
চেচনিয়া
Featured Image: Wikimedia Commons.

Encyclopedia Britannica
সাল
১৮৫৮ ইমাম শামিল আর তাঁর যোদ্ধাদের পরাজয়। চেচনিয়া দখল করে নিল সাম্রাজ্যিক রাশিয়া।
১৯১৭ রুশ বিপ্লব।
১৯২২ প্রতিষ্ঠা করা হল চেচেন স্বায়ত্তশাসিত অঞ্চল।
১৯৩৪ চেচেন স্বায়ত্তশাসিত অঞ্চল চেচেন-ইঙ্গুশ স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হল।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪৪ নাৎসি জার্মানির সাথে দালালির অভিযোগ এনে চেচেন ও ইঙ্গুশ জনগোষ্ঠীকে সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় নির্বাসিত করলেন স্তালিন।
১৯৫৭ চেচেনদের ককেশাসে ফিরে আসার অনুমোদন দিলেন ক্রুশ্চেভ। পুনর্বহাল করলেন চেচেন-ইঙ্গুশ স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
১৯৯১ সোভিয়েত ইউনিয়নের পতন। উৎখাত হলেন চেচনিয়ার কমিউনিস্ট নেতা দোকু জাভগায়েভ। প্রেসিডেন্ট নির্বাচনে জিতে রাশিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেন ঝোখার দুদায়েভ।
১৯৯২ চেচনিয়া একটি সংবিধান প্রণয়ন করল যাতে চেচনিয়াকে একটি স্বাধীন ও সেক্যুলার রাষ্ট্র বলে ঘোষণা করা হল।
১৯৯৪ চেচেনদের স্বাধীনতা আন্দোলন দমাতে সেনা পাঠাল রাশিয়া। ২০ মাসের যুদ্ধে ১ লক্ষাধিক মানুষের মৃত্যু, যাঁদের বড় অংশই বেসামরিক নাগরিক ছিলেন। দশকব্যাপী সংঘাতের সূচনা।
১৯৯৬ এপ্রিল রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় ঝোখার দুদায়েভের মৃত্যু। তাঁর স্থলাভিষিক্ত হলেন জেমলিখান ইয়ান্দারবিয়েভ।
আগস্ট গ্রজনিতে একটি সফল হামলা চালালেন চেচেন বিদ্রোহীরা। খাসাভইয়ুর্ত যুদ্ধবিরোধী চুক্তি সই। এর ধারাবাহিকতায় নভেম্বরের মধ্যে চেচনিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের চুক্তি।
১৯৯৭ জানুয়ারি চেচনিয়ার আসলান মাসখাদভের সরকারকে স্বীকৃত দিল রাশিয়া।
মে ইয়েলৎসিন ও মাসখাদভ একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে সই করলেন, কিন্তু চেচেনদের স্বাধীনতার প্রশ্নটি অমীমাংসিত রেখে দেয়া হল।
১৯৯৮ জরুরি অবস্থা জারি করলেন আসলান মাসখাদভ।
১৯৯৯ জানুয়ারি/ফেব্রুয়ারি মাসখাদভ ঘোষণা করলেন, ৩ বছরের মধ্যে ধাপে ধাপে শরিয়া আইন চালু করা হবে।
জুলাই/আগস্ট চেচনিয়া-দাগেস্তান সীমান্তে রুশ সেনাদের সাথে চেচেন বিদ্রোহীদের সংঘাত।
সেপ্টেম্বর অ্যাপার্টমেন্ট ভবনগুলোয় ধারাবাহিক বোমাবর্ষণের জন্য চেচেন বিদ্রোহীদের দায়ী করল রাশিয়া। শুরু হল দ্বিতীয় চেচেন যুদ্ধ।
২০০০ ফেব্রুয়ারি গ্রজনিকে একটা ধবংসস্তূপে পরিণত করল রুশ সেনাবাহিনী।
মে চেচনিয়ায় মস্কোর প্রত্যক্ষ শাসন জারি করলেন পুতিন।
জুন চেচনিয়ার প্রশাসনিক প্রধান হলেন সাবেক বিদ্রোহী আখমাদ কাদিরভ।
২০০২ অক্টোবর মস্কোর এক থিয়েটারে হামলা চালাল চেচেন বিদ্রোহীরা। ৮০০ জন জিম্মি। রুশ বাহিনী নার্কোটিক গ্যাস প্রয়োগ করে ভবনটি পুনরুদ্ধার করলে অধিকাংশ বিদ্রোহী ও ১২০ জন জিম্মির মৃত্যু হয়।
২০০৩ মার্চ এক গণভোটে একটি নতুন সংবিধানকে অনুমোদন দেয়া হল যা চেচনিয়াকে রুশ ফেডারেশনের অংশ বলে স্বীকার করে নিল।
অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আখমাদ কাদিরভ।
আনা পলিৎকভস্কায়া, আ স্মল কর্নার অফ হেল: ডিসপ্যাচেস ফ্রম চেচনিয়া।
২০০৪ মে গ্রজনিতে বোমা হামলায় কাদিরভ সহ অসংখ্য মানুষের মৃত্যু, এই হামলার দায় স্বীকার করেন শামিল বাসায়েভ।
সেপ্টেম্বর বেসলান ম্যাসাকার, উত্তর ওশেটিয়ার বেসলান স্কুলে চেচেন বিদ্রোহীদের হামলা। শিশু সহ ৩৩৮ জন মানুষের মৃত্যু।
অক্টোবর ক্রেমলিনের মদতে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলু আলখানভ।
২০০৫ মার্চ রুশ বাহিনীর সাথে সংঘাতে আসলান মাসখাদভের মৃত্যু।
২০০৬ প্রতিবেশী ইঙ্গুশেটিয়ায় খুন হলেন শামিল বাসায়েভ।
২০০৭ মস্কো কর্তৃক চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আখমাত কাদিরভের ছেলে রমজান কাদিরভ।
২০০৭-১৭ উত্তর ককেশাসে ইসলামী অভ্যুত্থান। রাশিয়ার বিরুদ্ধে লড়ে ককেশাস আমিরশাহির সাথে সম্পৃক্ত, এবং ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পৃক্ত যোদ্ধারা। অধিকাংশ লড়াইই চেচনিয়া, দাগেস্তান, ইঙ্গুশেটিয়া, ও কাবারদিনো-বলকারিয়ার মত উত্তর ককেশীয় প্রজাতন্ত্রগুলোয় সংঘটিত হয়।
২০১৪ মার্চ রুশ নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে উমারভের মৃত্যু। ককেশাস আমিরশাহির নতুন নেতা হলেন আলিয়াসখাভ আলিবুলাতোভিচ কেবেকভ। যিনি আলী আবু মোহাম্মদ নামেও পরিচিত।
জুন ১০ ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নিয়ে ইরাক ও সিরিয়ার একাংশে খেলাফত ঘোষণা করল ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।
২০১৫ ফেব্রুয়ারি মস্কোয় রুশ বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসভ খুন হওয়ার জের ধরে গ্রেপ্তার হলেন পাঁচ চেচেন, এঁদের একজন কাদিরভের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে যুক্ত।
জুন চেচনিয়া ও দাগেস্তানের যোদ্ধারা ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য প্রকাশ করলে গ্রুপটি তা গ্রহণ করে।
আগস্ট ককেশাস আমিরশাহির নেতা আবু উসমান গিমরিনস্কি, যিনি মাগোমেদ সুলাইমানভ নামেও পরিচিত, রুশ নিরাপত্তা বাহিনীগুলোর হাতে খুন হলেন।
২০১৭ ডিসেম্বর রমজান কাদিরভ দমনপীড়নের একটা ব্যবস্থাগত অভিযান চালাচ্ছেন, এই অভিযোগ এনে তাঁর ওপর আর্থিক নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।
২০২২ ফেব্রুয়ারি ২৪ রাশিয়া ইউক্রেনে হামলা চালাল, ইউক্রেন যুদ্ধের সূচনা। চেচেন সরকার এই যুদ্ধে মস্কোর মিত্র। চেচেন ইউনিটগুলো কিছু লড়াইয়ে প্রধান ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র
BBC. 2018. “Chechnya profile – Timeline.” BBC, January 17.
https://www.bbc.com/news/world-europe-18190473
— 2023. “Chechnya profile.” BBC, August 28.
https://www.bbc.com/news/world-europe-18188085