
পানামা
Featured Image: Wikimedia Commons.

সাল
১৫০২ পানামা সফর করলেন স্পেনীয় অভিযাত্রিক রদ্রিগো দে বাস্তিদাস।*
* এ সময় দেশটি কুনা, চোকো, গুয়ায়মি, ও অন্যান্য আদিবাসী জাতিদের নিবাসভূমি ছিল।
১৫১৯ পানামার নাম বদলে নিউ আন্দালুসিয়ার (পরবর্তীতে, নিউ গ্রেনাদা) স্পেনীয় ভাইসরয়ালটি রাখা হল।
১৮২১ স্পেনের কাছ থেকে স্বাধীন অর্জন করল পানামা। গ্র্যান কলম্বিয়া কনফেডারেসিতে যোগ দিল দেশটি। এই প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল আজকের কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, ও পানামা।
১৮৩০ কলম্বিয়ার অংশ হয়ে গেল পানামা।
১৮৪৬ যুক্তরাষ্ট্রের সাথে একটা রেলচুক্তি সই করল পানামা।
১৯০৩ কলম্বিয়া ভেঙে বেরিয়ে এল পানামা, অর্জন করল পূর্ণ স্বাধীনতা। পানামা খাল নির্মাণের অধিকার কিনে নিল যুক্তরাষ্ট্র। খালসংলগ্ন এলাকার ওপর চিরকালীন নিয়ন্ত্রণ লাভ করল।
১৯১৪ পানামা খালের নির্মাণ কাজ সম্পন্ন হল।
১৯৩৯ পানামার ইউএস প্রটেক্টরেট হয়ে থাকার অবসান ঘটল।
১৯৬৮-৮১ জেনারেল ওমার তোরিয়োস হেরেরার একনায়কতন্ত্র।
১৯৭৭ যুক্তরাষ্ট্র ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পানামা খালের মালিকানা পানামাকে বুঝিয়ে দিতে রাজি হল।
১৯৮১ এক বিমান দুর্ঘটনায় মারা গেলেন তোরিয়োস।
১৯৮৩-৮৯ ম্যানুয়ের নরিয়েগা কাণ্ড।
১৯৮৯ যুক্তরাষ্ট্র পানামায় হামলা চালাল। গ্রেপ্তার হলেন নরিয়েগা। তাঁর বিরুদ্ধে কোকেন ট্রাফিকিং, অর্থ পাচার, আর র্যাকেট চালানোর ফেডারেল অভিযোগ আনা হল।
১৯৯২ যুক্তরাষ্ট্রে নরিয়েগাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হল।
১৯৯৯ পানামার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন মিরেয়া মসকসো রদ্রিগেজ।
ডিসেম্বর পানামা খালের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেল পানামা।
২০০৬ পানামা ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য বোঝাপড়ায় পৌঁছাতে সম্মত হল।
২০০৯ মে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিকার্ডো মার্তিনেলি।
২০১৪ মার্চ পানামার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চর হওয়ার অভিযোগ এনে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
২০১৬ এপ্রিল দ্য পানামা পেপারস।
২০১৭ জুন তাইওয়ানের সাথে দীর্ঘকালীন সম্পর্ক ছিন্ন করল পানামা। চীনকে স্বীকৃতি দিল। এটা ছিল চীনের জন্য একটা কূটনৈতিক বিজয়।
২০১৯ মে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন মধ্য-বামপন্থী গণতান্ত্রিক বিপ্লবী দলের লরেনশিও করতিজো।
তথ্যসূত্র
BBC. 2018. “Panama profile – Timeline.” BBC, May 28.
https://www.bbc.com/news/world-latin-america-19889251
Gritzner, Charles F., and Swanson, Linnea C.. Panama. New York: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি