উজবেকিস্তান

Spread the love

Featured Image: বিশ্ব মানচিত্র ব্লগ.

পূর্বসাল

৪০০-৩০১ মধ্য এশিয়া* জয় করলেন ম্যাকিদোনিয়ার সেকান্দার শা।

* পাঁচটি দেশ নিয়ে মধ্য এশিয়া অঞ্চলটি গঠিত: উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ও তুর্কমেনিস্তান।

১০০-১ যে সিল্ক রোড চীনকে রোমক সাম্রাজ্য ও ইওরোপের সাথে যুক্ত করেছিল, এ শতাব্দীতে বর্তমান উজবেকিস্তান-সমেত পুরো মধ্য এশিয়া তার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।

১০০ পূর্বসাল-৩০০ সাল বর্তমান উজবেকিস্তান এ সময় ইরানিদের দ্বারা শাসিত হচ্ছে।

সাল

৬০১-৭০০ আরবদের মধ্য এশিয়া জয় ও অঞ্চলটির ইসলামিকরণ।

৮০১-১০০০ এ সময় বোখারা ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

৯৮০-১০৩৭ এ সময় বোখারায় সক্রিয় আছেন দার্শনিক ও চিকিৎসাবিদ ইবনে সিনা।

১০৭২-১০৯২ এ সময় দক্ষিণপশ্চিম এশিয়ার প্রবলতম রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন সেলজুক সুলতান মালেক শা, যার সুলতানশাহির কেন্দ্র ছিল বর্তমান উজবেকিস্তান।

১১৭০ বর্তমান উজবেকিস্তান থেকে চেঙ্গিজ খানের বিশ্বজয়ের সূচনা।

১৩৭০-১৪০৫ বর্তমান উজবেকিস্তানের সমরখন্দ থেকে এক বিশাল সাম্রাজ্য কায়েম করলেন আমির তৈমুর, যিনি উজবেকদের জাতীয় বীর বিবেচিত হন।

১৩৯৮ আমির তৈমুরের দিল্লি আক্রমণ ও ব্যাপক ধবংসসাধন।

১৪০১ আমির তৈমুরের দামিশক আক্রমণ ও ব্যাপক ধবংসসাধন।

১৪৯৭ মধ্য এশিয়ার মশহুর সিল্ক রোডের অবক্ষয়ের কাল।

১৭১৭ খিভা দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল।

১৭০১-১৯০০ বোখারা, কোকান্দ, আর সমরখন্দে কয়েকটি স্বাধীন উজবেক রাষ্ট্র প্রতিষ্ঠিত হল।

১৮৬৫-৮১ রুশ সাম্রাজ্য তাশখন্দ দখল করে নিয়ে সাম্রাজ্যিক রাশিয়ার তুর্কেস্তান প্রদেশের রাজধানী বানাল। বোখারা ও খিভাকে ব্রিটিশ আশ্রিত রাজ্য বানানো হল, কোকান্দকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়া হল। মূলত এ সময়ই মধ্য এশিয়া রাশিয়ার প্রভাববলয়ে ঢোকে।

১৯১৭ ফেব্রুয়ারি/মার্চ রুশ বিপ্লব, রুশ নিয়ন্ত্রণের হাত থেকে মুক্তি লাভ করতে উজবেকদের সংগ্রাম শুরু হল।

১৯১৭-২০ তুর্কেস্তান, বোখারা, ও খিভা বলশেভিকদের নিয়ন্ত্রণে এল।

১৯১৮-৩৩ উজবেক সমাজের সেক্যুলারাইজেশন। বলশেভিকরা দেশটির বহু মসজিদে তালা লাগিয়ে দিল। মুসলমান ধর্মীয় নেতাদের ওপর দমনপীড়ণ শুরু হল।

১৯২৪ গঠিত হল একটি উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।

১৯৩০ তাশখন্দকে উজবেকিস্তান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী ঘোষণা করা হল।

১৯৩৭ সোভিয়েত কর্তৃপক্ষ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রতি যথেষ্ট পরিমাণে অনুগত না হওয়ার অভিযোগ তুলে সোভিয়েত উজবেকিস্তানের স্থানীয় কমিউনিস্টদের ওপর দমনপীড়ণ চালাতে শুরু করল।

১৯৬৬ এক প্রলয়ংকরী ভূমিকম্পে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ক্ষতিগ্রস্ত হল।

১৯৮৮ উজবেকিস্তানে গঠিত হল জাতীয়তাবাদী বিরলিক (ইউনিটি) পার্টি।

১৯৮৯ উজবেক কমিউনিস্ট পার্টির প্রধান হলেন ইসলাম কারিমভ।

১৯৯০ সোভিয়েত উজবেকিস্তানের শেষ প্রেসিডেন্ট হলেন ইসলাম কারিমভ।

১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করল উজবেকিস্তান। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসে (সিআইএস) যোগ দিল উজবেকিস্তান। ‘স্বাধীন’ উজবেকিস্তানেও প্রেসিডেন্ট রয়ে গেলেন কারিমভ।

১৯৯২ বিরলিকসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করলেন কারিমভ, বিরোধীদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার করা শুরু হল।

১৯৯৫ এক গণভোটে কারিমভের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হল।

১৯৯৮ তাহির ইউলদাশেভ ও জুমা নামানগানি কর্তৃক গঠিত হল ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান (আইএমইউ)।

১৯৯৯ তাশখন্দে এক বোমা হামলায় ১২ জনের মৃত্যু, উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ এই হামলার জন্য আইএমইউকে অভিযুক্ত করেন।

২০০১ চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, ও তাজিকিস্তানের সাথে মিলে সাংহাই কোঅপারেশন কাউন্সিল (এসসিও) গঠন করল উজবেকিস্তান। ৯/১১র প্রেক্ষিতে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” শুরু হল। মার্কিনীদের আফগান তালেবানদের বিরুদ্ধে উজবেক বিমানঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দিল উজবেকিস্তান।

২০০২ এক গণভোটে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হল।

২০০৪ তাশখন্দে মার্কিন ও ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা।

২০০৫ আন্দিজানে প্রতিবাদীদের বুকে প্রকাশ্যে গুলি চালাল সেনারা, এই ঘটনায় শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দাজ্ঞাপন। মার্কিন সেনাদেরকে আফগান তালেবানদের ওপর হামলা চালানোর কাজে ব্যবহৃত খানাবাদ বিমানঘাঁটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিল মার্কিন সরকার।

২০১০ উজবেকিস্তান পার্শ্ববর্তী কিরগিজস্তানে সাম্প্রদায়িক সহিংসতার হাত থেকে বাঁচতে পালিয়ে আসা জাতিগত উজবেক শরণার্থীদেরকে সাময়িক আশ্রয় দিল। কিন্তু কিছুদিনের মধ্যেই শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দেয়া হয়। এবং এর বাসিন্দাদেরকে জোরপূর্বক কিরঘিজস্তানে ফেরত পাঠানো হয়।

২০১২ ব্যক্তিমালিকানাধীন খাতের সম্প্রসারণ ঘটানোর দোহাই দিয়ে শত শত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেচার পরিকল্পনা ঘোষণা করল উজবেকিস্তান সরকার।

২০১৪ প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মেয়ে গুলনারা কারিমভাকে গৃহবন্দী করা হল।

২০১৬ ইসলাম কারিমভের মৃত্যু।

২০২০ এরিকা ফ্যাটল্যান্ড, সোভিয়েতিস্তান: ট্রাভেলস ইন তুর্কমানিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, অ্যান্ড উজবেকিস্তান

তথ্যসূত্র

BBC. 2018. “Uzbekistan profile – Timeline.” BBC, May 8.
https://www.bbc.com/news/world-asia-16218972

Mccray, Thomas R. Uzbekistan. Philadelphia: Chelsea House, 2004.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *