Featured Image: Wikimedia Commons.
পূর্বসাল
৫৫০ ভানুয়াতুতে মেলানেশীয়দের আগমন।
সাল
১৭৬৮ লুই আতোয়া দে বুগেনভিল দ্বীপপুঞ্জটির নাম রাখলেন লে গ্রান্ডেস সাইক্লাডেস।
১৭৭৪ ব্রিটিশ অভিযাত্রিক কাপ্তান কুক দ্বীপপুঞ্জটির নাম রাখলেন নিউ হেব্রিডেস।
১৮৬৫ নিউ হেব্রিডিস দ্বীপপুঞ্জে ইওরোপীয় বসতিস্থাপনকারীদের আগমন শুরু হল।
১৮৮৭ ব্রিটেন ও ফ্রান্স নিউ হেব্রিডিস দ্বীপপুঞ্জে নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য একটি যৌথ নৌ কমিশন গঠন করল।
১৯৩৮ নিউ হেব্রিডিসে জন ফ্রুম কার্গো কাল্টের উত্থান।
১৯৫৬ জন ফ্রুমকে একটা ধর্ম হিসেবে স্বীকৃতি দিল ইঙ্গ-ফরাসি কন্ডোমিনিয়াম।
১৯৭৮ ভানুয়াতুকে সীমিত মাত্রায় সায়ত্ত্বশাসন প্রদান করা হল।
১৯৮০ জুলাই ৩০: ব্রিটিশ সাধারণতন্ত্রের মধ্যে স্বাধীনতা অর্জন করল নিউ হেব্রিডিস, দ্বীপপুঞ্জটির নতুন নাম হল ভানুয়াতু। ভানুয়াতুর প্রথম প্রধানমন্ত্রী হলেন ফাদার ওয়াল্টার লিনি।
২০০১ এপ্রিল: প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড নাপাতেই।
২০০৪ জুলাই-আগস্ট: প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সের্গে ভোহোর, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কালকট মাতাসকেলেকেলে।
২০০৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এডওয়ার্ড নাপাতেই।
২০১০ ফেব্রুয়ারি: এশীয় উন্নয়ন ব্যাংক জানাল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি ভানুয়াতু।
২০১৩ মার্চ: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সাতো কিলমান, তাঁর স্থলাভিষিক্ত হলেন মোয়ানা কারকাসেস কালোসিল।
২০১৬ ফেব্রুয়ারি: প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শার্লোট সালওয়াই।
২০১৭ জুন: প্রেসিডেন্ট বাল্ডউইন লন্ডসডেলের মৃত্যু, তাঁর স্থলাভিষিক্ত হলেন তালিস ওবেদ মোজেস।
২০২২ জুলাই: প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকেনিকে ভুরোবারাদু।
তথ্যসূত্র
BBC. “Vanuatu profile – Timeline.” BBC, October 26, 2022.
https://www.bbc.com/news/world-asia-16426561
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি