Featured Image: Wikimedia Commons.
পূর্বসাল
১৮০০ সুইডেনে ব্রোঞ্জ যুগের মানুষদের আগমন ঘটল।
৫০০ সুইডেনে লৌহ যুগের সূচনা।
২০০ সুইডেনে রুনিক বর্ণমালার বিকাশ ঘটান হল।
সাল
৭০০ সুইডেনে ভাইকিং যুগের সূচনা।
অষ্টম শতাব্দী ভাইকিংরা বাল্টিক সাগর পাড়ি দিল এবং এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, বেলারুশ, আর ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল।
৮২৯ জার্মান সন্ন্যাসী আন্সগার সুইডেনকে খ্রিস্টধর্মের সাথে পরিচিত করিয়ে দিলেন।
১০৬৯ সুইডেনে ভাইকিং যুগের সমাপ্তি।
১৩৭০ সেইন্ট ব্রিজিতা কর্তৃক প্রতিষ্ঠিত হল ব্রিজিতাইন অর্ডার অফ নানস।
১৩৯১ সেইন্ট ব্রিজিতাকে রোমক ক্যাথলিক চার্চের একজন সেইন্ট হিশাবে কানুনীকৃত করা হল।
১৩৯৭ ডেনমার্কের রানী মার্গারেটের নেতৃত্বে কালমার ইউনিয়ন ডেনমার্ক, নরওয়ে, আর সুইডেনকে একীভূত করল।
১৫২৩ সুইডেন থেকে দিনেমারদেরকে তাড়িয়ে দিলেন ভাসা। প্রথম গুস্তাভ নাম নিয়ে সিংহাসনে বসলেন। ইভাঞ্জেলিকাল লুথারান চার্চকে সুইডেনের জাতীয় চার্চ হিশাবে প্রতিষ্ঠা করলেন।
১৬১১-১৭২১ সুইডেন এসময় উত্তর ইওরোপের অন্যতম পরাশক্তি।
১৭১৯ সুইডেনে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হল, যা প্রশাসনিক ক্ষমতা রাজার হাত থেকে সংসদের – রিকসদাগ – হাতে সমর্পিত করল। এসময় থেকেই সুইডেন সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। সময়ের সাথে রাজার পদটা আলঙ্করিক হয়ে উঠেছে।
১৮০৯ সুইডেনে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হল; যা রাজা, সরকার, আর সংসদের মধ্যে ক্ষমতা বন্টন করে দিল।
১৮১০ ফরাসি রাজকুমার জাঁ বাপ্তিস্তে জুল বার্নাদত রাজা জন, চতুর্দশ চার্লস হিশাবে সুইডেনের মসনদে বসলেন; প্রতিষ্ঠা করলেন বার্নাদত রাজবংশ।
১৮১৪ নরওয়ে-সুইডেন যুদ্ধ।
১৮২০-১৯৪০ এসময় বহু সুইডিশ মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।
১৮১৮ সুইডেন আর নরওয়ের মধ্যে ইউনিয়ন গঠিত হল।
১৮৯৫ আলফ্রেড নোবেলের মৃত্যু।
১৯০৫ সুইডেন আর নরওয়ের মধ্যকার ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেয়া হল।
১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধে সুইডেন নিরপেক্ষতার নীতি অনুসরণ করে।
১৯২০-এর দশক এই দশকে সুইডেন একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ থেকে শিল্পভিত্তিক অর্থনীতির দেশে রূপান্তরিত হয়।
১৯২০ লীগ অফ নেশনসে যোগদান করল সুইডেন।
১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইডেন নিরপেক্ষতার নীতি অনুসরণ করে।
১৯৪০ সুইডেন নাৎসি জার্মানিকে ট্রানজিট দিতে বাধ্য হয়। কিন্তু জার্মানি সুইডেনকে নাৎসি নেতৃত্বাধীন ‘নয়া বিশ্ব ব্যবস্থায়’ যোগদান করার প্রস্তাব দিলে সুইডিশ প্রধানমন্ত্রী প্রস্তাবটি ফিরিয়ে দেন। এসময় নরওয়ে আর ডেনমার্ক নাৎসি দখলদারিত্বে থাকায় বহু নরওয়েজীয় আর দিনেমারের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে সুইডেন।
১৯৪৩ জার্মানির সাথে ট্রানজিট চুক্তি বাতিল করে সুইডেন।
১৯৪৬ জাতিসংঘে যোগ দেয় সুইডেন। সমাজ গণতন্ত্রী টেগ এরল্যান্ডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬৯ সাল পর্যন্ত স্বপদে বহাল থাকেন।
১৯৪৮ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক ঘোষণাপত্র গ্রহণ করে নিল সুইডেন।
১৯৫২ স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর পারস্পরিক স্বার্থ রক্ষায় গঠিত নর্ডিক কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি হল সুইডেন।
১৯৫৩ জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলেন সুইডেনের দাগ হ্যামারশোল্ড।
১৯৫৫ সুইডেনে সমাজ গণতন্ত্রীরা জাতীয় স্বাস্থ্যসেবা চালু করে।
১৯৫৯ সুইডেনে সমাজ গণতন্ত্রীরা রাষ্ট্রীয় অবসর পরিকল্পনা চালু করে।
১৯৭৬ সুইডেনের প্রধানমন্ত্রী হলেন মধ্যপন্থী দলের নেতা থরবর্ন ফালদিন।
১৯৮০য়ের দশক সোভিয়েত ইউনিয়নের সাথে সুইডেনের সম্পর্কে অবনতি ঘটে।
১৯৮২ সুইডেনের প্রধানমন্ত্রী হলেন সমাজ গণতন্ত্রী ওলফ পালমে।
১৯৮৬ ওলফ পালমে এক বন্দুকধারীর গুলিতে খুন হলেন।
১৯৯০ রোমক ক্যাথলিক চার্চ সেইন্ট ব্রিজিতাকে প্যাট্রন সেইন্ট অফ ইওরোপ ঘোষণা করল।
১৯৯৩ আদিবাসী সামিদের জন্য গঠিত হল সামি সংসদ।
১৯৯৫ ইওরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিল সুইডেন।
১৯৯৬ সুইডেনের প্রধানমন্ত্রী হলেন সমাজ গণতন্ত্রী গোরান পারসন।
২০০০ দক্ষিণ সুইডেনের মালমো আর ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনকে সংযুক্ত করা নতুন সেতু আর টানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।
২০০৩ স্টকহোমের একটি দোকানে ছুরিকাঘাতে খুন হলেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আনা লিন্ড।
২০০৬ সুইডেনে মডারেট দলের নেতা ফ্রেডরিক রাইনফেল্টের নেতৃত্বে সংসদীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসল মধ্য-ডানপন্থীদের একটি জোট।
২০০৭ প্রখ্যাত সুইডিশ চিত্রনির্মাতা ইঙ্গমার বার্গম্যানের জীবনাবসান।
২০১০ প্রথম উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হিশাবে সুইডেনের সংসদে আসন লাভ করতে সমর্থ হল অভিবাসন বিরোধী সুইডিশ ডেমোক্র্যাটস। প্রথমবারের মত আত্মঘাতী বোমা হামলার শিকার হল সুইডেন, হামলাকারী তৈমুর আবদুলওয়াহাব আল-আবদালি নামের এক ইরাকি ইসলামপন্থী তরুণ।
২০১১ ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হাসপাতালে ইতালীয় অধ্যাপক পাওলো ম্যাকিয়ারিনির নেতৃত্বে সুইডিশ সার্জনরা বিশ্বের প্রথম সিনথেটিক অঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন করলেন।
২০১৪ সমাজ গণতন্ত্রী আর পরিবেশবাদীরা সরকার গঠন করল।
২০১৭ মধ্য স্টকহোমের এক ট্রাক হামলায় চার ব্যক্তির মৃত্যু, হামলাকারী জনৈক উজবেক নাগরিক ও আইএস সমর্থক রাখমাত আকিলভ।
২০১৮ সমাজ গণতন্ত্রী আর পরিবেশবাদীরা উদার আর মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর সহায়তায় সরকার গঠন করল।
২০২০ সুইডিশ পুলিশ জানাল, ওলফ পালমে হত্যাকাণ্ডের জন্য দায়ী স্টিগ ইংস্ট্রম নামের জনৈক অপ্রকৃতিস্থ ব্যক্তি। পালমেকে অপছন্দ করায় তাঁকে খুন করেন স্টিগ। ২০০০ সালে আত্মহত্যা করেন স্টিগ ইংস্ট্রম।
২০২১ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।
২০২২ ফেব্রুয়ারি ২৪: রাশিয়া ইউক্রেনে হামলা চালাল, ইউক্রেন যুদ্ধের সূচনা। সেপ্টেম্বর: এক গ্যালাপ জরিপে দেখা গেল, ৭৪ শতাংশ সুইড ন্যাটোয় যোগদান সমর্থন করেন।
২০২৩ জানুয়ারি: সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন শরিফের একটি কপিতে আগুন ধরিয়ে দেন রাসমুস পালুদান নামের এক উগ্রডানপন্থী রাজনীতিক। তুরস্ক সরকার এই ঘটনার ব্যাপক নিন্দা জানায়।
তথ্যসূত্র
BBC. “Sweden profile – Timeline.” BBC, May 4, 2018.
https://www.bbc.com/news/world-europe-17961621
Hogan, E. P. & J. M.. 2006. Sweden. New York: Chelsea House.
Swedish Institute. 2022. “History of Sweden.” Accessed May 29, 2022.
https://sweden.se/culture/history/history-of-sweden
Time. 2023. “Why Sweden’s Path to NATO Membership Has Been so Rocky.” Time, July 11, 2023. https://time.com/6293624/sweden-nato-erdogan/.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি