
সিয়েরা লিওন
Featured Image: Wikimedia Commons.

সাল
১৮০৮ ফ্রিটাউন বসতি একটি মুকুট উপনিবেশে পরিণত হল।
১৮৯৬ ফ্রিটাউনের পশ্চাৎভূমিতে ব্রিটিশরা একটা প্রটেক্টরেট স্থাপন করল।
১৯৫৪ সিয়েরা লিওনের জনদলের নেতা স্যার মিল্টন মার্গাইকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ দেয়া হল।
১৯৬১ স্বাধীনতা অর্জন করল সিয়েরা লিওন।
১৯৬৭ এক সামরিক ক্যুদেতায় উৎখাত হল সিয়াকা স্টিভেন্সের সরকার।
১৯৬৮ আরেক সামরিক ক্যুদেতায় একটি বেসামরিক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরলেন সিয়াকা স্টিভেন্স।
১৯৭১ সিয়েরা লিওনকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হল। সিয়াকা স্টিভেন্স প্রজাতন্ত্রের নির্বাহী প্রেসিডেন্ট হলেন।
১৯৭৮ নয়া সংবিধানে সিয়েরা লিওনকে একদলীয় রাষ্ট্র ঘোষণা করা হল। নিখিল গণকংগ্রেস হয়ে উঠল একমাত্র বৈধ রাজনৈতিক দল।
১৯৮৫ স্টিভেন্স অবসরে গেলে তাঁর জায়গায় প্রেসিডেন্ট হয়ে উঠলেন মেজর-জেনারেল জোসেফ সাইদু মোমোহ।
১৯৯১-২০০২ সিয়েরা লিওনের গৃহযুদ্ধ।
২০০৪ জাতিসংঘের মদতে গৃহযুদ্ধকালীন সময়ে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার শুরু।
২০০৫ ডিসেম্বর জাতিসংঘের শেষ শান্তিরক্ষীরা ছেড়ে গেলেন সিয়েরা লিওন।
২০০৭ জুন সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় হত্যাযজ্ঞে উসকানি দিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের বিচার শুরু হল।
২০১২ ফেব্রুয়ারি জ্বালানি কোম্পানিগুলোর প্রতিবেদন থেকে জানা গেল, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের উপকূলে তেলের মজুদ আবিষ্কৃত হয়েছে।
২০১৪ জুলাই পশ্চিম আফ্রিকায় ৭০০রও বেশি মানুষের মৃত্যুর কারণ হওয়া এবোলা মহামারী ঠেকাতে জরুরি অবস্থা জারি করল সিয়েরা লিওন।
২০১৬ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) দ্বিতীয়বারের মত সিয়েরা লিওনকে এবোলামুক্ত ঘোষণা করল।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. “Sierra Leone profile – Timeline.” BBC, April 5, 2018.
https://www.bbc.com/news/world-africa-14094419
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি