Featured Image: Wikimedia Commons.
সাল
১৮৮৫ পালাউ দ্বীপপুঞ্জের ওপর অধিকার দাবি করল স্পেন।
১৮৮৯ জার্মানির কাছে পালাউ দ্বীপপুঞ্জ বেচে দিল স্পেন। জার্মানি স্থানীয় শ্রম ব্যবহার করে দেশটির সম্পদ শুষে নিতে শুরু করল। খনি থেকে ফসফেট আহরণ শুরু হল, নারকেল প্ল্যান্টেশনের বিকাশ।
১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।*
* বিশ্বযুদ্ধ শেষে জাপান পালাউ দখল করে নিল। মূল নগর করোর এসময়ই বিকশিত হয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। পালাউয়ে জাপানি বেসামরিক নাগরিকের সংখ্যা ২৬ হাজারে পৌঁছায়।
১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’।*
* প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্যিক জাপানের ঘাঁটি হওয়ার কারণে মিত্রপক্ষের আক্রমণের শিকার হয় পালাউ।
১৯৪৭ মার্কিন প্রশাসনের অধীনে জাতিসংঘের একটি ট্রাস্ট টেরিটোরি হয়ে উঠল পালাউ।
১৯৭৯ মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের অংশ হতে অস্বীকার গেল পালাউ ও মার্শাল দ্বীপপুঞ্জ।
১৯৮১ পালাউ প্রজাতন্ত্র গঠিত, প্রথম প্রেসিডেন্ট হারুও রেমেলিক।
১৯৮৫ জুন: আততায়ীদের হাতে খুন হয়ে গেলেন হারুও রেমেলিক। সেপ্টেম্বর: নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লাজারুস সাল্লি।
১৯৮৮ প্রেসিডেন্ট সাল্লির মৃত্যু, আত্মহত্যা ভাবা হয়ে থাকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন গিরাতকেল এতপিসন।
১৯৯২ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কুনিও নাকামুরা।
১৯৯৩ যুক্তরাষ্ট্রের সাথে কমপ্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন গড়ার প্রস্তাব এক গণভোটে সবুজ সংকেত পেল।
১৯৯৬ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন নাকামুরা।
২০০০ নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচিত হলেন টমি রেমেনগেসাউ।
২০০৩ আগস্ট: সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে (সিটিবিটি) সই করল পালাউ।
২০০৪ নভেম্বর: প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন রেমেনগেসাউ।
২০০৮ নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনসন তরিবিয়ং।
তথ্যসূত্র
BBC. “Palau profile – timeline.” BBC, June 11, 2018.
https://www.bbc.com/news/world-middle-east-15446663
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি