ইকুয়েডর

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৪৫০-৫৯ পেরু থেকে এসে ইনকারা কারাস মানুষদের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করলেন, যাঁদের রাজধানী ছিল কুইতোতে।

১৫৩৪ স্পেনীয় উপনিবেশিক শক্তি ইকুয়েডর দখল করে নিল, যা পেরু ভাইস-রয়ালটির অংশ হয়ে গেল।

১৮০৯ ইকুয়েডরের মধ্যশ্রেণির নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হল।

১৮২২ স্বাধীন গ্র্যান কলম্বিয়ার* অংশ হয়ে গেল ইকুয়েডর।
* বাকি অংশগুলো ছিল পানামা, কলম্বিয়া, ও ভেনেজুয়েলা।

১৮৩০ গ্র্যান কলম্বিয়া থেকে বেরিয়ে এসে পূর্ণ স্বাধীনতা অর্জন করল ইকুয়েডর।

১৯৪৮-৬০ কলা শিল্পে প্রবৃদ্ধি ইকুয়েডরে সমৃদ্ধি বয়ে আনল।

১৯৮১ পেরুর সাথে স্বল্পস্থায়ী সীমান্ত যুদ্ধ।

১৯৯৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদালা বুকারাম ওর্টিজ।

১৯৯৮ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জামিল মাহুয়াদ।

২০০৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সমাজতন্ত্রী প্রার্থী রাফায়েল কোরেয়া।

২০১১ ফেব্রুয়ারি আমাজনের পরিবেশ দূষিত করে তোলার দায়ে মার্কিন তেল কোম্পানিকে শেভরনকে ৮.৬ বিলিয়ন ডলার জরিমানা করা হল।

এপ্রিল ইকুয়েডর থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হল। বিরোধী পত্রিকা এল ইউনিভার্সো ও এক সাংবাদিককে প্রেসিডেন্ট কোরেয়ার মানহানি করার দায়ে দোষী সাব্যস্ত করা হল, এবং তিন বছরের কারাদণ্ড ও ৪০ মিলিয়ন ডলার জরিমানা করা হল; পরে তাঁদের ক্ষমা করা হয়।

২০১২ মার্চ খনি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাজন থেকে রাজধানী অভিমুখে মিছিল করলেন হাজার হাজার আদিবাসী ইকুয়েডরীয়।

জুন লন্ডনস্ত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিলেন জুলিয়ান অ্যাসেঞ্জ। রাজনৈতিক আশ্রয় চাইলেন। পরের মাসে ইকুয়েডর অ্যাসেঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করলে এই নিয়ে যুক্তরাজ্যের সাথে দেশটির দ্বন্দ্ব দেখা দেয়।

২০১৩ আগস্ট প্রেসিডেন্ট কোরেয়া জানালেন, তিনি আমাজন রেইনফরেস্টের একাংশে তেল অনুসন্ধানের অনুমোদন দিতে যাচ্ছেন, কারণ ধনী দেশগুলো কনজারভেশনের তহবিল যোগাতে ব্যর্থ হয়েছে।

২০১৫ ইকুয়েডরের সংসদ প্রেসিডেন্টের মেয়াদের ওপর থাকা সীমা তুলে দিল।

২০১৭ মে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন লেনিন মোরেনা।

২০১৮ ফেব্রুয়ারি ইকুয়েডরীয়রা এক গণভোটে প্রেসিডেন্ট পদাধিকারীর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এই দাবির পক্ষে ভোট দিলেন।

২০১৯ অক্টোবর আদিবাসী ইকুয়েডরীয় নেতারা আন্দোলন করে রাজধানী কুইতো অচল করে দিলে তার অবসান ঘটাতে জ্বালানিতে ভর্তুকিপ্রদান পুনরায় চালু করল ইকুয়েডর সরকার।

২০২১ মে নির্বাচনে সমাজতন্ত্রী প্রার্থী আন্দেজ আরাউজকে পরাস্ত করে প্রেসিডেন্ট হলেন গুইলেরমো লাসো।

তথ্যসূত্র

BBC. 2018. “Ecuador profile: Timeline.” BBC, February 7.
https://www.bbc.com/news/world-latin-america-19506216

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *