজি।
২০১৫ মে নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাল প্রেসিডেন্ট ইয়ায়ির দল।
২০১৬ মার্চ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যবসায়ী প্যাট্রিস টালোন।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. 2022. “Benin profile – Timeline.” BBC, November 2, 2022.
https://www.bbc.com/news/world-africa-13040372
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি