
প্রাগিতিহাস
Featured Image: “Bison depicted at the Cave of Altamira in Cantabria, Spain, dated to the Upper Paleolithic period.”/World History Encyclopedia
“The past is always changing.” — David Graeber
কৃতজ্ঞতাস্বীকার
আকবর হোসেন রবিন
প্রাগিতিহাস সম্পর্কে সবিস্তারে জানতে মুক্ত বিশ্বকোষ দেখুন:
Wikipedia. 2023. “Prehistory.” Wikimedia Foundation. Last modified July 3, 2023. https://en.wikipedia.org/wiki/Prehistory.
১৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাং। শূন্য থেকে মহাবিশ্ব। সবকিছুর শুরু।
৪৬০ কোটি বছর আগে সূর্য আর গ্রহগুলো গঠিত হতে শুরু করল।
৪৫০ কোটি বছর আগে জন্ম নিল পৃথিবী।
৪০০ কোটি বছর আগে পানির বাষ্প, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হল বায়ুমণ্ডল, দানা বাঁধতে লাগল মেঘ।
৩৮০ কোটি বছর আগে আদিম প্রকৃতির প্রাণের লক্ষণ দেখা গেল এই সময়।
২৫০ কোটি বছর আগে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এমন জীবগুলো মাথা চাড়া দিতে শুরু করল।
৬০ কোটি বছর আগে দেখা দিল শ্যাওলা, ফ্ল্যাটওয়ার্ম ও জেলিফিশের মত প্রথম প্রাণীরা।
৫৭ কোটি বছর আগে সমুদ্রে জটিল প্রকৃতির প্রাণী দেখা দিতে লাগল।
৪৩ কোটি ৮০ লক্ষ বছর আগে সম্ভবত একটা উল্কাপিণ্ডের প্রভাবে পৃথিবীর সামুদ্রিক প্রজাতিগুলোর ৮৫ শতাংশ নিশ্চিহ্ন হয়ে গেল।
৪০ কোটি বছর আগে সামুদ্রিক জীবগুলো জমিনে বসবাসের জন্য অভিযোজিত হল; উভচর প্রাণী আর পোকামাকড়ে বিবর্তিত হল।
২৪ কোটি ৫০ লক্ষ বছর আগে একটা অজানা ঘটনায় পৃথিবীর ৯৫ শতাংশ জীব নিশ্চিহ্ন হয়ে গেল।
২১ কোটি বছর আগে খুব সম্ভব একটা উল্কাপিণ্ডের সৃষ্ট প্রভাবে পৃথিবীর প্রজাতিসমূহের ৭৫ শতাংশ বিলুপ্ত হয়ে গেল।
২০ কোটি বছর আগে প্রথম স্তন্যপায়ী প্রাণীরা বিবর্তিত হল।
৬ কোটি ৫০ লক্ষ বছর আগে মেক্সিকোর ইয়ুকুতান উপদ্বীপে এসময় একটা ধূমকেতু বা গ্রহাণু আঘাত হানল। এতে নিশ্চিহ্ন হয়ে গেল বহু প্রজাতি, যার মধ্যে ছিল ডাইনোসর। প্রজাতি হিসেবে স্তন্যপায়ীদের বৃদ্ধিলাভের সুযোগ বাড়ল।
২ কোটি ৫০ লক্ষ বছর আগে আরব উপদ্বীপ গঠিত হতে শুরু করল; এই প্রক্রিয়া পরবর্তী ৫০ লক্ষ বছর চলবে।
২ কোটি বছর আগে আগ্নেয়গিরির কর্মকাণ্ডের কারণে আইসল্যান্ড নামের একটি দ্বীপের জন্ম হল, প্রক্রিয়াটা এখনো চালু আছে।*
* আগ্নেয়গিরি আইসল্যান্ডের জন্য একইসাথে শাপ ও বর। দ্বীপটি সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকে। অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে ভূতাপীয় শক্তির অফুরন্ত উৎস হওয়ায় দেশটিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে হয় না বললেই চলে।
১ কোটি ৫০ লক্ষ বছর আগে উপমহাদেশে বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে শুরু করল।
১ কোটি ১০ লক্ষ বছর আগে উপমহাদেশে বিভিন্ন পশুপাখির অভিবাসন প্রক্রিয়া শেষ হল।
৬৫-৪৪ লক্ষ বছর আগে মানুষ আর শিম্পাঞ্জির শেষ সাধারণ পিতামহীর মৃত্যু হল। উপমহাদেশে বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রজাতি বিলুপ্ত হয়ে গেল। চাদ, কেনিয়া ও ইথিওপিয়ায় এসময় হোমিনিডরা বাস করছে: সাহেলানথ্রোপাস, আন্দিপিথেকাস, ও ওরিনিন।*
* জীববিজ্ঞানে হোমিনিড বলতে হোমিনিডাই পরিবারের সদস্যদের বোঝায়; যাদের অন্তর্গত ওরাংওটাং, গরিলা, শিম্পাঞ্জি, বোনোবো, মানুষ।
৪২ লক্ষ বছর আগে আফ্রিকায় বাস করছে দুই পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে পারা আদিতম অস্ট্রালোপিথ: অস্ট্রালোপিথেকাস আনামেনসিস।*
* জীববিজ্ঞানে অস্ট্রালোপিথ বলতে হোমিনিডাই পরিবারের হোমিনিনাই উপশাখার হোমিনিনি গোষ্ঠীর হোমিনিনা উপগোষ্ঠীর সদস্যদের বোঝায়। এদের আদিতম মানব প্রজাতি বলা যেতে পারে। এরাই হচ্ছে আধুনিক মানুষের সবচে নিকটবর্তী আত্মীয়।
৩৮-৩০ লক্ষ বছর আগে ইথিওপিয়া আর তানজানিয়ায় বাস করছে অস্ট্রালোপিথেকাস আফারেনসিস। প্রস্তরযুগ শুরু হওয়ার আগের মানব প্রজাতি সোয়ান নদীর উপত্যকায় বাস করতে শুরু করল। পরবর্তী ২৫ লক্ষ বছর তারা এখানে থাকবে।
২৬ লক্ষ বছর আগে প্রাচীন প্রস্তর যুগের সূচনা। এসময় আদি হোমিনিনরা প্রথমবারের মত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করছে। এসব হাতিয়ারের নিদর্শন ইথিওপিয়ায় আবিষ্কৃত হয়েছে।
২৬-১০ লক্ষ বছর আগে ওল্ডোওয়ান হাতিয়ার শিল্প।
২৫ লক্ষ বছর আগে কেনিয়া ও ইথিওপিয়ায় বাস করছে অস্ট্রালোপিথরা, যাদেরকে পাথরের হাতিয়ার ব্যবহার করতে দেখা যাচ্ছে।
২০ লক্ষ বছর আগে ফ্রান্সে মানুষের আদিতম পূর্বপুরুষরা ঘুরে বেড়াচ্ছেন।
১৯-১৮ লক্ষ বছর আগে তানজানিয়ায় বাস করছে হোমো হাবিলিস। বানাচ্ছে পাথরের হাতিয়ার। কেনিয়ায় বাস করছে হোমো আরজেস্টার।
১৮ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসয়ের আবির্ভাব।*
* যার মস্তিষ্কের আকৃতি আগের মানব প্রজাতিগুলোর দ্বিগুণ।
১৭ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস আফ্রিকা ছেড়ে চলে গেল। চীনে বাস করছে ইউয়ানমউ মানব।
১৭-৫ লক্ষ বছর আগে ইন্দোনেশিয়ায় বাস করছে পিথেকানথ্রোপাস ইরেক্টাস, যারা জাভা ম্যান নামেই বেশি পরিচিত।
১২ লক্ষ ১০ হাজার বছর আগে সৌদি আরবের আল-জউফ প্রদেশের সাকাকাহ জেলার শুওয়েইতিয়া গ্রামে এসময় বসতিস্থাপন করছে প্রাচীন প্রস্তর যুগের আদিম মানব প্রজাতি।
৮ লক্ষ বছর আগে বেলজিয়ামে প্রাচীন প্রস্তরযুগের আদিমানবদের বিচরণ দেখা যাচ্ছে।
৭-৩ লক্ষ বছর আগে চীনে বাস করছে পিকিং মানব।
৬ লক্ষ বছর আগে এসময় হোমো নিয়ান্ডারথালিস* ও দেনিসোভা হোমিনিন**দের সবচে সাধারণ পূর্বনারীপুরুষ আফ্রিকায় বাস করছেন।
* নিয়ান্ডারথালিস শব্দটা এসেছে নিয়ান্ডারথাল উপত্যকা থেকে, জার্মানির ডুসেল নদীতীরের যে উপত্যকায় প্রথম এই মানব প্রজাতির দেখা মেলে।
** ২০০৮ সালে রুশ জীবাশ্মবিদরা সাইবেরিয়ার দেনিসোভা গুহায় ৪০ হাজার বছর আগে মরে যাওয়া একটা বাচ্চা মেয়ের আঙুলের হাড়ের ফসিল আবিষ্কার করেন। দুবছর পর, ২০১০ সালে, জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক-গেসেলশ্যাফটের সভান্তে পাবোর নেতৃত্বে একদল বিজ্ঞানী মেয়েটির হাড় থেকে ডিএনএ এক্সট্রাক্ট করেন। এরপর তাঁরা তার জিনোম সিকোয়েন্স বের করে তা হোমো নিয়ান্ডারথালিস আর হোমো স্যাপিয়েন্সয়ের জিনোম সিকোয়েন্সের সাথে মেলান। গবেষণায় দেখা গেল, মেয়েটির সাথে নিয়ান্ডারথাল আর আধুনিক মানুষ উভয়েরই বংশগতির সাদৃশ্য রয়েছে। কিন্তু একইসাথে যথেষ্ট স্বাতন্ত্র্য রয়েছে একটি আলাদা মানব প্রজাতি হিসেবে চিহ্নিত করবার জন্য। প্রাপ্তিস্থল অনুযায়ী, এদের নাম দেয়া হল দেনিসোভান। গবেষকরা মনে করেন, দেনিসোভানরা আধুনিক মানুষের পূর্বপুরুষের সাথে বংশবৃদ্ধি ঘটিয়ে থাকতে পারে, এবং আমাদের জিনোমে দেনিসোভান ডিএনএ খুঁজে পাওয়া যেতে পারে।
৫ লক্ষ বছর আগে এসময় পুরো আপেনাইন উপদ্বীপ, পর্তুগাল, ব্রিটেন, ভারত, ও পাকিস্তানে প্রাচীন প্রস্তর যুগের আদিম মানব প্রজাতি ঘোরাফেরা করছেন। চীনে বাস করছেন হোমো ইরেকটাসয়ের দুটো উপপ্রজাতি। এরা হলেন লান্তিয়ান মানব ও পিকিং মানব।
৪-৩ লক্ষ বছর আগে হোমো হাইডেলবার্গেনসিস‘য়ের একটা দল আফ্রিকা ছেড়ে যায়। ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ে, তারপর দুই ভাগ হয়। যে অংশটা পশ্চিমে গিয়ে ইওরোপে থিতু হয়েছিল তারা নিয়ান্ডারথালে বিবর্তিত হয়, আর যে অংশ পুবে গিয়ে এশিয়ায় বসতি গেড়েছিল তারা দেনিসোভানে বিবর্তিত হয়।
৩ লক্ষ ৫০ হাজার বছর আগে নিয়ান্ডারথালরা মিউস নদীর তীরে বসবাস করতে শুরু করল।
৩ লক্ষ বছর আগে আমাদের আদিমাতা এসময় আফ্রিকার কোথাও বাস করছেন। নিত্যনৈমিত্তিক কাজে আগুনের নিয়মিত ব্যবহার দেখা যাচ্ছে।
৩-১.৫ লক্ষ বছর আগে সিন্ধু উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের বসতি স্থাপিত হল।
২ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকার কোথাও হোমো স্যাপিয়েন্সয়ের* আবির্ভাব হল। এদের অনেকে আফ্রিকা থেকে ইওরোপে অভিবাসিত হল। তবে এসময় কোন স্থায়ী বসতিস্থাপন ঘটে নাই।
* আমরা, হোমো স্যাপিয়েন্স মানে হল প্রজ্ঞাবান প্রজাতি।
১ লক্ষ ৩০ হাজার বছর আগে মৃতদের সমাহিত করার ও ধর্মবিশ্বাসের প্রমাণ মিলেছে। নিয়ান্ডারথালরা এসময় জার্মানিতে বাস করছে।
১ লক্ষ বছর আগে একটি বরফ যুগের সূচনা।* ইসরায়েলের কাফজে গুহায় মা ও শিশুর সমাধি। মৃতদের শরীর লাল গিরিমাটি দ্বারা চিত্রিত করা।**
* বরফ যুগ তীব্রতম আকার ধারণ করেছিল ইওরোপে। গ্রীষ্মকালের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় পায় নাই। ফলে পৃথিবীর একাংশ বরফের আবরণে ঢেকে যায়, দুই কিলোমিটার পুরু বরফ জমে এবং বহু পশুপাখি হয় মারা পড়ে আর না হয় পালিয়ে দক্ষিণদিকে চলে গিয়ে প্রাণ বাঁচায়।
** লাল গিরিমাটির ব্যবহার সম্ভবত মহামাতার ধর্ম সংশ্লিষ্ট। প্রাগৈতিহাসিক কালে বহু জায়গায় মহামাতার ধারণা ছিল। সেই সময় ঈশ্বরকে নারীরূপে কল্পনা করা হত।
ইরানে এসময় আধুনিক মানুষের বসবাসের প্রমাণ মিলেছে। আফগানিস্তানে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ঘুরে বেড়াচ্ছেন। বৃহত্তর সিরিয়া অঞ্চলে এসময় মানুষের বসবাস ছিল।
এসময়ই কখনো চীনে হোমো স্যাপিয়েন্সয়ের আগমন ঘটে।
একসময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন ফিনল্যান্ডে মানুষের আগমন মাত্র ১০ হাজার বছর আগের ঘটনা। কিন্তু ১৯৯৬ সালে ফিনল্যান্ডের ক্রিস্টিনস্টাডের পশ্চিম উপকূলের সুসিলোলা গুহায় আদিম মানুষের বসবাস করার প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে দ্রুত এই সত্য উন্মোচিত হয় যে, আজ থেকে লক্ষ বছর আগে এখানে মানুষের বসবাস ছিল।
ক্রোয়েশিয়ায় এসময় আদিম মানুষের বসবাসের প্রমাণ মিলেছে।
৯০ হাজার বছর আগে হোমো নিয়ান্ডারথালিস ও দেনিসোভা হোমিনিনদের সংকর ‘ডেনি’দের দেখা মিলছে।
৮০ হাজার বছর আগে চীনে হোমো স্যাপিয়েন্সদের দেখা মিলছে। এশিয়ায় দেনিসোভানরা বাস করছে।
৭০ হাজার বছর আগে আগুন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করছে হোমো নিয়ান্ডারথালিস। ঘটল বুদ্ধিবৃত্তিক বিপ্লব।* হোমো স্যাপিয়েন্স বুদ্ধিবৃত্তিক অর্থে মানুষ হয়ে উঠল।
* মানুষ ভাষা আবিষ্কার করল, কথা বলতে শিখল। প্রজন্মান্তরে প্রবাহিত করতে শিখল স্মৃতি ও জ্ঞান। এগিয়ে গেল অনেকদূর।
বংশগতিবিদদের মতে, আফ্রিকা থেকে প্রথম সফল অভিবাসন।**
** এঁরাই আজকের বিশ্বের সব অআফ্রিকান মানুষের পূর্বপুরুষ। এই অভিবাসীরা ইরিত্রিয়া ও জিবুতি থেকে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব আল মান্দেব পার হয়ে ইয়েমেনে আসেন। আমরা অআফ্রিকানরা, একেবারে আক্ষরিক অর্থেই, অভিবাসীদের বংশধর।
৬৫ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে আসা মানুষেরা ভারতে পৌঁছলেন।
৬২-৩৫ হাজার বছর আগে ভারতে এসময় প্রাগৈতিহাসিক মানুষের নিবাস ছিল।
৬০-৪০ হাজার বছর আগে অ্যাবোরিজিনীয় অস্ট্রেলীয়* ও তোরে জলপ্রণালির দ্বীপগুলোর বাসিন্দারা দক্ষিণপূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসিত হলেন ও বসতিস্থাপন করেন।
* অস্ট্রেলিয়ার অশ্বেতাঙ্গ আদি অধিবাসীদেরকে অ্যাবোরিজিনীয় অস্ট্রেলীয় বলে।
হোমো স্যাপিয়েন্সদের সাথে এসময়ই কখনো দেনিসোভানদের দেখা হয়েছিল বলে মনে করা হয়।
৫০ হাজার বছর আগে আফগানিস্তানে এসময় কৃষিজীবী ও পশুপালক গোষ্ঠীর নিবাস ছিল।
৪৭ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স এসময়ই কখনো প্রথম ইওরোপে আসে।
৪৫ হাজার বছর আগে আফ্রিকায় আদিতম বাদ্যযন্ত্র বাঁশি বাজতে শুরু করল।
৪৫-২০ হাজার বছর আগে প্রথম ভারতীয়রা এসময় মাইক্রোলিথিক প্রযুক্তি ব্যবহার করছেন।
৪২ হাজার বছর আগে অস্ট্রেলিয়ার লেক মুংগোতে এক ব্যক্তি সমাধিস্ত হলেন, দেহ লাল গিরিমাটি দ্বারা চিত্রিত করা।
৪২-৩০ হাজার বছর আগে ইওরোপে হোমো স্যাপিয়েন্সদের অরিগনাসীয় সংস্কৃতি।
৪০ হাজার বছর আগে মালয়া উপদ্বীপ থেকে ইন্দোনেশিয়ার আদিতম অধিবাসীদের আগমন। হোমো স্যাপিয়েন্স অভিবাসিত হয়ে জার্মানিতে আসলো। ক্রো-ম্যাগনন হিসেবে হোমো নিয়ান্ডারথালিসদের সাথে বাস করতে লাগল।
শেষ বরফ যুগের সূচনা।
৩৯ হাজার ৫০০-৩৫ হাজার ৫০০ বছর আগে ফ্রান্সের শাউভেত গুহায়* মানুষের দখলদারিত্বের প্রথম পর্ব।
* ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর জা-মারি শাউভেত, এলিয়েত ব্রুনেল, আর ক্রিশ্চিয়ান হিলারি গুহাটি আবিষ্কার করেন।
৩৫-৩২ হাজার বছর আগে ফ্রান্সের শাউভেত গুহায় এসময় গুহাচিত্র আঁকা হচ্ছে।
৩৪-২৯ হাজার বছর আগে ফ্রান্সের শাউভেত গুহায় মানুষের দখলদারিত্বের দ্বিতীয় পর্ব।
৩০ হাজার বছর আগে অজানা কারণে হোমো নিয়ান্ডারথালিস বিলুপ্ত হয়ে গেল।* হোমো স্যাপিয়েন্সয়ের মধ্যে গোত্রভিত্তিক গোষ্ঠীর গোত্রভিত্তিক গোষ্ঠীর উদ্ভব হল; শুরু হল মানুষের ক্রমতন্ত্রহীন-সমমাত্রিক শিকারি-সংগ্রাহক জীবন।** এই সময় শিল্পকলার উদ্ভব ঘটছে; পশু শিকারের জন্য মানুষ পাথর ভেঙে তৈরি করছে বল্লম-হার্পুন-র্যাঁদা এবং পরছে পশুর চামড়া দিয়ে বানানো পরিচ্ছদ।
* অনেকের বিশ্বাস, তারা হোমো স্যাপিয়েন্সয়ের গণহত্যার শিকার। কিন্তু এই বিশ্বাসের পক্ষে কোন প্রমাণ নেই। এরচে অনেক বেশি সম্ভাব্য একটি ব্যাখ্যা হল হোমো নিয়ান্ডারথালিস ও হোমো স্যাপিয়েন্সয়ের মধ্যে প্রেম ও যৌনতার সম্পর্কের কারণেই প্রথমোক্তদের বিশেষ বৈশিষ্ট্য একসময় লোপ পায়, অর্থাৎ তারা হোমো স্যাপিয়েন্সয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়।
** এই সময় থেকে ১০০০০ পূর্বসালের মধ্যবর্তী সময়ে পাকিস্তানের উত্তরাঞ্চল এবং ভারতের অন্ধ্র প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ ও বিহারে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বাস করছেন।
৩০-১২ হাজার বছর আগে ইওরোপে গুহাচিত্র সংস্কৃতি।
২৭-২২ হাজার বছর আগে স্পেনের আলতামিরা গুহার দখল নিলেন গ্র্যাভেশীয়রা।
২৫ হাজার বছর আগে মিসর থেকে ইওরোপ পর্যন্ত বহু জায়গায় এই সময় থেকে ভেনাস মূর্তির দেখা মেলে, যাকে মহামাতার মূর্ত রূপ বলে কল্পনা করা হত।
২২ হাজার ৫০০ বছর আগে পর্তুগালে নিয়ান্ডারথাল যুগের অবসান।
২২ হাজার বছর আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে এসময় মানুষের উপস্থিতি ছিল। স্পেন ও ফ্রান্সে গুহাচিত্র আঁকার উৎকর্ষের কাল। বিখ্যাততমটি ফ্রান্সের লাসকক্সে।*
* ১৯৪০ সালের ১২ সেপ্টেম্বর গুহাটি আবিষ্কৃত হয়।
২১-১৭ হাজার বছর আগে বর্তমান স্পেনের আলতামিরা গুহার সলুত্রীয় দখলদারিত্বের পর্ব।
২০ হাজার বছর আগে এশিয়াতে প্রথম ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ শুরু হল। এশিয়া থেকে বার্লিং ভূমি সেতু পেরিয়ে আসা অভিবাসীরা সেখানে থিতু হলেন, আজকে যেখানে দুই আমেরিকা মহাদেশ অবস্থিত।
এসময়ের মধ্যে অ্যাবোরিজিনীয় অস্ট্রেলীয়রা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও তাসমানিয়ায় ছড়িয়ে পড়েন।
২০-১৫ হাজার বছর আগে মানুষ নেকড়েদের পোষ মানাতে শুরু করে, যারা কুকুরে পরিণত হয়।
১৯-১৭ হাজার বছর আগে ফ্রান্সের লাসকক্সের গুহাচিত্র আঁকার কাল।
১৮ হাজার বছর আগে শেষ বরফ যুগের অবসানে বরফ ধীরে ধীরে গলতে শুরু করল, পৃথিবী আবার উষ্ণ হতে শুরু করল, ছেয়ে গেল বনজঙ্গলে। এই সময় রাশিয়ার স্তেপগুলোয় ঘরবাড়ি বানানোর কাজে ম্যামথের হাড় ব্যবহৃত হচ্ছিল। পারস্যে এসময় মানুষ থিতু জীবন যাপন করছিল।
১৮-১৫ হাজার বছর আগে ফ্রান্সের লাসকক্স গুহায় প্রাচীন প্রস্তর যুগের দখলদারিত্বের পর্ব।
১৭-১২ হাজার বছর আগে স্পেনের আলতামিরা গুহায় মাগদালেনীয় দখলদারিত্বের পর্ব।
১৬ হাজার বছর আগে ‘জমোন পর্ব’, ৩০০ পূর্বসাল পর্যন্ত চলবে।
১৬ হাজার ৫০০-৭ হাজার বছর আগে পৃথিবীর আদিতম মৃৎপাত্রগুলো জমোন জাপানে তৈরি হচ্ছে।
১৫ হাজার বছর আগে দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অস্ট্রেনেশীয় বা মালয়-পলিনেশীয় মানুষেরা তাইওয়ানে অভিবাসিত হতে শুরু করলেন।* আরব উপদ্বীপে মানুষ বাস করতে আরম্ভ করল। এসময় আলতামিরা আর লাসকক্সে গুহাচিত্র আঁকা হচ্ছে।
* দেশটির বর্তমান আদিবাসীরা সম্ভবত এই মানুষদেরই বংশধর। আদিবাসী তাইওয়ানিরা কাও-শান জু বা পাহাড়ি বলে পরিচিত।
১৪ হাজার ৫০০-১১ হাজার ৫০০ বছর আগে ফিলিস্তিন থেকে উত্তর সিরিয়া পর্যন্ত যে অঞ্চলটি বৃহত্তর সিরিয়া নামে পরিচিত, সেখানে এসময় নাতুফীয় সংস্কৃতির অস্তিত্বের প্রমাণ মিলেছে।
১৪ হাজার বছর আগে শেষ বরফ যুগের তুষারস্রোত গলে যাওয়ায় স্ক্যান্ডিনেভিয়া মানুষের বসবাসোপযোগী হয়ে উঠতে শুরু করল। বলকান ও ইবেরীয় উপদ্বীপ থেকে হোমো স্যাপিয়েন্সয়ের পুনরাবির্ভাব ঘটল। জার্মানির আদিতম কুকুরটিকে ওবেরকাসেলে সমাধিস্ত করা হল।
১৩ হাজার বছর আগে দামিশক শহরের উপকণ্ঠে তেল রামাদ এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে জানা গেছে, এসময় এখানে একটি নগর-রাষ্ট্রের অস্তিত্ব ছিল।
অজানা কারণে হোমো ফ্লোরিয়েনসিস বিলুপ্ত হয়ে গেল। মানব প্রজাতির মধ্যে শুধু হোমো স্যাপিয়েন্সই টিকে থাকল। এরপর থেকে মানুষ বলতে তাদেরকেই বোঝাবে।
১২ হাজার বছর আগে প্রাচীন প্রস্তর যুগের অবসান, নব্য প্রস্তর যুগের সূচনা। আবিষ্কৃত হল তীর-ধনুক। বর্তমান মধ্যপ্রাচ্যে এসময় কৃষি বিপ্লবের সূচনা হয়।*
* মেয়েরা খাদ্যশস্য জোগাড় করতে গিয়ে দেখলেন শস্যবীজ থেকে নতুন গাছ জন্মায়। তখন তারা মাটিতে শস্যবীজ পুঁততে আরম্ভ করলেন। এভাবেই নারীরা আবিষ্কার করলেন কৃষি।
তুরস্কের সানলিউরফা থেকে ১০ মাইল উত্তরপূর্বে গোবেকলি তেপে একটি মন্দির নির্মিত হল।
বরফ যুগের শেষে বৈশ্বিকভাবে সমুদ্রসীমার উচ্চতা বাড়ে। আজকের কৃষ্ণসাগরের অববাহিকায় একটা ভয়ানক বন্যা হয়েছিল। কালক্রমে এই বন্যাই দক্ষিণের সেমিটিকভাষী মানুষদের সমষ্টিগত স্মৃতির অংশ হয়ে যায় এবং আদিপুস্তকের মহাপ্লাবনের কাহিনীতে রূপ নেয়।*
* আরারাত পাহাড় তুরস্কের উত্তরপূর্ব সীমানায় অবস্থিত। ইরানের পশ্চিমাঞ্চল থেকে মাত্র ১০ মাইল দূরে। এটি একটি পবিত্র পাহাড় বলে বিবেচিত হয়, কারণ সেমিটিক একেশ্বরবাদীদের বিশ্বাস অনুযায়ী, মহাপ্লাবনের পর নূহ নবির কিশতি এখানে এসে থেমেছিল।
বরফ যুগের অবসানের ফলে ভূমি সেতুগুলোর পতন। ফলে কিছু মানুষ সেই দ্বীপে আটকা পড়ে গেল। পরবর্তীতে দ্বীপটি জাপান নামে পরিচিত হয়ে উঠবে। এসময় ভিয়েতনামে মানববসতি ছিল তার প্রমাণ মিলেছে। দেশটির প্রথম অধিবাসীরা সম্ভবত ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন। বসতি স্থাপন করেছিলেন হং নদীর তীরে। হোয়া বিন সংস্কৃতি।
ইবেরীয় উপদ্বীপে প্রথমবারের মত বসতিস্থাপন করছে মানুষ। ইওরোপের দক্ষিণাঞ্চল ও পূর্ব ইওরোপ থেকে একদল শিকারী ও জেলে ডেনমার্কে প্রবেশ করে। এরাই প্রথম দিনেমার। স্কটল্যান্ডে প্রাচীন প্রস্তরযুগের শিকারী সংগ্রাহকদের আগমন ঘটে।
১১ হাজার বছর আগে এসময় উর্বর চন্দ্রকলায়* বন্য খাদ্যশস্যের চাষ হচ্ছে।
* এই অঞ্চলটি সভ্যতার দোলনা বলে বিবেচিত হয়। বর্তমান ইরাক, সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এবং মিসর, তুরস্ক ও ইরানের অংশবিশেষ নিয়ে গঠিত উর্বর চন্দ্রকলা অঞ্চল। ১৯১৬ সালে মিসরবিদ জে. এইচ. ব্রেস্টেড প্রথমবারের মত ‘উর্বর চন্দ্রকলা’ পদটি ব্যবহার করেন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির কারণে ইওরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল গ্রেট ব্রিটেন। ইওরোপ ও আফ্রিকায় লাঙলের ব্যবহার শুরু হল।
১১ হাজার-১০ হাজার বছর আগে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রাথমিক ধাঁচের কৃষিকাজ শুরু হল।
১০ হাজার বছর আগে প্রাচীন প্রস্তর যুগের অবসান, নব্য প্রস্তর যুগের সূচনা। আবিষ্কৃত হল তীর-ধনুক। কৃষি বিপ্লব।*
* মেয়েরা খাদ্যশস্য জোগাড় করতে গিয়ে দেখলেন শস্যবীজ থেকে নতুন গাছ জন্মায়। তখন তারা মাটিতে শস্যবীজ পুঁততে আরম্ভ করলেন। এভাবেই নারীরা আবিষ্কার করলেন কৃষি।
চীনের হলুদ নদী উপত্যকা ও অন্যান্য জায়গায় কৃষিকাজ শুরু হল। ভিয়েতনামে বাক সন আর কুন ভ্যান সংস্কৃতির বিকাশ ঘটতে শুরু করল, যা ৮০০ পূর্বসাল পর্যন্ত টিকে থাকবে। আরবে স্থায়ী বসতিস্থাপন ও কৃষিকাজ শুরু, এসময় কুয়েতে বাস করছেন মধ্য প্রস্তরযুগের মানুষেরা।
জর্দান উপত্যকায় প্রতিষ্ঠিত হল প্রাচীনতম শহর জেরিকো। বর্তমানে অবশ্য ফিলিস্তিনি শহর বলে গণ্য হয়। দজলা নদীর তীরে নব্যপ্রস্তরযুগীয় মানুষেরা বসতিস্থাপন করল।
নরওয়েজীয় ভূখণ্ডে প্রথম মানুষের আনাগোণা দেখা গেল। এসময় ফিনল্যান্ডের কারেলিয়ার আন্ত্রিয়ায় যেসব মানুষ বাস করছিলেন তাদেরকেই আজকের ফিনদের পূর্বপুরুষ বলে মনে করা হয়। আয়ারল্যান্ড দ্বীপে প্রথমবারের মত মানুষের আগমন ঘটল। যুক্তরাষ্ট্রে এসময় আদিবাসী আমেরিকানরা বাস করছেন।
ইতালির রোমিতা গুহায় এক ব্যক্তি সমাধিস্ত হলেন।*
* বিরল বংশগতিসংক্রান্ত সমস্যার দরুণ বামন ছিলেন তিনি। প্যাথলজি পরীক্ষা করে দেখা গেছে, তাঁর সম্প্রদায় তাঁর যত্ন নিয়েছে এবং মৃত্যুর পর সতর্কতার সাথে সমাধিস্ত করেছে। প্রাগৈতিহাসিক মানুষের নির্দয়তা নিয়ে যে ধারণা চালু রয়েছে, এই আবিষ্কার তার মূলে কুঠারাঘাত করে।
১০-৫ হাজার বছর আগে শ্রেণি ও লিঙ্গভিত্তিক ক্রমতন্ত্রগুলো গঠিত হয়। সমমাত্রিকতার অবসান। শুরু হয়ে গেল ভেদাভেদের কাল।
১০ হাজার-৬ হাজার বছর আগে সিরিয়ায় মানুষ স্থায়ীভাবে বাস করতে শুরু করল, যা পরবর্তীকালের দামিশক বা আলেপ্পোর মত শহরগুলোর ভিত্তি রচনা করবে।
৯ হাজার ২০০ বছর আগে এসময় প্রাচীন পারস্যে বসতিস্থাপন করছে এলামীয় গোষ্ঠী। চোঘা বোনুত প্রত্নতাত্ত্বিক স্থানে। যা ইরানের খুজেস্তান প্রদেশে অবস্থিত।
৯ হাজার বছর আগে নব্যপ্রস্তর যুগে এশিয়া মাইনর (তুরস্কের এশীয় অংশ) থেকে ইন্দো-ইওরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়ে। গ্রিকরা এই ইন্দো-ইওরোপীয় ভাষাগোষ্ঠী থেকেই উদ্ভূত হয়েছেন। গ্রিকদের কোন প্রতিবেশীই ইন্দো-ইওরোপীয় ভাষাগোষ্ঠী উদ্ভূত নয়, উদাহরণস্বরূপ তুর্কিরা উরাল-আলতাইক ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত।
জর্দানে আইন ঘাজাল কৃষিগোষ্ঠীর সমৃদ্ধির কাল। মেসোপটেমিয়ার প্রথম গ্রাম জার্মোয় বসতিস্থাপন করল মানুষ। ফিলিস্তিনের জেরিকোতে তৈরি হল মহামাতার উপাসনালয়।
এসময় লেবাননের ব্যাবিলোস পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। গ্রিসের ক্রিট দ্বীপের নসোসে মানুষ বসতিস্থাপন করছে। বালুচিস্তানের মেহেরগড়ে গড়ে উঠছে নব্য প্রস্তরযুগের গ্রামসমাজ। সিন্ধু উপত্যকায় সভ্যতার আদি নিদর্শন ও ধর্মচর্চা। উত্তর আফ্রিকায় ভেড়া ও ছাগল পালা হচ্ছে। হস্ত শিল্পের সূচনা। ধাতু ব্যবহার শুরু করল মানুষ।
৯ হাজার-৭ হাজার বছর আগে জর্দানে আইন ঘাজাল কৃষিগোষ্ঠীর সমৃদ্ধির কাল।
৮ হাজার ৫০০ বছর আগে ইওরোপের আদি কৃষকদের স্টারসেভো সংস্কৃতি। চীনের ইয়াংজি উপত্যকায় ধান চাষ শুরু হয়েছে।
৮ হাজার-৬ হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে একদল মানুষ দক্ষিণ সুইডেনে এলেন, এরাই সম্ভবত স্ক্যান্ডিনেভিয়ার আদিবাসী সামি জাতির মানুষদের পূর্বপুরুষ। গ্রিসের মূল ভূখণ্ড ও দ্বীপগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় মানব বসতি ছিল।
৮ হাজার-৫ হাজার বছর আগে আর্মেনিয়ার আরেনি গুহায় এসময় মানুষের বসবাস ছিল।
৮ হাজার বছর আগে তেল ব্রাকে মেসোপটেমীয় বসতি। নীল নদের উপত্যকায় মানুষ বসতিস্থাপন করল। এসময় মিসরে মৃতদেরকে কবরস্থ করতে দেখা যাচ্ছে। সাক্কারায় খোড়া হচ্ছে প্রথম মাস্তাবাগুলো*। প্রাচীন নিনেভে শহরে প্রথম বসতিস্থাপন করল মানুষ। সুমেরে সভ্যতার উন্মেষ। ১৭৫০ পূর্বসাল পর্যন্ত টিকে ছিল এই সভ্যতা।
* প্রাচীন মিসরীয় সমাধি।
তুরস্কের শাতাল হুয়ুকে মাত্র ৩২ একর জমির এক গ্রামীণ বসতিতে মহামাতার কমপক্ষে ৪০টি উপাসনালয় নির্মিত হল। আনাতোলীয় কৃষকরা ইওরোপে অভিবাসিত হয়ে ইওরোপের কৃষিকাজের বিকাশে অসামান্য ভূমিকা রাখলেন। রাজস্থান ও কাশ্মীরে কৃষিকাজ শুরু হল।
৭ হাজার ৫০০ বছর আগে পশ্চিম ইওরোপের প্রথম কৃষকদের দেখা মিলছে। সার্ডিনিয়ায় মানুষের বসতিস্থাপন। ব্রাচ্চিয়ান হ্রদে ইতালির আদিতম নৌকাগুলোর দেখা মিলছে।
ভারতে এসময়ই কখনো তুলা চাষ শুরু হয়।
৭ হাজার ৫০০-৭ হাজার বছর আগে আবিদোসে প্রতিষ্ঠিত হল মিসরের পুরনোতম চীনেমাটির পাত্র নির্মাণের কর্মশালা। মিসরে কৃষিকাজের সূচনা।
৭ হাজার ৪০০ বছর আগে সুমেরীয়দের দ্বারা নির্মিত হল এরিদু নগরী।*
* ইরাকের আবু শাহরেইনে অবস্থিত।
৭ হাজার বছর আগে সুইডেন ও নরওয়েতে জার্মানিক গোষ্ঠীর কৃষিজীবীদের আগমন ঘটে। ফিনল্যান্ডের জলবায়ু উষ্ণ হতে শুরু করে। দক্ষিণ রাশিয়ার কুরগানরা আদি ইন্দো-ইওরোপীয় ভাষায় কথা বলছেন। দক্ষিণপূর্ব ইওরোপে ক্রমতান্ত্রিক সমাজের উত্থান ঘটছে। ইউক্রেনে বসতিস্থাপন করছেন নানান যাযাবর গোষ্ঠী। ওক আর এল্মের জঙ্গলে ছেয়ে যাচ্ছে আয়ারল্যান্ড।
পূর্ব আফ্রিকায় গেরস্তরা এই সময় পশু পালছেন।
চীনে বিকশিত হচ্ছে লংশান সংস্কৃতি। হলুদ নদীর তীরে গড়ে উঠছে গ্রাম। টেরাস ঘেরা কৃষিকাজ শুরু হচ্ছে। ধান চাষ হচ্ছে। পরবর্তীতে যে গ্রামটি বানপো নামে পরিচিত হয়ে উঠবে, সেখানে মৃতদের পণ্যদ্রব্যের সাথে সমাহিত করা হচ্ছে। মাথার খুলি ছিদ্র করে অস্ত্রোপচার শুরু হয়েছে।
মেসোপটেমিয়ায়* সেচ ও কৃষিকাজ শুরু হল। এসময় সুমেরে বাস করছেন উবাইদ মানুষেরা।** ইরানের লুরিস্তানের গোদিন তেপে বসতিস্থাপন করছে মানুষ।
* ‘দুই নদীর মধ্যবর্তী স্থান’। মেসোপটেমিয়া ইরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর গ্রিকদের দেয়া নাম। এই দুই নদী হল দজলা ও ফোরাত।
** পরবর্তী প্রায় এক সহস্রাব্দ ‘উবাইদ পর্ব’ বলে পরিচিত।
৭-৫ হাজার বছর আগে উত্তর-পশ্চিম ফ্রান্সের কার্নাকে নির্মিত হচ্ছে মেগালিথিক কাঠামো।
৬ হাজার ৮০০ বছর আগে চীনের নব্যপ্রস্তরযুগীয় গ্রাম বানপো নির্মিত হল।
৬ হাজার ৫০০ বছর আগে মেসোপটেমীয়দের দ্বারা নির্মিত হল উরুক নগরী। ঘোড়াকে পোষ মানানো হল এবং পরিবহন ও যুদ্ধবিগ্রহের কাজে ঘোড়ার ব্যবহার শুরু হল। ফ্রান্সে কৃষিকাজের সূচনা।
৬ হাজার ৫০০-৬ হাজার বছর আগে এসময়ই কখনো কৃষকরা গ্রেট ব্রিটেনে অভিবাসিত হন।
৬ হাজার ৫০০-৫ হাজার ৭৫০ বছর আগে চীনের নব্যপ্রস্তরযুগীয় গ্রাম বানপোতে মানুষের বসবাস।
৬ হাজার ৫০০-৫ হাজার বছর আগে চীনের হংশান কালচারে একটা জেড পাথরের মূর্তি তৈরি করা হল যা আমাদের জানামতে ড্রাগনের আদিতম চিত্রণ।
৬ হাজার ৩৯৫ বছর আগে পারস্যে এসময় প্রতিষ্ঠিত হয় সুসা নগরী।
৬ হাজার ৩০০ বছর আগে নব্য প্রস্তর যুগের অবসান। ভারতবর্ষে তাম্রযুগের সূচনা। ইওরোপের প্রথম মেগালিথিক সমাধিগুলো নির্মিত হচ্ছে।
এসময়ই কখনো প্রাচীন মিসরীয় পঞ্জিকার প্রথম দিন।
৬ হাজার ৩০০-৫ হাজার ৩০০ বছর আগে তাম্রযুগ।
৬ হাজার ১০০-৪ হাজার ৯০০ বছর আগে মেসোপটেমিয়ার প্রাগিতিহাস ও ইতিহাসের ‘উরুক পর্ব’।
৬ হাজার বছর আগে উত্তর ও মধ্য ইওরোপে ফানেলবিকার সংস্কৃতির যুগ। মধ্য রাশিয়া থেকে একপ্রকার ফিনো-উগ্রিক ভাষায় কথা বলা মানুষেরা ফিনল্যান্ডে আসতে শুরু করলেন।
নব্যপ্রস্তর যুগের মানুষেরা আয়ারল্যান্ড দ্বীপে বসতিস্থাপন করলেন। ব্রিটেনে কৃষিকাজের প্রথম প্রমাণ, উইন্ডমিল হিল সংস্কৃতি। বলকান অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।
তুরস্কের এশীয় অংশে* স্থায়ী বসতি স্থাপন শুরু হল। এসময় মিসরীয় সমাধিসৌধগুলোতে দেবদেবী ও পরকাল বিষয়ক দেয়ালচিত্র আঁকা হচ্ছে। প্রাচীন সুমেরীয় নগর উরে বসতিস্থাপন করল মানুষ।** সুমেরীয়রা এসময় তৈরি করছে বহুতল মন্দির জিগুরাত।***
* এশিয়া মাইনর নামে পরিচিত।
** সেমিটীয় একেশ্বরবাদে উরের একটি বিশিষ্ট স্থান আছে। বাইবেলে বলা হয়েছে, উর ছেড়ে কানানে চলে আসেন ইহুদি-খ্রিস্টান-মুসলমানদের কাছে নবি বিবেচিত গোত্রপিতা ইব্রাহিম। এই কানান ফিলিস্তিনের একটি প্রাচীন নাম।
*** এরকমই এক জিগুরাতে প্রথমবারের মত লিখিত ভাষার দেখা মেলে, যেখানে মহামাতাকে স্বর্গের রানি বলে ঘোষণা করা হয়।
ঘানায় মাটির তৈরি জিনিশপাতি দেখা যাচ্ছে। চীনে বিকশিত হচ্ছে ধান চাষের ইয়াংশাও সংস্কৃতি। ভারতের বালথাল গ্রামে মানুষ বাস করছে, সিন্ধু উপত্যকায় গড়ে উঠছে মাছ চাষ-কেন্দ্রিক বসতি।
৬-৫ হাজার বছর আগে সিন্ধু উপত্যকায় দ্রাবিড়ভাষীদের আগমন ঘটল।*
* এঁরাই সম্ভবত সিন্ধু উপত্যকার সভ্যতা তৈরি করেছিলেন।
৫ হাজার ৭৮৩ বছর আগে ইহুদি বিশ্বাস অনুযায়ী, পৃথিবী সৃষ্টি হওয়ার বছর। ইহুদি পঞ্জিকার প্রথম বছর বলে বিবেচিত হয়। অক্টোবর ৭: দ্বিতীয় শতাব্দী সালে ইহুদি রাব্বি ইয়োসে বেন হালাফতা বাইবেল ঘেঁটে দাবি করেন, এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে।
৫ হাজার ৬০০ বছর আগে চীনে প্রথমবারের মত রেশমের দেখা মিলল।
৫ হাজার ৫০০-৫ হাজার ১০০ বছর আগে ইরানের লুরিস্তানের গোদিন তেপে বিয়ার চোলাই হচ্ছে।
৫ হাজার ৫০০ বছর আগে ইওরোপ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।
৫ হাজার ৪১৪-৫ হাজার ১০০ বছর আগে মিসরের প্রথম রাজত্বের সময় প্রতিষ্ঠিত হল জিয়োস শহর।
৫ হাজার ৫০০-৩ হাজার ২০০ বছর আগে ব্রোঞ্জ যুগ: প্রাচীন কানানীয়রা* এসময় এক ধাতুবিদ্যার দেবতায় বিশ্বাস করতেন, যার ধারণা পরবর্তীকালে বিকশিত হয়ে ইহুদিদের এক ও অদ্বিতীয় ঈশ্বরের রূপ লাভ করে, যাঁর উচ্চারণনিষিদ্ধ নাম ইয়াহওয়েহ বা জিহোভা (יהוה)।**
৫ হাজার ৩০০ বছর আগে হরপ্পা সভ্যতায় এসময় মৃতদের দাহ করা হচ্ছে।
* এই কানানীয় গোষ্ঠীগুলোই আজকের ফিলিস্তিনিদের প্রাচীন পূর্বপুরুষ। এঁরা পৌত্তলিক ছিলেন। পরবর্তীকালে কানানীয়রা খ্রিস্টান ও মুসলমান হয়ে যান।
** ইহুদি বিশ্বাস অনুযায়ী, ঈশ্বর এতই পবিত্র যে, তার নাম উচ্চারণ করা যাবে না। তাই তাঁরা ইয়াহওয়েহ বা জিহোভার (יהוה) নাম মুখে নেন না। আদোনাই বা প্রভু বলে ডাকেন।
তথ্যসূত্র
এই লেখার তথ্যসূত্র দেয়া সম্ভব হল না।
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি