
চিলি
Featured Image: বিশ্ব মানচিত্র ব্লগ.

সাল
১৫৪১ মধ্য উপত্যকায় এলেন পেদ্রো দে ভালদিভিয়া, সান্তিয়াগোর পত্তন।
১৫৫৩ আদিবাসী মাপুচো জাতির মানুষদের হাতে খুন হলেন উপনিবেশিক চিলির প্রথম প্রশাসক পেদ্রো দে ভালদিভিয়া।
১৮১০ সেপ্টেম্বর ১৮, আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণা করে চিলি।
১৮১০-১৮ চিলির স্বাধীনতা যুদ্ধ।
১৮১৮-২৩ চিলির প্রথম প্রেসিডেন্ট হলেন বার্নার্দো ও’হিগিনস।
১৮২৩ দাসপ্রথার বিলোপসাধন করা হল।
১৮৩০-৩৭ এ সময় চিলির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন দিয়েগো পোর্তালেস।
১৮৩৬-৩৯ পেরুভীয়-বলিভীয় কনফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে নামল চিলি।
১৮৪০ চিলির প্রথম বাষ্পচালিত লাইন নির্মাণ করলেন মার্কিন শিল্পপতি উইলিয়াম হুইলরাইট।
১৮৫১ চিলির প্রথম রেলরাস্তা নির্মাণ করলেন উইলিয়াম হুইলরাইট।
১৮৬০ বিশ্বের প্রথম তামা রফতানিকারকে পরিণত হল চিলি।
১৮৭৯-৮৪ প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ। পেরু আর বলিভিয়ার সাথে যুদ্ধে জড়াল চিলি।
১৮৯১ চিলিতে গৃহযুদ্ধ।
১৯০৭ চিলির সরকারি বাহিনী সান্তা মারিয়া দে ইকুইকের নাইট্রেট শ্রমিকদের ওপর এক হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের প্রতিবাদেই ট্রেড ইউনিয়ন আন্দোলনের সূচনা। যার ধারাবাহিকতায় গঠিত হয় চিলির কমিউনিস্ট পার্টি।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯২৫ জনকল্যাণমূলক সংবিধান প্রবর্তিত।
১৯২৮-৩১ কর্নেল কার্লোস ইবানেজের নেতৃত্বে একটি সামরিক ক্যুদেতা সংঘটিত হল, তিনি দেশটির একনায়ক বনে গেলেন।
১৯৩৪ চিলির নারীরা পৌরসভা নির্বাচনে ভোট দেয়ার অধিকার পেলেন।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪৯ চিলির নারীরা জাতীয় নির্বাচনে ভোট দেয়ার অধিকার পেলেন।
১৯৫২-৫৮ নির্বাচনী উপায়ে ক্ষমতায় এলেন সাবেক একনায়ক ইবানেজ।
১৯৫৮-৬৪ প্রেসিডেন্ট হোর্হে আলেসান্দ্রির শাসনকাল।
১৯৬৪-৭০ প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই-মনতালভার শাসনকাল।
১৯৭০-৭৩ চিলির ইতিহাসে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দের শাসনকাল।
১৯৭৩ এক মার্কিন-মদতপুষ্ট সামরিক ক্যুদেতায় উৎখাত হলেন আয়েন্দে।
১৯৭৩-৯০ সামরিক একনায়ক অগাস্তো পিনোশোর নৃশংস নিপীড়নমূলক শাসনকাল।
১৯৭৮ বলিভিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল চিলি।
১৯৮১ নয়া সংবিধান প্রবর্তিত।
১৯৮৯, ১৯৯৩, ১৯৯৭ চিলির সংবিধানে একাধিক গণতান্ত্রিক সংশোধনী আনা হল।
১৯৮৯ গণভোটে হেরে গেলেন পিনোশো।
১৯৯০-৯৪ প্রেসিডেন্ট প্যাট্রিসীয় আইলউইনের শাসনকাল।
১৯৯০ পিনোশে আমলে সংঘটিত অপরাধগুলো তদন্ত করে দেখতে একটি ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করলেন প্রেসিডেন্ট আইলউইন।
১৯৯৪-২০০০ প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই ফুইজ-তাগলের শাসনকাল।
১৯৯৬ ক্যানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করল চিলি।
১৯৯৮ মেক্সিকোর সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করল চিলি।
২০০০ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন সমাজতন্ত্রী রিকার্ডো লাগোস।
২০০১ কোস্টা রিকা ও এল সালভাদরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল চিলি।
২০০২ জুলাই আজীবন সিনেটরয়ের পদ থেকে ইস্তফা দিলেন পিনোশে।
২০০৩ ইওরোপীয় ইউনিয়ন (ইইউ), ইওরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ), যুক্তরাষ্ট্র, ও দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল চিলি। পিনোশোকে গৃহবন্দী করা হল। কিন্তু সান্তিয়াগোর আপীল আদালত সাবেক একনায়ককে স্বাস্থ্যগত কারণে বিচারের জন্য অনুপযুক্ত ঘোষণা করে মামলা বন্ধ করে দিল।
২০০৪ মে রোমক ক্যাথলিক গির্জার প্রতিবাদ সত্ত্বেও চিলিবাসীদের বিবাহবিচ্ছেদের অধিকার দেয়া আইনে সই করলেন প্রেসিডেন্ট লাগোস।
২০০৬ জানুয়ারি চিলির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিশেল ব্যাচেলট।
আগস্ট চিলি ও চীন একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করল।
ডিসেম্বর অগাস্টো পিনোশোর মৃত্যু।
২০১০ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেইকে নির্বাচনে পরাজিত করে প্রেসিডেন্ট হলেন ডানপন্থী রাজনীতিক সেবাস্তিয়ান পিনেরা।
২০১৯ অক্টোবর-নভেম্বর চিলিজুড়ে ধনবৈষম্যের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন দেখা দিল।
২০২০ অক্টোবর এক গণভোটে সামরিক একনায়ক পিনোশের সংবিধান প্রত্যাখ্যান করে নতুন করে সংবিধান লেখার পক্ষে রায় দিলেন চিলির জনগণ।
তথ্যসূত্র
BBC. 2017. “Chile profile – Timeline.” BBC, November 20.
https://www.bbc.com/news/world-latin-america-19356356
Crooker, Richard A. 2004. Chile. Philadelphia: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি