লেসোথো

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৮২০-২৯ জুলুদের ছুঁড়ে দেয়া হুমকি মোকাবেলা করতে বিভিন্ন গোষ্ঠীকে এক করে বাসুতোল্যান্ড প্রতিষ্ঠা করলেন মোশোয়েশো।

১৮৬০-৬৯ বাসুতোল্যান্ড একটি ব্রিটিশ প্রটেক্টরেটে পরিণত হল।

১৮৭১ বাসুতোল্যান্ডকে কেপ উপনিবেশের অন্তর্ভুক্ত করে নেয়া হল।

১৮৮৪ বাসুতোল্যান্ড একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হল।

১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।*
* এ সময় ব্রিটিশদের পক্ষে লড়াই করছেন ২০ হাজার সেথো।

১৯৫০-৫৯ বাসুতোল্যান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটল, যারা স্বাধীনতার জন্য চাপ দিতে শুরু করল।

১৯৬৬ লেসোথো রাজ্য হিসেবে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করল বাসুতোল্যান্ড। প্রথম রাজা হলেন দ্বিতীয় মোশোয়েশো। প্রথম প্রধানমন্ত্রী হলেন সর্দার লিবুয়া জোনাথন।

১৯৯০ নির্বাসনে গেলেন রাজা দ্বিতীয় মোশোয়েশো। তৃতীয় লেতসি হিসেবে শপথ নিলেন তাঁর পুত্র।

১৯৯৩ নির্বাচনে জিতে ক্ষমতায় এল বাসুতোল্যান্ড কংগ্রেস দল।

২০০৪ মার্চ বহু বিলিয়ন ডলারের লেসোথো উচ্চভূমি জল প্রকল্পের প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন, যা দক্ষিণ আফ্রিকাকে পানি সরবরাহ করবে।

২০০৭ জুলাই তিন দশকের মধ্যে তীব্রতম খরা পরিস্থিতি দেখা দেয়ার ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করা হল।

২০১২ মে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এবিসি দলের টমাস থাবানে।

২০১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হলেন পাকালিথা মোসিসলি।

২০১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীগুলোর প্রধান খোয়ান্তলে মোতসো’মোতসেকে গুলি করে হত্যা করা হল।

২০২২ অক্টোবর সমৃদ্ধির জন্য বিপ্লব (আরএফপি) দল প্রতিষ্ঠার মাত্র ৭ মাসের মধ্যে হীরক ধনকুবের থেকে প্রধানমন্ত্রী বনে গেলেন স্যাম মাতেকানে।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. 2022. “Lesotho profile – Timeline.” BBC, November 4.
https://www.bbc.com/news/world-africa-13729501

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশনসময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবেসময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *