
বাহামা দ্বীপপুঞ্জ
Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ
সাল
১৪৯২ বাহামা দ্বীপপুঞ্জে পা ফেললেন ক্রিস্টোফার কলম্বাস।
১৬৪৭ ইংরেজ ও বার্মুডান ধর্মীয় উদ্বাস্তুরা বাহামা দ্বীপপুঞ্জের প্রথম ইওরোপীয় বসতি স্থাপন করলেন।
১৬৬৬ নিউ প্রভেডেন্স দ্বীপের উপনিবেশায়ন শুরু হল।
১৭৭৭ বাহামা দ্বীপপুঞ্জ একটি মুকুট উপনিবেশে পরিণত হল।
১৭৮৩ প্যারিস চুক্তি স্পেন বাহামা দ্বীপপুঞ্জের ওপর থেকে দাবি ছেড়ে দিল।
১৮৩৪ দাসদের মুক্তি লাভ।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪০-৪৫ বাহামা দ্বীপপুঞ্জের গভর্নরের দায়িত্বপালন করছেন উইন্ডসরের ডিউক।
১৯৫৫ ফ্রিপোর্ট এলাকায় মুক্ত বাণিজ্য এলাকা স্থাপন করা হল।
১৯৬৪ বাহামা দ্বীপপুঞ্জকে অভ্যন্তরীণ স্বশাসন প্রদান করা হল।
১৯৬৭-৯২ বাহামা দ্বীপপুঞ্জের সরকারপ্রধান হিসেবে স্যার লিন্ডেন পিন্ডলিংয়ের শাসনকাল।
১৯৭৩ স্বাধীনতা অর্জন করল বাহামা দ্বীপপুঞ্জ।
১৯৯২ ক্ষমতায় এল মধ্য-বামপন্থী স্বাধীন জাতীয় আন্দোলন (এফএনএম)। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হলেন হুবার্ট ইনগ্রাহাম।
১৯৯৬ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন হুবার্ট ইনগ্রাহাম।
১৯৯৭ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন হুবার্ট ইনগ্রাহাম।
২০০০ আগস্ট স্যার লিন্ডেন পেন্ডলিংয়ের মৃত্যু।
২০০১ নভেম্বর বাহামা দ্বীপপুঞ্জের প্রথম নারী গভর্নর-জেনারেল হলেন ডেম আইভি দুমন্ত।
২০০৭ মে সংসদীয় নির্বাচনে জিতল সাবেক প্রধানমন্ত্রী হুবার্ট ইনগ্রাহামের এফএনএম।
২০১৩ আগস্ট বাহামা দ্বীপপুঞ্জ ২৪ জন কিউবান শরণার্থীকে কিউবায় ফেরত পাঠাল, যা তাদের জীবন বিপন্ন করছে বলে অভিযোগ উঠল।
২০১৯ আগস্ট হারিকেন ডোরিয়ানের কারণে আবাকো দ্বীপপুঞ্জ আর গ্র্যান্ড বাহামায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি।
২০২১ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনে স্বাধীন জাতীয় আন্দোলনকে (এফএনএম) পরাজিত করে ফিলিপ ডেভিসের নেতৃত্বে ক্ষমতায় এল প্রগতিশীল উদার দল (পিএলপি)।
তথ্যসূত্র
BBC. 2021. “Bahamas profile – Timeline.” BBC, 27 September.
https://www.bbc.com/news/world-latin-america-18723547
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি