
লাতভিয়া
Featured Image: Wikipedia Commons.

সাল
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।
১৯১৭ রুশ বিপ্লব।
১৯১৮ নভেম্বর লাতভীয় জাতীয় কাউন্সিল স্বাধীনতা ঘোষণা করল।
১৯১৮-২০ লাল ফৌজ ও জার্মান সেনাদের বিরুদ্ধে লাতভিয়ার গৃহযুদ্ধ।
১৯২০ সোভিয়েত রাশিয়ার সাথে শান্তিচুক্তি গৃহযুদ্ধের অবসান ঘটাল।
১৯৩৪ ধারাবাহিকভাবে কয়েকটি অস্থিতিশীল সরকার দেশ চালানোর পর ক্ষমতা দখল করলেন প্রধানমন্ত্রী কার্লিস উলমানিস।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪০ সোভিয়েত ইউনিয়ন বাল্টিক দেশগুলো দখল করে নিল।* সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় গণ নির্বাসন শুরু।
* বাল্টিক সাগরের তীরে অবস্থিত হওয়ার কারণে লাতভিয়া, লিথুয়ানিয়া, ও এস্তোনিয়া দেশ তিনটি একসাথে বাল্টিক দেশ হিসেবে নামে পরিচিত।
১৯৪১ লাতভিয়ায় নাৎসি হামলা। নাৎসি খুনি বাহিনী ও লাতভীয় আধাসামরিক বাহিনীগুলোর হাতে ৭০ হাজার লাতভীয় ইহুদি খুন হলেন।
১৯৪৪ লাতভিয়ায় সোভিয়েত সেনাদের প্রত্যাবর্তন। নির্বাসিত করা ফের চালু হল। সোভিয়েতদের বিরুদ্ধে লাতভীয়দের প্রতিরোধ দমন করা শুরু হল।
১৯৯১ মার্চ গণভোটে অধিকাংশ ভোট লাতভিয়ার স্বাধীনতার পক্ষে পড়ল।
১৯৯৩ জুলাই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গান্টিস উলমানিস।
১৯৯৪ আগস্ট লাতভিয়া ছেড়ে গেল শেষ সোভিয়েত সেনা।
১৯৯৯ পূর্ব ইওরোপের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হলেন লাতভিয়ার ভায়ারা ভাইক-ফ্রেইবার্গ।
২০০৪ মার্চ ন্যাটোতে যোগ দিল লাতভিয়া।
মে ১ ইওরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিল লাতভিয়া।
২০০৬ একটি নতুন নাগরিকত্ব আইনে বলা হল, আবেদনকারীদের লাতভীয় ভাষা পরীক্ষায় পাশ করতে হবে।
২০০৭ ডিসেম্বর ২১ শেনগেন জোনে যোগ দিল লাতভিয়া।
২০১২ রুশ ভাষাকে যৌথ দরবারি ভাষার মর্যাদা দেয়ার একটি প্রস্তাব গণভোটে খারিজ হয়ে গেল।
২০১৫ বাল্টিক দেশগুলোয় ন্যাটো তার উপস্থিতি বৃদ্ধি করল।
২০২২ আগস্ট অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রচেষ্টা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বেলারুশ সীমান্তে জরুরি অবস্থা জরুরি করল লাতভিয়া।
তথ্যসূত্র
BBC. 2023. “Latvia Country Profile.” BBC, March 29.
https://www.bbc.com/news/world-europe-17522134.
— 2022. “Latvia profile – Timeline.” BBC, November 30.
https://www.bbc.com/news/world-europe-17529542
European Union. n.d. “Latvia – EU Country Profile | European Union.” Accessed March 1, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/latvia_en
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি