Featured Image: Wikimedia Commons.
সাল
১৫০০ মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ওপর স্পেনীয় অভিযাত্রিকদের চোখ পড়ল।
১৮৫০ ধর্ম প্রচার ও নারিকেল বাণিজ্য শুরু হল।
১৮৮০র দশক ক্যারোলিন দ্বীপপুঞ্জের* ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে ব্যর্থ হল স্পেন।
* মাইক্রোনেশিয়া ও পালাউ।
১৮৯৮ জার্মান উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে এল ক্যারোলিন দ্বীপপুঞ্জ।
১৯১৪ মাইক্রোনেশিয়া দখল করল জাপান।
১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’।
* যুদ্ধের একটি প্রধান ময়দানে পরিণত হল জাপান।
১৯৪৭ জাতিসংঘের অধীনস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ট্রাস্ট টেরিটোরির আকারে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে এল মাইক্রোনেশিয়া।
১৯৬০য়ের দশকের শেষদিকে স্বায়ত্তশাসন নিয়ে মার্কিনীদের সাথে মাইক্রোনেশীয়দের সংলাপ শুরু।
১৯৭৯ কোজরাই, পনপেই, চুক, আর ইয়াপ সংবিধান অনুসমর্থন করে গঠন করল মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্র।
১৯৮৬-২০০১ ‘কমপ্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন’।
১৯৯১ জাতিসংঘে যোগ দিল মাইক্রোনেশিয়া।
২০০২ জুলাই: তাইফুন চা’তানে ক্ষতিগ্রস্ত চুক, ডজনখানেক মানুষের মৃত্যু।
২০০৩ মাইক্রোনেশিয়া ও মার্শাল দ্বীপপুঞ্জের সাথে কমপ্যাক্ট ২০ বছরের জন্য নবায়ন করল যুক্তরাষ্ট্র।
২০০৪ এপ্রিল: তাইফুন সুদেলে ক্ষতিগ্রস্ত ইয়াপ, জরুরি অবস্থা জারি।
তথ্যসূত্র
BBC. “Micronesia profile – Timeline.” BBC, July 31, 2017.
https://www.bbc.com/news/world-asia-pacific-15519757
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি