
গায়ানা
Featured Image: Wikimedia Commons.

সাল
১৪৯৮ গায়ানার ওপর ক্রিস্টোফার কলম্বাসের চোখ পড়ল।
১৫৮০ গায়ানায় নদীর উৎসমুখে বাণিজ্যকুঠি স্থাপন করল ওলন্দাজরা।
১৬২০ গায়ানায় পা ফেলল ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্থাপন করল সেনাঘাঁটি। আফ্রিকা থেকে আমদানি করা দাসদের আখ প্ল্যান্টেশনে কাজে লাগানো হল।
১৭৮০-১৮১৩ গায়ানা কয়েকবার ব্রিটিশ, ফরাসি, আর ওলন্দাজদের মাঝে হাতবদল হল।
১৮১৪ নেপোলিয়ানের যুদ্ধগুলোর ডামাডোলে ব্রিটিশরা গায়ানা দখল করল।
১৮২৩ দেমেরারার অহিংস দাস বিদ্রোহ পিষে ফেলা হল।
১৮৩১ গায়ানাকে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিটিশ উপনিবেশ ঘোষণা করা হল।
১৮৩৪ গায়ানায় দাসপ্রথার বিলোপসাধন করা হল। বহু মুক্তিপ্রাপ্ত দাস এসময় প্ল্যান্টেশন ছেড়ে জীবিকার খোঁজে অন্যত্র চলে যায়। ভারত থেকে বহু শর্তাবদ্ধ শ্রমিকের আগমন ঘটে।
১৮৭৯ গায়ানায় সোনা আবিষ্কৃত হল।
১৮৮৯ এসেকুইবো নদীর পশ্চিমে গায়ানার বেশ বড় একটা অংশের ওপর মালিকানা দাবি করল ভেনেজুয়েলা।
১৮৯৯ ভূখণ্ড নিয়ে গায়ানা আর ভেনেজুয়েলার বিবাদে আন্তর্জাতিক সালিশি আদালত গায়ানার পক্ষে রায় দিল।
১৯৬১ গায়ানাকে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া হল। ব্রিটেনের হাতে রইল কেবল প্রতিরক্ষা আর অভ্যন্তরীণ সম্পর্ক। ব্রিটিশ গায়ানার প্রধানমন্ত্রী হলেন চেদ্দি জগন।
১৯৬৩ গায়ানার আফ্রিকান বংশধরদের সাথে চেদ্দি জাগানের সমর্থক ভারতীয় বংশধরদের বর্ণবাদী সহিংসতা দেখা দিল।
১৯৬৬ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল গায়ানা। সদ্যস্বাধীন দেশটির প্রধানমন্ত্রী হলেন ফোর্বস বার্নহাম।
১৯৭০ ব্রিটিশ সাধারণতন্ত্রের একটি প্রজাতন্ত্র হয়ে উঠল গায়ানা।
১৯৭৮ জিম জোনসের প্রতিষ্ঠা করা একটি কাল্টের ৯০০ সদস্য জোনসটাউনে গণ আত্মহত্যা করলেন।
১৯৮০ গায়ানা একটি নতুন সংবিধান পেল। দেশটির ইতিহাসের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হলেন বার্নহাম।
১৯৯২ গায়ানার ইতিহাসের প্রথম পুরোদস্তুর মুক্ত সংসদীয় নির্বাচনে জিতে ক্ষমতায় এল পিপিপি। প্রেসিডেন্ট হলেন চেদ্দি জগন।
১৯৯৭ চেদ্দি জগনের মৃত্যু।
১৯৯৮ জর্জটাউনে জরুরি অবস্থা ঘোষণা করল গায়ানা সরকার।
১৯৯৯ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারত জগদেও।
২০০৬ আগস্ট দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারত জগদেও।
২০০৮ অক্টোবর ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে বাণিজ্যচুক্তি সই করলেন প্রেসিডেন্ট জগদেও।
২০১১ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড রামোতার।
তথ্যসূত্র
BBC. 2019. “Guyana profile – Timeline.” BBC, February 11.
https://www.bbc.com/news/world-latin-america-19546913
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি