ইসোয়াতিনি

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৮৯৪ ব্রিটেন ও ট্রান্সভালের বুয়োর প্রজাতন্ত্র এসময় সম্মিলিতভাবে শাসন করছে সোয়াজিল্যান্ড।*
* দেশটির আগের নাম।

১৯০৭ সোয়াজিল্যান্ড একটি ব্রিটিশ হাই কমিশন ভূখণ্ডে পরিণত হল।

১৯২১ মসনদে বসলেন রাজা দ্বিতীয় সোভুজা।

১৯৬২ নগোয়ে জাতীয় মুক্তিকামী কংগ্রেস (এনএনএলসি) গঠন করা হল।

১৯৬৪ সোয়াজিল্যান্ডের প্রথম সংবিধান বলবৎ করা হল।

১৯৬৮ ব্রিটিশ সাধারণতন্ত্রের মধ্যে স্বাধীনতা লাভ করল সোয়াজিল্যান্ড।

১৯৭৩ রাজা সোভুজা সংবিধান স্থগিত করলেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন।

১৯৭৯ নয়া সংবিধানের উদ্বোধন।

১৯৮২ রাজা সোভুজার মৃত্যু।

১৯৮৬ রাষ্ট্রীয় সর্বোচ্চ পরিষদ লিকোকো বিলুপ্ত করে দিলেন মসোয়াতি।

১৯৯৭ এসএফটিইউর ডাকা একটি সাধারণ ধর্মঘট পালন করলেন ইসোয়াতিনির অর্ধেক শ্রমশক্তি।

২০০৪ জুলাই রাজা তাঁর স্ত্রীদের একাংশের জন্য কিছু নতুন রাজকীয় নিবাস নির্মাণ করার প্রস্তাব দিলেন।

২০০৫ আগস্ট রাজা একটি নয়া সংবিধানে সই করলেন।

২০১৮ এপ্রিল রাজা মসোয়াতি ঘোষণা করলেন, সোয়াজিল্যান্ডের নাম বদলে ইসোয়াতিনি রাখা হবে।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. 2018. “eSwatini profile.” BBC, September 3.
https://www.bbc.com/news/world-africa-14095711

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *