Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.

সাল

২০১-৩০০ লৌহ যুগের বান্টুভাষী গোষ্ঠীগুলো পশ্চিম-মধ্য আফ্রিকা থেকে মোজাম্বিক ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় সরে এল।

১০০১-১১০০ লিম্পোপো ও জাম্বেজি নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠল শোনা সাম্রাজ্য।

১৪৯৮ ভাস্কো দা গামার নেতৃত্বাধীন পর্তুগিজ অভিযাত্রা মোজাম্বিক উপকূলে নোঙর ফেলল।

১৫০১-১৭০০ মোজাম্বিকে পর্তুগিজদের উপনিবেশায়ন।

১৭০১-১৯০০ মোজাম্বিক একটি প্রধান দাস বাণিজ্যকেন্দ্রে পরিণত হল।

১৮৪২ পর্তুগিজরা মোজাম্বিকে দাস বাণিজ্য বেআইনী ঘোষণা করল।

১৮৭৮ পর্তুগিজরা মোজাম্বিকের বিপুল পরিমাণ ভূখণ্ড বাণিজ্যিক কোম্পানিগুলোকে লিজ দিল, যারা নিজেদের স্বার্থে ও অবকাঠামো নির্মাণ করতে আফ্রিকানদের দাস শ্রম শোষণ করল।

১৯৩২ পর্তুগাল বাণিজ্য কোম্পানিগুলোকে ভেঙে ফেলল এবং উপনিবেশের ওপর প্রত্যক্ষ শাসন আরোপ করল।

১৯৫০-৬০য়ের দশক উপনিবেশিক অর্থনীতির স্বর্ণযুগ, মোজাম্বিকে এসময় নতুন করে বহু পর্তুগিজ বসতিস্থাপনকারীর আগমন ঘটে।

১৯৬২ নির্বাসিত সক্রিয়তাবাদীদের দ্বারা গঠিত হল মোজাম্বিক মুক্তি ফ্রন্ট (ফ্রেলিমো), যার নেতা ছিলেন এদুয়ার্দো মন্দলানে।

১৯৬৪ পর্তুগালের বিরুদ্ধে ফ্রেলিমো বাহিনীর স্বাধীনতা যুদ্ধ শুরু। ফ্রেলিমোর গেরিলারা পর্তুগিজদের নাস্তানাবুদ করে ছাড়লেন। উত্তরাঞ্চলের অধিকাংশের দখল নিলেন।

১৯৭৪ পর্তুগালে সামরিক ক্যুদেতা। নতুন সরকার ফ্রেলিমোর স্বাধীনতার দাবিতে সম্মত হলেন। মোজাম্বিক ছাড়লেন ২ লক্ষ ৫০ হাজার পর্তুগিজ।

১৯৭৫ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল মোজাম্বিক। প্রেসিডেন্ট হলেন সামোরা মাচেল। ফ্রেলিমোর অধীনে কায়েম হল একদলীয় শাসন।

১৯৭৬ প্রথমে রোডেশিয়া ও পরে দক্ষিণ আফ্রিকার মদতে ফ্রেলিমোর বিরুদ্ধে প্রতিষ্ঠিত হল রেনেমো।

১৯৭৭ মার্কসবাদ-লেনিনবাদ গ্রহণ করল ফ্রেলিমো।

১৯৮৬ এক বিমান দুর্ঘটনায় নিহত হলেন প্রেসিডেন্ট মাশেল। মোজাম্বিকের নয়া প্রেসিডেন্ট হলেন জোয়াকিম চিসান্নো।

১৯৮৯ মার্কসবাদ-লেনিনবাদ বর্জন করল ফ্রেলিমো।

১৯৯২ ‘রোম শান্তি চুক্তি’: প্রেসিডেন্ট চিসান্নো ও রেনামো নেতা আলফসোঁ ধাকলামার মধ্যে।

১৯৯৫ ব্রিটিশ সাধারণতন্ত্রে যোগ দিল মোজাম্বিক।

২০০৬ জুলাই: জি৮ জাতিদের এক পরিকল্পনা মোতাবেক মোজাম্বিকের অধিকাংশ ঋণ মকুব করে দিল বিশ্বব্যাংক।

২০১১ অক্টোবর: ইতালীয় জ্বালানি কোম্পানি এনি জানাল, উত্তরাঞ্চলের কাবো দেলগাদো প্রদেশের উপকূলীয় অঞ্চলে বিপুল সংখ্যক গ্যাসের মজুতের সন্ধান পেয়েছে।

২০১৪ অক্টোবর: প্রেসিডেন্ট হলেন ক্ষমতাসীন ফ্রেলিমো দলপ্রার্থী ফিলিপ নিউসি।

২০১৭ নভেম্বর: উত্তরাঞ্চলের কাবো দেলগাদো প্রদেশে জিহাদি অভ্যুত্থানের সূচনা।

২০২০ জানুয়ারি: দ্বিতীয় ও শেষ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করলেন ফিলিপ নিউসি।

তথ্যসূত্র

BBC. 2019. “Mozambique profile – Timeline.” BBC, March 19, 2019.
https://www.bbc.com/news/world-africa-13890720

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

By irrafinofficial

ইরফানুর রহমান রাফিনের জন্ম ঢাকায়, ১৯৯২ সালে। বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমে লিখে অন্নসংস্থান করেন। নিজেকে স্মৃতি সংরক্ষণকারীদের পরম্পরার একজন হিসাবে দেখেন। যোগাযোগ: irrafin2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.