Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৫৩৮ স্পেনীয় উপনিবেশিক শক্তি দখল করে নিল বলিভিয়া, যা পেরু ভাইসরয়ালটির অংশ হয়ে গেল।

১৫৪৫ বলিভিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের পতোসিতে আবিষ্কৃত হল রূপার পাহাড়।

১৮২৪ ভেনেজুয়ালার স্বাধীনতা সংগ্রামী সিমন বলিভার* বলিভিয়াকে স্পেনীয় উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করলেন।

* বলিভারের নামেই দেশটির নাম বলিভিয়া রাখা হয়েছে।

১৮২৫ বলিভিয়া স্বাধীন হল, প্রেসিডেন্ট হলেন সিমন বলিভার।

১৯০৩ ব্রাজিলের কাছে রাবার-সমৃদ্ধ প্রদেশ আক্রে হারাল বলিভিয়া।

১৯২০ আদিবাসী জাতিদের বিদ্রোহ।

১৯২৩ খনিশ্রমিকদের বিদ্রোহ সহিংস উপায়ে দমন করা হল।

১৯৩২-৩৫ চাকো যুদ্ধে হেরে প্যারাগুয়ের কাছে ভূমি হারাল বলিভিয়া।

১৯৬৪ সামরিক ক্যুদেতা সংঘটিত করলেন ভাইস-প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েনতোস।

১৯৭১ সামরিক ক্যুদেতায় ক্ষমতায় এলেন কর্নেল উগো ব্যানজার সুয়ারেজ।

১৯৭৪ নির্বাচন স্থগিত করলেন ব্যানজার, ক্যুদেতার আশঙ্কায় রাজনৈতিক ও ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন।

১৯৮০ সামরিক ক্যুদেতায় ক্ষমতায় এলেন প্রেসিডেন্ট লুইস গার্সিয়া। তাঁর বিরুদ্ধে দুর্নীতি আর মাদক চোরাচালান সংশ্লিষ্টতার অভিযোগ উঠল। বলিভিয়াকে আর্থিক সহায়তাপ্রদান স্থগিত করল যুক্তরাষ্ট্র ও ইওরোপীয় দেশগুলো।

১৯৮৩ বলিভিয়া সরকার কৃচ্ছতাসাধনের উদ্যোগ নিলে আর্থিক সহায়তাপ্রদান পুনরায় চালু করল যুক্তরাষ্ট্র ও ইওরোপীয় দেশগুলো।

১৯৮৬ টিন বাজারের পতনে চাকরি হারালেন ২১ হাজার খনিশ্রমিক।

১৯৮৯ প্রেসিডেন্ট হলেন বামপন্থী জেইমে পাজ জামোরা, সাবেক একনায়ক ব্যানজারের সাথে ক্ষমতা ভাগবাটোয়ারার চুক্তি করলেন।

১৯৯০ প্রায় ৪ মিলিয়ন একর রেইনফরেস্ট আদিবাসীদের বরাদ্দ দেয়া হল।

১৯৯৭ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যানজার।

২০০২ মে: ক্যান্সারে ব্যানজারের মৃত্যু।

২০০৫ ডিসেম্বর: প্রথম আদিবাসী বলিভীয় হিসেবে প্রেসিডেন্ট হলেন সমাজতন্ত্রী নেতা ইভো মোরালেস।

২০০৯ ডিসেম্বর: দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইভো মোরালেস।

২০১২ মে: স্পেনীয়-মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আরইই জাতীয়করণ করা হল।

২০১৩ ডিসেম্বর: বলিভিয়া তার প্রথম টেলিযোগাযোগ উপগ্রহ মহাকাশে পাঠাল।

২০১৪ জানুয়ারি: বলিভিয়ার প্রথম পারমাণবিক চুল্লি বানানোর ঘোষণা দিলেন মোরালেস। এপ্রিল: প্রেসিডেন্ট মোরালেস জানালেন, দেশটির ন্যূনতম মজুরি ২০ শতাংশ বাড়ানো হবে, আর প্রকৃত বেতন বাড়বে ১০ শতাংশ। অক্টোবর: তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইভো মোরালেস।

২০১৬ আগস্ট: খুন হয়ে গেলেন নতুন খনি আইনের বিরুদ্ধে প্রচারাভিযান চালানো ধর্মঘটী শ্রমিকদের দ্বারা অপহৃত হওয়া উপস্বরাষ্ট্রমন্ত্রী রুডলফো ইলানেস।

প্রকাশিত বই

স্টিফেন সি. কোটে, অয়েল অ্যান্ড নেশন: আ হিস্ট্রি অফ বলিভিয়া’জ পেট্রোলিয়াম সেক্টর

২০১৭ আগস্ট: একটি পাঁচ সদস্যবিশিষ্ট ট্রুথ কমিশন শপথ নিল, যাঁদের কাজ দেশটিতে দুই দশক ধরে চলা সামরিক শাসনের কালে সংঘটিত হওয়া মানবাধিকার লঙ্ঘণের ব্যাপারে তদন্ত করে দেখা।

২০১৯ নভেম্বর: প্রতিবাদের মুখে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট ইভো মোরালেস।

প্রকাশিত বই

বেঞ্জামিন ডাঙ্গল, দ্য ফাইভ হান্ড্রেড ইয়ার রেবেলিয়ন: ইন্ডিজেনাস মুভমেন্টস অ্যান্ড দ্য ডিকলোনাইজেশন অফ হিস্ট্রি ইন বলিভিয়া

২০২০ অক্টোবর: প্রেসিডেন্ট হলেন মোরালেসের সাবেক সহকর্মী লুই আক্রে।

প্রকাশিত বই

নাতালি এল. কিমবল, অ্যান ওপেন সিক্রেট: দ্য হিস্ট্রি অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যান্ড অ্যাবরশন ইন মডার্ন বলিভিয়া

তথ্যসূত্র

BBC. “Bolivia profile – Timeline.” BBC, January 10, 2018.
https://www.bbc.com/news/world-latin-america-18727510

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

By irrafinofficial

ইরফানুর রহমান রাফিনের জন্ম ঢাকায়, ১৯৯২ সালে। বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমে লিখে অন্নসংস্থান করেন। নিজেকে স্মৃতি সংরক্ষণকারীদের পরম্পরার একজন হিসাবে দেখেন। যোগাযোগ: irrafin2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.