
কুর্দিস্তান
Featured Image: Wikimedia Commons.

The Kurdish Project
সাল
৬০১-৭০০ কুর্দিদের ইসলাম গ্রহণ।
১১৬৯ আইয়ুবী সুলতানশাহি।*
* প্রতিষ্ঠাতা ইতিহাসের সবচে বিখ্যাত কুর্দি সালাউদ্দিন আইয়ুবী।
১১৮৬ সালাউদ্দিন আইয়ুবী সিরিয়া, মিসর, ও ইরাককে ঐক্যবদ্ধ করলেন।
১১৮৭ হাত্তিনের যুদ্ধের জেরুসালেমের ক্রুসেডার রাজাকে পরাজিত করলেন সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডারদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধার করা হল। সিরিয়া ও লেবানন থেকে বিতাড়িত হল ক্রুসেডাররা।
১১৮৯ রিচার্ড দ্য লায়নহার্টের সাথে সালাউদ্দিন আইয়ুবীর যুদ্ধ।
১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি।
১৫১৪ চালদিরানের যুদ্ধ, বর্তমান কুর্দিস্তানে ওসমানি সুলতানশাহি ও সাফাভি সাম্রাজ্যের মধ্যকার সীমান্ত নির্ধারিত হল।
১৫৪৩-১৬০৩ শরাফনামা নামে কুর্দিদের একটি ইতিহাস লিখলেন শরাফ খান বিতলিসি।
১৬৩৯ জুহাবের চুক্তি, বর্তমান কুর্দিস্তানে ওসমানি সুলতানশাহি ও সাফাভি সাম্রাজ্যের মধ্যকার সীমান্ত পুনঃনির্ধারিত হল।
১৬৯৫ এ সময় কুর্দিদের জাতীয় মহাকাব্য মেম উ জিন লিখছেন আহমাদ-ই খানি।
১৮১১ বর্তমান ইরাকি কুর্দিস্তানে নকশবন্দি সূফি তরিকা প্রতিষ্ঠা করলেন মৌলানা খালিদ।
১৮৪০-৪৯ কুর্দিস্তানের বারজানে বারজানি বংশ প্রতিষ্ঠা লাভ করল।
১৮৪৭ শেষ আধা-স্বাধীন কুর্দি ইমারাতের আমির বদর খান বেগ ওসমানিদের কাছে আত্মসমর্পণ করলেন।
১৮৯১ ওসমানি সুলতান দ্বিতীয় আবদুল হামিদ হামিদিয়ে নামে একটি কুর্দি ঘোড়সওয়ার বাহিনী গঠন করলেন।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।*
* এই যুদ্ধে কুর্দিরা ওসমানি সুলতানশাহির পক্ষে লড়েছিল।
১৯১৬ সাইকস-পিকো গোপন চুক্তি।*
* ইঙ্গ-ফরাসিরা মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফলে কুর্দিস্তান চার টুকরো হয়ে যায়। তুরস্ক, ইরান, ইরাক, আর সিরিয়া নামের চারটি নবগঠিত জাতি-রাষ্ট্রে ভাগ হয়ে পড়ে। বর্তমানে তুর্কি কুর্দিস্তান বাকুর, ইরানি কুর্দিস্তান রোজহিলাত, ইরাকি কুর্দিস্তান বাসুর, আর সিরীয় কুর্দিস্তান রোজাভা নামে পরিচিত। কুর্দি শব্দটা উৎসগতভাবে প্রাচীন সুমেরীয় ভাষার শব্দ। এর অর্থ: “পাহাড়ি”।
১৯১৯-২২ তুরস্কের স্বাধীনতা যুদ্ধ।*
* এই যুদ্ধে কুর্দিরা তুর্কিদের সমর্থন প্রদান করে।
১৯২০ সেভরেসের চুক্তি, কুর্দিদের স্বাধীনতা দেয়ার ওয়াদা করা হল যা স্রেফ কাগুজে ব্যাপার ছিল।
১৯২৫ শেখ সাঈদের কুর্দি বিদ্রোহ দমন করল তুরস্ক।
১৯২৮ ইরাকি কুর্দিস্তানে মোস্তফা বারজানির রাজনৈতিক উত্থান শুরু।
১৯৩০ আরারাত অঞ্চলের কুর্দি বিদ্রোহ দমন করল তুরস্ক।
১৯৩৬-৩৮ দেরসিমে কুর্দি বিদ্রোহ দমন করল তুরস্ক।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪৩-৪৪ প্রকাশিত হল কুর্দিভাষী জার্নাল নিশতিমান: মাতৃভূমি।
১৯৪৫ কাজী মোহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত হল ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান।
১৯৪৬ জানুয়ারি কুর্দিরা ইরানি কুর্দিস্তানে প্রতিষ্ঠা করে মাহাবাদ প্রজাতন্ত্র। সোভিয়েত সহায়তায় প্রায় বছরখানেক টিকে ছিল প্রজাতন্ত্রটি।
ডিসেম্বর সোভিয়েত সৈন্যরা ইরান ছেড়ে চলে গেলে ইরান মাহাবাদ পুনর্দখল করে এবং মাহাবাদ প্রজাতন্ত্রের পতন ঘটে।
ইরাকে একটি কুর্দি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন মোস্তফা বারজানি, পরবর্তীকালে যার নাম হয় কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি)।
১৯৪৭ মার্চ ৩১ কুর্দি নেতা কাজী মোহাম্মদকে ফাঁসিতে ঝোলাল ইরান।
১৯৫৫ ইরান, পাকিস্তান, ও তুরস্কের সাথে বাগদাদ চুক্তি সই করল ইরাক; অন্যতম উদ্দেশ্য দেশটির কুর্দিদের নিয়ন্ত্রণ করা।
১৯৫৮ ইরাকে রাজতন্ত্রের অবসান। ব্রিটিশপন্থী বাগদাদ চুক্তি থেকে বেরিয়ে এল ইরাক। ইরাকি কুর্দিস্তানে ফিরে আসলেন মোস্তফা বারজানি।
১৯৬১ মোস্তফা বারজানির নেতৃত্বে ইরাক সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন ইরাকি কুর্দিরা।
১৯৭০ ইরাকে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হল। এই সংবিধানে ইরাককে একটি দ্বিজাতিক রাষ্ট্র বলা হল, এবং আরব ও কুর্দি উভয় জাতিকেই স্বীকৃতি দেয়া হল। ব্রিটিশ মালিকানাধীন তেলশিল্পের জাতীয়করণ শুরু করল ইরাক।
মার্চ ইশতেহার, দেশটির কুর্দিদের স্বায়ত্তশাসন প্রদান করার তত্ত্বগত ওয়াদা করা হল।
১৯৭৪ ইরাক তার কুর্দিভাষী অঞ্চলটিকে সীমিত স্বায়ত্তশাসন দিল।
১৯৭৫ উত্তর ইরাককে আরবায়িত করার উদ্যোগ নিল বা’থিরা। তেলসমৃদ্ধ অঞ্চলটি থেকে কুর্দিদের তাড়িয়ে দিয়ে আরবদের বসতিস্থাপন করল। ইরান ও যুক্তরাষ্ট্রের মদতে বা’থিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইরাকি কুর্দিরা। আলজিয়ার্স চুক্তিতে সই করল ইরান ও ইরাক। ইরাকি কুর্দিদের সমর্থন দেয়া বন্ধ করল মার্কিনী-ইরানিরা। কুর্দি বিদ্রোহের অবসান। মোস্তফা বারজানিকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) থেকে বেরিয়ে আসলেন জালাল তালাবানি, গঠন করলেন প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান (পিইউকে)।
১৯৭৮ নভেম্বর ২৭ তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) প্রতিষ্ঠা করলেন আবদুল্লাহ ওজালান।
১৯৭৯ মার্চ ইরানের খোমিনীপন্থীদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইরানি কুর্দিরা।
আগস্ট ১৮ ইরানি কুর্দিস্তানের কুর্দিদের বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ’ ঘোষণা করলেন আয়াতুল্লা খোমিনী।
কেডিপির প্রেসিডেন্ট হলেন মোস্তফার ছেলে মাসুদ বারজানি।
১৯৮০-৮৮ সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের ফলে ইরান-ইরাক যুদ্ধ। দুই দেশেই কুর্দিদের প্রতিপক্ষের দালাল বলা হল, খুন হলেন বহু বেসামরিক কুর্দি নাগরিক। দুই দেশের কুর্দিদের মধ্যে দূরত্ব তৈরি হল।
১৯৮৪ তুরস্ক সরকারের বিরুদ্ধে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সশস্ত্র সংগ্রাম শুরু।
১৯৮৮ ইরাকি কুর্দিদের বিরুদ্ধে সাদ্দামের আল-আনফাল অভিযান, এই কুর্দি গণহত্যায় ৫০,০০০ থেকে ১৮০,০০০ বেসামরিক কুর্দি নাগরিকের মৃত্যু হয়।
মার্চ ১৬ হালাবজা গণহত্যা। ইরাকের কুর্দি শহর হালাবজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করলেন সাদ্দাম। যাতে ৫০০০য়েরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৯১ ইরাকের উত্তরে কুর্দি আর দক্ষিণে শিয়া বিদ্রোহ।
১৯৯২ ইরাকে পিকেকের সেভ হ্যাভেনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে ইরাকি কুর্দিস্তানে প্রবেশ করলেন ২০,০০০ তুর্কি সৈন্য।
১৯৯৪ ইরাকি কুর্দিদের দুই রাজনৈতিক দল কেডিপি আর পিইউকে-র আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ২০০০এরও বেশি কুর্দি নাগরিকের মৃত্যু হল। ইরাকি কুর্দিস্তানে গৃহযুদ্ধ। ১৯৯৮ সালে মার্কিন মধ্যস্ততায় গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৯৯৬ নেলিদা ফুককার, দ্য আদার কুর্দস: ইয়াজিদিজ ইন কলোনিয়াল ইরাক।
১৯৯৯ ফেব্রুয়ারি কেনিয়ার নাইরোবি থেকে ওজালানকে পাকড়াও করা হল।*
* একাজে তুরস্কের সামরিক গোয়েন্দা সংস্থা এমআইটিকে সহায়তা করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। আবদুল্লাহ ওজালানকে শুরুতে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরবর্তীতে তীব্র বৈশ্বিক প্রতিবাদের মুখে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। মর্মর সাগরের ইমরালি কারাদ্বীপে বন্দী আছেন ওজালান, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত কারাদ্বীপটির একমাত্র বন্দী ছিলেন তিনি।
২০০১ ক্রিস্টোফার হাউস্টন, ইসলাম, কুর্দস, অ্যান্ড দ্য তুর্কিশ নেশন স্টেট।
২০০২ ফরিদেহ কুহি-কামালি, দ্য পলিটিকাল ডেভলাপমেন্ট অফ দ্য কুর্দস ইন ইরান।
২০০৩ মার্চ ২০ জর্জ বুশ জুনিয়রের নেতৃত্বে ইরাকে মার্কিন হামলা।
এপ্রিল ৯ সাদ্দাম সরকারের পতন।
ইভা ওস্টেরগার্ড-নিয়েলসন, ট্রান্সন্যাশনাল পলিটিকস: তুর্কস অ্যান্ড কুর্দস ইন জার্মানি।
মাইকেল এম. গুন্টার, হিস্টোরিকাল ডিকশনারি অফ দ্য কুর্দস।
ফরিদেহ কুহি-কামালি, দ্য পলিটিকাল ডেভলাপমেন্ট অফ দ্য কুর্দস ইন ইরান।
২০০৪ ইরানি কুর্দিস্তানে প্রতিষ্ঠিত হল দ্য পার্টি ফর আ ফ্রি লাইফ ইন কুর্দিস্তান (পিজেএকে)।
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন ইরাক: দ্য পাস্ট, প্রেজেন্ট, অ্যান্ড ফিউচার।
২০০৫ এপ্রিল ইরাকে প্রেসিডেন্ট হলেন কুর্দি নেতা জালাল তালাবানি আর প্রধানমন্ত্রী হলেন ইব্রাহিম জাফারি। ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট হলেন মাসুদ বারজানি।
এপ্রিল-মে ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট হলেন মাসুদ বারজানি।
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন তুর্কি: ইউ অ্যাসেশন অ্যান্ড হিউম্যান রাইটস।
— দ্য কুর্দস ইন সিরিয়া: দ্য ফরগটেন পিপল।
বাহমান ঘোবাদি, টার্টলস ক্যান ফ্লাই।
২০০৬ তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।
২০০৭ আগস্ট প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকারকে সহায়তা করতে ইরাকের শিয়া আর কুর্দি নেতারা একটি জোট গঠন করলেন, কিন্তু ইরাকি সুন্নি নেতারা এই জোটে যোগ দেননি।
আগস্ট ১৯ উত্তর মসুলে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় জাতিগত সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের কয়েকশো মানুষের মৃত্যু।
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন ইরান: দ্য পাস্ট, প্রেজেন্ট, অ্যান্ড ফিউচার।
২০০৮ হিরমিস আবুনা, অ্যাসিরিয়ানস, কুর্দস, অ্যান্ড অটোমানস: ইন্টারকমিউনাল রিলেশনস অন দ্য পেরিফেরি অফ দ্য অটোমান এম্পায়ার।
২০১১ আব্বাস ভালি, কুর্দস অ্যান্ড দ্য স্টেট ইন ইরান: দ্য মেকিং অফ কুর্দিশ আইডেনটিটি।
২০১৩ মার্চ সলিউশন প্রসেস, দিয়ারবাকিরে কুর্দি শান্তি কর্মসূচি উদ্বোধন করা হল।
মসুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইয়েজিদি শিক্ষার্থীদের হুমকি দিল ইসলামপন্থীরা।
২০১৩-১৪ পিকেকের সাথে তুরস্কের সমঝোতা প্রক্রিয়া শুরু ও যুদ্ধবিরতি।
২০১৪ জুন ১০ ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নিয়ে ইরাক ও সিরিয়ার একাংশে খেলাফত ঘোষণা করল ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।
আগস্ট ৩ আইএসের সিনজার আক্রমণ। হাজার হাজার ইয়েজিদি সিনজার পর্বতে পালিয়ে গেলেন, যেখানে তাঁরা হপ্তাখানেক ঘেরাও হয়ে ছিলেন। ক্ষুধা ও তৃষ্ণায় শতাধিক ইয়েজিদির মৃত্যু হল।
আগস্ট ৪ হারদান গ্রামে ৬০ জন ইয়েজিদি পুরুষকে হত্যা করল আইএস, নারী ও শিশুদেরকে বন্দী করে তেল আফারে নিয়ে গেল।
আগস্ট ৭ সিনজার পর্বতে ইয়েজিদিদের ঘেরাও হয়ে থাকার অবসান ঘটাতে ও সেখানে একটি সম্ভাব্য গণহত্যা ঠেকাতে বিমানহামলার অনুমোদন দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আগস্ট ৯-১১ সিরীয় কুর্দিরা সিনজার পর্বতের ইয়েজিদিদের জন্য একটা নিরাপত্তা করিডোর তৈরি করল। ইরাকি কুর্দিস্তানে আশ্রয় নিলেন ১ লক্ষ ইয়েজিদি। তাঁদের অধিকাংশ এখনো সেখানকার শরণার্থী শিবিরদেরগুলোতে আছেন।
আগস্ট ১৫ কোচো গ্রামে একটি নিধনযজ্ঞ চালাল আইএস। গ্রামটির সব প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হল। নাবালক ছেলেদেরকে শিশুসৈনিক বানাতে কেড়ে নেয়া হল। নারী ও কন্যাশিশুদেরকে যৌনদাসী হিসাবে বিক্রি করা হল।
আগস্ট ১৯ দ্য নেদারল্যান্ডসে নিবন্ধিত হল ফ্রি ইয়েজিদি ফাউন্ডেশন।
সেপ্টেম্বর সুন্নি আরব ও কুর্দিদের অন্তর্ভুক্ত করে একটি সরকার গঠন করলেন ইরাকি শিয়া রাজনীতিক হায়দার আল-আবাদ।
অক্টোবর আইএস তার ইংরেজিভাষী ম্যাগাজিন দাবিকে ইয়েজিদিদের দাস বানানোর কথা গর্বের সাথে প্রচার করল।*
* ইয়েজিদিরা মালেক তাউসের উপাসনা করেন। আইএস যাকে শয়তান মনে করে। ফলে, আইএসের প্রচারণায় ইয়েজিদিরা হচ্ছে “শয়তানের উপাসক।”
ডিসেম্বর আইএসের আক্রমণের মুখে পুরো দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইরাক সরকার এবং ইরাকি কুর্দিস্তানের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হল।
হ্যারিয়েট অ্যালসপ, দ্য কুর্দস অফ সিরিয়া: পলিটিকাল পার্টিজ অ্যান্ড আইডেনটিটি ইন দ্য মিডল ইস্ট।
মাইকেল এম. গুন্টার, আউট অফ নোহোয়ার: দ্য কুর্দস অফ সিরিয়া ইন পীস অ্যান্ড ওয়ার।
২০১৫ জুন জাতি প্রশ্নে গণতন্ত্রের পক্ষপাতী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) প্রথমবারের মত নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে সংসদে ঢুকল। তুর্কি কুর্দিস্তানে সহিংসতা, কুর্দি শান্তি কর্মসূচির অবসান।
সেপ্টেম্বর ভূমধ্যসাগরের তীরে আলান কুর্দি নামের এক ২-বছর-বয়সী কুর্দি শিশুর লাশ ভেসে উঠল। তাঁর মৃতদেহের ছবি তুললেন তুর্কি আলোকচিত্রী নিলুফার দেমির। ছবিটি সারা বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করে।।
নভেম্বর ১৩ কুর্দি বাহিনী ও সশস্ত্র ইয়েজিদি বাহিনীগুলো সিনজারকে আইএসের হাত থেকে মুক্ত করল।
কয়েক মাস আইএসের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকার পর সিরিয়ার কোবানে শহর পুনরুদ্ধার করল সিরীয় কুর্দিরা। এই সমরে ফ্রি সিরিয়ান আর্মির ৫০ জন সৈন্য কুর্দিদের পক্ষে যোগ দেয়।
ব্রায়ান আর. গিবসন, সোল্ড আউট? ইউএস ফরেন পলিসি, ইরাক, দ্য কুর্দস, অ্যান্ড দ্য কোল্ড ওয়ার।
স্ট্রেঞ্জার্স ইন আ ট্যাঙ্গলড ওয়াইল্ডারনেস, আ স্মল কিই ক্যান ওপেন আ লার্জ ডোর: দ্য রোজাভা রেভল্যুশন।
২০১৬ ফেব্রুয়ারি আঙ্কারায় সেনাবহরের ওপর বোমা হামলায় অন্তত ৩৮ জন মানুষের মৃত্যু, পিকেকে থেকে বেরিয়ে আসা কুর্দিস্তান ফ্রিডম হকস (টিএকে) এই হামলার দায় স্বীকার করে।
আগস্ট সিরীয় কুর্দিস্তানে ঢুকল তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি।
মাইকেল এপ্পেল, আ পিপল উইদাউট আ স্টেট: দ্য কুর্দস ফ্রম দ্য রাইজ অফ ইসলাম টু দ্য ডন অফ ন্যাশনালিজম।
মাইকেল ন্যাপ, আনজা ফ্ল্যাচ, আর এরকান আয়বোগা, রেভল্যুশন ইন রোজাভা: ডেমোক্রেটিক অটোনমি অ্যান্ড উইমেন্স লিবারেশন ইন সিরিয়া।
আবদুল্লাহ ওজালান, দ্য পলিটিকাল থট অফ আবদুল্লাহ ওকালান কুর্দিস্তান, উইমেন’স রেভল্যুশন, অ্যান্ড ডেমোক্রেটিক কনফেডারেলিজম।
ইন্টারন্যাশনালিস্ট কমিউন অফ রোজাভা, মেইক রোজাভা গ্রেট এগেইন: বিল্ডিং অ্যান ইকোলজিকাল সোসাইটি।
২০১৭ সেপ্টেম্বর ২৫ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কর্তৃক আয়োজিত গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিলেন ইরাকি কুর্দিরা। বাগদাদ গণভোটের ফল মেনে নিতে অস্বীকার জানাল এবং এরবিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল।
নভেম্বর ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া, ও তাদের কুর্দি মিত্ররা আইএসের খেলাফতের ইরাকি অংশের প্রায় পুরোটা পুনরুদ্ধার করল।
মার্কিন সহায়তা নিয়ে আইএসের হাত থেকে তাবকা বাঁধ পুনরুদ্ধার করল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও কুর্দিদের পপুলার প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)।
টমাস শ্মিডিঞ্জার, মাইকেল শিফমান কৃত ইংরেজি অনুবাদ, রোজাভা: রেভল্যুশন, ওয়ার, অ্যান্ড দ্য ফিউচার অফ সিরিয়া’জ কুর্দস।
২০১৮ জানুয়ারি অপারেশন অলিভ ব্রাঞ্চ, সিরীয় কুর্দিস্তানে তুর্কি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা বিপুল এলাকা দখল। এর একটি আফরিন শহর।
অক্টোবর ইরাকের প্রেসিডেন্ট হলেন কুর্দি রাজনীতিক বারহাম সালিহ।
২০১৯ মার্চ ২২ সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি বাঘুজকে মুক্ত করা হল। আইএসের কথিত খেলাফতের শেষ দিনগুলোতে ইয়েজিদি বন্দীদের শিরশ্ছেদ করা হয়েছিল। শিশুসৈনিক হিসাবে ধরে নিয়ে যাওয়া ছেলেগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।
দেনিজ চিফচি, দ্য কুর্দস অ্যান্ড দ্য পলিটিকস অফ তুর্কি।
টমাস শ্মিডিঞ্জার, মাইকেল শিফমান কৃত ইংরেজি অনুবাদ, দ্য ব্যাটল ফর দ্য মাউন্টেন অফ দ্য কুর্দস: সেলফ-ডিটারমিনেশন অ্যান্ড এথনিক ক্লিনজিং ইন দ্য আফরিন রিজিওন অফ রোজাভা।
মার্সেল কার্তিয়ের, সেরকেফতিন: আ ন্যারেটিভ অফ দ্য রোজাভা রেভল্যুশন।
ডিসেম্বর ২০১৯-মার্চ ২০২০ সিরীয় কুর্দিস্তানে রুশ অভিযানের কারণে ১০ লক্ষ সিরীয় স্থানচ্যুত হলেন, সিরীয় শরণার্থীদের জন্য তুরস্ক সীমান্ত খুলে দিল।
২০২০ উইলিয়াম গৌরল, দ্য কুর্দস ইন এরদোয়ানস তুর্কি: ব্যালেন্সিং আইডেনটিটি, রেজিস্ট্যান্স, অ্যান্ড সিটিজেনশিপ।
হ্যারিয়েট অ্যালসপ ও ভ্লাদিমির ভ্যান উইলগেনবার্গ, দ্য কুর্দস অফ নর্দার্ন সিরিয়া: গাভার্নেন্স, ডাইভারসিটি, অ্যান্ড কনফ্লিক্টস।
২০২১ ফেব্রুয়ারি কোচো নিধনযজ্ঞের শিকার হওয়া ১০৪ জন ইয়েজিদির দেহাবশেষ গ্রামটিতে ইয়েজিদিদের নিজস্ব ধর্মীয় রীতি অনুসারে সমাহিত করা হল। সিনজার জুড়ে ৮০টিরও বেশি গণকবর ছড়িয়ে আছে, যাতে শত শত অচিহ্নিত লাশ আছে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এক আদালত ২০১৪-১৫ সালে ইয়েজিদি গণহত্যা চলাকালীন সময়ে একটি ৫-বছর-বয়সী ইয়েজিদি শিশুকে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত করে আইএস সদস্য তাহা আল-জুমাইলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল।
মার্চ ১ ইরাকি সংসদে পাশ হল দ্য ইয়েজিদি সার্ভাইভার্স ল।
২০২২ সেপ্টেম্বর ১৩ ইসলামি প্রজাতন্ত্রের পোশাকবিধি লঙ্ঘণ করার অভিযোগে ইরানি কুর্দিস্তানের তরুণী জিনা মাহসা আমিনিকে আটক করল তেহরানের মোরালিটি পুলিশ।
সেপ্টেম্বর ১৬ তেহরানের এক হাসপাতাল কোমায় মৃত্যু হল জিনার। ইরানি কর্তৃপক্ষ জানাল, নিকটবর্তী এক স্টেশনে ‘শিক্ষা’ দিতে নিয়ে গেলে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। জিনার পরিবার এই রাষ্ট্রীয় ভাষ্য প্রত্যাখ্যান করে। সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘটনার তদন্ত দাবি করেন।
সেপ্টেম্বর ১৭ জিনার দেশের বাড়ি সাকেজে জানাজা সম্পন্ন হল। সেখান থেকে প্রতিবাদ প্রথমে প্রাদেশিক রাজধানীতে দেখা দেয়। এরপর দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। প্রতিবাদ আন্দোলনে “স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান ওঠে। প্রতিবাদীদের মধ্যে কিছু নারী নিজেদের মাথা থেকে হিজাব খুলে ফেলেন ও আগুনে পোড়ান।সেপ্টেম্বর ১৯ ইরানি কুর্দিস্তানের কোন কোন জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে প্রতিবাদীদের সংঘাত দেখা দিল।সেপ্টেম্বর ২০ সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির এক সহকারী সমবেদনা জানাতে জিনার পরিবারের সাথে দেখা করলেন, জানালেন খামেনি জিনার মৃত্যুর ব্যথা অনুভব করেন।
সেপ্টেম্বর ২১ কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অভিগম্যতা সীমিত করল। সরকারিভাবে ৮ জনের মৃত্যু স্বীকার করা হল।
সেপ্টেম্বর ২২ প্রেসিডেন্ট রাইসি বললেন, “অরাজকতা” গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র তেহরানের মোরালিটি পুলিশের ওপর নিষেধাজ্ঞা দিল।
সেপ্টেম্বর ২৩ বিভিন্ন শহরে সরকারি র্যালির আয়োজন করা হল, যেখান থেকে প্রতিবাদীদের ফাঁসির দাবি উঠল। সেনাবাহিনী “শত্রুদের নানামুখী ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার” শপথ নিল।
সেপ্টেম্বর ২৪ ইরাকি কুর্দিস্তানে অবস্থিত ইরানের সশস্ত্র বিরোধীপক্ষীয় ঘাঁটিগুলোর বিরুদ্ধে চলমান আন্দোলনে মদত দেয়ার অভিযোগ এনে সামরিক অভিযান পরিচালনা করল রেভল্যুশনারি গার্ডস।
সেপ্টেম্বর ৩০ জাহেদান হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাল, জাহেদান শহরে জুম্মার নামাজের পর প্রতিবাদীদের ওপর গুলি চালিয়ে শিশুসহ ৬৬ জনকে খুন করা হয়েছে। সরকারি টিভি বলল, ‘সন্ত্রাসবাদীরা’ একটা থানায় গুলি চালিয়েছিল, তাই পাল্টা গুলি চালানো হয়েছে। রেভল্যুশনারি গার্ডস বলল, এর বাহিনীর ও বাসিজ মিলিশিয়ার ৫ জন খুন হয়েছেন।
অক্টোবর ৩ নিরাপত্তা বাহিনীর পক্ষে সমর্থন ব্যক্ত করলেন খামেনি। জানালেন, জিনার মৃত্যু তাঁর “বুক ভেঙে দিয়েছে”; কিন্তু অভিযোগ তুললেন, এই হত্যাকাণ্ডের পেছনে ইরানের শত্রুদের উসকানি আছে। একাধিক শহরে সর্বস্তরের ইরানিরা রাস্তায় নেমে এলেন, “স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান দিলেন; এবং সরকার পরিবর্তনের দাবি তুললেন।
অক্টোবর ৭ সরকারি তদন্তকারী বিচারকের প্রতিবেদনে দাবি করা হল, জিনার মৃত্যু পুলিশ হেফাজতে মাথায় ও দেহে আঘাতজনিত কারণে হয়নি; আগে থেকেই থাকা অসুস্থতার কারণে হয়েছে।
নভেম্বর ইস্তানবুলে এক বোমা হামলায় ৬ জন নিহত। তুরস্ক সরকার এর জন্য কুর্দিদের দোষারোপ করল। সিরিয়া আর ইরাকের প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করল তুরস্ক।
নভেম্বর ১৪ ফরাসি প্রেসিডেন্ট ইম্মানুয়েল মাখোঁ ইরানের চলমান আন্দোলনকে “বিপ্লব” বলে আখ্যায়িত করলেন।নভেম্বর ২১ ইরানের বিশ্বকাপ স্কোয়াড জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার জানিয়ে প্রতিবাদীদের সাথে একাত্মতা প্রকাশ করল।
ডিসেম্বর ৪ ইরানের পাবলিক প্রজিকিউটর জানালেন, মোরালিটি পুলিশ তুলে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানাল, বাধ্যতামূলক হিজাব আইন ভিন্ন উপায়ে বাস্তবায়ন করা হবে।
টমাস শ্মিডিঞ্জার, দ্য ওয়ার্ল্ড হ্যাজ ফরগটেন আস: সিনজার অ্যান্ড দ্য ইসলামিক স্টেটস জেনোসাইড অফ দ্য ইয়েজিদিজ।
২০২৩ অক্টোবর ১-২ আঙ্কারায় পিকেকের সদস্যরা সন্ত্রাসবাদী হামলা চালালে এর প্রতিক্রিয়ায় উত্তর ইরাকে ২০টি পিকেকে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাল তুরস্ক।
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, ২০১১ সালের মার্চ থেকে এ বছরের জুন পর্যন্ত সিরিয়া যুদ্ধের সব পক্ষের হাতে দেশটির ২ লক্ষ ৩০ হাজার ৪৬৫ জন বেসামরিক নাগরিক খুন হয়েছেন। এঁদের মধ্যে ২ লক্ষ ১ হাজার ৬৩ জন (৮৭.২৪%) খুন হয়েছেন সিরিয়া সরকার ও ইরানি মিলিশিয়ার হাতে। বাকি মৃতদের পরিসংখ্যান: অন্যান্য দলের হাতে ৮১৮২ জন (৩.৫৫%), রুশিদের হাতে ৬,৯৫০ জন (৩.০২%), আইএসের হাতে ৫,০৫৪ জন (২.১৯%), সশস্ত্র বিরোধীদের হাতে ৪,২১৩ জন (১.৮৪%), মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর হাতে ৩,০৫২ জন (১.৩২%), কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফের হাতে ১,৪২৭ জন (০.৬২%), এইচটিএসের হাতে ৫২০ জন (০.২২%), টিআইপির হাতে ৪ জন।
২০২৪ জানুয়ারি ১৩ ইরাকে অবস্থানরত তুর্কি সেনাদের ওপর কুর্দি যোদ্ধাদের হামলায় ৯ জন নিহত হলে এর ধারাবাহিকতায় ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালাল তুরস্ক।
ফেব্রুয়ারি ২৫ ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের চালানো এক বিমান হামলায় নিহত হলেন ৪ পিকেকে সদস্য।
মে ৬ ইরাকি কুর্দিস্তানে বিমান হামলা চালাল তুরস্কের বিমান বাহিনী, নিহত হলেন ১৬ পিকেকের সদস্য।
মে ৩১ সিরীয় কুর্দিস্তানের কামিশলিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) লক্ষ্যবস্তুগুলোতে তুরস্কের চালানো ড্রোন হামলায় ৪ জন যোদ্ধা ও ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু।
জুন ৩ পিকেকের সাথে সম্পৃক্ততার অভিযোগে হাক্কারির ডেম পার্টির মেয়র মেহমেত সিদ্দিক আকিসকে তাঁর অফিস থেকে সরিয়ে দেয়া হল এবং গ্রেপ্তার করা হল।
জুন ৫ মেহমেত সিদ্দিক আকিসকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হল।
জুলাই ৩০ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাল, তারা উত্তর ইরাকে বিমান হামলা চালিয়ে ১৩ জন কুর্দি যোদ্ধাকে খতম করেছে।
সেপ্টেম্বর ৫ ইরাকি কুর্দিস্তানে এক তুর্কি ড্রোন হামলায় ৩ ব্যক্তির মৃত্যু, যাঁদের ১ জন শিশু।
সেপ্টেম্বর ৯ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাল, উত্তর ইরাকে পিকেকের সাথে সংঘর্ষে ১ তুর্কি সৈনিক নিহত হয়েছেন।
অক্টোবর ২৩ তুরস্কের আঙ্কারা প্রদেশের কাহরামানকাজানের টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে এক বন্দুক ও বোমা হামলায় ৫ ব্যক্তি নিহত। এই হামলার জন্য পিকেকেকে দায়ী করা হয়। হামলাকালে ২ হামলাকারীও মারা যান।
অক্টোবর ৩০ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুরস্কের ইস্তানবুল প্রদেশের এসেনইয়ুর্টের সিএইচপি মেয়র আহমেত ওজের গ্রেপ্তার।
নভেম্বর ৪ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাতমান, মারদিন ও হালফেতির ডেম মেয়রদের বরখাস্ত করা হল।
নভেম্বর ২২ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুনসেলি ও ওভাসিকের ডেম মেয়রদের বরখাস্ত করা হল।
২০২৫ ফেব্রুয়ারি ১১ পিকেকের সাথে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কের ইস্তানবুল প্রদেশের আতাসেহির ও কারতালের ১০ জন সিএইচপি জেলা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল।
ফেব্রুয়ারি ১৩-১৮ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সারা তুরস্কের ৫১টি শহরে অভিযান চালিয়ে ২৮২ জনকে গ্রেপ্তার করা হল।
ফেব্রুয়ারি ২৭ পিকেকে নেতা আবদুল্লাহ ওজালান কারাগার থেকে একটি বার্তা জারি করেন, যেখানে দলটিকে একটি কংগ্রেস ডেকে নিজেদের বিলুপ্ত করে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়।
মার্চ ১ ওজালানের আহবানে সারা দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
তথ্যসূত্র
Abrahamian, Ervand. 2018. A History of Modern Iran. 2nd ed. Cambridge University Press.
Al Jazeera.
BBC.
Council on Foreign Relations – cfr. 2022. “The Kurds’ Quest for Independence.” Accessed August 31, 2022.
https://www.cfr.org/timeline/kurds-quest-independence
Free Yezidi Foundation. n.d. “Yezidi Genocide Timeline.” Accessed March 7, 2023.
https://freeyezidi.org/yezidi-genocide-timeline/
Gunter, Michael M. 2018. Historical Dictionary of the Kurds. 3rd ed. Rowman & Littlefield.
Hunt, Courtney. 2005. The History of Iraq. Greenwood Press.
Murray, Williamson, and Woods, Kevin M. 2014. The Iran-Iraq War: A Military and Strategic History. Cambridge University Press.
Shoup, John A.. 2018. The History of Syria. Greenwood.
Syrian Network For Human Rights.
https://snhr.org/
Wikipedia.
Zürcher, Erik J.. 2017. Turkey: A Modern History. 4th ed. I. B. Tauris.