
নাইজেরিয়া
Featured Image: Wikipedia Commons.

পূর্বসাল
৩০০০ নাইজেরিয়ার দক্ষিণে কৃষিকাজের সূচনা।
৮০০ জোস মালভূমিতে নব্যপ্রস্তরযুগ ও লৌহ যুগের নোক সংস্কৃতির উত্থান।
সাল
২০০ নোক সংস্কৃতির অবক্ষয়।
৯৯৮ গঠন করা হল কানো রাজ্য।
১০০১ এ সময় থেকে গড়ে উঠছে নগররাষ্ট্র, রাজ্য, সাম্রাজ্য। উত্তরে হাউসা ও বোর্নো রাজ্য। দক্ষিণে ওয়ো ও বেনিন রাজ্য।
১৪৭২ পর্তুগিজ নাবিকরা নাইজেরিয়ার উপকূলে এসে পৌঁছালেন।
১৪৮০-৮৯ বেনিন রাজ্যের সাথে পর্তুগিজদের ব্যবসা শুরু হল।
১৫০১-১৮০০ এ সময় বিপুল সংখ্যক নাইজেরীয় দাস বাণিজ্যের শিকার হন, তাঁদের জোরপূর্বক আমেরিকায় পাঠানো হয়।
১৮০৯ উত্তর নাইজেরিয়ায় প্রতিষ্ঠা করা হল সোকোতো খেলাফত।
১৮২০-২৯ ওয়ো রাজ্যের পতন। আরো দাস বাণিজ্যে আফ্রিকার নেতৃস্থানীয় রাজ্যে পরিণত হল।
১৮৫০-৫৯ লাগোস ঘিরে ব্রিটিশরা তাঁদের উপস্থিতি তৈরি করল।
১৮৬১ ব্রিটিশরা লাগোসকে তাঁদের সাম্রাজ্যের সীমানাভুক্ত করে নিল।
১৮৬১-১৯১৪ ব্রিটিশরা নাইজেরিয়া উপনিবেশ ও আশ্রিত রাজ্যে তাঁদের নিয়ন্ত্রণ জোরদার করল, যদিও শাসনকার্য স্থানীয় নেতৃত্বের মাধ্যমেই চালান হচ্ছিল।
১৮৭০ দাসপ্রথার বিলোপসাধন করা হল।
১৯০২ ব্রিটিশরা দখল করে নিল কানো।
১৯১৪ নাইজেরিয়া আনুষ্ঠানিকভাবে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হল।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯২২ সাবেক জার্মান উপনিবেশ কামেরুনের অংশবিশেষকে লীগ অফ নেশনসের ম্যান্ডেটের আওতায় নাইজেরিয়ার সাথে জুড়ে দেয়া হল।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৬০ যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল নাইজেরিয়া। এ সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন স্যার আবুবকর তাওয়াফা বালেওয়া। একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।
১৯৬৩ ব্রিটিশ সাধারণতন্ত্রের একটি সদস্যে পরিণত হল নাইজেরিয়া।
১৯৬৬ জানুয়ারি এক ক্যুদেতায় খুন হয়ে গেলেন জনাব বালেওয়া। সামরিক সরকার গঠন করলেন মেজর-জেনারেল জনসন আগুইয়ি-আয়রনসো।
জুলাই পাল্টা ক্যুদেতায় খুন হয়ে গেলেন আগুইয়ি-আয়রনসো। তাঁর স্থলাভিষিক্ত হলেন লেফটেন্যান্ট-কর্নেল ইয়াকুবু গোওন।
১৯৬৭ নাইজেরিয়ার তিনটি পূর্বাঞ্চলীয় রাজ্য বিচ্ছিন্ন হয়ে গেল। গঠন করল বায়াফ্রা প্রজাতন্ত্র। তিন বছরের গৃহযুদ্ধ।
১৯৭৫ জেনারেল গোওনকে উৎখাত করলেন ব্রিগেডিয়ার মুর্তলা রামাত মোহাম্মদ। ফেডারেল রাজধানী আবুজায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলেন।
১৯৭৯ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলহাজি শেহু শাগারি।
১৯৮৬ প্রথম আফ্রিকান লেখক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ওলে সোয়িনকা।
১৯৯৯ নাইজেরিয়ার নতুন সংবিধান প্রতিষ্ঠা করল তৃতীয় প্রজাতন্ত্র।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. 2019. “Nigeria Profile – Timeline.” BBC, February 18.
https://www.bbc.com/news/world-africa-13951696.
Phillips, Douglas A. 2003. Nigeria. Philadelphia: Chelsea House.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি