Featured Image: Wikimedia Commons.
সাল
১৮৬৭ স্বর্ণলালসা ইওরোপীয়দের টেনে আনল, খনিশ্রমের কাজ শুরু।
১৮৮৫ ব্রিটিশরা বেছুয়ানাল্যান্ড নামে একটি প্রটেক্টরেট ঘোষণা করল।
১৮৯০ ব্রিটিশ প্রটেক্টরেট চোবে নদী পর্যন্ত প্রসারিত হল।
১৯৫০ ব্রিটিশরা নগোয়াতে গোত্রের সর্দার সেরেতসে খামাকে উৎখাত ও নির্বাসিত করল।
১৯৫২ সেরেতসে খামাকে নির্বাসিত করার বিরুদ্ধে প্রতিবাদ দেখা দিল।
১৯৫৯ বেছুয়ানাল্যান্ডে তামার খনি প্রতিষ্ঠা করা হল।
১৯৬০ গঠন করা হল বেছুয়ানাল্যান্ড জনদল (বিপিপি)। ডিসেম্বর: ব্রিটিশরা বেছুয়ানাল্যান্ডের জন্য একটি নয়া সংবিধান অনুমোদন দিল। এই সংবিধানের আলোকে নির্বাহী পরিষদ, আইন পরিষদ, ও আফ্রিকান পরিষদ প্রতিষ্ঠা করা হল।
১৯৬১ সেরেতসে খামাকে নির্বাহী পরিষদে নিয়োগ দেয়া হল।
১৯৬২ সেরেতসা খামা কর্তৃক গঠিত হল বেছুয়ানাল্যান্ড গণতান্ত্রিক দল (বিডিপি), যা পরবর্তীতে বতসোয়ানা গণতান্ত্রিক দলে পরিণত হবে।
১৯৬৫ গাবোরোনে বতসোয়ানার প্রশাসনিক কেন্দ্রে পরিণত হল।
১৯৬৬ সেপ্টেম্বর: ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল বেছুয়ানাল্যান্ড। বতসোয়ানা প্রজাতন্ত্রে পরিণত হল। প্রেসিডেন্ট হলেন সেরেতসে খামা।
১৯৬৭ ওরাপায় সোনা আবিষ্কৃত হল।
১৯৭৭ মার্চ: গঠন করা হল বতসোয়ানা ডিফেন্স ফোর্সেস।
১৯৮০ সেরেতসে খামার মৃত্যু।
১৯৯১ বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডাকার ধারাবাহিকতায় রাষ্ট্রীয় খাতের ১২ হাজার শ্রমিককে ছাঁটাই করা হল।
১৯৯৫ মধ্য কালাহারি গেম রিজার্ভের বাইরে বসতি বানিয়ে সেখানে আদিবাসী সান জাতির হাজার হাজার মানুষকে স্থানান্তরিত করতে শুরু করল বতসোয়ানা সরকার।
১৯৯৯ সেপ্টেম্বর: ভোটার নিবন্ধন সমস্যা সমাধানকল্পে ৬ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হল।
২০০৩ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে থেকে আসা ‘অবৈধ অভিবাসীদের’ ঢেউ আটকাতে বতসোয়ানা-জিম্বাবুয়ে সীমান্তে বেড়া বানাতে শুরু করল বতসোয়ানা।
২০০৬ ডিসেম্বর: আদিবাসী সান জাতির মানুষেরা ৪ বছর ধরে চলা একটি আইনী লড়াইয়ে জিতে নিজেদের পূর্বপুরুষের জমির ওপর নিয়ন্ত্রণ বুঝে পেল।
২০০৮ মার্চ: প্রতিষ্ঠা করা হল বতসোয়ানার হীরক বাণিজ্য কোম্পানি (ডিটিসিবি)।
২০১১ এপ্রিল: বেতনের দাবিতে সরকারি কর্মচারীরা ২ মাসের জন্য ধর্মঘটে গেল।
২০১৪ নভেম্বর: আইনী স্বীকৃতি লাভ করল সমকামী অধিকার গোষ্ঠী।
২০১৮ প্রেসিডেন্ট হলেন মকগুইতসি মাসিসি।
তথ্যসূত্র
BBC. “Botswana profile – Timeline.” BBC, September 20, 2017.
https://www.bbc.com/news/world-africa-13041658
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি