উমাইয়া খেলাফত

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Islamic Chronicles.

সাল

৬৫৬-৬১ প্রথম ফিতনা। আরবিতে ফিতনাত মাকতাল উসমান বলে পরিচিত। খলিফা উসমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেখা দেয়।

৬৬১ এক খারিজি চরমপন্থীর হাতে খুন হলেন আলী। আলীর সমর্থকরা তাঁর পুত্র হাসানকে পরবর্তী খলিফা বানাতে চাইল। কিন্তু সিরিয়ার প্রশাসক মুয়াবিয়ার সাথে একটা সমঝোতায় এসে মদিনায় অবসরে গেলেন হাসান।

৬৬১-৭৫০ উমাইয়া খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান সিরিয়ার দামিশক।

৬৬১ উমাইয়া খেলাফতের প্রথম খলিফা হলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, ‘প্রথম মুয়াবিয়া’ হিসাবে পরিচিত।

৬৬১-৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার রাজত্বকাল।*
* রাজধানী মদিনা থেকে সরিয়ে দামিশকে নিয়ে আসেন।

৬৬৪ খলিফা প্রথম মুয়াবিয়ার প্রতি আনুগত্য ব্যক্ত করলেন আলবানিয়ার রাজকুমার জুয়ানশের।

৬৬৮-৭০ কন্সটান্টিনোপোলের বিরুদ্ধে উমাইয়া খেলাফতের অভিযান।

৬৬৯ মদিনায় মৃত্যুবরণ করলেন হাসান ইবনে আলী।*
* শিয়া ইসলামের দ্বিতীয় ইমাম বিবেচিত হন।

৬৭০ কায়রাওয়ান প্রতিষ্ঠা, মার্ভে ঘাঁটি গাড়লো উমাইয়া সেনাবাহিনী।

৬৭০-৭৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লেবাননের পাহাড়গুলোতে গড়ে উঠল মারদাইতেস গেরিলা আন্দোলন।

৬৭৩ লিসিয়ায় আরবদের নৌ অভিযাত্রা, উমাইয়া খলিফা প্রথম মুয়াবিয়া আর বাইজেন্টাইন সম্রাট চতুর্থ কন্সটান্টাইনের মধ্যে সন্ধি।

৬৭৪ আরবরা প্রথমবারের মত আমু দরিয়া পার হল।

৬৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর দ্বিতীয় উমাইয়া খলিফা হলেন তাঁর পুত্র প্রথম ইয়াজিদ।

৬৮০-৮৫/৬৮৩-৯২ দ্বিতীয় ফিতনা। খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর, মতান্তরে তাঁর পুত্র খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যুর পর, দেখা দেয়া রাজনৈতিক বিশৃঙ্খলা। আস্কেলন ও সিজারিয়ায় অভিযান চালাল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৮০-৮৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকার কুসায়লা বিদ্রোহ।

৬৮০ কুফার মুসলিমরা, যাঁরা নিজেদের শিয়াতু আলী বা আলীর পার্টিজান বলতেন, আলীর দ্বিতীয় পুত্র হোসেনকে খলিফা দাবি করলেন।

অক্টোবর কারবালার যুদ্ধ। শহিদ হলেন হোসেন ইবনে আলি।*
* শিয়া ইসলামের তৃতীয় ইমাম বিবেচিত হন।

ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের।

৬৮১-৯২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইবনে জুবায়ের। বিদ্রোহের কেন্দ্র মক্কা। কঠোরহস্তে বিদ্রোহ দমন করলেন হাজ্জাজ বিন ইউসূফ।

৬৮৩ খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যু। তাঁর শিশুপুত্র দ্বিতীয় মুয়াবিয়ার মৃত্যু। সিরীয়দের মদতে ক্ষমতায় এলেন প্রথম মারওয়ান।

৬৮৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে মধ্য আরবে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন খারিজিরা। ইরাক ও ইরানে খারিজি বিদ্রোহ। কুফায় শিয়া অভ্যুত্থান।

৬৮৫-৭০৫ উমাইয়া শাসন পুনর্বহাল করা খলিফা আবদুল মালেকের রাজত্বকাল।

৬৯১ খারিজি ও শিয়া বিদ্রোহীদের পরাস্ত করল উমাইয়ারা। জেরুসালেমে কুব্বাতুস সাখরার (قبة الصخرة: Dome of the Rock) নির্মাণকাজ সম্পন্ন হল।

৬৯২ বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে উমাইয়া খেলাফতের শান্তিচুক্তির অবসান। সেবাস্তোপলিসের যুদ্ধ। উমাইয়াদের হাতে পরাস্ত ও খুন হলেন ইবনে জুবায়ের।

৬৯৭ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লড়াই চালানো বার্বার রানীর মৃত্যু। তাঁর আরব প্রতিপক্ষ তাঁর নাম দিয়েছিল আল-কাহিনা। অর্থ: “দিব্যদর্শী”।

৬৯৮ উমাইয়া খেলাফতের কার্থেজ জয়।

৭০১-৮০০ এ সময়ই কখনো নির্মিত হয় দার্ব জুবাইদা

৭০৫-১৭ খলিফা আল-ওয়ালিদের রাজত্বকাল। উত্তর আফ্রিকা জয়। স্পেনে একটি উমাইয়া রাজ্য প্রতিষ্ঠা করা হল।

৭০৩ ভার্ডানেকার্টে আরব গ্যারিসন একটি আরমানি সেনাবাহিনীর কাছে হারল।

৭০৬ উমাইয়া খেলাফতের পায়কান্দ জয়। আরমানি অভিজাতদের হত্যা করা হল।

৭০৮ উমাইয়া খেলাফতের তানজিয়ার্স জয়।

৭০৯ উমাইয়া খেলাফতের বোখারা জয়।

৭১০ উমাইয়া খেলাফতের সিন্ধ জয়।

৭১১-১৪ উমাইয়াদের আল-আন্দালুস অভিযান।*
* স্পেন ও পর্তুগালের মুসলমান রাজ্যগুলোকে আল-আন্দালুস বলে।

৭১২ উমাইয়া খেলাফতের সমরখন্দ জয়।

৭১৭-২০ খলিফা দ্বিতীয় উমরের রাজত্বকাল।*
* প্রথম খলিফা যিনি ইসলামে ধর্মান্তরে উৎসাহ দিয়েছিলেন।

৭২০-২৪ খলিফা দ্বিতীয় ইয়াজিদের রাজত্বকাল।*
* এ সময় শিয়া ও খারিজিদের মধ্যে নতুন করে তুমুল অসন্তোষ দেখা দেয়।

৭২৪-৪৩ খলিফা প্রথম হিশামের রাজত্বকাল।

৭২৮ বসরায় মশহুর মুসলিম ধর্মতাত্ত্বিক হাসান বসরীর মৃত্যু।

৭২৮-৩০ আমু দরিয়া আর সির দরিয়ার মধ্যবর্তী অঞ্চলে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বড় ধরণের বিদ্রোহ দেখা দিল।

৭৩২ পয়তিয়ের্সের/তুর্সের সমর। ফ্রান্সে শার্ল মার্টেলের হাতে উমাইয়া সেনাবাহিনীর পরাজয়। ইবনে ইসহাক কর্তৃক রচিত হল সীরাত রাসূল উল্লাহ

৭৪০ আনাতোলিয়ায় উমাইয়া বাহিনী বাইজেন্টাইন বাহিনীর কাছে হারল।

৭৪০-৪২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকায় বার্বার বিদ্রোহ।

৭৪৩ খলিফা দ্বিতীয় ওয়ালিদের রাজত্বকাল।

৭৪৩-৪৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল আব্বাসী বংশ।

৭৪৪-৪৯ খলিফা দ্বিতীয় মারওয়ানের রাজত্বকাল।

৭৪৭-৫০ আব্বাসী বিপ্লব।

৭৪৯ আব্বাসীদের কুফা বিজয় ও উমাইয়া খেলাফত উৎখাত।

তথ্যসূত্র

রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।

Armstrong, Karen. 2002. Islam: A Short History. Modern Library.

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

One Reply to “উমাইয়া খেলাফত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *