আজারবাইজান

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

সাল

১৭৪৭ নাদির শাহের মৃত্যুতে কারাবাখের ওপর প্রত্যক্ষ ইরানি সার্বভৌমত্বের অবসান।

১৭৫২ সুসায় একটি দুর্গ নির্মাণ করলেন পানাখ খান।

১৮০৫ মে ১৪ রুশদের কাছে আত্মসমর্পণ করলেন পানাখ খানের উত্তরসূরী ইব্রাহিম খান।

১৮১৩ অক্টোবর ১২ গুলিস্তান চুক্তি, কারাবাখকে সাম্রাজ্যিক রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়া হল।

১৮২২ নভেম্বর পারস্যে পালিয়ে গেলেন মেখতি কুলি খান। কারাবাখ খানাতের পতন। মালিকদের অবসান।

১৮২৮ তুর্কমানচাই চুক্তি, সাম্রাজ্যিক রাশিয়া আর পারস্য আজারবাইজানকে ভাগ করে নিল। বর্তমান আজারবাইজান রুশ সাম্রাজ্যের অংশ হয়ে গেল। দেশটির দক্ষিণাঞ্চল পারস্যের অন্তর্ভুক্ত হল।

১৮৪৮-৪৯ বাকুর দক্ষিণে পৃথিবীর প্রথম তেল কূপ খনন করা হল।

১৮৬৮ কারাবাখ এলিজাভেতপোল (গাঞ্জে) প্রদেশের অন্তর্ভুক্ত হয়ে গেল।

১৮৭৯ নোবেল ভাইয়েরা একটি তেল উৎপাদন কোম্পানি স্থাপন করলেন।

১৯০৫ আগস্ট-সেপ্টেম্বর সুসায় সংঘাত ছড়িয়ে পড়ল।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৮ স্বাধীন আজারবাইজানি প্রজাতন্ত্র ঘোষণা করা হল।

১৯২০ লাল ফৌজের হামলা। আজারবাইজানকে একটি সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হল।

১৯২২ ট্রান্সককেশীয় সোভিয়েত ফেডারেটিভ প্রজাতন্ত্রের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি হল আজারবাইজান।

১৯৩৬ ট্রান্সককেশীয় সোভিয়েত ফেডারেটিভ প্রজাতন্ত্র বিলুপ্ত করা হল। সোভিয়েত ইউনিয়নের একটি পূর্ণ প্রজাতন্ত্র হল আফগানিস্তান।

১৯৬৭ আজারবাইজানি কেজিবির প্রধান হলেন হায়দার আলিয়েভ।

১৯৬৯ আজারবাইজানি কমিউনিস্ট পার্টির প্রধান হলেন হায়দার আলিয়েভ।

১৯৮২ সোভিয়েত পলিটব্যুরোর পূর্ণ সদস্য এবং ইউএসএসআর কাউন্সিল অফ মিনিস্টার্সের ডেপুটি সভাপতি হলেন হায়দার আলিয়েভ।

১৯৮৫ তাদেউশ সুয়েতোচউস্কি, রাশিয়ান আজারবাইজান, ১৯০৫-২০: দ্য শেপিং অফ ন্যাশনাল আইডেন্টিটি ইন আ মুসলিম কমিউনিটি

১৯৮৭ সোভিয়েত পলিটব্যুরো এবং ইউএসএসআর কাউন্সিল অফ মিনিস্টার্স ছাড়লেন হায়দার আলিয়েভ।

১৯৯১-২০২৩ আর্তসাখ প্রজাতন্ত্র।

১৯৯২-৯৪ প্রথম নাগর্নো-কারাবাখ যুদ্ধ

১৯৯৫ স্বাধীন আজারবাইজানের প্রথম বহুদলীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করল হায়দার আলিয়েভের নিউ আজারবাইজান পার্টি। পর্যবেক্ষকরা বললেন, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয় নাই। এক গণভোটে একটি নতুন সংবিধান গৃহীত হল।

২০০১ কাউন্সিল অফ ইওরোপের পূর্ণ সদস্য হল আজারবাইজান।

২০০৩ অক্টোবর বিতর্কিত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন ইলহাম আলিয়েভ।

ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে হায়দার আলিয়েভের মৃত্যু।

২০০৭ সেপ্টেম্বর ৭ নাগর্নো-কারাবাখের de facto প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাহো সাহাকিয়ান।

২০০৮ মার্চ ১৪ নাগর্নো-কারাবাখ দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘে আজারবাইজানের আনা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিল ফ্রান্স, রাশিয়া, ও যুক্তরাষ্ট্র।

অক্টোবর ১৫ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলহাম আলিয়েভ।

নভেম্বর ২ নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানকল্পে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ, আজারবাইজানি প্রেসিডেন্ট আলিয়েভ, এবং আরমানি প্রেসিডেন্ট সারকিশিয়ান সই করলেন মেইয়েনডর্ফ ঘোষণা

২০০৯ ডিসেম্বর ১-২ এথেন্সে ওএসসিইর মন্ত্রীপরিষদ পর্যায়ে আলোচিত হল নাগর্নো-কারাবাখ।

২০১০ সেপ্টেম্বর রাশিয়াকে পাশ কাটিয়ে আজারবাইজান থেকে ইওরোপ পর্যন্ত গ্যাস পাইপলাইন বানানোর ঘোষণা দিল বিপি।

২০১১ ইওরোভিশন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হল আজারবাইজান।

অক্টোবর ২৪ দুই বছরের জন্য (২০১২-১৩) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হল আজারবাইজান।

সুহা বোলুকবাসি, আজারবাইজান: আ পলিটিকাল হিস্ট্রি

২০১২ মে ২৪-২৬ বাকুতে ইওরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করল আজারবাইজান।

জুলাই ১৯ দ্বিতীয় মেয়াদে নাগর্নো-কারাবাখের de facto প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাহো সাহাকিয়ান।

আগস্ট ৩১ তীব্র আন্তর্জাতিক নিন্দার মুখে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হাঙ্গেরি থেকে আজারবাইজানে ফেরত পাঠানো ও দোষী সাব্যস্ত হওয়া খুনী রামিল সাফারভকে ক্ষমা করলেন।

২০১৩ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলহাম আলিয়েভ।

২০১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের তহবিলপ্রাপ্ত রেডিও ফ্রি ইওরোপ/রেডিও লিবার্টির (আরএফই/আরএল) আজারবাইজানি কার্যক্রম বন্ধ করে দিল বাকু। বিদেশি গোয়েন্দাসংস্থার পক্ষে কাজ করার অভিযোগ তুলল। মার্কিন পররাষ্ট্র দফতর ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে।

২০১৬ এপ্রিল নাগর্নো-কারাবাখ সংঘাতে এক ডজন মানুষের মৃত্যু হল।

সেপ্টেম্বর এক গণভোটে আজারবাইজানি ভোটাররা সাংবিধানিক পরিবর্তনের পক্ষে ভোট দিল, যা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করল।

ডিসেম্বর আর্মেনিয়ার সাথে আজারবাইজানের সীমান্ত সংঘাত দেখা দিলে তাতে ৪ জন আরমানি ও ১ জন আজারির মৃত্যু হয়।

২০১৭ ফেব্রুয়ারি আজারবাইজানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট আলিয়েভের স্ত্রী মেহরিবান।

মে কারাহেফাজতে মারা গেলেন বিরোধী ব্লগার মেহমান গালানদারোভ।

সেপ্টেম্বর আজারবাইজান লন্ড্রোমেট কেলেঙ্কারি।

২০২০ দ্বিতীয় নাগর্নো-কারাবাখ যুদ্ধ

সেপ্টেম্বর-অক্টোবর নাগর্নো-কারাবাখ সংঘাতে ৩ হাজার আজারবাইজানি ও ৪ হাজার আরমানি সৈনিকের মৃত্যু, অঞ্চলটির একাংশ আজারবাইজানের সামরিক নিয়ন্ত্রণে এল।

২০২২ সেপ্টেম্বর আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘাতে দুপক্ষের ১০০ জনের মৃত্যু।

২০২৩ সেপ্টেম্বর আজারবাইজানের অবরোধের মুখে আর্তসাখ প্রজাতন্ত্রের পতন হল।*
* এই রাষ্ট্রের উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। মাত্র ৩টা রাষ্ট্র আর্তসাখ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছিল, যাঁদের কেউই জাতিসংঘের সদস্য নয়: আবখাজিয়া, ট্রান্সনিস্ত্রিয়া, ও দক্ষিণ ওসেটিয়া। নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত।
সেপ্টেম্বর ২৫ নাগর্নো-কারাবাখ অঞ্চলে বাকুর বিজয়ের প্রতি সমর্থন ব্যক্ত করতে আর্মেনিয়ার ভেতরে আজারবাইজানের ছিটমহল নাখশিভান সফর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান।
সেপ্টেম্বর ২৮ আন্তর্জাতিক স্বীকৃতিহীন আর্তসাখ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাম্ভেল শাহরামানইয়ান একটি ডিক্রিতে সই করলেন। এতে বলা হল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে উক্ত বিচ্ছিন্নতাবাদী/স্বাধীনতাকামী প্রজাতন্ত্র তার তাবৎ প্রতিষ্ঠানসহ বিলুপ্ত হয়ে যাবে।
সেপ্টেম্বর ২৯ আরমানি কর্তৃপক্ষের মতে, ৯৩ হাজার জাতিগত আরমানি নাগর্নো-কারাবাখ ছেড়ে পালিয়েছেন, যারা অঞ্চলটির মোট জাতিগত আরমানি জনসংখ্যার ৭৫%। আর্মেনিয়ায় জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি কবিতা বেলানি এক প্রেস ব্রিফিংয়ে বললেন, তাঁরা ১ লক্ষ ২০ হাজার শরণার্থীর চাপ সামলাতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বললেন, ভবিষ্যতে নাগর্নো-কারাবাখে কোন শান্তিরক্ষা মিশন থাকবে কি থাকবে না, তা রাশিয়া আর আজারবাইজান মিলে ঠিক করবে। ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) আজারবাইজানের প্রতি আগামী কয়েকদিনের মধ্যে একটি জাতিসংঘ মিশনকে নাগর্নো-কারাবাখ পরিদর্শন করতে দেয়ার আহবান জানাল।

২০২৪ আর্তসাখ প্রজাতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেয়া হল।

তথ্যসূত্র

BBC. 2022. “Azerbaijan profile – Timeline.” BBC, December 16.
https://www.bbc.com/news/world-europe-17047328
“Azerbaijan country profile.” BBC, February 13.
https://www.bbc.com/news/world-europe-17043424

DW. 2023a. “Erdogan visits Azerbaijan after Nagorno-Karabakh cease-fire.” Deutsche Welle, September 25.
https://www.dw.com/en/erdogan-visits-azerbaijan-after-nagorno-karabakh-cease-fire/a-66916267
 2023b. “Nagorno-Karabakh: Over 75% of ethnic Armenians have fled.” Deutsche Welle, September 29.
https://www.dw.com/en/nagorno-karabakh-over-75-of-ethnic-armenians-have-fled/live-66963366

Higgins, Andrew, and Nechepurenko, Ivan. 2023. “A Stunningly Sudden End to a Long, Bloody Conflict in the Caucasus.” The New York Times, September 27.
https://www.nytimes.com/2023/09/27/world/europe/nagorno-karabakh-armenia-azerbaijan.html

Pietromarchi, Virginia. 2023. “Nagorno-Karabakh live: Breakaway republic to be dissolved – Separatists.” Al Jazeera, September 28.
https://www.aljazeera.com/news/liveblog/2023/9/28/nagorno-karabakh-live-breakaway-republic-to-be-dissolved-separatists

Waal, Thomas de. 2013. Black Garden: Armenia and Azerbaijan through Peace and War. 10th-year anniv. ed. New York: New York University Press.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *