সেনেগাল

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

৮০০-৯৯ প্রতিষ্ঠিত হল তেকরুর সাম্রাজ্য।

১০৮০ সেনেগালের ইসলামায়ন শুরু।

১২০০-৯৯ মধ্য সেনেগালে জোলোফ সাম্রাজ্যের উত্থান।

১২০০-১৩৯৯ সেনেগালের পশ্চিমাঞ্চল ভিত্তিক মালি সাম্রাজ্য।

১৪০০-৯৯ প্রথম ইওরোপীয় হিসেবে সেনেগালে পর্তুগিজদের আগমন ঘটল। কাপ-ভার্দ উপদ্বীপের প্রথম বাণিজ্যকুঠিগুলো স্থাপন করা হল। গোরি, রুফিস্ক, জোয়ালে।

১৫০০-৯৯ পর্তুগিজরা সেনেগালে তাঁদের দাস বাণিজ্য শুরু করল।

১৬১৭ ওলন্দাজরা গোরিতে বসতিস্থাপন করল।

১৬২৬-৫৯ ফরাসিরা ভবিষ্যৎ সাঁ-লুই উপনিবেশায়িত করল।

১৭০০-৯৯ সেনেগালে কাদিরিয়া তরিকা প্রবর্তন করা হল।

১৭৫৮-১৮১৪ সাঁ-লুই আর গোরি নিয়ে ইঙ্গ-ফরাসি সমর।

১৮১৪ প্যারিস চুক্তি সেনেগালকে ফ্রান্সের হাতে তুলে দেয়া হল।

১৮১৫ দাস বাণিজ্যের বিলোপসাধন করা হল।

১৮৪৮ ফ্রান্স তার সব উপনিবেশে দাসদের মুক্তি দিল।

১৮৮২ ডাকার আর সাঁ-লুইসের মধ্যে রেলরাস্তা নির্মাণ করা হল।

১৯০৪ ফরাসি পশ্চিম আফ্রিকার রাজধানীতে পরিণত হল ডাকার।

১৯৫৬ ফ্রান্স-নিয়ন্ত্রিত পশ্চিম আফ্রিকা ফেডারেশন বিলুপ্ত করা হল।

১৯৬০ এপ্রিল ৪ মালি ফেডারেশনের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিলাভ করল সেনেগাল।

আগস্ট ২০ মালি ফেডারেশনে ভাঙন।

সেপ্টেম্বর ৫ সেনেগাল প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আফ্রিকান সমাজতন্ত্রী ও কবি লিওপোল্ড সেডার সেঙ্গর।

১৯৬০-৮০ প্রেসিডেন্ট হিসেবে লিওপোল্ড সেডার সেঙ্গরের শাসনকাল।

১৯৬২ প্রধানমন্ত্রী মামাদু দিয়ার ব্যর্থ ক্যুদেতা প্রচেষ্টা।

১৯৬৩ সেনেগালের প্রথম সংবিধান মুসাবিদা করা হল।

১৯৬৬ এ সময় প্রেসিডেন্ট সেঙ্গরের সেনেগালি প্রগ্রেসিভ ইউনিয়ন দেশটির একক রাজনৈতিক দল।

১৯৭০ আবদু দিউফকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট সেঙ্গর।

১৯৭৮ একটি ত্রিদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করা হল।

১৯৮১ প্রেসিডেন্ট হলেন আবদু দিউফ।

১৯৮২ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল সেনেগাম্বিয়া কনফেডারেশন।

১৯৮৯ সেনেগাম্বিয়া কনফেডারেশন বিলুপ্ত করে দেয়া হল।

২০০০ মার্চ প্রেসিডেন্ট হলেন বিরোধীদলীয় নেতা আবদুলআয়ে ওয়াদে, সেনেগালে সমাজতন্ত্রী দলের চার দশকের শাসনের সমাপ্তি।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. “Senegal profile – Timeline.” BBC, May 14, 2018.
https://www.bbc.com/news/world-africa-14093813

Gritzner, Janet H.. 2005. Senegal. Philadelphia: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *