
হন্ডুরাস
Featured Image: Wikimedia Commons.

সাল
১৫০২ ক্রিস্টোফার কলম্বাস অত্র অঞ্চলের নাম রাখলেন হন্ডুরাস।
১৫২৪-২৬ হন্ডুরাসের আদিবাসী আমেরিকানদের ওপর আধিপত্য বিস্তার করলেন হার্নান কোর্তেস, ক্যারিবীয় উপকূলে স্থাপন করলেন ত্রুজিলো শহর।
১৫৩৭ প্রতিষ্ঠা করা হল কোমাইয়াগুয়া।
১৫৪৫ গুয়াতেমালার অডিয়েন্সিয়া তৈরি করা হল। নতুন স্পেনের ভাইসরয়ালটির আঞ্চলিক বাহু হিসেবে এই অডিয়েন্সিয়ার হন্ডুরাসের ওপর আইনী এখতিয়ার ছিল। হন্ডুরাস স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই বন্দোবস্ত বহাল থাকে।
১৫৭৮ প্রতিষ্ঠা করা হল তেগুচিগালপা।
১৮২১ মধ্য আমেরিকার স্পেনীয় উপনিবেশগুলো স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল।
১৮২৩ হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।
১৮২৮ ইউপিসিএর বিলুপ্তি। হন্ডুরাস একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল।
১৮৬২-৭৬ গৃহযুদ্ধ, ক্যুদেতা, ও পাল্টা ক্যুদেতার বছরগুলো।
১৮৭৬-৮৩ উদার সংস্কার বহু বিদেশি বিনিয়োগ আকর্ষণ করল।
১৮৯০-১৯২০ হন্ডুরাসের কলা উৎপাদনের অধিকাংশ দিক নিয়ন্ত্রণ করছে ইউনাইটেড ফ্রুট কোম্পানি আর স্ট্যান্ডার্ড ফ্রুট কোম্পানি, নাক গলাচ্ছে জাতীয় রাজনীতিতে।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯১৯ কলা কোম্পানির প্ল্যান্টেশনগুলোর স্বার্থ রক্ষা করতে যুক্তরাষ্ট্র হন্ডুরাসে সরাসরি সামরিক হস্তক্ষেপ করল।
১৯২৪ বিদ্রোহ দমাতে হন্ডুরাসে আবার সেনা পাঠাল যুক্তরাষ্ট্র।
১৯৩৩-৪৮ জেনারেল তিবুরসিও ক্যারিয়াসের একনায়কতন্ত্র।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৫৪ কলা কোম্পানি শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে গেল হন্ডুরাস। মার্কিন-হন্ডুরাস সামরিক চুক্তি। হন্ডুরাসে সামরিক মহড়া দেয়ার অধিকার পেল যুক্তরাষ্ট্র।
১৯৫৫ হন্ডুরাসের নারীদের ভোটাধিকার দেয়া হল।
১৯৬৯ হন্ডুরাস আর এল সালভাদোরের মধ্যে “সকার যুদ্ধ” বেঁধে গেল।
১৯৭৫ ব্যানানাগেট স্ক্যান্ডাল, অর্থমন্ত্রী ইউনাইটেড ব্র্যান্ডসের কাছ থেকে ১.২ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন।
১৯৮২-৮৪ নিকারাগুয়ার কন্ট্রা যুদ্ধের প্রভাবে হন্ডুরাসে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পেল।
১৯৮৬ কন্ট্রা যুদ্ধ নিয়ে মার্কিনবিরোধী প্রতিবাদ এবং সিআইএ-মদতপুষ্ট হন্ডুরান বাহিনীগুলোর নিধনযজ্ঞের ব্যাপারে তৈরি হওয়া ক্ষোভ হন্ডুরান সরকারকে বাধ্য করল যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব রচনা করতে।
১৯৯৮ প্রেসিডেন্ট হলেন কার্লোস রবার্তো ফ্লোরেস ফাকুজে।
২০০৪ যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টা রিকা, আর নিকারাগুয়ার সাথে মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সই করল হন্ডুরাস।
২০০৬ হন্ডুরাসে সাফটা বলবৎ হল।
তথ্যসূত্র
Denginder Roger E.. 2008. Honduras. New York: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি