কোরিয়া

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

পূর্বসাল

২৩৩৩ দানগুন ওয়ানগেওম কর্তৃক প্রতিষ্ঠিত হল গোজোসেওন রাজ্য।

১২০০ কোরিয়ার হান নদীর নিকট গড়ে উঠল হুনাম-রি গ্রাম।

১১২২ এ সময় গোজোসেওন রাজ্য শাসন করছেন রাজা জিজি।

১৯৪-১৮০ গোজোসেওন রাজ্যের নিয়ন্ত্রণ নিলেন উইমান জোসেওন।

১০৮ চীন কোরীয় উপদ্বীপের উত্তরাংশ দখল করে নিল।

৫৭ পূর্বসাল-৬৬৮ সাল কোরিয়ার তিন রাজ্য পর্ব

৫৭ কোরিয়ায় দক্ষিণ-পূর্বাচলে প্রতিষ্ঠিত হল সিল্লা রাজ্য।

৩৭ কোরিয়ার উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত হল গোগুরইয়েও রাজ্য।

১৮ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিষ্ঠিত হল বায়েকজে রাজ্য।

সাল

৪২-৫৩২ এ সময় কেন্দ্রীয় কোরিয়া শাসন করছে গায়া ফেডারেশন।

৩১৩ কোরীয়রা চীনাদের কোরীয় উপদ্বীপ থেকে তাড়িয়ে দিল।

৩৪২ চীনের মুরং হুয়াং কোরিয়া আক্রমণ করলেন।

৩৭২ কোরিয়ার উত্তরাঞ্চলের গোগুরইয়েও রাজ্যে একটি কনফুশীয় একাডেমী প্রতিষ্ঠা করা হল ও বৌদ্ধধর্মকে রাজধর্মের স্বীকৃতি দেয়া হল।

৩৭৫ বায়েকজে রাজ্যের একটি ইতিহাস সোগি লেখা হল।

৩৭৫-৮৪ বায়েকজে রাজা গেউনগুসুর শাসনকাল।

৩৮৪ বৌদ্ধধর্মকে বায়েকজে রাজ্যের রাজধর্মের স্বীকৃতি দেয়া হল।

৩৮৪-৮৫ বায়েকজে রাজা চিমনুর শাসনকাল।

৩৯১-৪১৩ গোগুরইয়েও রাজা মহান গোয়াংগায়েতোর শাসনকাল।

৪২৭ পিয়ংইয়ংকে গোগুরইয়েও রাজ্যের রাজধানী বানানো হল।

৪৩৩-৫৫৩ সিল্লা রাজ্যের সাথে জোট বাঁধল বায়েকজে রাজ্য।

৪৭৫ উংজিনকে বায়েকজে রাজ্যের রাজধানী বানানো হল।

৪৭৯-৫০১ বায়েকজে রাজা দংসেওংয়ের শাসনকাল।

৫৯৫-৬৭৩ কিংবদন্তী কোরীয় সেনাপতি কিম ইয়ু-সিনের জীবনকাল।

৬০০ কোরিয়ায় এসময়য় হানজি নামের উৎকৃষ্ট মানের কাগজ উৎপাদিত হচ্ছে।

৬১৭-৮৬ কোরীয় বৌদ্ধ দার্শনিক ওনহিয়োর জীবনকাল।

৬২৭-৭০২ কোরীয় পণ্ডিত ও ভিক্ষু উইসাংয়ের জীবনকাল।

৬২৮ চীনের আক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে ৪৮০ কিলোমিটার লম্বা একটি প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করল গোগুরইয়েও’রা।

৬৪২ সিল্লাদের বিরুদ্ধে জোট বাঁধল বায়েকজে ও গোগুরইয়েও রাজ্য।

৬৪৪ সিল্লা ও চীনের তাংদের একটি যৌথ বাহিনীকে পরাস্ত করল গোগুরইয়েওরা।

৬৬১ চীনের তাংদের বাহিনী কোরিয়ার উত্তরাঞ্চলের গোগুরইয়েও রাজ্যের রাজধানী পিয়ংইয়ং ঘেরাও করল, কিন্তু দখল করতে ব্যর্থ হল।

৬৬৩ সিল্লাদের হাতে কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বায়েকজে রাজ্যের পতন।

৬৬৭ চীনের তাংদের বাহিনী দ্বিতীয়বারের মত পিয়ংইয়ং ঘেরাও করল, এবার দখল করতে সফল হল।

৬৬৮ চীনের তাং রাজবংশের আক্রমণে কোরিয়ার উত্তরাঞ্চলের গোগুরইয়েও রাজ্যের পতন।

৬৬৮-৯৩৫ সংযুক্ত সিল্লা রাজ্য।

৬৮২ সংযুক্ত সিল্লা রাজ্যে একটি জাতীয় কনফুশীয় একাডেমী প্রতিষ্ঠা করা হল।

৬৯৮-৯২৬ মাঞ্চুরিয়া ও কোরিয়ার উত্তরাঞ্চল শাসন করছে বালহায়ে রাজ্য।

৭৫১-৭৪ গোয়েংজু’র পূর্বদিকে বৌদ্ধদের সেওকগুরাম গুহামন্দির নির্মিত হল।

৭৫১-৯০ গোয়েংজু’র পূর্বদিকে বৌদ্ধদের বুলগুকসা মন্দির কমপ্লেক্স নির্মিত হল।

৮৫৭-৯১৫ কোরীয় কবি ও পণ্ডিত ছো ছিওনের জীবনকাল।

৮৮৯-৯৩৫ কোরিয়ার পরবর্তীকালের তিন রাজ্য পর্ব

৯১৮-১৩৯২ গোরইয়েও রাজবংশ।

৯১৮-৪৩ গোরইয়েও রাজবংশের প্রতিষ্ঠাতা ওয়াং গেওনের রাজত্বকাল, যিনি তায়েজো নামে গদিতে বসেন।

৯৯৪ কোরীয় উপদ্বীপে হামলা চালাল খিতান’দের লিয়াও রাজবংশ।

১০৩৩ কোরিয়ার উত্তরাঞ্চলের খিতান’দের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক যুদ্ধে জয়লাভ করল গোরইয়েওরা।

১১২৬ চীনের জুর্জেন জিনদের করদ রাজ্যে পরিণত হল কোরিয়া।

১১৪৫ গিম বুসিক লিখলেন সামগুক সাগি (তিন রাজ্যের ইতিহাস)।

১১৭০ গোরইয়েওদের রাজ্যে একটি সামরিক ক্যুদেতা সংঘটিত হল।

১২১৯ কোরিয়ার উত্তরাঞ্চলের খিতানদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে মঙ্গোলদের সাথে জোট বাঁধল গোরইয়েও’দের একটি বাহিনী।

১২৩১-৩২ ওগেদেই খানের নেতৃত্বে কোরিয়া আক্রমণ করল মঙ্গোলরা।

১২৩৪ গোরইয়েওদের রাজ্যে স্থানান্তরযোগ্য ধাতব টাইপ মুদ্রণ আবিষ্কৃত হল।

১২৫৮ এক অভ্যুত্থানের মধ্য দিয়ে কোরিয়ায় রাজতন্ত্র পুনর্বহাল হল, মঙ্গোলদের সাথে আপোস-রফায় গেলেন কোরীয়রা।

১২৮৫ ইরিয়েওন লিখলেন সামগুক ইউসা (তিন রাজ্যের স্মারক)।

১৩৬৮ কোরিয়ায় মঙ্গোলযুগের অবসান।

১৩৯২-১৯১০ ইয়ি রাজবংশ।

১৫৯০-৯৯ জাপানি সেনাবাহিনী কোরীয় উপদ্বীপ দখল করে নেয়ার একটা চেষ্টা চালাল, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেয়া হল।

১৬৩০-৩৯ উত্তর চীনের মাঞ্চুরা কোরিয়া দখল করে নিল। শাসন করতে লাগল। যদিও আনুষ্ঠানিকভাবে ইয়ি রাজবংশেরই অধীনস্ত রইল দেশটি।

১৬৪২ কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দিয়ে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।*
* ফলে দেশটি হারমিট কিংডম নামে পরিচিতি পেল।

১৮৭৬ বাণিজ্যের জন্য কোরিয়াকে বন্দর উন্মুক্ত করে দিতে বাধ্য করল সাম্রাজ্যিক জাপান।

১৯১০ সাম্রাজ্যিক জাপান কোরিয়া দখল করে নিল। দেশটি ইয়ি রাজবংশের শাসনের অবসান হল। কোরিয়া জাপানের উপনিবেশে পরিণত হল।

১৯৪৫ ৩৮ ডিগ্রি অক্ষরেখায় কোরিয়াকে পার্টিশনড করা হল। উত্তর কোরিয়ায় কার্যত সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। দক্ষিণ কোরিয়ায় যেমন প্রতিষ্ঠিত হল মার্কিন নিয়ন্ত্রণ।

কোরিয়ায় জাপানি উপনিবেশিক শাসনের যুগ শেষ হল।

১৯৪৬ কোরিয়ার দুই অংশেই গঠিত হল ওয়ার্কার্স পার্টি।

১৯৪৮ কোরীয় উপদ্বীপের উত্তরে কোরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র (ডিপিআরকে) প্রতিষ্ঠিত হল। উত্তর কোরিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান কিম ইল-সুং। উত্তর কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করল সোভিয়েত ইউনিয়ন।

উপদ্বীপটির দক্ষিণে প্রতিষ্ঠিত হল কোরিয়া প্রজাতন্ত্র (আরওকে)। দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট হলেন সিংম্যান রি। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহত রইল।

১৯৪৮-৬০ দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজাতন্ত্র।

১৯৪৯ দুই কোরিয়ার দুই ওয়ার্কার্স পার্টি মার্জড হয়ে গঠন করল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া (ডব্লিউপিকে)।

১৯৫০ কোরীয় যুদ্ধের সূচনা।

১৯৫৩ জুলাই ২৭ জাতিসংঘের বাহিনী, চীনা বাহিনী, আর উত্তর কোরিয়ার বাহিনী কোরীয় যুদ্ধবিরতি চুক্তি সই করল। এর মধ্য দিয়ে রণাঙ্গনের লড়াইয়ের অবসান ঘটল।* দক্ষিণ কোরিয়া কোনদিনই এই চুক্তিতে সই করেনি, ফলে টেকনিকালি কোরীয় যুদ্ধ এখনো চলছে।
* কোরীয় যুদ্ধে ২০-৩০ লক্ষ মানুষের মৃত্যু হয়।

১৯৫০-৫৯ প্রেসিডেন্ট সিংম্যান রির নেতৃত্বাধীন দক্ষিণ কোরিয়া বিপুল পরিমাণে মার্কিন আর্থিক, সামরিক, ও রাজনৈতিক সহায়তা লাভ করল।

১৯৬০ নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় ছাত্র বিক্ষোভ। প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন সিংম্যান রি। দক্ষিণ কোরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হল।

১৯৬০-৬৯ দ্রুত শিল্প প্রবৃদ্ধি অর্জন করল উত্তর কোরিয়া।

১৯৬১ দক্ষিণ কোরিয়ায় এক সামরিক ক্যুদেতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করলেন জেনারেল পার্ক চুং-হি।

১৯৬৩ জেনারেল পার্ক সামরিক শাসন সামান্য শিথিল করলেন। ঘোষণা করলেন তৃতীয় প্রজাতন্ত্র। হাতে নিলেন ব্যাপক শিল্প উন্নয়নের কর্মসূচি।

১৯৬৮ জানুয়ারি উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূলে মার্কিন গোয়েন্দা জাহাজ ইউএসএস পুয়েবলোকে পাকড়াও করল, ১১ মাস ধরে জাহাজটির ৮২ জন ক্রুসদস্যকে আটক করে রাখা হল।

১৯৭১ দুই কোরিয়ার রেড ক্রস সোসাইটিগুলোর মধ্যে কোরীয় পুনরেকত্রীকরণের জন্য আলোচনা শুরু হল।

১৯৭২ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করা হল। জেনারেল পার্ক দেশটির চতুর্থ প্রজাতন্ত্র ঘোষণা করলেন এবং সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে নিজের ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে নিলেন। শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের আশাবাদ ব্যক্ত করে যৌথ বিবৃতি প্রদান করল উত্তর ও দক্ষিণ কোরিয়া।

১৯৭৪ ফেব্রুয়ারি পুত্র কিম জং-ইলকে স্বীয় উত্তরাধিকারী হিসাবে মনোনীত করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম ইল-সুং।*
* বামপন্থী রাজনীতিতে সাধারণত বংশানুক্রমিক উত্তরাধিকারের রেয়াজ নেই। প্রধান নেতার উত্তরাধিকারী পার্টি থেকে নির্বাচিত হন। উত্তর কোরিয়া এই নিয়মের একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম।

১৯৭৯ আততায়ীদের হাতে খুন হলেন জেনারেল পার্ক।

১৯৮০ দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা দখল করলেন জেনারেল ছুন দো-হোয়ান। ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে সামরিক আইন জারি, গোয়াংজু শহরে সেনাবাহিনী অন্তত ২০০ জন প্রতিবাদীকে খুন করল। পঞ্চম প্রজাতন্ত্র ও নয়া সংবিধান ঘোষিত হল।

১৯৮০-৮৯ দক্ষিণ কোরিয়ায় হাই-টেক ও কম্পিউটার শিল্পের ব্যাপক বিকাশ।

১৯৮১ দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে সামরিক আইনের অবসান হল, কিন্তু ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন জারি থাকল।

১৯৮৫ ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটিতে যোগদান করল উত্তর কোরিয়া।

১৯৮৬ দক্ষিণ কোরিয়ার সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হল। প্রেসিডেন্ট পদে সরাসরি নির্বাচন আয়োজন করার অনুমোদন প্রদান করা হল। উত্তর কোরিয়ায় ইয়ংবিয়ন গবেষণামূলক পারমাণবিক রিঅ্যাক্টর চাল হল।

১৯৮৭ জুন গণতান্ত্রিক অভ্যুত্থানের ভেতর দিয়ে দক্ষিণ কোরিয়ার ষষ্ঠ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হল, এখন পর্যন্ত এই প্রজাতন্ত্রই টিকে আছে। প্রেসিডেন্ট ছুন দো-হোয়ানের স্থলাভিষিক্ত হলেন জেনারেল রোহ তাই-উও। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক উদারীকরণের পর্ব শুরু হল।

১৯৮৮ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। দেশটির ইতিহাসের প্রথম মুক্ত সংসদীয় নির্বাচন।

১৯৯০-৯৯ উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ দেখা দিল। সরকারি হিসাবে, এই দুর্ভিক্ষে মৃতের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার থেকে ২ লক্ষ ৩৫ হাজারের মাঝামাঝি। (Natsios 2001) এর দাবি সংখ্যাটা অনেক বেশি, ২৫ লক্ষ থেকে ৩৫ লক্ষের মাঝামাঝি।

১৯৯১ উত্তর ও দক্ষিণ কোরিয়া জাতিসংঘে যোগ দিল। দুই কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে পুনরেকত্রীকরণের জন্য আলোচনা শুরু হল। ইউনিফিকেশন ফ্ল্যাগের নকশা আঁকা হল।

১৯৯২ কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে দুই কোরিয়ার মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হল।

১৯৯৩ দক্ষিণ কোরিয়ার প্রথম মুক্তভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হলেন কিম ইয়ুং স্যাম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) উত্তর কোরিয়াকে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি ভঙ্গের দায়ে অভিযুক্ত করল, উত্তর কোরিয়া চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিল। জাপান সাগরে মধ্যপরিসীমার রদং ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষামূলকভাবে নিঃক্ষেপ করল উত্তর কোরিয়া।

১৯৯৪ জুলাই কিম ইল-সুংয়ের মৃত্যু। উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রপ্রধান হলেন কিম জং-ইল। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করল উত্তর কোরিয়া।

১৯৯৬ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলাপমেন্টের (ওইসিডি) সদস্যপদ লাভ করল দক্ষিণ কোরিয়া।

এপ্রিল উত্তর কোরিয়া ঘোষণা করল, সে আর ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ব্যাপারে আগ্রহী নয়। হাজার হাজার উত্তর কোরীয় সেনাকে ডিমিলিটারাইজড জোনে প্রেরণ করা হল।

১৯৯৭ ডন ওবারডর্ফার, দ্য টু কোরিয়াজ: আ কনটেম্পোরারি হিস্ট্রি

১৯৯৮ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন কিম দাই-জুং। গ্রহণ করলেন উত্তর কোরিয়াকে নিঃস্বার্থ অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেয়ার “সানশাইন পলিসি।” কিম ইল-সুংকে উত্তর কোরিয়ার “এটারনাল প্রেসিডেন্ট” ঘোষণা করা হল।

২০০০ জুন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দেশটির রাষ্ট্রপ্রধান কিম জং ইলের সাথে সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দাই-জুং। ৩,৫০০য়েরও বেশি রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করল দক্ষিণ কোরিয়া। ১০০ উত্তর কোরীয়কে তাঁদের দক্ষিণ কোরীয় আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ দেয়া হল।

আগস্ট শান্তিতে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দাই-জুং।

কংদান ওহ ও র‍্যালফ সি. হাসিগ, নর্থ কোরিয়া: থ্রু দ্য লুকিং গ্লাস

২০০১ দক্ষিণ কোরিয়ায় চালু হল ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর।

২০০২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র ইরাক ও ইরানের সাথে উত্তর কোরিয়াকেও শয়তানের অক্ষ বলে চিহ্নিত করলেন।

জুন দুই কোরিয়ার মধ্যে সাময়িক নৌ সংঘাতের ফলে ৪ জন দক্ষিণ কোরীয় ও ৩০ জন উত্তর কোরীয়র মৃত্যু।

সেপ্টেম্বর উত্তর কোরিয়া সফর করলেন জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি। এসময় উত্তর কোরিয়া স্বীকার করে যে ১৯৭০য়ের দশক ও ১৯৮০য়ের দশকে তারা ১৩ জন জাপানি নাগরিককে অপহরণ করেছিল যাদের মধ্যে অন্তত ৪ জন বেঁচে আছেন।

ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন রোহ মু-হিউন। উত্তর কোরিয়া স্বীকার করে নিল তারা গোপনে পারমাণবিক সামর্থ্য বৃদ্ধি করে চলেছে। ইয়ংবিয়নে নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ চালু করল উত্তর কোরিয়া, জাতিসংঘের পরিদর্শকদের দেশটি থেকে তাড়িয়ে দিল।

এরিক কর্নেল, নর্থ কোরিয়া আন্ডার কমিউনিজম: রিপোর্ট অফ অ্যান এনভয় টু প্যারাডাইস
সুনেও আকাহা (সম্পা.), দ্য ফিউচার অফ নর্থ কোরিয়া

২০০৩ জানুয়ারি ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসল উত্তর কোরিয়া। নিউক্লিয়ার ইস্যুর সমাধানকল্পে ছয় জাতির ধারাবাহিক সংলাপ শুরু হল। এরা হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, রাশিয়া, ও যুক্তরাষ্ট্র।

মে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার উদ্দেশ্যে ১৯৯২ সালে দক্ষিণ কোরিয়ার সাথে সম্পাদিত একটি চুক্তি থেকে বেরিয়ে আসল উত্তর কোরিয়া।

অক্টোবর কোরীয় যুদ্ধের পরে সর্বাধিক সংখ্যক কোরীয়র ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রমণ। দক্ষিণ কোরিয়ার হুন্দাই কনগ্লোমারেটের অর্থায়নে তৈরি এক জিমনেশিয়ামের উদ্বোধন উপলক্ষ্যে শত শত দক্ষিণ কোরীয় পিয়ংইয়ং সফর করলেন।

ই. কোয়ান চোই, ই. হান কিম ও ইয়েসুক মেরিল (সম্পা.), নর্থ কোরিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি

২০০৪ ফেব্রুয়ারি ইরাক যুদ্ধে ৩০০০ সেনা পাঠাল দক্ষিণ কোরিয়া।

জুন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিল, দক্ষিণ কোরিয়ায় সেনা উপস্থিতি এক তৃতীয়াংশ কমিয়ে আনবে। দক্ষিণ কোরিয়ার বিরোধী রাজনীতিকরা নিরাপত্তা আশঙ্কা প্রকাশ করল।

আন্দ্রেই লানকভ, ক্রাইসিস ইন নর্থ কোরিয়া: দ্য ফেইলিয়ার অফ ডি-স্ট্যালিনাইজেশন, ১৯৫৬
মাইকেল হ্যারল্ড, কমরেডস অ্যান্ড স্ট্রেঞ্জার্স: বিহাইন্ড দ্য ক্লোজড ডোরস অফ নর্থ কোরিয়া
ব্র্যাডলি কে. মার্টিন, আন্ডার দ্য লাভিং কেয়ার অফ দ্য ফাদারলি লিডার: নর্থ কোরিয়া অ্যান্ড দ্য কিম ডাইনাস্টি
ব্রুস কামিংস, নর্থ কোরিয়া: অ্যানাদার কান্ট্রি

২০০৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া প্রথমবারের মত প্রকাশ্যে স্বীকার করল, দেশটি ‘আত্মরক্ষার’ স্বার্থে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

টিম বেয়াল, নর্থ কোরিয়া: দ্য স্ট্রাগল অ্যাগেইন্সট আমেরিকান পাওয়ার

২০০৬ অক্টোবর জাতিসংঘের নতুন মহাসচিব হলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি-মুন। উত্তর কোরিয়া একটি ভূগর্ভস্থ ফ্যাসিলিটিতে প্রথমবারের মত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করল।

ইয়ান জেফরিজ, নর্থ কোরিয়া: আ গাইড টু ইকোনমিক অ্যান্ড পলিটিকাল ডেভলাপমেন্টস
বালাস জালনতাই, কিম ইল সুং ইন দ্য ক্রুশ্চেভ এরা: সোভিয়েত-ডিপিআরকে রিলেশনস অ্যান্ড দ্য রুটস অফ নর্থ কোরিয়ান ডেসপটিজম, ১৯৫৩-৬৪

২০০৭ ফেব্রুয়ারি দুই কোরিয়া শীর্ষ পর্যায়ের সংলাপে বসতে সম্মত হল। উত্তর কোরিয়া তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে রাজি হল।

এপ্রিল যুক্তরাষ্ট্রের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে সম্মত হল দক্ষিণ কোরিয়া।

মে ৫৬ বছরের মধ্যে প্রথমবারের মত কোরিয়ার উত্তর-দক্ষিণ সীমান্ত অতিক্রম করল যাত্রীবাহী ট্রেন।

আগস্ট সিউলের কাছে খাদ্য সহায়তা চাইল পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া জানাল তারা উত্তরে ৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠাবে।

অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডন্ট হিসাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করলেন রোহ মু-ইউন।

ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি মুং-বাক।

সুং ছুল কিম, নর্থ কোরিয়া আন্ডার কিম জং ইল: ফ্রম কনসলিডেশন টু সিস্টেমিক ডিজোন্যান্স
মার্ক এডওয়ার্ড হ্যারিস, ইনসাইড নর্থ কোরিয়া

২০০৮ ফেব্রুয়ারি আগুন লেগে ধবংস হয়ে গেল দক্ষিণ কোরিয়ার মহত্তম সাংস্কৃতিক নিদর্শন নামদাইমুন গেট।

মার্চ দুই কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি।

অক্টোবর বৈশ্বিক আর্থিক সংকটের মুখে ১৩০ বিলিয়ন ডলারের আর্থিক উদ্ধার প্যাকেজ ঘোষণা করল দক্ষিণ কোরিয়া সরকার।

গ্লিন ফোর্ড ও সইয়িং কিওন, নর্থ কোরিয়া অন দ্য ব্রিংক: স্ট্রাগল ফর সার্ভাইভাল
চার্লস রবার্ট জেনকিনস (জিম ফ্রেডেরিকের সাথে), দ্য রিলাকটেন্ট কমিউনিস্ট: মাই ডেজারশন, কোর্ট-মার্শাল, অ্যান্ড ফোর্টি-ইয়ার ইমপ্রিজনমেন্ট ইন নর্থ কোরিয়া

২০০৯ জানুয়ারি উত্তর কোরিয়া জানাল দক্ষিণ কোরিয়ার সাথে হওয়া সব আর্থসামরিক চুক্তি থেকে বেরিয়ে আসবে।

মার্চ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে দুই মার্কিন সাংবাদিক লরা লিং ও ইউনা লিকে গ্রেপ্তার করল উত্তর কোরিয়া।

মে দ্বিতীয়বারের মত পারমাণবিক পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

জুন উত্তর কোরিয়ার দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার নিন্দা জানাল জাতিসংঘের সাধারণ পরিষদ।

আগস্ট দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দাই-জুংয়ের মৃত্যু, মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সিউলে প্রতিনিধি পাঠাল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিশেষ তৎপরতায় মুক্তি পেলেন গ্রেপ্তারকৃত মার্কিন সাংবাদিকদ্বয় লরা ও ইউনা, যাদেরকে ১২ বছর কঠোর শ্রমের দণ্ড দেয়া হয়েছিল।

নভেম্বর বিতর্কিত নৌসীমা কেন্দ্রিক বিরোধের জের ধরে দুই কোরিয়ার যুদ্ধজাহাজগুলোর মধ্যে গুলি বিনিময়।

জ্যা-ছেওন লিম, কিম জং ইল’স লিডারশিপ অফ নর্থ কোরিয়া
ক্রিস স্প্রিংগার, নর্থ কোরিয়া কট ইন টাইম: ইমেজেস অফ ওয়ার অ্যান্ড রিকন্সট্রাকশন
সুং ছুল কিম ও ডেভিড সি. কাং (সম্পা.), এনগেইজমেন্ট উইদ নর্থ কোরিয়া: আ ভায়াবল অল্টারনেটিভ

২০১০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে খাদ্য সহায়তা গ্রহণ করল উত্তর কোরিয়া।

মে একটি উত্তর কোরীয় টর্পেডো দক্ষিণ কোরীয় নৌজাহাজ চেওনানকে ডুবিয়ে দিলে উত্তরের সাথে সর্বপ্রকার বাণিজ্য থেকে বেরিয়ে এল দক্ষিণ কোরিয়া, দক্ষিণের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া।

নভেম্বর দুই কোরিয়ার মধ্যে সীমিত আকারে গুলি বিনিময়।

ব্রায়ান রেইনল্ডস মায়ার্স, দ্য ক্লিনেস্ট রেস: হাউ নর্থ কোরিয়ানস সী দেমসেলভস অ্যান্ড হোয়াই ইট ম্যাটার্স
নারুশিগে মিচিশিতা, নর্থ কোরিয়াজ মিলিটারি-ডিপ্লোমেটিক ক্যাম্পেইনস, ১৯৬৬-২০০৮
সুক-ইয়ুং কিম, ইল্যুসিভ ইউটোপিয়া: থিয়েটার, ফিল্ম, অ্যান্ড এভরিডে পারফরমেন্স ইন নর্থ কোরিয়া

২০১১ ডিসেম্বর কিম জং-ইলের মৃত্যু। উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রনায়ক হলেন কিম জং-উন। দেশটিতে ক্ষমতায় আসল কিম পরিবারের তৃতীয় প্রজন্ম।

কেন ই. গাউস, নর্থ কোরিয়া আন্ডার কিম জং-ইল: পাওয়ার, পলিটিকস, অ্যান্ড প্রসপেক্টস ফর চেইঞ্জ
সুক হি কিম, তেরেন্স রোয়েহরিগ, ও বার্নহার্ড স্যালিজার (সম্পা.), দ্য সার্ভাইভাল অফ নর্থ কোরিয়া: এসেজ অন স্ট্র্যাটেজি, ইকোনমিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস

২০১২ আগস্ট প্রথম দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট হিসাবে লিয়ানকোর্ট রকস সফর করলেন লি-মিউং বাক। লিয়ানকোর্ট রকসের ওপর জাপানেরও দাবি থাকায় প্রতিবাদ হিসাবে টোকিও সিউল থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল।

অক্টোবর যুক্তরাষ্ট্রের সাথে একটি সামরিক চুক্তিতে গেল দক্ষিণ কোরিয়া, নিজ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসীমা প্রায় তিনগুন বৃদ্ধি করল। উত্তর কোরিয়া দাবি করল তার কাছে এমন ক্ষেপনাস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে।

ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন পার্ক গিউন-হুই।

২০১৩ ফেব্রুয়ারি তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, প্রতিক্রিয়ায় দেশটির ওপর নতুন করে অবরোধ দিল যুক্তরাষ্ট্র।

মার্চ উত্তর কোরিয়াকে সাইবার আক্রমণের দায়ে অভিযুক্ত করল দক্ষিণ কোরিয়া।

সেপ্টেম্বর চীন মিত্রতা সত্ত্বেও উত্তর কোরিয়ায় এমন সব জিনিশপাতির রফতানি নিষিদ্ধ করল যা পারমাণবিক, রাসায়নিক, বা জৈব অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।

ডিসেম্বর কিম জং-উনের চাচা শাং সং-থায়েককে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অপরাধী সাব্যস্ত করা এবং দ্রুত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

আন্দ্রেই লানকভ, দ্য রিয়েল নর্থ কোরিয়া: লাইফ অ্যান্ড পলিটিকস ইন দ্য ফেইল্ড স্ট্যালিনিস্ট ইউটোপিয়া

২০১৪ মার্চ বিতর্কিত সমুদ্রসীমা নিয়ে দুই কোরিয়ার মধ্যে গুলিবিনিময়।

এপ্রিল দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সেউল ফেরি ডুবে যাওয়ায় অন্তত ২৮১ জনের মৃত্যু, অধিকাংশই হাইস্কুল শিক্ষার্থী।

ডিসেম্বর ‘উত্তর কোরিয়াপন্থী’ হওয়ার দায়ে অভিযুক্ত করে দক্ষিণ কোরিয়ার বামপন্থী রাজনৈতিক দল ইউনিফাইড প্রগ্রেসিভ পার্টিকে নিষিদ্ধ করল দেশটির সাংবিধানিক আদালত।

২০১৫ নভেম্বর-ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা দিল।

২০১৬ জানুয়ারি উত্তর কোরিয়া সরকার প্রথমবারের মত হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দিল, যদিও বিশেষজ্ঞরা ঘোষণার সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন।

মে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মত কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হল। কিম জং-উন পার্টিপ্রধান হিসাবে নির্বাচিত হলেন।

ডিসেম্বর ৯ ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হুই।

২০১৭ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন মুন জে-ইন, উত্তর কোরিয়ার সাথে সংকট কূটনৈতিক উপায়ে নিরসনের প্রতিজ্ঞা করলেন এই মধ্য-বামপন্থী।

২০১৮ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হল শীতকালীন অলিম্পিক গেমস।

এপ্রিল উত্তর কোরিয়ার প্রথম নেতা হিসাবে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে সাক্ষাৎ করলেন কিম জং-উন।

জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ঐতিহাসিক সাক্ষাৎকারে মিলিত হলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উন।

চৌ সু নাম ও পাক কুম ইল, ডিপিআরকে: সেভেন ডিকেডস অফ ক্রিয়েশন অ্যান্ড চেইঞ্জেস

২০১৯ প্রথমবারের মত রাশিয়া সফর করলেন কিম জং-উন।

লেনকা কাইসোভা, নর্থ কোরিয়াজ ফরেন পলিসি: দ্য ডিপিআরকে’জ পার্ট অন দ্য ইন্টারন্যাশনাল সীন অ্যান্ড ইটস অডিয়েন্সেস

২০২২ এরিক ইয়ং জুন লি ও রিদওয়ান করিম, দ্য ইউএস-ডিপিআরকে পীস ট্রিটি: আ কমেন্টারি

তথ্যসূত্র

BBC. 2019. “North Korea profile – Timeline.” BBC, April 26.
https://www.bbc.com/news/world-asia-pacific-15278612
2018. “South Korea profile – Timeline.” BBC, May 1.
https://www.bbc.com/news/world-asia-pacific-15292674

Cartwright, Mark. 2016. “Ancient Korea.” World History Encyclopedia. Last modified October 21, 2016. https://www.worldhistory.org/Korea/.

Natsios, Andrew S. 2001. The Great North Korean Famine. Washington, D.C.: United States Institute of Peace Press.

Salter, Christopher L. 2007. North Korea. 2nd ed. New York: Chelsea House.
2002. South Korea. Philadelphia: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *