Featured Image: Wikimedia Commons.
সাল
১৪৮৮ নামিবিয়া পরিদর্শন করলেন পর্তুগিজ নাবিক বার্তোলোমিউ দিয়াজ।
১৮৮৬-৯০ পর্তুগাল আর ব্রিটেনের সাথে জার্মানি এসময় যে চুক্তিগুলো করে, তাই আফ্রিকান রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক সীমান্তগুলো নির্ধারণ করে দিয়েছে। জার্মানি এসময় বর্তমান নামিবিয়া দখল করে নেয়। এর নাম দেয়া হয় দক্ষিণ পশ্চিম আফ্রিকা।
১৮৯২-১৯০৫ আদিবাসী নামা ও হারেরো জাতির মানুষেরা জার্মান উপনিবেশিক দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
* এসময় হারেরো জাতির ৮০% নিশ্চিহ্ন হয়ে যায়। প্রায় ৬০ হাজার মানুষকে খুন করা হয়, শরণার্থীতে পরিণত হন আরো ১৫ হাজার। আধুনিক জামানার প্রথম দিককার গণহত্যা বিবেচিত হয়।
১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।
* যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকা অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছিল।
১৯২০ লীগ অফ নেশনসের কাছ থেকে দক্ষিণ পশ্চিম আফ্রিকা শাসন করার ম্যান্ডেট লাভ করল দক্ষিণ আফ্রিকা।
১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ।’
* দক্ষিণ পশ্চিম আফ্রিকা নিয়ে জাতিসংঘ আর দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল।
১৯৫৮ হারমান তইভো ইয়া তইভো ও অন্যরা মিলে বিরোধীদলীয় ওভাম্বোল্যান্ড গণকংগ্রেস গঠন করলেন।
১৯৬০ ওভাম্বোল্যান্ড গণকংগ্রেস দক্ষিণ আফ্রিকা গণসংগঠনে (সোয়াপো) পরিণত হল।
১৯৬৬ দক্ষিণ আফ্রিকার দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হল সোয়াপো।
১৯৬৮ জাতিসংঘের সাধারণ পরিষদ দক্ষিণ পশ্চিম আফ্রিকার নাম আনুষ্ঠানিকভাবে বদলে নামিবিয়া রাখল।
১৯৭৩ জাতিসংঘ সোয়াপো’কে নামিবিয়ার জনগণের ‘একমাত্র বৈধ প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দিল।
১৯৮৮ অ্যাঙ্গোলা থেকে কিউবান সেনা প্রত্যাহারের শর্তে নামিবিয়াকে স্বাধীনতা দিতে রাজি হল দক্ষিণ আফ্রিকা।
১৯৮৯ জাতিসংঘের তদারকিতে নামিবীয় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল।*
* নির্বাচনে সোয়াপো জেতে।
১৯৯০ মার্চ: দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা অর্জন করল নামিবিয়া। দেশটির প্রথম প্রেসিডেন্ট হলেন স্যাম নুজোমা।
১৯৯৪ দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে থাকা ওয়ালভিস বে ছিটমহল নামিবিয়ার হাতে তুলে দেয়া হল।
২০০৪ আগস্ট: উপনিবেশিক আমলের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল জার্মানি, কিন্তু জানিয়ে দিল কোন ক্ষতিপূরণ দেয়া হবে না।
২০০৭ ফেব্রুয়ারি: নামিবিয়া সফর করলেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। ত্রাণ ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করলেন।
২০১১ অক্টোবর: জার্মানির একটি যাদুঘর থেকে আদিবাসী হারেরো ও নামা জাতির ২০ জন মানুষের মাথার খুলি নামিবিয়ায় ফিরিয়ে আনা হল।
২০১৪ নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হেজ গেইনগব।
২০১৯ নভেম্বর: প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন গেইনগব।
তথ্যসূত্র
BBC. 2019. “Namibia profile – Timeline.” BBC, December 2, 2019.
https://www.bbc.com/news/world-africa-13891138
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি