Featured Image: Wikimedia Commons.
সাল
১৪০০-৯৯ আজকের কঙ্গো প্রজাতন্ত্রে বাকঙ্গো, বাতেকে, ও সাঙ্গা জাতির মানুষদের আগমন।
১৪৮২ উপকূলীয় অঞ্চল পরিদর্শন করলেন পর্তুগিজ নাবিক দিয়োগো কাও।
১৯১০ ফরাসি বিষুবীয় আফ্রিকার একটি উপনিবেশে পরিণত হল মধ্য কঙ্গো।
১৯২৮ কঙ্গো-ওশেন রেলরাস্তা নির্মাণকালে ১৭ হাজার আফ্রিকানের মৃত্যু।
১৯৪৬ কঙ্গোকে একটি আঞ্চলিক সংসদ এবং ফরাসি সংসদে প্রতিনিধিত্ব দেয়া হল।
১৯৫৮ ফরাসি সম্প্রদায়ের মধ্যে স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিল কঙ্গো।
১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল কঙ্গো, দেশটির প্রথম প্রেসিডেন্ট হলেন ফুলবার্ট ইউলু।
১৯৬৩ প্রেসিডেন্ট হলেন আলফঁসে মাসাম্বা-দেবাত।
১৯৬৪ একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে জাতীয় বিপ্লবী আন্দোলন গঠন করলেন প্রেসিডেন্ট মাসাম্বা-দেবাত, ঘোষণা করলেন অধনবাদী পথে ঘটানো হবে কঙ্গোর অর্থনৈতিক উন্নয়ন।
১৯৬৮ মারিয়েন নগুয়াবির নেতৃত্বে এক ক্যুদেতায় উৎখাত হলেন মাসাম্বা-দেবাত। সমাজতন্ত্রের ধারা চালু থাকল। তবে নগুয়াবি নিজের রাজনৈতিক দল কঙ্গোলীয় শ্রমিক দল (পিসিটি) গঠন করল।
১৯৬৯ কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে কঙ্গো গণপ্রজাতন্ত্র রাখা হল।
১৯৭০ কঙ্গোকে একটি মার্কসবাদী গণপ্রজাতন্ত্র ঘোষণা করলেন নগুয়াবি, একমাত্র বৈধ রাজনৈতিক দল হল পিসিটি।
১৯৭৭ আততায়ীদের হাতে খুন হলেন নগুয়াবি। অল্প কিছুদিনের মধ্যেই খুন হলেন মাসাম্বা-দেবাত ও রাজধানী ব্রাজাভিলের আর্চবিশপ এমিল কার্দেনাল বিয়ায়েন্দা। কঙ্গো প্রজাতন্ত্রের নয়া প্রেসিডেন্ট হলেন জোয়াখিম ইয়োহোমবি-ওপানগো।
১৯৭৯ প্রেসিডেন্ট হলেন ডেনিস সাসসু নগুয়েসু।
১৯৮১ সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী ও সহযোগিতা চুক্তি সই করল কঙ্গো।
১৯৯০ মার্কসবাদ বর্জন করল পিসিটি।
১৯৯২ বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন।
১৯৯৩-৯৪ প্রথম ব্রাজাভিল-কঙ্গোলীয় গৃহযুদ্ধ।
১৯৯৭-৯৯ দ্বিতীয় ব্রাজাভিল-কঙ্গোলীয় গৃহযুদ্ধ।
২০০২-০৩ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুল অঞ্চলে সংঘাত দেখা দিল।
২০০৩ শান্তিচুক্তি সই হল।
২০১৬ পুল অঞ্চলের নিনজা বিদ্রোহীদের ওপর হামলা চালানোর হুকুম দিলেন প্রেসিডেন্ট সাসসু, সেনা অভিযানে বিস্থাপিত হলেন ৮০ হাজার মানুষ।
২০১৭ সরকার ও নিনজাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই।
তথ্যসূত্র
BBC. 2018. “Republic of Congo profile.” BBC, January 8, 2018.
https://www.bbc.com/news/world-africa-14121195
— 2023. “Republic of Congo country profile.” BBC, April 11, 2023.
https://www.bbc.com/news/world-africa-14121191
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি