লুক্সেমবার্গ

Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৮৩৯ লন্ডন চুক্তি বর্তমান লুক্সেমবার্গের পশ্চিম অংশটা নবগঠিত রাষ্ট্র বেলজিয়ামের হাতে তুলে দেয়ায় দেশটি বর্তমান রূপ লাভ করল।

১৮৬৬ লুক্সেমবার্গের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা নিয়ে ফ্রান্স আর প্রুশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হল।

১৮৬৭ দ্বিতীয় লন্ডন চুক্তি। লুক্সেমবার্গ নিয়ে ফ্রান্স আর প্রুশিয়ার দ্বন্দ্বের অবসান। দেশটির স্বাধীনতা ও নিরপেক্ষতার নিশ্চয়তা দেয়া হল।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।*
* জার্মানি পুরোটা সময় লুক্সেমবার্গ দখল করে রাখে।

১৯২০ লীগ অফ নেশনসে যোগ দিল লুক্সেমবার্গ।

১৯২১ বেলজিয়ামের সাথে অর্থনৈতিক ইউনিয়ন গঠন করল লুক্সেমবার্গ। লুক্সেমবার্গে বেলজীয় মুদ্রা ব্যবহৃত হওয়ার অনুমোদন পেল।

১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১৯৪০ নাৎসি জার্মানি লুক্সেমবার্গ দখল করে নিল।

১৯৪৮ লুক্সেমবার্গ তাঁর নিরপেক্ষতা নীতি থেকে সরে এল। বেলজিয়াম আর দ্য নেদারল্যান্ডসের সাথে একটি অর্থনৈতিক ইউনিয়ন গঠন করল। দেশ তিনটি একসাথে বেনেলাক্স দেশসমূহ নামে পরিচিত।

১৯৪৯ ন্যাটোতে যোগদান করল লুক্সেমবার্গ।

১৯৫৭ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য হল লুক্সেমবার্গ।

১৯৭৯ লুক্সেমবার্গ অর্থনৈতিক মন্দার পর্বে প্রবেশ করল।

১৯৮৪-৯৫ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হিসেবে জ্যাক সান্তারের শাসনকাল।

১৯৯২ ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠনকারী ম্যাসট্রিচ চুক্তি গ্রহণ করে নিল লুক্সেমবার্গ।

১৯৯৫ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জাঁ-ক্লদ জাঙ্কার।

মার্চ ২৬ শেনগেন জোনে যোগ দিল লুক্সেমবার্গ।

১৯৯৯ দ্বিতীয় মেয়াদে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জাঁ-ক্লদ জাঙ্কার।

২০০২ জানুয়ারি লুক্সেমবার্গের জাতীয় মুদ্রা হিসেবে প্রবর্তিত হল ইওরো।

২০১৪ জুন লুক্সেমবার্গের সংসদ সমকামী বিবাহকে আইনী বৈধতা দিল।

নভেম্বর ৫ লুক্সলিকস ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) প্রকাশিত ২৮ হাজার পৃষ্ঠার এক দলিল থেকে জানা গেল, ৩৪০টিরও বেশি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে বিলিয়ন ডলারের ট্যাক্স ফাঁকি দিতে সহায়তা করেছে লুক্সেমবার্গ।

তথ্যসূত্র

BBC. 2022. “Luxembourg profile – Timeline.” BBC, December 12.
https://www.bbc.com/news/world-europe-17548474

European Union. n.d. “Luxembourg – EU Country Profile | European Union.” Accessed March 1, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/luxembourg_en

International Consortium of Investigative Journalists – ICIJ. 2014. “Explore the Documents: Luxembourg Leaks Database – ICIJ.” ICIJ, November 5.
https://www.icij.org/investigations/luxembourg-leaks/explore-documents-luxembourg-leaks-database/

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *