সিরিয়া

Spread the love

Featured Image: বিশ্ব মানচিত্র ব্লগ.

পূর্বসাল

৩০০০-২৩০০ সিরিয়ায় সেমিটিকভাষীদের কিশ সংস্কৃতির বিকাশ ঘটছে।

৩০০০ মিসরের সাথে সিরিয়ার বাণিজ্য সম্পর্ক স্থাপিত হল।

২৯০০ সিরিয়ায় প্রতিষ্ঠিত হল মারি আর এবলা রাজ্য।

২৫০০ বর্তমান ইরাক আর বর্তমান সিরিয়ার মধ্যকার বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠল মারি।

২৪০০-২২৫০ কৃষি ও বাণিজ্যনির্ভর একটি নগরকেন্দ্র হয়ে উঠল এবলা।

২২৫০ মারি আর এবলা রাজ্য ধবংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন আক্কাদের সারগন।

২১০০ সিরিয়ায় আমোরীয় নামের একটি সেমিটিকভাষী গোষ্ঠীর আগমন। এরা বর্তমান সিরিয়ার অধিকাংশ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। এর মধ্যে আলেপ্পো আর দামিশকও অন্তর্ভুক্ত।

২০০০ বৃহত্তর সিরিয়া অঞ্চল শাসন করছে আমোরীয়রা। আলেপ্পোর ইয়ামখাদ রাজবংশ কর্তৃক পুনর্নির্মিত হল এবলা।

১৯০০-১৭৫৭ আমোরীয় রাজবংশের অধীনে মারি রাজ্যের পুনরুত্থান।

১৭৫৯-৫৭ মারি রাজ্য ধবংস করে দিলেন বাবেলের হাম্মুরাবি।

১৬৭৪-১৫৬৭ সিরিয়ার উপকূলীয় অঞ্চলে এ সময় তাণ্ডব চালাচ্ছে হিকসোরা।

১৬৬০-১৫০০ আনাতোলিয়ায় হিত্তীয় শক্তি, মিসরে নতুন রাজত্ব, আর উত্তরপূর্ব সিরিয়ায় মিতান্নিদের উত্থান ঘটছে। এরা সবাই লড়ছে সিরিয়ার জন্য।

১৬০০ এবলা রাজ্য ধবংস করে দিল আনাতোলিয়ার হিত্তীয়রা।

১৬০০-১২০০ বর্তমান সিরিয়া এ সময় হিত্তীয়দের দ্বারা শাসিত হচ্ছে।

১৪০০-১৩০০ মিসর সিরিয়াকে তার প্রভাববলয়ের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে, এই করতে গিয়ে সে হিত্তীয়দের সাথে সংঘাতে জড়িয়ে পড়ল।

১৪০০-১৩৬৫ ভূমধ্যসাগরের উপকূলে এসময় উগারিত রাজ্যের বিকাশ ঘটছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র হয়ে উঠেছে। আবিষ্কার করেছে একটি বর্ণমালা, যা বণিকরা পুরো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে দিচ্ছেন।

১৩৫০ হিত্তীয়দের হাতে নিশ্চিহ্ন হয়ে গেল মিতান্নিরা।

১২৭৪ হিত্তীয় আর মিসরের ফারাও দ্বিতীয় রামেসিসের মধ্যে কাদেশের যুদ্ধ। অমীমাংসিতভাবে শেষ হল। দুই পক্ষই নিজেকে বিজয়ী দাবি করল।

১২৪৫ নিহরিয়াতে হিত্তীয়দেরকে পরাস্ত করলেন এশিরীয় সম্রাট প্রথম তুকুলতি-নিনুর্তা, এর মধ্য দিয়ে সিরিয়ায় এশিরীয় শাসন কায়েম হল।

১২০০ ‘সমুদ্রবাসী’ গোষ্ঠীগুলো সিরিয়ায় আগ্রাসন চালান এবং উগারিত রাজ্য ধবংস করে দিল।

১২০০-১১৫০ আরামীয় নামের আরেকটি সেমিটিকভাষী গোষ্ঠীর সিরিয়ায় আগমন, কালক্রমে এরা দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

৯০০-৮০০ সিরিয়ার উত্তরাঞ্চলে নয়া হিত্তীয় আরামীয় রাজ্যগুলোর উত্থান। দক্ষিণে আরাম-দামিশক রাজ্য। ইহুদি বিশ্বাস অনুযায়ী, এই রাজ্য দাউদ আর সোলেমানের ইস্রাইল রাজ্যের সম্প্রসারণ রুখে দিয়েছিল।

৯১২-৬১২ সিরিয়ায় নব্য এশিরীয় শাসন।

৭৩২ এশিরীয়রা দামিশক জয় করে এবং আরাম-দামিশক রাজ্য ধবংস করে দেয়।

৬১২ দ্বিতীয় নেবুশেডনেজারের নেতৃত্বে সিরিয়া জয় করল বাবেলীয়রা।

৬০৫-৫৪৯ সিরিয়া এ সময় নব্য বাবেলীয়দের শাসনের অধীনে আছে।

৫৪৯-৩০০ সিরিয়ায় পারসিক শাসন।

৩৩৩-৩২ ম্যাকিদোনিয়ার সিকান্দার শা সিরিয়াকে তাঁর সাম্রাজ্যভুক্ত করলেন।

৩১২-৮৩ সিরিয়ায় সেলুসীয় শাসন প্রতিষ্ঠা করলেন সেলুকাস প্রথম নিকাটোর। হেলেনীয় সংস্কৃতির প্রসার ঘটাতে প্রতিষ্ঠা করলেন ডেকাপলিস, বা দশ শহর। সিরিয়া নিয়ে সেলুসীয়দের সাথে মিসরের টলেমিদের বিবাদ।

১৯৮ টলেমিদের কাছ থেকে দক্ষিণ সিরিয়া ছিনিয়ে নিলেন তৃতীয় অ্যান্টিওকাস।

৬৪ পম্পেইয়ের নেতৃত্বে সেলুসীয় রাজ্য জয় করল রুমিরা। সিরিয়া একটি রোমক প্রদেশে পরিণত হল। বর্তমান জর্দানের পেত্রায় অবস্থিত নাবাতীয় আরবরা এ-সময় দামিশক নিয়ন্ত্রণ করছে।

৮৩ আর্মেনিয়ার টাইগ্রানেস সিরিয়াকে মুক্ত করলেন।

৪৩-৩৬ সিরিয়ার রোমক প্রশাসক মার্ক অ্যান্টনি মিসরের রানী ক্লিওপেট্রার প্রেমাসক্ত হলেন, রোমের বিরুদ্ধে এক ষড়যন্ত্রে লিপ্ত হলেন।

৩১ অ্যাক্টিয়ামের যুদ্ধে অগাস্টাস অ্যান্টনি আর ক্লিওপেট্রার মিলিত বাহিনীকে পরাস্ত করলেন।

সাল

৩৩ দামিশকে যাওয়ার পথে খ্রিস্টধর্মে দীক্ষিত হলেন সাউল, পরবর্তীতে সেইন্ট পল নামে পরিচিত হন।

৬৭ রোমক সম্রাট নিরো সেইন্ট পলকে মৃত্যুদণ্ড দিলেন।

১২৯ বর্তমান সিরিয়ার পালমীরা সফর করলেন রোমক সম্রাট হাদ্রিয়ান।

১৯৩-২১১ রোমক সম্রাট সেপ্টিমিয়াস সেভারাস সিরিয়াকে পাঁচটি প্রদেশে পুনর্বিন্যস্ত করলেন।

২৪৪-২৪৯ সিরিয়ায় জন্ম নেয়া ফিলিপ দ্য আরব রোমের মসনদে বসলেন, তিনিই রোমক সাম্রাজ্যের ইতিহাসের একমাত্র আরব সম্রাট।

২৫৬ পারস্যের সাসানীয়রা ফোরাত নদীর তীরে দুরা ইউরোপাস নিয়ে নিল।

২৬০ সাসানীয়রা পশ্চিমে অ্যান্টিওক পর্যন্ত পৌঁছে গেল। রোমক সম্রাট ভ্যালেরিয়ানকে পাকড়াও করে মৃত্যুদণ্ড দিলেন পারস্যের সাসানীয় শাসক শাহ প্রথম শাপুর। নতুন সম্রাট গ্যালেনিয়াস পালমীরার আরব রাজা ওডিনাথুসের সহায়তা চাইলেন, যিনি সাসানীয়দেরকে ঠেলে ফোরাত নদীর ওপারে ফিরে যেতে বাধ্য করলেন।

২৬৭-৭২ খুন হলেন ওডিনাথুস। পালমীরার মসনদে বসলেন তার রানী জেনোবিয়া। মিসর আর সিরিয়ায় রুমিদের আধিপত্যকে চ্যালেঞ্জ করলেন।

২৭২ রোমক সম্রাট অরেলিয়ানের হাতে পালমীরার পতন ঘটল।

৩০১-৪০০ আরবের বনু ঘাসসান গোত্র বাজনাতিনদের আর লাখমি গোত্র সাসানীয়দের মক্কেলে পরিণত হল।

৩৯৫-৬৩৬ সিরিয়ায় বাজনাতিন শাসন। ধর্মীয় ভিন্নমতাবলম্বীদের একটি অভয়ারণ্য হয়ে উঠল সিরিয়া। বাজনাতিন আর সাসানীয় সাম্রাজ্যের মধ্যে মুহুর্মুহু সংঘর্ষ।

৫৭৩ সিরিয়ায় অভিযান চালালেন সাসানীয় সম্রাট প্রথম খসরু।

৫৯০-৬২৭ বাইজেন্টাইন সম্রাট মরিসের সাহায্য নিয়ে পারস্যের শাহ হলেন দ্বিতীয় খসরু, বিনিময়ে বাইজেন্টাইনদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি করলেন। ৬০২ সালে রোমক সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বে ফোকাসের হাতে মরিস খুন হলে বাজনাতিনদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করেন খসরু। সিরিয়ায় অভিযান চালান।

৬১১-৬১৪ সিরিয়ার অধিকাংশ অঞ্চল জয় করে নিল পারসিকরা।

৬২২-৬২৮ বাইজেন্টাইনরা পারসিকদেরকে সিরিয়া থেকে বিতাড়িত করল।

৬৩২-৬১ রাশিদুন খেলাফত

৬৩৬ ইয়ারমুকের যুদ্ধে আরবদের হাতে বাইজেন্টাইনরা পরাজিত হয়।

৬৩৭ আরবদের আলেপ্পো জয়।

৬৪০ সিরিয়ার প্রশাসক নিযুক্ত হলেন মুয়াবিয়া।

৬৬১-৭৫০ উমাইয়া খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান সিরিয়ার দামিশক।

৬৬১ প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া।

৬৭২ উমাইয়া খেলাফতের কেন্দ্র দামিশকে স্থানান্তরিত করলেন মুয়াবিয়া।

৬৮০ উমাইয়া খলিফা মুয়াবিয়ার মৃত্যু।

৬৯১ উমাইয়া খলিফা আবদুল মালিক জেরুসালেমে কুব্বাত আল সাখরার (ডোম অফ দ্য রক) নির্মাণকাজ সমাপ্ত করলেন।

৭০৫-১৪ এ সময়ই দামিশকে উমাইয়া মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

৭৫০ আব্বাসীয়রা খেলাফতের কেন্দ্র বর্তমান সিরিয়ার দামিশক থেকে সরিয়ে বর্তমান ইরাকের বাগদাদে নিয়ে গেল।

৮১৩ আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করল সিরীয়রা।

৮৪২ সিরিয়ার গ্রামাঞ্চলে শিয়া মতবাদের প্রসার।

৮৬৮-৯৬৯ এ সময় সিরিয়া শাসন করছেন মিসরের আব্বাসীয় প্রশাসকরা। কিন্তু প্রথমে তুলুনীয় আর পরে ইখশিদিদদের এই শাসন মোটেই নিরঙ্কুশ কিছু ছিল না। দক্ষিণ সিরিয়া কার্যত কারামাতীয় শিয়াদের নিয়ন্ত্রণে ছিল।

৯৪৪-১০০৩ আলেপ্পোর হামদানি রাজত্ব শাসন করছে উত্তর সিরিয়া।

৯৬৯ মিসরে শিয়ারা ফাতিমি খেলাফত প্রতিষ্ঠা করলেন।

৯৬৯-৯৭ বাইজেন্টাইনরা সিরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নেয়ার চেষ্টা করেন। ৯৭০ সালে সফর চুক্তির মধ্য দিয়ে আলেপ্পো বাজনাতিনদের মক্কেল রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু বাজনাতিনরা শেষ পর্যন্ত ফাতিমিদের দৃঢ় প্রতিরোধের কারণে তাঁদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হন।

৯৭৮-১০৭৬ এ সময় দক্ষিণ সিরিয়া শাসন করছে ফাতিমি খেলাফত।

১০২৩-৭৯ এ সময় আলেপ্পো শাসন করছে বেদুঈন মির্দাসীয় গোষ্ঠী।

১০৫৫ আব্বাসীয় খলিফার নামে উত্তর সিরিয়া জয় করলেন সেলজুক তুর্কিরা।

১০৭১ মানজিকার্টের যুদ্ধ, সেলজুকদের হাতে বাজনাতিনরা পরাস্ত হলেন। আনাতোলিয়ায় তুর্কিদের প্রবেশ। ফিলিস্তিন সমেত পুরো সিরিয়া সেলজুক সালতানাতের অধীনস্ত।

১০৯৫ প্রথম ক্রুসেডের ডাক দিলেন পোপ দ্বিতীয় আরবান।

১১০৮ ক্রুসেডাররা সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া নিয়ে নিল।

১১০৯ ক্রুসেডাররা সিরিয়ার উপকূলীয় শহর ত্রিপোলি নিয়ে নিল।

১১১৬-৫৪ আতাবেক তুঘতাগিন দামিশকে একটি স্বল্পস্থায়ী রাজত্ব প্রতিষ্ঠা করলেন এবং ফাতিমিদের মক্কেল হিসেবে শাসন করতে লাগলেন।

১১১৯ সারমাদাহয়ের যুদ্ধ, ক্রুসেডারদের পরাস্ত করল আলেপ্পোর সেলজুকরা।

১১২৪-২৫ আলেপ্পো পুনর্দখল করতে ক্রুসেডারদের প্রচেষ্টা, ব্যর্থ হল।

১১২৮-৪৬ আতাবেক ইমাদুদ্দিন জঙ্গির নেতৃত্বে সিরিয়ায় সুন্নীদের পুনর্জাগরন।

১১৪৬-৭৪ সমগ্র সিরিয়াকে ঐক্যবদ্ধ করলেন নুরুদ্দিন জঙ্গি।

১১৪৭-৪৯ দামিশকের বাইরে দ্বিতীয় ক্রুসেডারদেরকে পরাস্ত করলেন নুরুদ্দিন।

১১৫৮ আলেপ্পোর প্রাচীনতম মসজিদটির নির্মাণকাজ শুরু হল।

১১৬৯ আইয়ুবী সুলতানশাহি।*
* প্রতিষ্ঠাতা ইতিহাসের সবচে বিখ্যাত কুর্দি সালাউদ্দিন আইয়ুবী।

১১৭১ নুরুদ্দিন জঙ্গির সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী মিসরে নামকাওয়াস্তে আব্বাসীয় শাসন ফিরিয়ে আনলেন, এর মধ্য দিয়ে ফাতিমি খেলাফতের অবসান হল।

১১৮৬ সালাউদ্দিন আইয়ুবী সিরিয়া, মিসর, ও ইরাককে ঐক্যবদ্ধ করলেন।

১১৮৭ হাত্তিনের যুদ্ধের জেরুসালেমের ক্রুসেডার রাজাকে পরাজিত করলেন সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডারদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধার করা হল। সিরিয়া ও লেবানন থেকে বিতাড়িত হল ক্রুসেডাররা।

১১৮৯ রিচার্ড দ্য লায়নহার্টের সাথে সালাউদ্দিন আইয়ুবীর যুদ্ধ।

১২৬০ মঙ্গোলদের সিরিয়া বিজয়।

১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি

১৪০০-১ আমির তৈমুরের সিরিয়া আক্রমণ ও দামিশক বিজয়।

১৫১৬ সিরিয়াকে ওসমানি সুলতানশাহির অন্তর্ভুক্ত করে নেয়া হল।

১৫৩৫ সিরিয়ার ফরাসি খ্রিস্টানদের ধর্মীয় সুরক্ষা দিল ওসমানিরা।

১৫৮০ সিরিয়ার ব্রিটিশ খ্রিস্টানদের ধর্মীয় সুরক্ষা দিল ওসমানিরা।

১৫৯০-১৬৩৫ এ সময় সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ও জর্দানকে প্রায় স্বায়ত্তশাসিতভাবে শাসন করছেন দ্রুজ রাজকুমার ফখরুদ্দিন মা’নি।

১৮৬১ ফরাসিরা সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নিল লেবানন।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৬-১৮ ওসমানি সুলতানশাহির বিরুদ্ধে আরব বিদ্রোহে সিরীয়দের অংশগ্রহণ।

১৯১৮-১৯ মক্কার শরিফ হোসেনের ছেলে ফয়সালকে সিরিয়ার রাজা ঘোষণা করা হল।

১৯২০ মায়সালুনের সমরে সিরীয়দেরকে পরাজিত করল ফরাসিরা। লীগ অফ নেশনসের কাছ থেকে সিরিয়ার ম্যান্ডেট পেল ফ্রান্স। ফরাসি হাই কমিশনার সিরিয়ার একাংশ নিয়ে গঠন করলেন বৃহত্তর লেবানন।

১৯২০-২১ সিরিয়াকে তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করল ফ্রান্স। উপকূলীয় অঞ্চলে আলাওয়ি আর দক্ষিণে দ্রুজদের জন্য স্বতন্ত্র এলাকা রাখা হল। এক শতাব্দী পরে সিরিয়ার যুদ্ধ যে গণতান্ত্রিক আকাঙ্খা থেকে চরম সাম্প্রদায়িক বিকারে অধঃপতিত হবে তার শেকড় অনেকটাই এই উপনিবেশিক ভাগাভাগিতে নিহিত।

১৯২৫-২৭ ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী সিরীয়দের বিদ্রোহ। দেখা দিল গণঅভ্যুত্থান। দামিশকে বোমা ফেলে অভ্যুত্থান দমন করল ফরাসিরা।

১৯২৮ সিরিয়ায় সংবিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হল, এই সভা একটি সংবিধানের খসড়া তৈরি করল।

১৯৩৬ ফরাসিরা সিরিয়াকে স্বাধীনতা দিতে নীতিগতভাবে সম্মতি জানাল।

১৯৪১ ভিকি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল সিরিয়া।* ব্রিটিশ বাহিনী ও ফ্রি ফ্রেঞ্চ আর্মি সিরিয়ায় প্রবেশ করল। ফ্রান্সের শার্ল দ্য গল ফরাসি ম্যান্ডেটের অবসান ঘটানোর ওয়াদা করলেন।
* ভিকি ফ্রান্স বলতে ফ্রান্সের সেই সরকারটিকে বুঝায় যারা নাৎসি জার্মানির পুতুল সরকার ছিল।

১৯৪৩ সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শুকরি কুওয়াতলি।

১৯৪৫ ফরাসিরা দামিশকে বোমাবর্ষণ করল। সিরিয়া স্বাধীনতা লাভ করল, জাতিসংঘে যোগ দিল। আরব লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সিরিয়া।

১৯৪৬ শেষ ফরাসি সৈন্যটি সিরিয়া ছেড়ে চলে গেল।

১৯৪৭ মাইকেল আফলাক ও সালাউদ্দিন আল-বিতার কর্তৃক দামিশকে প্রতিষ্ঠিত হল আরব সোশালিস্ট বা’থ পার্টি।

১৯৪৮ ঐতিহাসিক ফিলিস্তিনে প্রতিষ্ঠা করা হল ইসরায়েল রাষ্ট্র। প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধে যোগদানকারী আরব রাষ্ট্রগুলোর মধ্যে সিরিয়া অন্যতম।

১৯৪৯ সিরিয়ায় সেনাবাহিনী ক্যুদেতার মাধ্যমে সরকার উৎখাত করল।

১৯৫৪ সিরিয়ায় বেসামরিক শাসন ফিরে আসল।

১৯৫৫ দ্বিতীয় মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট হলেন শুকরি কুওয়াতলি।

১৯৫৭ সিরিয়ায় বাথিস্টদের সাথে কমিউনিস্টদের দ্বন্দ্ব দেখা দিল।

১৯৫৮ মিসর আর সিরিয়া গঠন করল ইউনাইটেড আরব রিপাবলিক (ইউএআর)। এই নবগঠিত রাষ্ট্রটির প্রধান হলেন মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। নাসের সব সিরীয় রাজনৈতিক দল বিলুপ্ত করে দেয়ার ঘোষণা দিলেন, যাতে তার সিরীয় বা’থি মিত্ররা ক্ষুব্ধ হল।

১৯৬১ সিরিয়ায় সামরিক ক্যুদেতা। সিরিয়া ইউএআর থেকে নিজেকে প্রত্যাহার করে নিল।

১৯৬৩ সিরিয়ায় সামরিক ক্যুদেতা। একটি বা’থিস্ট মন্ত্রীসভা গঠন করলেন প্রেসিডেন্ট আমিন আল-হাফিজ।

১৯৬৬ সিরিয়ায় সালাহ জাদিদ এক সামরিক ক্যুদেতায় আমিন আল-হাফিজকে উৎখাত করলেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন হাফেজ আল-আসাদ।

১৯৬৭ তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ, যা জুন যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে আরবদের শোচনীয় পরাজয় ঘটে, ইসরায়েলের কাছে সিরিয়া তার গোলান উপত্যকা হারায়। জুন যুদ্ধে আরবদের পরাজয়ের প্রেক্ষিতেই সিরীয় কবি নিজার কাব্বানি লেখেন তাঁর অন্যতম সেরা কবিতা মার্জিনাল নোটস অন দ্য বুক অফ ডিফিট

১৯৬৮ সাদিক জালাল আল-আজম, সেলফ ক্রিটিসিজম আফটার দ্য ডিফিট

১৯৬৯ আবদুল লতিফ তিবাওয়ি, আ মডার্ন হিস্ট্রি অফ সিরিয়া ইনক্লুডিং লেবানন অ্যান্ড প্যালেস্টাইন
সাদিক জালাল আল-আজম, ক্রিটিক অফ রিলিজিয়াস থট

১৯৭০ এক রক্তপাতহীন ক্যুদেতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করলেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হাফেজ আল-আসাদ।

১৯৭৩ চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ, যা ইয়োম কিপ্পুর যুদ্ধ, রমজান বা অক্টোবর যুদ্ধ নামেও পরিচিত। সিরিয়া এই যুদ্ধে অংশ নেয়। ফোরাত নদীর ওপরে তাবাকাহ বাঁধ প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হল।

১৯৭৫ সিরীয় প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ জানালেন, ইসরায়েল যদি সব ‘দখলীকৃত আরব ভূখণ্ড’ ফেরত দেয়, তাহলে তিনি ইসরায়েলের সাথে সন্ধি করতে রাজি আছেন।

১৯৭৬ লেবাননের গৃহযুদ্ধের সময় দেশটির ম্যারোনাইট খ্রিস্টানদের সাহায্য করার দোহাই দিয়ে লেবাননে ঢুকল সিরীয় সেনাবাহিনী।

১৯৭৯ মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াকে সন্ত্রাসবাদের সমর্থক রাষ্ট্রগুলোর তালিকাভুক্ত করল।

১৯৮০ আগের বছর ইরানে সংঘটিত হওয়া ইসলামি বিপ্লবের ঢেউ সিরিয়াতে এসেও লাগল: আলেপ্পো, হোমস, আর হামায় ইসলামপন্থীদের আন্দোলন। মুসলিম ব্রাদারহুডের এক সদস্য হাফেজ আল-আসাদকে আততায়িত করার একটি ব্যর্থ চেষ্টা চালায়। ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে সিরিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ নেয়।

১৯৮১ ইসরায়েল একটি আইন পাশ করল, যাতে গোলান উপত্যকাকে ইসরায়েলি আইন ও প্রশাসনের আওতায় আনা হল। নিজার কাব্বানি লিখলেন টু বৈরুত দ্য ফিমেল, উইথ অ্যান অ্যাপোলজি। চারদশক পর লেবানীয় শিল্পী ন্যান্সি আজরাম এই কবিতাটিকে একটি গানে রূপ দেন।

১৯৮২ হামা, হোমস, আর আলেপ্পোয় মুসলিম ব্রাদারহুডের অভ্যুত্থান। সিরীয় সেনাবাহিনী অভ্যুত্থান রক্তাক্ত উপায়ে দমন করে। পিএলওকে তাড়িয়ে দিতে লেবাননে হামলা চালায় ইসরায়েল, প্রতিক্রিয়ায় লেবাননে সেনা মোতায়েন করে সিরিয়া।

১৯৮৪ সিরিয়ার ভাইস-প্রেসিডেন্ট হলেন হাফেজের ভাই রিফাত আল-আসাদ।

১৯৯০ ইরাকের সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাকবিরোধী জোটে যোগ দিল সিরিয়া।

১৯৯১ স্পেনের মাদ্রিদে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নিল সিরিয়া।

১৯৯৪ হাফেজ আল-আসাদের বড় ছেলে এবং মনোনীত উত্তরসূরী বাসিল আল-আসাদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হলেন।

১৯৯৮ সিরিয়ার ভাইস-প্রেসিডেন্টের পদ থেকে রিফাত আল-আসাদকে সরিয়ে দেয়া হল।

২০০০ ৩০ বছর ধরে স্বৈরশাসক হিসেবে দেশ চালানোর পর মৃত্যুবরণ করলেন হাফেজ আল-আসাদ। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাফেজ পুত্র বাশার আল-আসাদ। দামিশক বসন্ত, সিরিয়ায় কিছু উদারপন্থী সংস্কারের সূচনা।

৬০০ রাজবন্দীকে মুক্তি দিলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

২০০১ দুই দশক পরে সিরিয়ার মুসলিম ব্রাদারহুডকে রাজনীতিতে অংশ নেয়ার অনুমতি দেয়া হল। পোপ দ্বিতীয় জন পল সিরিয়া সফর করলেন এবং প্রথম পোপ হিসেবে একটি মসজিদ পরিদর্শন করলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সিরিয়া সফর করলেন।

২০০২ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র তাঁর কথিত ‘শয়তানের অক্ষে’ সিরিয়াকে অন্তর্ভুক্ত করলেন।

ফরিদেহ কুহি-কামালি, দ্য পলিটিকাল ডেভলাপমেন্ট অফ দ্য কুর্দস ইন ইরান

২০০৪ সিরিয়া আগের বছর শুরু হওয়া ইরাক যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর অবরোধ আরোপ করল। তুরস্ক সফর করলেন বাশার আল-আসাদ। সিরিয়া স্বাধীন হওয়ার পর এটাই কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম তুরস্ক সফর।

২০০৫ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী এবং তাঁর দেশে সিরীয় হস্তক্ষেপের কঠোর সমালোচক রফিক হারিরি আততায়ীদের হাতে খুন হলেন। সিরিয়ার গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠল। ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে লেবানন থেকে প্রায় তিনদশক পর সেনা প্রত্যাহার করল সিরিয়া।

কেরিম ইলদিজে, দ্য কুর্দস ইন সিরিয়া: দ্য ফরগটেন পিপল

২০০৬ সিরিয়া আর ইরাকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত।

২০০৭ ফোরাত নদীর নিকট জাদে আল-মুগারায় দুনিয়ার প্রাচীনতম দেয়ালচিত্রের সন্ধান মিলল। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন বাশার আল-আসাদ। সিরিয়ার সাথে সংলাপ চালু করল ইওরোপীয় ইউনিয়ন (ইইউ)। দামিশকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে সাক্ষাৎ করলেন মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ইসরায়েল সিরিয়ার একটি পারমাণবিক রিএক্টর সাইটে বোমাবর্ষণ করল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দেয়া তথ্যানুসারে, ইরাক যুদ্ধের কারণে এ-সময় সিরিয়ায় ইরাকি শরণার্থীর সংখ্যা ১৫ লক্ষ।

রোজ বার্নস, দামাস্কাস: আ হিস্ট্রি

২০০৮ ইসরায়েল আর সিরিয়ার মধ্যে গোপন সংলাপ শুরু। ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সাথে সাক্ষাৎ করলেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। লেবাননের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল সিরিয়া।

২০০৯ সিরিয়ার ওপর থাকা মার্কিন অবরোধ নমনীয় করার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা দামিশক সফর করলেন। সিরিয়ার অর্থনীতির আংশিক উদারীকরণ।

২০১০ লেবাননের হিজবুল্লাহকে মদত দেয়ার দায়ে সিরিয়ার ওপর নতুন করে অবরোধ দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

২০১১ সিরিয়ার দেরা শহরে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হল। সারা দেশে দ্রুত আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জরুরী অবস্থা তুলে নিলেন।

সিরিয়ায় অভ্যন্তরীণ ও প্রবাসী সিরীয় বিরোধীদেরকে নিয়ে গঠন করা হল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল। প্রতিষ্ঠিত হল সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস।

২০১২ সিরিয়া সংকট সমাধানে বিশ্ব শক্তিগুলো জেনেভায় বসল, কিন্তু কোনো সমাধানে পৌঁছতে ব্যর্থ হল। বিদ্রোহী শহরগুলোতে সিরীয় সেনাবাহিনী ব্যাপকভাবে বোমাবর্ষণ করল, এতে সহস্রাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। তুরস্ক-সিরিয়া দ্বন্দ্ব দেখা দিল। আলেপ্পো দখল করে নিল ফ্রি সিরিয়ান আর্মি। যুদ্ধে ধবংস হয়ে গেল আলেপ্পোর ঐতিহাসিক বাজার। কাতারে গঠিত হল ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভল্যুশনারি অ্যান্ড অপোজিশন ফোর্সেস। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো সিরীয় বিরোধীদেরই সিরিয়ার জনগণের “প্রকৃত মুখপাত্র” বলে ঘোষণা করল।

রোজাভা বিপ্লবের সূচনা।

২০১৩ জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা জানালেন, আগস্টে দামিশকের ঘৌতা এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ৩০০ জনকে হত্যা করা হয়েছে। জাতিসংঘকে রাসায়নিক অস্ত্রের মজুদ ধবংস করে ফেলার অনুমতি দিল সিরিয়া সরকার। ২০১৪ সালের জুন নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

২০১৪ ইরাক ও সিরিয়ার একাংশে খেলাফত ঘোষণা করল ইসলামিক স্টেট (আইএস)। আলেপ্পোর পুবদিকে খেলাফতের সিরীয় অংশের রাজধানী ঘোষণা করা হল রাক্কাকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি আরব রাষ্ট্র আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালান শুরু করল।

প্রতিষ্ঠিত হল স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়া সিভিল ডিফেন্স, যা হোয়াইট হেলমেটস নামেই বেশি পরিচিত।

হ্যারিয়েট অ্যালসপ, দ্য কুর্দস অফ সিরিয়া: পলিটিকাল পার্টিজ অ্যান্ড আইডেনটিটি ইন দ্য মিডল ইস্ট
মাইকেল এম. গুন্টার, আউট অফ নোহোয়ার: দ্য কুর্দস অফ সিরিয়া ইন পীস অ্যান্ড ওয়ার

২০১৫ কয়েক মাস আইএসের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকার পর সিরিয়ার কোবানে শহর পুনরুদ্ধার করল সিরীয় কুর্দিরা। এই সমরে ফ্রি সিরিয়ান আর্মির ৫০ জন সৈন্য কুর্দিদের পক্ষে যোগ দেয়। সিরিয়ার প্রাচীন শহর পালমীরা নিয়ে নিল আইএস। এর প্রাক-ইসলামি নানান ঐতিহ্যের ধবংসসাধন করল। ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণ নিল জাইশ আল-ফাতাহ। সিরিয়ার আসাদ সরকারের পক্ষে বোমাবর্ষণ শুরু করল রাশিয়া।* হোমস শহর সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে এল।
* রাশিয়ার দাবি তারা আইএসের ওপর হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও সিরীয় অপোজিশনের দাবি রাশিয়ার আক্রমণের মূল উদ্দেশ্য ছিল সিরীয় বিদ্রোহীদের আক্রমণ করে আসাদ সরকারকে ক্ষমতায় রাখা। আইএসের ওপর হামলা স্রেফ একটা প্রিটেক্সট মাত্র।

সেপ্টেম্বর ভূমধ্যসাগরের তীরে আয়লান কুর্দি নামের একটি দুবছর-বয়সী কুর্দি শিশুর লাশ ভেসে ওঠে। তাঁর মৃতদেহের ছবি তোলেন তুর্কি আলোকচিত্রী নিলুফার দেমির। ছবিটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

স্ট্রেঞ্জার্স ইন আ ট্যাঙ্গলড ওয়াইল্ডারনেস, আ স্মল কিই ক্যান ওপেন আ লার্জ ডোর: দ্য রোজাভা রেভল্যুশন

২০১৬ আইএস ও কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সিরীয় বিদ্রোহীদের সহায়তা করতে সিরিয়ায় ঢুকল তুর্কি বাহিনী। সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো পুনরুদ্ধার করল। পালমীরার ওপর থেকে নিয়ন্ত্রণ হারাল আইএস।

লেয়লা আল-শামি ও রবিন ইয়াসিন-কাসসাব, বার্নিং কান্ট্রি: সিরিয়ানস ইন রেভল্যুশন অ্যান্ড ওয়ার
ক্রিস্টোফার ফিলিপস, দ্য ব্যাটল ফর সিরিয়া: ইন্টারন্যাশনাল রাইভালরি ইন দ্য নিউ মিডল ইস্ট
মাইকেল ন্যাপ, আনজা ফ্ল্যাচ, আর এরকান আয়বোগা, রেভল্যুশন ইন রোজাভা: ডেমোক্রেটিক অটোনমি অ্যান্ড উইমেন্স লিবারেশন ইন সিরিয়া
আবদুল্লাহ ওজালান, দ্য পলিটিকাল থট অফ আবদুল্লাহ ওকালান কুর্দিস্তান, উইমেন’স রেভল্যুশন, অ্যান্ড ডেমোক্রেটিক কনফেডারেলিজম
ইন্টারন্যাশনালিস্ট কমিউন অফ রোজাভা, মেইক রোজাভা গ্রেট এগেইন: বিল্ডিং অ্যান ইকোলজিকাল সোসাইটি

অর্নাল্ডো ফন এইনসেইডেল, দ্য হোয়াইট হেলমেটস

২০১৭ সিরীয় বিদ্রোহীদের হাতে থাকা খান শেইখুনে বিষাক্ত গ্যাস আক্রমণের প্রেক্ষিতে সিরীয় সরকারের বিরুদ্ধে প্রথমবারের মত ক্রুজ মিসাইল হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়া নিয়ে কাজাখস্তানে সংলাপের পর মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ও তুরস্ক সিরিয়া সরকার ও অ-ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি আরোপ করতে রাজি হল। মার্কিন সহায়তা নিয়ে আইএসের হাত থেকে তাবকা বাঁধ পুনরুদ্ধার করল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও কুর্দিদের পপুলার প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)। সিরিয়া সেনাবাহিনী ও হিজবুল্লাহ সিরিয়া-লেবানন সীমান্তের আরসাল এলাকা থেকে জিহাদিদেরকে তাড়িয়ে দিতে একটি সামরিক অভিযান চালাল। রাক্কা আর দেইর আজ-জোর থেকে বিতাড়িত হল আইএস।

টমাস শ্মিডিঞ্জার, মাইকেল শিফমান কৃত ইংরেজি অনুবাদ, রোজাভা: রেভল্যুশন, ওয়ার, অ্যান্ড দ্য ফিউচার অফ সিরিয়া’জ কুর্দস

ফেরাস ফায়াদ, লাস্ট মেন ইন আলেপ্পো
তালাল দেরকি, অফ ফাদার্স অ্যান্ড সনস

২০১৮ উত্তর সিরিয়ার আফরিনের কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করল তুরস্ক। সিরিয়ায় আইএসের খেলাফত প্রায় বিলুপ্ত হওয়ার পথে।

টমাস শ্মিডিঞ্জার, রোজাভা: রেভল্যুশন, ওয়ার, অ্যান্ড দ্য ফিউচার অফ সিরিয়া’জ কুর্দস

ডিসেম্বর ২০১৯-মার্চ ২০২০ উত্তরপশ্চিম সিরিয়ায় রুশ অভিযানের কারণে ১০ লক্ষ সিরীয় স্থানচ্যুত হলেন, সিরীয় শরণার্থীদের জন্য তুরস্ক সীমান্ত খুলে দিল।

২০১৯ মার্চ ২২ সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি বাঘুজকে মুক্ত করা হল। আইএসের কথিত খেলাফতের শেষ দিনগুলোতে ইয়েজিদি বন্দীদের শিরশ্ছেদ করা হয়েছিল। শিশুসৈনিক হিসাবে ধরে নিয়ে যাওয়া ছেলেগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।

অক্টোবর ২৭ সিরিয়ায় মার্কিন বাহিনীগুলোর হাতে নিহত হলেন আইএসের খলিফা আবু বকর আল-বাগদাদী।

ট্রেভর ব্রাইস, এনসিয়েন্ট সিরিয়া: আ থ্রি হাউজ্যান্ড ইয়ার হিস্ট্রি
ডেভিড ডব্লিউ লেশ, সিরিয়া: আ মডার্ন হিস্ট্রি
টমাস শ্মিডিঞ্জার, মাইকেল শিফমান কৃত ইংরেজি অনুবাদ, দ্য ব্যাটল ফর দ্য মাউন্টেন অফ দ্য কুর্দস: সেলফ-ডিটারমিনেশন অ্যান্ড এথনিক ক্লিনজিং ইন দ্য আফরিন রিজিওন অফ রোজাভা
মার্সেল কার্তিয়ের, সেরকেফতিন: আ ন্যারেটিভ অফ দ্য রোজাভা রেভল্যুশন

ওয়াদ আল-কাতিয়াব ও এডওয়ার্ড ওয়াটস, ফর সামা

২০২০ সিরিয়ায় স্রেফ ইদলিব প্রদেশ বিদ্রোহীদের হাতে আছে। ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালাতে লাগল। সিজার অ্যাক্ট, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর কঠোরতম অবরোধ আরোপ করল, যার আওতায় সিরীয় সরকারের সাথে বাণিজ্য করা যে-কারো সম্পত্তি জব্দ করা যাবে, সে যেই দেশের নাগরিকই হোক না কেন।

হ্যারিয়েট অ্যালসপ ও ভ্লাদিমির ভ্যান উইলগেনবার্গ, দ্য কুর্দস অফ নর্দার্ন সিরিয়া: গাভার্নেন্স, ডাইভারসিটি, অ্যান্ড কনফ্লিক্টস

২০২১ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, “ইউ’আর গোয়িং টু ইউর ডেথ”: ভায়োলেশনস অ্যাগেইনস্ট সিরিয়ান রিফিউজিস রিটার্নিং টু সিরিয়া
হিউম্যান রাইটস ওয়াচ, “আওয়ার লাইভস আর লাইক ডেথ”: সিরিয়ান রিফিউজি রিটার্ন ফ্রম লেবানন অ্যান্ড জর্দান

২০২২ জাতিসংঘের রিফিউজি বিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) দেয়া তথ্য অনুসারে, ২০২২ সালের জুলাই পর্যন্ত নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ৫৬ লক্ষের বেশি, যাদের ৬৫ শতাংশেরও বেশি তুরস্কে আশ্রয় নিয়েছেন।

২০২৩ সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, ২০১১ সালের মার্চ থেকে এ বছরের জুন পর্যন্ত সিরিয়া যুদ্ধের সব পক্ষের হাতে দেশটির ২ লক্ষ ৩০ হাজার ৪৬৫ জন বেসামরিক নাগরিক খুন হয়েছেন। এঁদের মধ্যে ২ লক্ষ ১ হাজার ৬৩ জন (৮৭.২৪%) খুন হয়েছেন সিরিয়া সরকার ও ইরানি মিলিশিয়ার হাতে। বাকি মৃতদের পরিসংখ্যান: অন্যান্য দলের হাতে ৮১৮২ জন (৩.৫৫%), রুশিদের হাতে ৬,৯৫০ জন (৩.০২%), আইএসের হাতে ৫,০৫৪ জন (২.১৯%), সশস্ত্র বিরোধীদের হাতে ৪,২১৩ জন (১.৮৪%), মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর হাতে ৩,০৫২ জন (১.৩২%), কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফের হাতে ১,৪২৭ জন (০.৬২%), এইচটিএসের হাতে ৫২০ জন (০.২২%), টিআইপির হাতে ৪ জন।

২০২৪ ডিসেম্বর ৮ হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) দামিশক বিজয়। রাজধানী দামিশক ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ। সপরিবারে মস্কোয় আশ্রয় নেন।
১০ সিরিয়ায় একটি রূপান্তরকালীন সরকার গঠন করা হল।
১১ আরব সোশালিস্ট বা’থ পার্টি নিজের সব কার্যক্রম স্থগিত করল এবং সব সম্পদ রূপান্তরকালীন সরকারের হাতে তুলে দিল।

২০২৫ জানুয়ারি ৭ আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দামিশক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হল।
১৫ কুনেইত্রা গভর্নরেটের গাদির আল-বুস্তানে ইসরায়েলি হামলায় ৩ ব্যক্তি নিহত।
১৬ সিরীয় গৃহযুদ্ধের কারণে ১৩ বছর ধরে বন্ধ থাকার পর স্পেন তার দামিশক দূতাবাস পুনরায় চালু করল।
২০ ২০১৭ সালে দেরায় এক বোমা হামলায় জনৈক ফরাসি-সিরীয় নাগরিককে হত্যার দায়ে প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল একটি ফরাসি আদালত।
২১ তার্তুস বন্দরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল সিরিয়া। ২০১৯ সালের একটি চুক্তি বাতিল করল যা রুশ সংস্থা স্ট্রয়ট্রান্সগ্যাজকে বন্দরটি পরিচালনার জন্য ৪৯ বছরের কন্ট্রাক্ট দিয়েছিল। একই দিনে তার্তুস নৌঘাঁটি পরিচালনার জন্য রুশ নৌবাহিনীকে ৪৯ বছরের ইজারা দেয়া ২০১৭ সালের একটি চুক্তিও বাতিল করল সিরিয়ার রূপান্তরকালীন সরকার।
২৩ সিরিয়ার উপকূলে রুশ গোয়েন্দা জাহাজ কিদিনয়ে আগুন লাগল।
২৯ আহমেদ আল-শারাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিল সিরিয়ার জেনারেল কমান্ড। আরব সোশালিস্ট বা’থ পার্টিকে বিলুপ্ত করে দিল সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকার।
৩১ মার্কিন সেনাবাহিনী জানাল, উত্তর-পশ্চিম সিরিয়ার বাতাবোর কাছে বিমান হামলায় আল-কায়েদা সহযোগী হুররাস আল-দিনের একজন সিনিয়র অপারেটিভ মুহাম্মদ সালাহ আল-জাবিরকে হত্যা করেছে।

ফেব্রুয়ারি ১ মানবিজে এক গাড়ি বোমা হামলায় ৪ ব্যক্তি নিহত।
মানবিজে এক গাড়ি বোমা হামলায় ২০ ব্যক্তি নিহত।
রূপান্তরকালীন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন আসাদ সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-শার।
১৫ মার্কিন সেনাবাহিনী জানাল, উত্তর-পশ্চিম সিরিয়ায় এক বিমান হামলায় আল-কায়েদা সহযোগী হুররাস আল-দিনের জনৈক সিনিয়র ফিন্যান্স ও লজিস্টিকস কর্মকর্তাকে হত্যা করেছে।
২০ আল-নায়রাবে একটি বাড়ির ভেতরে বিস্ফোরণে ৮ ব্যক্তির মৃত্যু।
২৩ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বললেন, ইসরায়েল সিরিয়ার নতুন সেনাবাহিনী বা এইচটিএসকে দামিশকের দক্ষিণে আগাতে বাধা দেবে, কারণ তিনি দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে চান।
২৪ রাজনৈতিক সংস্কারকে উৎসাহ দেয়ার অংশ হিসেবে সিরিয়ার জ্বালানি ও পরিবহন খাতের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল ইওরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক রূপান্তর প্রয়াসের অংশ হিসেবে দামিশকে শুরু হল সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলন।
২৫ দামিশকের বাইরে ও দেরা গভর্নরেটে সামরিক স্থাপনা লক্ষ্য করে আইডিএফের চালানো হামলায় অন্তত ২ ব্যক্তি নিহত।

মার্চ ৬ লাটাকিয়ার কাছে জাবলেহতে আসাদ অনুগতদের এক অতর্কিত হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা খুন। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ ২৪টি সিরীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য।
রূপান্তরকালীন সরকার ও আসাদপন্থী বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে ৭২ ঘন্টায় ১,৩০০ জনেরও বেশি মানুষ খুন হলেন। এ সময় সরকার-সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীগুলোর দ্বারা প্রতিহিংসামূলক হত্যাযজ্ঞে কমপক্ষে ৯৭৩ জন আলাওয়ি, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু বেসামরিক নাগরিক খুন হন।
১০ নিজ সৈন্য ও প্রতিষ্ঠানগুলোকে রূপান্তরকালীন সরকারে একীভূত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।
১২ প্রেসিডেন্ট আল-শারার সভাপতিত্বে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের ঘোষণা দিল তত্ত্বাবধায়ক সরকার।
১৩ দামিশকে বিমান হামলা চালিয়ে ১ ব্যক্তিকে খুন করল আইডিএফ। ৫ বছরের জন্য বৈধ একটি অন্তর্বর্তী সংবিধানের অনুমোদন দিলেন প্রেসিডেন্ট আ্ল-শারা।
১৫ লাটাকিয়ায় এক আবাসিক ভবনের ভেতরে বিস্ফোরণে ১৬ ব্যক্তির মৃত্যু।
১৬ সিরিয়া-লেবানন সীমান্ত সংঘর্ষে ১০ ব্যক্তি নিহত।
১৭ দেরায় আইডিএফের বিমান হামলায় ৩ ব্যক্তি নিহত।
২০ সিরীয় গৃহযুদ্ধের কারণে ১৩ বছর ধরে বন্ধ থাকার পর জার্মানি তার দামিশক দূতাবাস পুনরায় চালু করল।
২৫ দেরা গভর্নরেটের কুওয়াইয়ায় আইডিএফের গোলাবর্ষণে ৫ ব্যক্তির মৃত্যু।
২৭ দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন মাইসা সাবরিন, তাঁর স্থলাভিষিক্ত হলেন আব্দুলকাদের হুসরিয়ে।
২৯ দামিশকের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে সিরিয়ার অন্তর্বর্তী সরকার ঘোষণা করলেন প্রেসিডেন্ট আল-শারা। আসাদ সরকারের পতনের পর গঠিত সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিস্থাপিত করল অন্তর্বর্তী সরকার।
৩১ বানিয়াসের বাইরে হারেফ নেমরা গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৪ ব্যক্তি নিহত।

এপ্রিল ৩ সিরিয়া জুড়ে আইডিএফের ধারাবাহিক বিমান হামলা ও স্থল হামলায় কমপক্ষে ১৩ ব্যক্তি নিহত।
অন্তর্বর্তী সরকারের সাথে একটি চুক্তির অংশ হিসেবে আলেপ্পোর শেখ মাকসুদ এবং আশরাফিয়ে এলাকা থেকে নিজেদের সরিয়ে নিল এসডিএফ।
১০ সিরিয়া ও দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।
১২ অন্তর্বর্তী সরকারের সাথে একটি চুক্তির অংশ হিসেবে তিশরিন বাঁধ থেকে নিজেদের সরিয়ে নিল এসডিএফ।
১৮ সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাৎ করতে সিরিয়া সফর করলেন মার্কিন কংগ্রেস সদস্য কোরি মিলস ও মার্লিন স্টুটজম্যান।
২৪ প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটসহ সিরিয়ার ১২টি সরকারি সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেপ্তার হলেন প্রাক্তন বিদ্রোহী গোষ্ঠী জাইশ আল-ইসলামের নেতা এসাম আল-বুওয়াইধানি।
২৭ সৌদি আরব ও কাতারের অর্থমন্ত্রীরা এক যৌথ ঘোষণায় জানালেন, বিশ্বব্যাংকের কাছে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের দেনা তাঁরা শোধ করে দিবেন।
২৯ দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ জারমানায় ইসলামের নবির সমালোচনা করে একটি অডিও রেকর্ডিংয়ের প্রেক্ষিতে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৪ ব্যক্তি নিহত।
৩০ সাহনায়াতে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের সাথে জড়িত সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১১ ব্যক্তি নিহত। পরবর্তীতে ইসরায়েল সিরিয়ার এই এলাকায় হামলা করে। দ্রুজদের ওপর হামলাকারীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জায়নবাদী এন্টিটিটি দাবি করে।

মে ২ দামিশকের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালাল ইসরায়েল।
সিরিয়া-ভিত্তিক পিএফএলপি-জিসির প্রধান তালাল নাজিকে দামিশকে তাঁর বাসভবনের কাছে আটক করা হল।
১৩ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র।
১৪ সৌদি আরবে সিরীয় প্রেসিডেন্ট আল-শারার সাথে সাক্ষাৎ করলেন ট্রাম্প, যা ২০০০ সালের পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম বৈঠক।
১৬ বিশ্বব্যাংক জানাল, সিরিয়ার দেনা শোধ করা হয়েছে।
১৭ অন্তর্বর্তী ন্যায়বিচার ও গুম হওয়া ব্যক্তিদের জন্য একাধিক জাতীয় কমিশন গঠন করার ঘোষণা দিল অন্তর্বর্তী সরকার।
২০ নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া সিরিয়ার ওপর থাকা অন্যান্য নিষেধাজ্ঞা মানবিক কারণে শর্তসাপেক্ষে প্রত্যাহারের ঘোষণা দিল ইওরোপীয় ইউনিয়ন। রাশিয়া-পরিচালিত খমেইমিম বিমান ঘাঁটিতে এক সশস্ত্র হামলায় অচিহ্নিত জাতীয়তার ২ সৈন্য নিহত।
২২ আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর তাদের প্রথম হামলার দাবি করল ইসলামিক স্টেট গ্রুপ। তারা জানাল, সুওয়াইদা গভর্নরেটের আল-সাফায় বোমা হামলায় ৭ সৈন্যকে হত্যা বা জখম করেছে।

জুন ২ আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মত চালু হল দামিশক সিকিউরিটিজ এক্সচেঞ্জ। অন্তর্বর্তী সরকার ও এসডিএফ বন্দী বিনিময় করে, যার ফলে আলেপ্পোতে ৪৭০ জনকে মুক্তি দেয়া হয়।
অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাবে দেরা গভর্নরেটে বিমান হামলা শুরু করল ইসরায়েল।
রুকবান শরণার্থী শিবির বন্ধের ঘোষণা দিল সরকার।
পাবলিক বীচে মহিলাদের জন্য একটি রক্ষণশীল পোশাকবিধি আরোপ করল সরকার।
১২ হামাস যোদ্ধাদের খুঁজে বের করার জন্য বেইত জিনে ইসরায়েলি অভিযানে ১ ব্যক্তি নিহত ও আরও ৭ জনকে আটক করা হয়।
১৬ সিরীয় গৃহযুদ্ধের সময় দামিশক ও হোমসে আসাদ সরকার-নিয়ন্ত্রিত সামরিক হাসপাতালে ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে সিরীয় ডাক্তার আলা মুসাকে দোষী সাব্যস্ত করল জার্মানির এক আদালত।
২১ যুদ্ধাপরাধ ও মাদক পাচারের অভিযোগে বাশার আল-আসাদের এক চাচাতো ভাই ওয়াসিম বাদি আল-আসাদকে গ্রেপ্তারের ঘোষণা দিল সরকার।
২২ দামিশকে নবি ইলিয়াসের গ্রিক অর্থোডক্স চার্চে রবিবারের প্রার্থনার সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত। এই হামলার জন্য ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী ভাবা হয়। তবে সারায়া আনসার আল-সুন্নাহ হামলার দায় স্বীকার করে।
৩০ আসাদ পরিবার এবং তাদের সহযোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়া সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নিতে একটি নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জুলাই ৩ সিরিয়ার একটি নতুন প্রতীক উন্মোচন করল সরকার। লাটাকিয়া গভর্নরেটে তুর্কি সীমান্তের কাছে এক বনে আগুন লাগল। কাস্তাল মা’আফের বহু লোককে সরিয়ে নেয়া হল।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির দামিশক সফরের পর সিরিয়া ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হল।
আল-নুসরা ফ্রন্টের, যা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামেও পরিচিত, ওপর জারি থাকা বিদেশি সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র।
১০ প্যারিস ফ্যাশন সপ্তাহে কাজ প্রদর্শন করা প্রথম সিরীয় হলেন রামি আল আলী।
১৩ সুওয়াইদায় সুন্নি বেদুইন ও দ্রুজদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬০ ব্যক্তি নিহত হলেন। তার্তুস বন্দর পুনর্নির্মাণের জন্য সংযুক্ত আরব আমিরশাহি-ভিত্তিক সংস্থা ডিপি ওয়ার্ল্ডের সাথে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করল জেনারেল অথরিটি ফর ল্যান্ড অ্যান্ড সি পোর্টস।
১৫ প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা সুওয়াইদায় দ্রুজ নেতাদের সাথে একটি চুক্তির পর কার্যকর যুদ্ধবিরতি ঘোষণা করলেন। এই ঘোষণার পর, আইডিএফ সিরিয়ার সশস্ত্র বাহিনীর সরঞ্জাম ও কনভয় লক্ষ্য করে সুওয়াইদায় তীব্র বিমান হামলা চালায়।
১৬ দামিশকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে বিমান হামলা শুরু করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আহবানে সুওয়াইদা থেকে সরে আসল সিরীয় সেনাবাহিনী।
১৮ সুওয়াইদায় সুন্নি বেদুইন ও দ্রুজদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় দক্ষিণ সিরিয়ার সংঘর্ষ বন্ধের জন্য করা যুদ্ধবিরতি ভেঙে যায়।

তথ্যসূত্র

Al Jazeera. 2014. “Syrian rebels join battle to protect Kobane.” Al Jazeera, October 29, 2014.
https://www.aljazeera.com/news/2014/10/29/syrian-rebels-join-battle-to-protect-kobane/

BBC. 2019. “Syria profile – Timeline.” BBC, January 14.
https://www.bbc.com/news/world-middle-east-14703995
2025. “Syria country profile.” BBC, January 7.
https://www.bbc.com/news/world-middle-east-14703856

Mark, Joshua J. 2014. “Ancient Syria.” World History Encyclopedia. Last modified June 17. https://www.worldhistory.org/syria/.
2018. “Fertile Crescent.” World History Encyclopedia. Last modified March 28. https://www.worldhistory.org/Fertile_Crescent/.

Morrison, Jack. 2009. Syria. Chelsea House.

Phillips, Douglas A. 2010. Syria. Chelsea House.

Shoup, John A.. 2018. The History of Syria. Greenwood.

Syrian Network For Human Rights.
https://snhr.org/

Reuters. 2021. “Timeline: Ten years of Syria conflict, from protest to war to economic decline.” Reuters, March 12.
https://www.reuters.com/article/us-syria-security-timeline-idUSKBN2B40G7

UNHCR – The UN Refugee Agency.
https://www.unhcr.org/

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *