Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৭১৯ লিশটেনস্টাইন দেশটির বর্তমান নাম অর্জন করে এবং পবিত্র রোমক সাম্রাজ্যের একটি স্বাধীন প্রিন্সিপালিটিতে পরিণত হয়।

১৮১৫ লিশটেনস্টাইন জার্মান কনফেডারেশনের একটি সদস্যে পরিণত হল।

১৮৬৬ লিশটেনস্টাইন পূর্ণ স্বাধীনতা অর্জন করল।

১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।

১৯১৯ অস্ট্রিয়ার হাপসবুর্গ রাজতন্ত্র বিলুপ্ত করে দেয়া হল।*

* অস্ট্রিয়া এতদিন বহির্বিশ্বে লিশটেনস্টাইনের স্বার্থের প্রতিনিধিত্ব করে আসছিল, এবছর সুইজারল্যান্ড তাঁকে প্রতিস্থাপিত করল।

১৯২১ সুইস ফ্রাঙ্ককে মুদ্রা হিসেবে গ্রহণ করে নিল লিশটেনস্টাইন।

১৯২৩ সুইজারল্যান্ডের সাথে একটা কাস্টমস ইউনিয়নে ঢুকল লিশটেনস্টাইন।

১৯৩৮ রাজকুমার দ্বিতীয় ফ্রাঞ্জ জোশেফ লিশটেনস্টাইনের মসনদে বসলেন।

১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’।*

* এসময় লিশটেনস্টাইন তার নিরপেক্ষতা বজায় রাখে।

১৯৮৪ রাজকুমার দ্বিতীয় ফ্রাঞ্জ জোশেফ লিশটেনস্টাইনের নির্বাহী ক্ষমতা তাঁর ছেলে ও দেশটির যুবরাজ দ্বিতীয় হান্স-অ্যাডামের হাতে তুলে দিলেন। গণভোটে জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার দেয়া হল। ইওরোপের অন্য দেশগুলোয় নারীরা আগেই ভোটাধিকার পেয়েছেন।

১৯৮৯ রাজকুমার দ্বিতীয় ফ্রাঞ্জ জোশেফের মৃত্যু, তাঁর স্থলাভিষিক্ত হলেন দ্বিতীয় হান্স-অ্যাডাম।

১৯৯০ জাতিসংঘে যোগ দিল লিশটেনস্টাইন।

১৯৯১ ইওরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থায় যোগ দিল লিশটেনস্টাইন।

১৯৯৩ মাত্র ২৮ বছর বয়সী ইওরোপের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন মারিও ফ্রিক।

১৯৯৭ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মারিও ফ্রিক।

২০০৬ জুলাই: ”সার্বভৌমত্বের ২০০ বছর পূর্তি” উদযাপন করল লিশটেনস্টাইন।*

* ১৮০৬ সালে পবিত্র রোমক সাম্রাজ্য ভেঙে যায়।

২০০৮-১৫ কর বিতর্কের বছরসমূহ।

২০১৫ অক্টোবর: কর বিবাদ বিষয়ক আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে চালাচালি করার জন্য ইইউয়ের সাথে একটা চুক্তি সই করল লিশটেনস্টাইন।

তথ্যসূত্র

BBC. 2022. “Liechtenstein profile – Timeline.” BBC, December 6, 2022.
https://www.bbc.com/news/world-europe-17536865

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

By irrafinofficial

ইরফানুর রহমান রাফিনের জন্ম ঢাকায়, ১৯৯২ সালে। বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমে লিখে অন্নসংস্থান করেন। নিজেকে স্মৃতি সংরক্ষণকারীদের পরম্পরার একজন হিসাবে দেখেন। যোগাযোগ: irrafin2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.