বেলিজ

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

সাল

১৫০১-১৭০০ বেলিজে স্পেনীয়দের আগমন। স্পেনীয় উপনিবেশিক শক্তি আদিবাসী মায়া জাতির মানুষদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা চালাল। কিন্তু ব্যর্থ হল।

১৮৫৯ বেলিজের সীমান্ত নির্ধারণকারী চুক্তি সই করল ব্রিটেন ও গুয়াতেমালা।

১৮৬২ বেলিজকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের একটি মুকুট সাম্রাজ্য বলে ঘোষণা করা হল, দেশটির নতুন নাম হল ব্রিটিশ হন্ডুরাস।

১৮৯৩ ব্রিটিশ হন্ডুরাসের ওপর দাবি ছেড়ে দিল মেক্সিকো।

১৯৩০-৩৯ মহামন্দায় ব্রিটিশ হন্ডুরাসের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হল।

১৯৫৮ সাংবিধানিক সংস্কার বেলিজকে সীমিত আকারে স্বায়ত্তশাসন দিল। সাধারণ নির্বাচনে জয়লাভ করল জনগণের যুক্তদল (পিইউপি)। নেতৃত্বে ছিলেন জর্জ প্রিন্স।

১৯৬১ হারিকেন হ্যাট্টিতে ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হল।

১৯৭০ বেলিজ সিটি থেকে রাজধানী বেলমোপানে সরিয়ে আনা হল।

১৯৭৩ ব্রিটিশ হন্ডুরাসের নাম বদলে বেলিজ রাখা হল।

১৯৮১ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল বেলিজ। দেশটির প্রথম প্রধানমন্ত্রী হলেন জর্জ প্রিন্স। স্বীকৃতিপ্রদানে নারাজি জানাল গুয়াতেমালা।

১৯৯২ বেলিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতিপ্রদান করল গুয়াতেমালা।

১৯৯৮ নির্বাচনে পিইউপির ভূমিধ্বস বিজয়, প্রধানমন্ত্রী সাঈদ মূসা।

২০০০ অক্টোবর হারিকেন কেইথ ব্যাপক বিনাশযজ্ঞ চালাল।

তথ্যসূত্র

BBC. 2022. “Belize profile – Timeline.” BBC, September 27.
https://www.bbc.com/news/world-latin-america-18727129

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *