
প্যারাগুয়ে
Featured Image: Wikimedia Commons.

সাল
১৫২৫ পর্তুগিজ অভিযাত্রিক আলেহো গার্সিয়া প্যারাগুয়ে পরিদর্শন করলেন।
১৫২৬ ইতালীয় নাবিক সেবাস্তিয়ান ক্যাবোট প্যারাগুয়ের নদীগুলোয় অভিযাত্রা চালাচ্ছেন।
১৬০৯ স্পেনীয় জেসুইট ধর্মপ্রচারকরা স্থানীয় বাসিন্দাদের রোমক ক্যাথলিক খ্রিস্টধর্মে দীক্ষিত করতে শুরু করলেন।
১৭৭৬ প্যারাগুয়েকে পেরু ভাইস-রয়ালটি থেকে লা প্লাতা ভাইস-রয়ালটির হাতে তুলে দেয়া হল।
১৮০৮ নেপোলিয়ান বোনাপার্তে স্পেনের রাজতন্ত্রকে সাময়িকভাবে উৎখাত করলে এই সুযোগে লা প্লাতা ভাইস-রয়ালটির বিরুদ্ধে বিদ্রোহ করে বসল প্যারাগুয়ে।
১৮১১ প্যারাগুয়ে স্বাধীনতা অর্জন করল।
১৮৬৫-৭০ ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে মিলে প্যারাগুয়ের বিরুদ্ধে যুদ্ধে নামল উরুগুয়ে, এই যুদ্ধে প্যারাগুয়ে হেরে যায়।
১৯৩২-৩৫ চাকো যুদ্ধ, বলিভিয়ার কাছ থেকে ভূখণ্ড জিতে নিল প্যারাগুয়ে।
১৯৫৪-৮৯ জেনারেল আলফ্রেডো স্ট্রোয়েজনারের তিন দশকের নিষ্ঠুর একনায়কতন্ত্র।
১৯৯২ একটি নয়া গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হল।
১৯৯৮ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কলোরাডো দলের প্রার্থী রাউল কুবাস, ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ উঠল।
১৯৯৯ আততায়ীর হাতে খুন হলেন ভাইস-প্রেসিডেন্ট লুই মারিয়া আরগানা। প্রেসিডেন্ট কুবাসের পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন লুই গঞ্জালেস মাচছি, গঠন করলেন একটি জাতীয় ঐক্যের সরকার।
১৯৯৯-২০০৩ প্রেসিডেন্ট হিসেবে লুই গঞ্জালেস মাচছির শাসনকাল।
২০০২ জুলাই প্রেসিডেন্ট মাচছির পদত্যাগ ও মুক্তবাজার নীতি বাতিল করার দাবিতে দেখা দেয়া আন্দোলন সহিংস হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করা হল।
২০০৩ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকানোর দুয়ার্তে ফ্রুটোস। তাঁর পূর্বসূরী মাচছির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। দুর্নীতির দায়ে বিচার শুরু হল মাচছির।
২০০৪ জুন ব্রাজিলে নির্বাসিত সাবেক সেনা কমান্ডার জেনারেল ওভেইদো দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হল।
২০০৬ জুন অবৈধ অর্থ বিনিময়ের দায়ে সাবেক প্রেসিডেন্ট মাচছিকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হল। আগস্ট ব্রাজিলে নির্বাসিত দশায় মারা গেলেন সাবেক সামরিক একনায়ক স্ট্রোয়েজনার।
২০০৭ মার্চ ডেঙ্গুর প্রাদুর্ভাবে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি।
২০০৮ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী সাবেক বিশপ ফার্দান্দো লুগোর ঐতিহাসিক বিজয়।
২০১২ ডিসেম্বর ভূমিহীন কৃষক নেতা ভিদাল ভেগাকে গুলি করে মারা হল। খুন হলেন তাঁর ১১ জন অনুসারী আর ৬ জন পুলিশ কর্মকর্তা। এই জের ধরে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট লুগো।
২০১৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হোরাশিও কার্তেস।
২০১৪ এপ্রিল প্যারাগুয়ের আদিবাসী আচহে জাতির মানুষের সাবেক সামরিক একনায়ক স্ট্রোয়েজনার সরকারের বিরুদ্ধে জেনোসাইডের মামলা ঠুকে দিল।
২০১৫ আগস্ট ধর্ষণের শিকার একটি ১১ বছর বয়সী মেয়ে গর্ভপাতের অধিকারবঞ্চিত হওয়ায় সন্তানের জন্ম দিল। এই ঘটনার তীব্র নিন্দা জানাল আন্তর্জাতিক মহল। প্যারাগুয়ের আইনে মায়ের মৃত্যুর আশঙ্কা না থাকলে গর্ভপাত অবৈধ বলে বিবেচিত হয়।
২০১৬ জুলাই ২০১২ সালে কৃষক নেতা ভিদাল, তাঁর অনুসারী ও পুলিশ কর্মকর্তাদের হত্যার দায়ে কৃষক নেতা রুবেন ভিয়ালভাকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হল।
২০১৮ মে যুক্তরাষ্ট্র আর গুয়াতেমালার পর তৃতীয় দেশ হিসেবে জেরুসালেমে নিজেদের দূতাবাস খুলল প্যারাগুয়ে।
তথ্যসূত্র
BBC. 2018. “Paraguay profile – Timeline.” BBC, June 1.
https://www.bbc.com/news/world-latin-america-19968754
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি