নিকারাগুয়া

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৫০২ নিকারাগুয়ার উপকূলে পা ফেললেন ক্রিস্টোফার কলম্বাস।

১৫২২ নিকারাগুয়া হ্রদে পৌঁছালেন স্পেনীয় অভিযাত্রীরা। গ্রেনাদা ও লিওন শহর প্রতিষ্ঠা করা হল। স্পেনীয়রা নিকারাও নামের এক সর্দারের নামে দেশটির নাম রাখলেন।

১৫২৪ স্পেনের পক্ষে নিকারাগুয়া জয় সম্পূর্ণ করলেন ফ্রান্সিসকো হার্নান্দেজ দে কর্দোবা।

১৫২৯ কাপ্তানদের যুদ্ধ।

১৬৮৭ ব্রিটিশরা ক্যারিবীয় মিসকিতো উপকূল দাবি করে বসল।

১৮২১ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল নিকারাগুয়া, মেক্সিকো সাম্রাজ্যে যোগ দিল।

১৮২৩ হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।

১৮৩৮ একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল নিকারাগুয়া।

১৮৭০-৭৯ নিকারাগুয়ার প্রধান কৃষি পণ্যে পরিণত হল কফি।

১৮৯৪ মিসকিতো উপকূলের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল নিকারাগুয়া।

১৯১১-৩৩ নিকারাগুয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের কাল।

১৯৩২ এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধবংস হয়ে গেল মানাগুয়া।

১৯৩৩ নিকারাগুয়া ছেড়ে চলে গেল মার্কিন মেরিন।

১৯৩৭-৫৬ জেনারেল আনাস্তাসিও সমোজার একনায়কতন্ত্র।

১৯৫৬ গুপ্তঘাতকদের হাতে খুন হয়ে গেলেন সমোজা, কিন্তু তাঁর পরিবারের সদস্যরা সরকারের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখলেন।

১৯৭২ মানাগুয়ায় এক ভূমিকম্পে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হল, গৃহহীন হল ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ।

১৯৭৯ সান্দিনিৎসা বিপ্লব, বামপন্থী গেরিলা সান্দিনিৎসারা ক্ষমতায় এলেন, প্রেসিডেন্ট আনাস্তাসিও সমোজা দেয়াবলে ভয়ে দেশ ছেড়ে পালালেন।

১৯৮১ নিকারাগুয়ায় অর্থ সাহায্য দেয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র, ডানপন্থী গেরিলা দল কন্ট্রাদের অর্থায়ন করতে শুরু করল।

১৯৮২-৮৪ নিকারাগুয়ার কন্ট্রা যুদ্ধের প্রভাবে হন্ডুরাসে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পেল।

১৯৮৪ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সান্দিনিৎসা নেতা ড্যানিয়েল ওর্তেগা।

১৯৮৬ কন্ট্রা যুদ্ধ নিয়ে মার্কিনবিরোধী প্রতিবাদ এবং সিআইএ-মদতপুষ্ট হন্ডুরান বাহিনীগুলোর নিধনযজ্ঞের ব্যাপারে তৈরি হওয়া ক্ষোভ হন্ডুরান সরকারকে বাধ্য করল যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব রচনা করতে।

১৯৮৮ হারিকেন জোয়ানের দরুণ ১ লক্ষ ৮০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়লেন।

১৯৯০ ড্যানিয়েল ওর্তেগাকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভায়োলেটা চামোররো। বামপন্থী সান্দিনিৎসা আর ডানপন্থী কন্ট্রাদের মধ্যে শান্তি চুক্তি সাক্ষরিত হল।

১৯৯৮ হারিকেন মিচের দরুণ প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু।

২০০৪ যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টা রিকা, আর নিকারাগুয়ার সাথে মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সই করল হন্ডুরাস।

২০০৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড্যানিয়েল ওর্তেগা।

তথ্যসূত্র

Gritzner, Charles F.. 2010. Nicaragua. New York: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *