
চাদ
Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ
সাল
১৮৮৩-৯৩ ওউদাই, বাগুইরমি, ও কানেম-বোর্নু রাজ্য জয় করলেন সুদানি অভিযাত্রিক রাবিহ আল-জুবায়ের, রাজ্যগুলো বর্তমান চাদের ভূখণ্ডে অবস্থিত ছিল।
১৯০০ ফরাসিরা আল-জুবায়েরের বাহিনীকে পরাজিত করল, পরবর্তী এক দশক ধরে চলল দেশটির উপনিবেশায়ন।
১৯১৩ চাদ আনুষ্ঠানিকভাবে একটি ফরাসি উপনিবেশে পরিণত হল।
১৯৬০ স্বাধীনতা অর্জন করল চাদ। প্রেসিডেন্ট হলেন ফ্রাঁসোয়া, পরিবর্তীতে নগার্তা, তোম্বালবায়ে। তিনি ছিলেন দেশটির দক্ষিণাঞ্চলের একজন খ্রিস্টান।
১৯৬৩ রাজনৈতিক দল নিষিদ্ধ করা হল। এর বিরুদ্ধে মুসলিম-অধ্যুষিত উত্তরাঞ্চলে সহিংস প্রতিবাদ দেখা দিল।
মে ২৫ আফ্রিকা ইউনিয়নে (এইউ) যোগ দিল চাদ।
১৯৬৬ উত্তরাঞ্চলের বিদ্রোহ পূর্ণ গেরিলা যুদ্ধে রূপ নিল।
১৯৭৩ ফরাসিদের সহায়তায় উত্তরাঞ্চলের গেরিলাদের দমন করল চাদ।
১৯৭৫ প্রেসিডেন্ট নগার্তা তোম্বালবায়ে প্রথমে উৎখাত ও পরে খুন হলেন এক ক্যুদেতায়, যার নেতৃত্বে ছিলেন দেশটির দক্ষিণাঞ্চলের আরেক খ্রিস্টান ফেলিক্স মালুম।
১৯৭৭ চাদের আউজউ উপত্যকা নিজ সীমানাভুক্ত করল লিবিয়া।
১৯৮০ উত্তরাঞ্চলের গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে দক্ষিণভিত্তিক চাদ সরকারকে সহায়তা করতে সেনাদল পাঠাল লিবিয়া।*
* চাদ সরকার লড়ছিল প্রেসিডেন্ট গোকুনি ওউদেইয়ের নেতৃত্বে, উত্তরাঞ্চলের গেরিলারা লড়ছিলেন হিসেনে হাব্রের নেতৃত্বে।
১৯৮১ প্রেসিডেন্ট ওউদেইয়ের অনুরোধে সেনা প্রত্যাহার করল লিবিয়া।
১৯৮২ এক ক্যুদেতায় ক্ষমতা দখল করলেন হিসেনে হাব্রে।
১৯৮২-৯০ হিসেনে হাব্রের শাসনকাল।*
* অধিকার সংস্থাগুলোর মতে, এই সময় দেশটিতে ৪০ হাজার মানুষকে খুন করা হয়।
১৯৮৩ হাব্রে সরকারকে স্বীকৃতি দিল অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি (ওএইউ)।
১৯৯০ সাবেক মিত্র ইদ্রিস ডেবি কর্তৃক উৎখাত হলেন হাব্রে।
১৯৯৬ চাদের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন ডেবি।
২০০১ বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেবিকে বিজয়ী ঘোষণা করা হল।
২০১১ জানুয়ারি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী পালন করল চাদ।
২০১৩ জুলাই সেনেগালে গ্রেপ্তার হলেন সাবেক প্রেসিডেন্ট হিসেনে হাব্রে।
২০১৫ জুলাই সেনেগালে হিসেনে হাব্রের বিচার শুরু হল।
২০১৬ যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ও নির্যাতন সংঘটনের দায়ে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মদতপুষ্ট এক সেনেগালি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রেসিডেন্ট হিসেনে হাব্রে।
২০২১ প্রেসিডেন্ট ডেবির মৃত্যু।
২০২৩ চাদে বেসামরিক শাসন ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নতুন সংবিধান রচনা করতে গণভোট আয়োজনের পরিকল্পনা হাতে নেয়া হল।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 2, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. 2021. “Chad profile – Timeline.” BBC, April 20.
https://www.bbc.com/news/world-africa-13164690
— 2023. “Chad country profile.” BBC, July 28.
https://www.bbc.com/news/world-africa-13164686
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি