কোস্টা রিকা

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৫০২ কোস্টা রিকার ক্যারিবীয় উপকূলে পা ফেললেন ক্রিস্টোফার কলম্বাস।

১৫২২ দাভিলা অভিযাত্রিকরা অঞ্চলটির নাম রাখল কোস্টা রিকা।*
* “দ্য রিচ কোস্ট।”

১৫৬৩ কোস্টা রিকার প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হুয়ান ভাস্কেজ দে করোনাডো, কারতাগো’কে দেশটির উপনিবেশিক রাজধানী বানালেন।

১৭০৬ প্রতিষ্ঠা করা হল হেরেডিয়া।

১৭০৯ তালামানকা অঞ্চলে আদিবাসী জাতিসমূহের মানুষদের অভ্যুত্থান।

১৭৩৬ প্রতিষ্ঠা করা হল সান হোসে।

১৭৮২ প্রতিষ্ঠা করা হল আলাহুয়েলা।

১৮২১ মধ্য আমেরিকার স্পেনীয় উপনিবেশগুলো স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল।

১৮২৩ হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।

১৮২৫ কোস্টা রিকার প্রথম কফির চালান জাহাজে করে রফতানি করা হল।

১৮৪৩ সান হোসেতে প্রতিষ্ঠা করা হল কোস্টা রিকার প্রথম বিশ্ববিদ্যালয়: সান্তো তমাস বিশ্ববিদ্যালয়।

১৮৮২ কোস্টা রিকায় মৃত্যুদণ্ড বিলুপ্ত করা হল।

১৮৯১ আটলান্টিক রেলরাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হল।

১৯১০ এক ভূমিকম্পে ধবংস হয়ে গেল কারতাগো।

১৯৪০ প্রতিষ্ঠা করা হল কোস্টা রিকার বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়: কোস্টা রিকা বিশ্ববিদ্যালয়।

১৯৬৮ আরেনাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৬৮ জন মানুষের মৃত্যু।

১৯৭০ জাতীয় পার্ক বিভাগ তৈরি করা হল।

১৯৮৭ শান্তিতে নোবেল পুরস্কার জিতলেন কোস্টা রিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াস।

২০০৪ যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টা রিকা, আর নিকারাগুয়ার সাথে মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সই করল হন্ডুরাস।

তথ্যসূত্র

Dendinger, Roger. 2004. Costa Rica. Philadelphia: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *