Featured Image: Wikimedia Commons.
সাল
১৮৮০র দশক ফ্রান্স অত্র অঞ্চলটি দখল করে নিল।
১৮৯৪ উবাঙ্গি-চারি অঞ্চলে ফ্রান্স একটি ডিপেন্ডেন্সি গঠন করে বাণিজ্যিক সুবিধাপ্রাপ্তদের মধ্যে বন্টন করে দিল।
১৯১০ ফরাসি ইকুয়েটোরাল আফ্রিকা ফেডারেশনের অংশ হয়ে গেল উবাঙ্গি-চারি।
১৯২০-৩০ বাণিজ্যিক সুবিধাপ্রাপ্তদের জুলুমনিপীড়নের বিরুদ্ধে আদিবাসী আফ্রিকানদের সহিংস প্রতিবাদ।
১৯৪৬ অঞ্চলটিকে নিজস্ব সংসদ এবং ফরাসি সংসদে প্রতিনিধিত্ব প্রদান করা হল। স্বাধীনতাপন্থী কালো আফ্রিকানদের সামাজিক বিবর্তন আন্দোলনের (মেসান) প্রতিষ্ঠাতা বার্থেলেমি বোগান্ডা প্রথম মধ্য আফ্রিকান হিসেবে ফরাসি সংসদে নির্বাচিত হলেন।
১৯৫৭ ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকার মহাপরিষদের প্রেসিডেন্ট হলেন বোগান্ডা।
১৯৫৮ ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকার কাঠামোর মধ্যে অঞ্চলটি স্বশাসন লাভ করল, প্রধানমন্ত্রী হলেন বার্থেলেমি বোগান্ডা।
১৯৫৯ বার্থেলেমি বোগান্ডার মৃত্যু।
১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, প্রেসিডেন্ট হলেন ডেভিড ডাকো।
১৯৬২ ডেভিড ডাকোর নেতৃত্বে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হল, একমাত্র বৈধ রাজনৈতিক দল হল মেসান।
১৯৬৫ সেনা কমান্ডার জাঁ-বেদাল বোকাসা কর্তৃক উৎখাত হলেন ডাকো।
১৯৭২ বোকাসা নিজেকে প্রেসিডেন্ট ফর লাইফ ঘোষণা করলেন।
১৯৭৬ বোকাসা নিজেকে সম্রাট ঘোষণা করলেন, এবং দেশের নাম বদলে ‘মধ্য আফ্রিকান সাম্রাজ্য’ রাখলেন।
১৯৭৯ ফরাসি সেনা সহায়তায় এক ক্যুদেতায় বোকাসাকে উৎখাত করলেন ডাকো।
১৯৮১ এক ক্যুদেতায় ডাকোকে উৎখাত করলেন আরেক সেনা কমান্ডার আন্দ্রে কলিংবা।
১৯৮৪ সকল রাজনৈতিক দলনেতার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হল।
১৯৮৬ নির্বাসন শেষে ফ্রান্স থেকে দেশে ফিরলেন বোকাসা।
১৯৮৮ বোকাসাকে মৃত্যুদণ্ড দেয়া হল, কিন্তু পরে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।
১৯৯১ রাজনৈতিক দল গঠন করার অনুমতি দেয়া হল।
১৯৯৩ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন আন্দ্রে-ফেলিক্স পাতাসি।
১৯৯৬ মে: অপরিশোধিত বেতনের দাবিতে রাজধানী বাঙ্গুইয়ে সেনা বিদ্রোহ।
১৯৯৯ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন পাতাসি।
২০০১ মে: সাবেক প্রেসিডেন্ট কলিংবার নেতৃত্বে এক ব্যর্থ ক্যুদেতা প্রচেষ্টায় অন্তত ৫৯ জন নিহত।
২০০৩ মার্চ: বিদ্রোহী নেতা ফ্রাঁসোয়া বোজিজে বাঙ্গুই দখল করে নিলেন, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন, এবং সংসদ বিলুপ্ত করে দিলেন। প্রেসিডেন্ট আন্দ্রে-ফেলিক্স পাতাসি এসময় দেশের বাইরে ছিলেন। হপ্তাখানেকের মধ্যে রূপান্তরকালীন সরকার গঠন করা হল।
২০০৫ আগস্ট: বাঙ্গুইয়ে বন্যায় ২০ হাজার মানুষ গৃহহীন হলেন।
২০০৬ জুন: জাতিসংঘ জানাল, উত্তরে এক সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৩৩ জন মানুষ নিহত হয়েছেন।
২০০৮ ফেব্রুয়ারি: উগান্ডার লর্ডস রেজিস্ট্যান্স আর্মির বিদ্রোহীরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অভিযান চালালেন।
২০১১ এপ্রিল: সাবেক প্রেসিডেন্ট পাতাসির মৃত্যু।
২০১২-বর্তমান মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের গৃহযুদ্ধ।
তথ্যসূত্র
BBC. 2018. “Central African Republic profile – Timeline.” BBC, August 1, 2018.
https://www.bbc.com/news/world-africa-13150044
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি