Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৪৭০ গ্যাবনে পর্তুগীজদের আগমন।

১৮৭৯ ফরাসিদের কাছে সার্বভৌমত্ব বেচলেন স্থানীয় পংওয়ে শাসক।

১৯১০ ফরাসি ইকুয়াটোরিয়াল আফ্রিকার অংশ হয়ে গেল গ্যাবন।

১৯৫৮ গ্যাবনকে স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের মর্যাদা প্রদান করল ফ্রান্স।

১৯৬০ আগস্ট ১৭: ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল গ্যাবন।

১৯৬১ গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন লিয়ন এমবা।

১৯৬৪ এমবার বিরুদ্ধে একটি সামরিক ক্যুদেতা প্রচেষ্টা ব্যর্থ করে দিল ফ্রান্স, এমবাকে পুনর্বহাল করল।

১৯৬৭ এমবার মৃত্যুতে নতুন প্রেসিডেন্ট হলেন আলবার্ট-বার্নার্ড বঙ্গ।

১৯৭৩ একমাত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হলেন আলবার্ট-বার্নার্ড বঙ্গ। ইসলাম গ্রহণ করলেন। ফলে, তাঁর নতুন নাম হল ওমর বঙ্গ।

১৯৭৯ একমাত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হলেন ওমর বঙ্গ।

১৯৮৬ একমাত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হলেন ওমর বঙ্গ।

১৯৯০ বিরোধী দলগুলোকে আইনী বৈধতা প্রদান করা হল।

১৯৯১ নতুন সংবিধানে বহুদলীয় ব্যবস্থাকে আনুষ্ঠানিক বৈধতা প্রদান করা হল।

১৯৯৩ প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জিতলেন ওমর বঙ্গ, বিরোধীরা সরকারের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুললেন।

১৯৯৮ বহুদলীয় নির্বাচনে আবারও জয়লাভ করলেন ওমর বঙ্গ।

২০০৩ জুলাই: সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট বঙ্গকে যতবার খুশী ততবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার অধিকার দেয়া হল।

২০০৪ ফেব্রুয়ারি: ফরাসি তেল কোম্পানি টোটাল গ্যাবনের তেল চীনে রফতানি করার একটা চুক্তি সই করল।

২০০৫ বহুদলীয় নির্বাচনে তৃতীয় মেয়াদে জিতলেন করলেন ওমর বঙ্গ।

২০০৯ ফেব্রুয়ারি: ফ্রান্সের সাথে বিবাদে জড়িয়ে পড়লেন ওমর বঙ্গ। জুন: স্পেনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওমর বঙ্গের মৃত্যু। আগস্ট: প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত। সেপ্টেম্বর: ওমরপুত্র আলী আগস্ট নির্বাচনের বিজয়ী ঘোষিত হলেন। সমালোচকরা বললেন, নির্বাচনের নামে রাজতন্ত্র কায়েম হয়েছে। প্রেসিডেন্টের নামে আসলে উত্তরাধিকারী নির্বাচন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বিরোধীদলীয় কর্মীদের সংঘাত।

২০১০ আগস্ট: আলী বঙ্গ জানালেন, ফ্রান্স এখন থেকে একমাত্র বন্ধু রাষ্ট্র বিবেচিত হবে না, কেননা গ্যাবন ভারত ও সিঙ্গাপুরের মত কিছু নতুন বন্ধু খুঁজে পেয়েছে।

ফরাসি প্রজিকিউটররা ফ্রান্সে বঙ্গ ও তাঁর অন্যান্য আফ্রিকান রাষ্ট্রপ্রধান বন্ধুদের মালিকানাধীন সম্পত্তি বিষয়ে অনুসন্ধান চালাতে শুরু করলেন।

২০১২ ফরাসির বদলে ইংরেজিকে গ্যাবনের দরবারি ভাষা করা হল।

২০১৪ আলী বঙ্গর পদত্যাগের দাবিতে সহিংস আন্দোলনের সূত্রপাত।

২০১৫ ফেব্রুয়ারি: প্রধান বিরোধী দল জাতীয় ইউনিয়নের (ইউএন) ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিল গ্যাবন।

২০১৬ নির্বাচন কমিশন আলী বঙ্গকে বিজয়ী ঘোষণা করলে ভয়ানক মাত্রায় নির্বাচন-পরবর্তীকালীন সহিংসতা দেখা দিল।

২০১৭ ফেব্রুয়ারি: একটি নতুন প্রতিবেদনে বলা হল, গত এক দশকে গ্যাবনের ৮০ শতাংশ হাতি বিলুপ্ত হয়ে গেছে।

২০১৮ অক্টোবর: সৌদি আরবে অবস্থানকালে স্ট্রোক করলেন প্রেসিডেন্ট আলী বঙ্গ, চিকিৎসার জন্য তাঁকে মরক্কোয় স্থানান্তরিত করা হল।

২০১৯ জানুয়ারি: সেনাবাহিনীর একদল নিম্নপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট আলী বঙ্গর বিরুদ্ধে ক্যু করার ব্যর্থ চেষ্টা চালায়।

২০২২ মার্চ-জুলাই: ফরাসি প্রজিকিউটররা ওমর বঙ্গর পরিবারের ৯ জন সদস্যকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করলেন। ফ্রান্সে সম্পত্তি কেনার উদ্দেশ্যে রাষ্ট্রীয় তহবিলের অর্থ তছরুপ করার অভিযোগ আনলেন। তাঁরা সেইসাথে আরো দাবি করলেন, ফ্রান্সে বঙ্গ পরিবারের ৮৫ মিলিয়ন ইওরো সমমূল্যের সম্পত্তি আছে।

২০২৩ এপ্রিল: গ্যাবনের সংসদ সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের অফিসের মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ৫ বছর করল। আগস্ট: এক বিতর্কিত নির্বাচনে জয়লাভ করলেন আলী বঙ্গ। সামরিক ক্যুদেতা। বঙ্গ পরিবারের ৫ দশকের শাসনের আপাত সমাপ্তি। গ্যাবন ক্যু পরিষদের তরফে প্রেসিডেন্ট হিসেবে জেনারেল ব্রিসে অলিগুই গুয়েমার নাম প্রস্তাব করা হল। গ্যাবনের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন (ইইউ)।

তথ্যসূত্র

BBC. “Gabon profile – timeline.” BBC, January 15, 2019.
https://www.bbc.com/news/world-africa-13376514

Guardian. “Gabon coup council to swear in its leader as president.” Guardian, September 1, 2023.
https://www.theguardian.com/world/2023/aug/31/gabon-opposition-urges-coup-leaders-to-recognise-it-won-election

Lawal, Khadijat. “TIMELINE: Gabon Since Independence In 10 Dates.” Channels TV, August 30, 2023.
https://www.channelstv.com/2023/08/30/timeline-gabon-since-independence-in-10-dates/

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

By irrafinofficial

ইরফানুর রহমান রাফিনের জন্ম ঢাকায়, ১৯৯২ সালে। বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমে লিখে অন্নসংস্থান করেন। নিজেকে স্মৃতি সংরক্ষণকারীদের পরম্পরার একজন হিসাবে দেখেন। যোগাযোগ: irrafin2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.