তিব্বত

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Encyclopedia Britannica

সাল

৬০১-৯০০ নামরি সংজেন ও তাঁর বংশধররা তিব্বতিদের বসবাসস্থলগুলোকে ঐক্যবদ্ধ করতে শুরু করলেন। প্রতিবেশী ভূখণ্ডগুলোও জয় করতে শুরু করলেন। ফলে, চীনের সাথে তাদের বিবাদ দেখা দিল।

৮২২ চীনের সাথে শান্তি চুক্তিতে তিব্বতের সীমান্ত নির্ধারণ করা হল।

১২৪৪ মঙ্গোলদের তিব্বত জয়। ইউয়ান রাজবংশের অধীনে তিব্বতিদের উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন ছিল।

১৫৯৮ প্রধান লামা সোনম জ্ঞাতসোকে প্রথম দালাই লামা বানালেন মঙ্গোল আলতাই খান।

১৬৩০-১৭১৭ চীনের মাঞ্চু আর মঙ্গোল উপদলগুলোর ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়ল তিব্বত।

১৬২৪ তিব্বতিরা পর্তুগিজ ধর্মযাজকদের গির্জা খোলার অনুমতি দিল।

১৭১৭ মঙ্গোলদের তিব্বত জয়, লাসাকে ধবংস করা হল।

১৭২০ চীনা সম্রাট কাংজি মঙ্গোলদের তিব্বত থেকে বিতাড়িত করে দালাই লামার শাসন পুনর্বহাল করলেন।

১৭২৪ তিব্বতকে পরিচালনা করতে আবাসিক কমিশনার নিয়োগ দিল চীনের কিং রাজবংশ, ঐতিহাসিক খাম ও আমদো প্রদেশের অংশবিশেষ চীনের সীমানাভুক্ত করে নিল।

১৭৪৫ পর্তুগিজ ধর্মযাজকদের তিব্বত থেকে বহিষ্কার করা হল।

১৭৫০ চীনা কমিশনারদের বিরুদ্ধে তিব্বতিরা বিদ্রোহ করে বসলে চীনা সেনারা বিদ্রোহ দমন করে।

১৭৭৪ বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখতে তিব্বত সফর করলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জর্জ বোগল।

১৭৮৮, ১৭৯১ নেপালি হামলাকারীদের তিব্বত থেকে তাড়িয়ে দিতে সেনা পাঠাল চীন।

১৮৬৫ ব্রিটিশরা গোপনে তিব্বতের মানচিত্র আঁকতে শুরু করল।

১৯০৭ তিব্বতের ওপর চীনের সার্বভৌম কর্তৃত্ব স্বীকার করে নিল ব্রিটেন ও রাশিয়া।

১৯৫৯ লাসা অভ্যুত্থান।

১৯৬৫ চীন সরকার স্থাপন করল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল (টার)।

১৯৮৭-৮৯ তিব্বতে অসন্তোষ। তিব্বতিদের স্বাধীনতার দাবিতে প্রতিবাদ ও সমাবেশ। সাময়িকভাবে সামরিক আইন জারি করল চীন।

১৯৮৯ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দালাই লামা।

২০০৮ তিব্বতের ওপর চীনের প্রত্যক্ষ শাসনকে প্রথমবারের মত স্বীকৃতি দিল যুক্তরাজ্য।

২০১১ রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন দালাই লামা।

তথ্যসূত্র

BBC. 2014. “Tibet profile – Timeline.” BBC, November 13.
https://www.bbc.com/news/world-asia-pacific-17046222
 2025. “Tibet profile.” BBC, January 7.
https://www.bbc.com/news/world-asia-pacific-16689779

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *