জিম্বাবুয়ে

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৮৮৮ এনদেবেলে সর্দার লোবেনগুলা সেসিল রোডসকে বর্তমান জিম্বাবুয়ে খনি কার্যক্রম চালানোর অনুমতি দিলেন।

১৮৯০ সেসিল রোডসের নেতৃত্বে বর্তমান জিম্বাবুয়ের উপনিবেশায়নের শুরুয়াত।

১৮৯৩ বর্তমান জিম্বাবুয়ে থেকে লোবেনগুলাকে বিতাড়িত করা হল।

১৮৯৫ জাম্বেজি নদীর দক্ষিণ দিকের ভূখণ্ডের নাম রোডেশিয়া রাখা হল, সেসিল রোডসের নামে।

১৯০৯ রোডেশিয়ার উত্তরাঞ্চল ও বেলজীয় কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলে আবিষ্কৃত হল খনিজ সম্পদ।

১৯২৩ রোডেশিয়া একটি স্বশাসিত উপনিবেশে পরিণত হল, যেখানে রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণভাবে ইওরোপীয় বসতিস্থাপনকারীদের করায়ত্ত ছিল।

১৯৫৩ দুই রোডেশিয়া ও ন্যায়াসাল্যান্ডকে যুক্ত করে রোডেশিয়া ও ন্যায়াসাল্যান্ডের স্বশাসিত ফেডারেশন গঠন করা হল।

১৯৬১ জোশুয়া এনকমো কর্তৃক প্রতিষ্ঠিত হল জিম্বাবুয়ে আফ্রিকান গণইউনিয়ন (জাপু)।

১৯৬২ রোডেশিয়ার নির্বাচনে জিতল ইয়ান স্মিথের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী দল দ্য রোডেশীয় ফ্রন্ট।

১৯৬৩ জিম্বাবুয়ে আফ্রিকান গণইউনিয়ন (জাপু) থেকে বেরিয়ে এসে জিম্বাবুয়ে আফ্রিকান জাতীয় ইউনিয়ন (জানু) গঠন করলেন রবার্ট মুগাবে ও এনদাবানিনগি সিতহোলে। রোডেশিয়া ও ন্যায়াসল্যান্ড ফেডারেশন বিলুপ্ত করে দেয়া হল।

১৯৬৪ নেতৃস্থানীয় কালো রাজনীতিক জোশুয়া এনকমো ও রবার্ট মুগাবেকে গ্রেপ্তার করলেন ইয়ান স্মিথ।

১৯৬৫ একতরফাভাবে রোডেশিয়ার স্বাধীনতা ঘোষণা করলেন ইয়ান স্মিথ।

১৯৬৮ রোডেশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করল জাতিসংঘ।

১৯৭৬ এনকমো ও মুগাবে গঠন করলেন দেশপ্রেমিক ফ্রন্ট।

১৯৮০ রোডেশিয়ার স্বাধীনতালাভ। নতুন নাম জিম্বাবুয়ে। প্রথম প্রধানমন্ত্রী রবার্ট মুগাবে।

১৯৮৭ এনকমো ও মুগাবে তাঁদের রাজনৈতিক দলদুটিকে একীভূত করে গঠন করলেন জানু-পিএফ। জিম্বাবুয়ে কার্যত একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হল। সংবিধান সংশোধন করে মুগাবেকে নির্বাহী প্রেসিডেন্ট ঘোষণা করা হল।

১৯৮৭-২০১৭ প্রেসিডেন্ট হিসেবে রবার্ট মুগাবের শাসনকাল।

২০১৯ জুন সিঙ্গাপুরে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যু।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. 2022. “Zimbabwe profile – Timeline.” BBC, December 16.
https://www.bbc.com/news/world-africa-14113618

Oxford Reference. n. d. “Timeline: Zimbabwe.” Accessed October 1, 2023.
https://www.oxfordreference.com/display/10.1093/acref/9780191735844.timeline.0001

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *