
আব্বাসী খেলাফত
Featured Artwork: Yahya ibn Mahmoud al-Wasiti, “Scholars in library of the House of Wisdom,” Al-Makamat lil-Hariri, 1237 (Bibliothequè nationale de France, Paris, Codex Parisinus Arabus 5847, folio 5 verso).

Map of the Abbasid Empire provided by TheCollector.com
সাল
৭৪৩-৪৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল আব্বাসী বংশ।
৭৪৭-৫০ আব্বাসী বিপ্লব।
৭৪৯ আব্বাসীদের কুফা বিজয় ও উমাইয়া খেলাফত উৎখাত।
৭৫০ ইমাম ইব্রাহিমের মৃত্যু। তিনি আব্বাসী বংশের প্রধান ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন তাঁর ভাই ইব্রাহিম।
৭৫০-১২৫৮ আব্বাসী খেলাফত।
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান ইরাকের বাগদাদ।
৭৫০-৫৪ খলিফা আবু আব্বাস আস-সাফফার রাজত্বকাল।*
* তিনি উমাইয়া পরিবারের ওপর একটা হত্যাযজ্ঞ চালান।
৭৫১ তালাসের সমর। চীনের তাং রাজবংশের সাথে। যুদ্ধ শেষে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
৭৫৪/৭৫৫-৭৫ খলিফা আবু জাফর আল-মনসুরের রাজত্বকাল।*
* শিয়া ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেন।
৭৫৫ আব্বাসীয় বিপ্লবের মাস্টারমাইন্ড আবু মুসলিমের মৃত্যু।
৭৫৬ আব্বাসী খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল স্পেন। স্থানীয়ভাবে একটা নয়া উমাইয়া খেলাফত গড়ে উঠল। যার নেতৃত্বে ছিলেন আব্বাসী হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য, স্পেনে শরণার্থী, প্রথম আবদুর রহমান।
৭৬২ আব্বাসী খেলাফতের নতুন রাজধানী হিসেবে বাগদাদের প্রতিষ্ঠা।
৭৬৫ শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের মৃত্যু।*
* তিনি শিয়াদের রাজনীতি থেকে সরে আসতে বলেছিলেন।
৭৬৭-৮২০ সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শফির সময়, যাঁর বিদ্যাশিক্ষা মক্কায়।
৭৬৮ সীরাত রাসূল উল্লাহয়ের রচয়িতা ইবনে ইসহাকের মৃত্যু।*
* সীরাত ইসলামের ইতিহাসের আদিপর্বের প্রাথমিক উৎস বলে বিবেচিত। এ সময় সম্পর্কে পরবর্তীতে যাঁরাই ইতিহাস লিখেছেন, সবাইকেই সীরাতয়ের ওপর নির্ভর করতে হয়েছে। পরম্পরাগত ঐতিহাসিকদের প্রধান উৎস ইবনে ইসহাকের সীরাত।
৭৬৯ সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফার মৃত্যু।
৭৭৫-৮৫ খলিফা আল-মাহদীর রাজত্বকাল।*
* ফিকহ, অথা ইসলামি আইনশাস্ত্রের, বিকাশে উৎসাহ যোগান।
৭৮৫-৮৬ খলিফা আল-হাদীর রাজত্বকাল।
৭৮৬-৮০৯ খলিফা হারুনুর রশিদের রাজত্বকাল।*
* আব্বাসী ক্ষমতা এ সময় উৎকর্ষের শীর্ষে আছে। বাগদাদ ও সাম্রাজ্যের অন্যান্য শহরগুলিতে এক মহান সাংস্কৃতিক রেনেসাঁ দেখা দিয়েছে। পাণ্ডিত্য, বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি খলিফা ফিকহ অধ্যয়ন ও হাদিস সংকলনকেও উৎসাহিত করেন যা শরিয়াকে সুসংহত রূপ প্রদান করবে।
৭৮৬ মক্কায় শিয়া বিদ্রোহ।
৭৯৫ সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাসের মৃত্যু।
৮০০-৯০৯ সিসিলির পশ্চিম অংশ ও ইফরিকিয়ার ওপর আগলাবীয়দের স্বশাসন প্রদান করা হল।
৮০১ সূফী রাবেয়া বসরীর মৃত্যু।
৮০৬ বাইজেন্টাইন ভূখণ্ডে হারুনুর রশিদের বিখ্যাত অভিযান।
৮০৯-১৩ খলিফা হারুনুর রশিদের দুই ছেলের মধ্যে গৃহযুদ্ধ। যুদ্ধে আল-মামুন জেতেন। হেরে যান আল-আমিন।
৮১৩-৩৩ খলিফা আল-মামুনের রাজত্বকাল।
৮১৪-১৫ বসরায় শিয়া ও খোরাসানে খারিজি বিদ্রোহ। যুক্তিবাদী ধর্মতাত্ত্বিক গোষ্ঠী মুতাজিলারা এতদিন অবহেলিত ছিল। এ সময় খলিফার পৃষ্ঠপোষকতা পেতে শুরু করে।
৮১৭ শিয়া ইসলামের অষ্টম ইমাম আল-রিজাকে নিজ উত্তরসূরী হিসেবে মনোনীত করলেন আল-মামুন।
৮১৮ আল-রিজার মৃত্যু, সম্ভবত হত্যার শিকার হন। মিহনা। খলিফার মদতপুষ্ট একটি নির্যাতনব্যবস্থা লোকসমাজে অধিক জনপ্রিয় আহলে হাদিসদের ওপর যুক্তিবাদী মুতাজিলাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে; আহলে হাদিসরা নিজ মতামতের জন্য জেলজুলুমের শিকার হন।
৮৩৩ সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম আহমাদ ইবনে হাম্বলের মৃত্যু।
৮৩৩-৪২ খলিফা আল-মুতাসিমের রাজত্বকাল।*
* তুর্কি দাসযোদ্ধাদের নিয়ে নিজস্ব বাহিনী তৈরি করেন মুতাসিম আর রাজধানী সরিয়ে নেন সামারায়।
৮৪২-৪৭ খলিফা আল-ওয়াসিকের রাজত্বকাল।
৮৪৭-৬১ খলিফা আল-মু্তাওয়াক্কিলের রাজত্বকাল।
৮৪৮-৫৫ সুন্নীদের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইবনে হাম্বলের সক্রিয়তার কাল, তিনি মক্কাতেই মৃত্যুবরণ করেন।
৮৪৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীকে সামারা আশকারি দুর্গে আটক করে রাখা হয়।
৮৬১ নিজ তুর্কি দেহরক্ষীদের এক প্রাসাদ ক্যুদেতায় খুন হলেন আল-মুতাওয়াক্কিল।
৮৬১-৬২ খলিফা আল-মুনতাসিরের রাজত্বকাল।
৮৬২-৬৬ খলিফা আল-মুস্তাইনের রাজত্বকাল।
৮৬৬-৬৯ খলিফা আল-মুতাজের রাজত্বকাল।
৮৬৫ আল-আজরাকি, আখবার মাক্কাহ।*
* শহরটির প্রথম ইতিহাস বলে বিবেচিত হয়।
৮৬৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীর মৃত্যু। তাঁর পুত্র হাসান আল-আশকারি সামারায় কারাবন্দী হিসেবে বাস করতে থাকলেন।
৮৬৯-৭০ খলিফা আল-মুহতাদির রাজত্বকাল।
৮৭০ দার্শনিক ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দির রাজত্বকাল।
৮৭০-৭২ খলিফা আল-মুতামিদের রাজত্বকাল।
৮৭৪ সামারায় কারাবন্দী দশায় মৃত্যুবরণ করেন শিয়া ইসলামের একাদশ ইমাম হাসান আল-আশকারি। তাঁর ছেলে আবুল কাশেম মোহাম্মদ নিজের জীবন বাঁচাতে উধাও হয়ে যান বলে বিশ্বাস করা হয়। তিনিই শিয়া ইসলামের দ্বাদশ তথা গায়েব ইমাম।
সূফী বায়েজীদ বোস্তামির মৃত্যু।
৮৯২-৯০২ খলিফা আল-মুতাদিদের রাজত্বকাল।
৮৯৯-১০৭৭ পূর্ব আরবে কারমাতীয় রাজ্য।*
* এর রাজধানী ছিল আল-হাসায়।
৯০২-৮ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।
৯০৮-৩২ খলিফা আল-মুকতাদিরের রাজত্বকাল।
৯০৯ ইফরিকিয়াতে আগলাবীয়রা ফাতিমিদের হাতে উৎখাত হয়ে গেল।
৯০৯-১১৭১ ফাতিমি খেলাফত।*
* এঁরা আব্বাসীদের প্রতিদ্বন্দ্বী ও ইসমাইলি শিয়া ছিলেন।
৯১০ সূফি জোনায়েদ বাগদাদীর মৃত্যু।
৯২২ ব্লাসফেমির দায়ে সূফী মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
৯২৩ বাগদাদে ঐতিহাসিক আবু জাফর আল-তাবারির মৃত্যু।
৯৩২-৩৪ খলিফা আল-কাহিরের রাজত্বকাল।
৯৩৪-৪০ খলিফা আল-রাজির রাজত্বকাল।
৯৩০ কারমাতীয়রা মক্কায় ঢুকে অসংখ্য হাজীকে হত্যা করে। ব্যাপক লুঠতরাজ চালায়। কাবা ঘরের পবিত্র পাথরটিও চুরি করে কাতিফে নিয়ে যায় তারা।
৯৩৪ এক অতীন্দ্রিয় জগতে লুকানো শিয়া ইসলামের দ্বাদশ তথা গায়েব ইমামের “অকাল্টেশন” ঘোষণা করা হল।
৯৩৫ দার্শনিক হাসান আল-আশ’আরীর মৃত্যু।
৯৪৫ বাগদাদের নিয়ন্ত্রণ নিল বুইররা।
৯৫০ কারমাতীয়রা চুরিকৃত পবিত্র পাথরটি মক্কাকে ফিরিয়ে দিল।
৯৬০ মক্কার স্থানীয় শাসক হিসেবে প্রতিষ্ঠিত হলেন শরিফরা।
১০৫৫ বুইরদের খেদিয়ে দিয়ে বাগদাদের নিয়ন্ত্রণ নিল সেলজুকরা।
১০৯২-১১৩৫ খলিফা আল-মুস্তারশিদের রাজত্বকাল।
১১৩৫ সেলজুকদের হাতে খুন হলেন খলিফা আল-মুস্তারশিদ।
১১৩৬-৬০ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।
১১৫৭ সেলজুকরা বাগদাদ ঘেরাও দিল কিন্তু অনুপ্রবেশ করতে ব্যর্থ হল।
১১৭১ ফাতিমি খেলাফত বিলুপ্ত করে দিলেন সালাউদ্দিন আইয়ুবী।
১১৭৪-৯৩ মিসর ও সিরিয়ার সুলতান এবং আইয়ুবী সুলতানশাহির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবীর রাজত্বকাল।
১১৮১-৮৩ ফরাসি নাইট রেনঁ দ্য শাতিলীয় মক্কাকে হুমকি দিলেন। রেনঁর বাহিনী সমগ্র হিজাজ অঞ্চলে লুঠতরাজ চালাল। ফ্রাঙ্কদের অঞ্চলটি থেকে বিতাড়িত করা হল।
১২০২ ইবনে আরাবি, দ্য মেক্কান রেভল্যুশনস।
১২২৫ শেষ সামর্থ্যবান আব্বাসী খলিফা আল-নাসিরের মৃত্যু।
১২৫৮ মঙ্গোলদের আক্রমণে বাগদাদ ধবংস হয়ে গেল, এর মধ্য দিয়ে আব্বাসী খেলাফতের অবসান ঘটে।
তথ্যসূত্র
Armstrong, Karen. 2002. Islam: A Short History. Modern Library.
Khan, Syed Muhammad. “Abbasid Dynasty.” World History Encyclopedia. Last modified March 25, 2020. https://www.worldhistory.org/Abbasid_Dynasty/.
Sardar, Ziauddin. 2017. Mecca: The Sacred City. Paperback ed. Bloomsbury.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি




One Reply to “আব্বাসী খেলাফত”