মাইক্রোনেশিয়া

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

সাল

১৫০০ মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ওপর স্পেনীয় অভিযাত্রিকদের চোখ পড়ল।

১৮৫০ ধর্ম প্রচার ও নারিকেল বাণিজ্য শুরু হল।

১৮৮০-৮৯ ক্যারোলিন দ্বীপপুঞ্জের* ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে ব্যর্থ হল স্পেন।
* মাইক্রোনেশিয়া ও পালাউ।

১৮৯৮ জার্মান উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে এল ক্যারোলিন দ্বীপপুঞ্জ।

১৯১৪ মাইক্রোনেশিয়া দখল করল জাপান।

১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
* যুদ্ধের একটি প্রধান ময়দানে পরিণত হল জাপান।

১৯৪৭ জাতিসংঘের অধীনস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ট্রাস্ট টেরিটোরির আকারে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে এল মাইক্রোনেশিয়া।

১৯৬০-৬৯ স্বায়ত্তশাসন নিয়ে মার্কিনীদের সাথে মাইক্রোনেশীয়দের সংলাপ শুরু।

১৯৭৯ কোজরাই, পনপেই, চুক, আর ইয়াপ সংবিধান অনুসমর্থন করে গঠন করল মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্র।

১৯৮৬-২০০১ কমপ্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন

১৯৯১ জাতিসংঘে যোগ দিল মাইক্রোনেশিয়া।

২০০২ জুলাই তাইফুন চা’তানে ক্ষতিগ্রস্ত চুক, ডজনখানেক মানুষের মৃত্যু।

২০০৩ মাইক্রোনেশিয়া ও মার্শাল দ্বীপপুঞ্জের সাথে কমপ্যাক্ট ২০ বছরের জন্য নবায়ন করল যুক্তরাষ্ট্র।

২০০৪ এপ্রিল তাইফুন সুদেলে ক্ষতিগ্রস্ত ইয়াপ, জরুরি অবস্থা জারি।

তথ্যসূত্র

BBC. 2017. “Micronesia profile – Timeline.” BBC, July 31.
https://www.bbc.com/news/world-asia-pacific-15519757

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *