এল সালভাদোর

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৫২৪ স্পেনীয় রোমাঞ্চপ্রিয় পেদ্রো দে আলভারাদো জয় করলেন এল সালভাদোর।

১৫২৪-৪০ স্পেনীয় উপনিবেশিক শক্তির বিরুদ্ধে আদিবাসী এল সালভাদোরীয়দের প্রতিরোধ যুদ্ধ।

১৫৪০ আদিবাসী এল সালভারোদীয়দের প্রতিরোধ যুদ্ধের অবসান, একটি স্পেনীয় উপনিবেশে পরিণত হল এল সালভাদোর।

১৮২১ স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল এল সালভাদোর।

১৮২৩ হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।

১৮৪০ ইউপিসিএর বিলুপ্তি পূর্ণ স্বাধীনতা লাভ করল এল সালভাদর।

১৮৫৯-৬৩ এল সালভাদোরে কফি আবাদ চালু করলেন প্রেসিডেন্ট জেরারদো ব্যারিওস।

১৯৩২ অগাস্টিন ফারাবুন্তো মার্তির নেতৃত্বে একটি কৃষক অভ্যুত্থান। রক্তাক্ত উপায়ে দমন করা হল। এসময় সরকারের হাতে ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

১৯৬১ এক সামরিক ক্যুদেতার ধারাবাহিকতায় ক্ষমতায় এল ডানপন্থীদের জাতীয় মিলনসাধন দল (পিসিএন)।

১৯৬৯ হন্ডুরাস আর এল সালভাদোরের মধ্যে ‘সকার যুদ্ধ’ বেঁধে গেল।

১৯৭৭ বামপন্থী ফারাবুন্তো মার্তি জাতীয় মুক্তিফৌজের (এফএমএলএন) গেরিলা কার্যক্রমের তীব্রতা বৃদ্ধি পেল। এসময় সরকারি বাহিনী ও ডেথ স্কোয়াডগুলোর হাতে বিপুল হারে মানবাধিকার লঙ্ঘণের প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনারেল কার্লোস রোমেরো।

১৯৭৯-৮১ সেনা-মদতপুষ্ট ডানপন্থী ডেথ স্কোয়াডগুলোর হাতে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হল।

১৯৮০ আততায়ীদের হাতে খুন হলেন সান সালভাদোরের আর্চবিশপ ও মানবাধিকার কর্মী অস্কার রোমারিও। ১৯৩১ সালের পর প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হলেন হোসে নেপোলিয়ান দুয়ার্তে।

১৯৮১ এফএমএলএনকে বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতিপ্রদান করল ফ্রান্স ও মেক্সিকো।

১৯৮২ সহিংস হয়ে ওঠা সংসদীয় নির্বাচনে জয়লাভ করল উগ্র ডানপন্থীদের জাতীয় প্রজাতন্ত্রী ঐক্যজোট (আরেনা)।

১৯৮৪ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দুয়ার্তে।

১৯৮৬ এফএমএলএনের সাথে আপোসরফার প্রক্রিয়া শুরু করলেন দুয়ার্তে।

অলিভার স্টোন, সালভাদোর

১৯৮৯ বিতর্কিত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন আরেনার আলফ্রেডো ক্রিস্টিয়ানি।

১৯৯১ একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এফএমএলএন। জাতিসংঘের মধ্যস্ততায় শান্তি চুক্তি সই করল এফএমএলএন ও এল সালভাদোর সরকার।

১৯৯৪ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেনা প্রার্থী আরমান্দো ক্যালেড্রন সল।

১৯৯৭ সান সালভাদোরের মেয়র নির্বাচিত হলেন বামপন্থী হেক্টর সিলভা।

১৯৯৯ সাবেক গেরিলা ফাকুন্দো গুয়ারদাদোকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেনা প্রার্থী ফ্রান্সিসকো ফ্লোরেস।

২০০৩ আগস্ট ইরাকে ৩৬০ জনের একটি সেনাদল পাঠাল এল সালভাদোর।

২০০৪ যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, এল সালভাদোর, কোস্টা রিকা, আর নিকারাগুয়ার সাথে মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সই করল হন্ডুরাস।

২০০৯ জুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মরিসিও ফুনেস।

২০১৪ এপ্রিল নির্বাচনে জিতে এল সালভাদোরের প্রথম সাবেক বামপন্থী বিদ্রোহী প্রেসিডেন্ট হলেন সানচেজ সেরেন।

২০১৫ জানুয়ারি অস্কার রোমারিওকে শহিদ ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস।

তথ্যসূত্র

BBC. 2018. “El Salvador profile – Timeline.” BBC, May 16.
https://www.bbc.com/news/world-latin-america-19402222

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *