সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন

Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৩০০ দক্ষিণ আমেরিকা থেকে আসা আদিবাসী ক্যারিব জাতির মানুষেরা আদিবাসী আরাওয়াক জাতির মানুষদের ওপর আধিপত্য বিস্তার করলেন।

১৪৯৮ সেইন্ট ভিনসেন্টের দিনে দ্বীপটি পরিদর্শন করলেন ক্রিস্টোফার কলম্বাস।

১৭৮৩ প্যারিস চুক্তি, সেইন্ট ভিনসেন্টকে একটি ব্রিটিশ উপনিবেশ হিসেবে স্বীকৃতিপ্রদান করা হল।

১৭৯৫-৯৭ ব্রিটিশরা ফরাসিদের সহায়তা নিয়ে আদিবাসী ক্যারিব জাতির ৫ হাজার মানুষকে বেলিজে নির্বাসিত করল।

১৮৩৪ দাসত্বের বিলোপসাধন করা হল। প্ল্যান্টেশন মালিকরা ১৮ হাজার দাসকে মুক্তি দিতে বাধ্য হলেন। তাঁদের জায়গায় শর্তাবদ্ধ বিদেশি শ্রমিকদের নিয়োগ করা হল।

১৯৫১ সেইন্ট ভিনসেন্টকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার দেয়া হল।

১৯৫৮-৬২ ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের সদস্য হল সেইন্ট ভিনসেন্ট।

১৯৬৯ সেইন্ট ভিনসেন্টকে অভ্যন্তরীণ স্বশাসন প্রদান করা হল।

১৯৭৯ অক্টোবর স্বাধীনতা অর্জন করল সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন। প্রধানমন্ত্রী হলেন মধ্য-বামপন্থী সেইন্ট ভিনসেন্ট শ্রমিক দলের (এসভিএলপি) মিল্টন কাতো। ইউনিয়ন দ্বীপে বিদ্রোহ।

১৯৮১ শ্রমিকরা একটি সাধারণ ধর্মঘট আয়োজন করলেন।

১৯৮৪ সাধারণ নির্বাচনে জিতল মধ্য-ডানপন্থী নয়া গণতন্ত্রী দল (এনডিপি)। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হলেন জেমস মিশেল।

১৯৮৯, ১৯৯৪, ১৯৯৮ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হলেন জেমস মিশেল।

২০০০ পদত্যাগ করলেন মিশেল।

তথ্যসূত্র

BBC. 2018. “St Vincent and the Grenadines profile – Timeline.” BBC, May 31.
https://www.bbc.com/news/world-latin-america-20007543

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *