Featured Image: Wikimedia Commons.
সাল
১৮৯৩ যুক্তরাজ্য সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে একটি প্রটেক্টরেট ঘোষণা করল।
১৮৯৯ জার্মানি সলোমন দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চল যুক্তরাজ্যের হাতে ছেড়ে দিল।
১৯৪২ সলোমন দ্বীপপুঞ্জ স্বাধীনতা আন্দোলন মার্চিং রুলয়ের সূচনা।
১৯৭৬ সলোমন দ্বীপপুঞ্জ পূর্ণ স্বশাসন লাভ করল।
১৯৭৮ ব্রিটিশ সাধারণতন্ত্রের মধ্যে স্বাধীনতা অর্জন করল সলোমন দ্বীপপুঞ্জ, রাষ্ট্রপ্রধান রয়ে গেলেন দ্বিতীয় এলিজাবেথ।
১৯৮৮ মেলানেশীয় সংস্কৃতি রক্ষাকল্পে ভানুয়াতু আর পাপুয়া নিউগিনির সাথে মিলে স্পিয়ারহেড গ্রুপ গঠন করল সলোমন দ্বীপপুঞ্জ।
১৯৯৭ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বার্থোলমিউ উলুফা’আলু।
২০১৬ অক্টোবর: সলোমন দ্বীপপুঞ্জের সাথে ভিসা দাবিত্যাগ চুক্তি সই করল ইওরোপীয় ইউনিয়ন (ইইউ)।
তথ্যসূত্র
BBC. “Solomon Islands profile – Timeline.” BBC, November 30, 2017.
https://www.bbc.com/news/world-asia-15897585
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি